Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word তেজবেত Bengali definition [তেজোবেত্‌] (বিশেষ্য) তেজযুক্ত বেত; শক্ত বেত; সহজে ভাঙ্গে না এমন বেত (সে তখন বেছে বেছে তেজবেত নিয়ে আসে-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) তেজঃ+বেত্র}
  • Bengali Word তেজলি, তেজলুঁ, তেজলু Bengali definition তেজা
  • Bengali Word তেজস্কর, তেজঃকর Bengali definition [তজোস্‌কর্‌, তজোক্‌কর্‌] (বিশেষণ) ১ বলদায়ক; শক্তিদায়ক। ২ শক্তিবর্ধক; তেজোবর্ধক। ৩ তেজালো; দীপ্তিশালী। ৪ উদ্দীপক। {(তৎসম বা সংস্কৃত) তেজ+√কৃ+অ(ট)}
  • Bengali Word তেজস্ক্রিয়া Bengali definition [তেজোস্‌ক্রিয়া] (বিশেষণ) (পদার্থ.) যে পদার্থ থেকে বিশেষ রশ্মি বা কণা স্বতঃই বিকীর্ণ হয়ে থাকে; radioactive। {(তৎসম বা সংস্কৃত) তেজঃ+ক্রিয়া}
  • Bengali Word তেজস্বান, তেজস্বী Bengali definition [তেজোশ্‌শান্‌, তেজোশ্‌শি] (বিশেষণ) ১ তেজোময়; দীপ্তিময়; জ্যোতির্ময়; দীপ্তিমান। ২ বিক্রমশালী; বলবান; বীর্যবান; শক্তিশালী। ৩ তেজি; পরাক্রান্ত। তেজস্বিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) তেজঃ+বৎ, বিন্‌}
  • Bengali Word তেজা, ত্যজা ((পদ্যে ব্যবহৃত)) Bengali definition [ত্যাজা] (ক্রিয়া) ত্যাগ বা পরিত্যাগ করা; ছাড়া। তেজই ((ব্রজবুলি)) (ক্রিয়া) ত্যাগ বা পরিত্যাগ করে, ছাড়ে। তেজব ((ব্রজবুলি)) (ক্রিয়া) ত্যাগ করব; ছাড়ব। তেজলি ((ব্রজবুলি)) (ক্রিয়া) ত্যাগ বা পরিত্যাগ করল; ছাড়ল। তেজলু, তেজলুঁ ((ব্রজবুলি)) (ক্রিয়া) ত্যাগ বা পরিত্যাগ করলাম; ছেড়ে দিলাম। {(তৎসম বা সংস্কৃত) √ত্যজ্‌+আ>}
  • Bengali Word তেজাব Bengali definition [তেজাব্‌] (বিশেষ্য) অ্যাসিড; acid; অম্ল; অম্লসার। {(ফারসি) তিজাব}
  • Bengali Word তেজারত, তিজারত, তিজারৎ Bengali definition [তেজারত্‌, তিজারত্‌, তিজারৎ] (বিশেষ্য) ১ ব্যবসা-বাণিজ্য। ২ সুদের কারবার; সুদে টাকা ধার দেওয়া। তেজারতি, তিজারতি (বিশেষ্য) টাকা-কড়ির লেন দেন; সুদে টাকা লাগানো বা লগ্মীকরণ; কুসীদবৃত্তি (সামান্য তেজারতি থেকে চালের কারবার গড়ে তুলেছে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। □ বিন ১ ব্যবসা-বাণিজ্য সম্বন্ধীয়; বৈষয়িক। ২ সুদের ব্যবসা-সংক্রান্ত (তেজারতি ব্যবসা করিয়া ধনী হলো)। {(আরবি)তিজারত }
  • Bengali Word তেজালো, তেজাল Bengali definition [ত্যাজালো] (বিশেষণ) তেজযুক্ত; তেজস্কর; দীপ্তিমান; তেজস্বী (ফ্যাকাশে চাঁদ তেজালো হয়ে উঠেছে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) তেজঃ>+(বাংলা) আলো}
  • Bengali Word তেজি, তেজী Bengali definition তেজি, তেজী [তেজি] (বিশেষণ) ১ তেজস্বী; বলবান (তেজি যোদ্ধা)। ২ দৃঢ় সংকল্পযুক্ত; জেদি (তেজি ছেলে)। ৩ ঝাঁজালো; তেজস্কর (তেজি সালসা)। {(ফারসি) তেজ, (তৎসম বা সংস্কৃত) তেজঃ+(বাংলা) ই}
  • Bengali Word তেজি-মন্দি Bengali definition [তেজিমোন্‌দি] (বিশেষ্য) বাজারে দ্রব্যাদির মূ্ল্যের হ্রাস-বৃদ্ধি (তুচ্ছ বিষয়ে নির্লিপ্ত থাকিয়া কেনা-বেচা তেজি-মন্দি আদায় উসুল ইত্যাদি-রাজশেখর বসু (পরশু))। {(ফারসি) তেজী-মন্দি + (উর্দু) }
  • Bengali Word তেজীয়ান Bengali definition [তেজিয়ান্‌] (বিশেষণ) ১ যে কোনো কিছুতেই দমে যায় না; অতি তেজস্বী (নজীবউদ্দৌলাও পরম সুশ্রী এবং তেজীয়ান পুরুষ-ইসমাইল হোসেন শিরাজী)। ২ মহাশক্তিশালী। {(তৎসম বা সংস্কৃত) তেজঃ+ঈয়স্‌(ঈয়সুন্‌)}
  • Bengali Word তেজোগর্ভ Bengali definition [তেজোগর্‌ভো] (বিশেষণ) ১ গর্ভে অর্থাৎ অভ্যন্তরে তেজ আছে এমন; তেজপূর্ণ; তেজস্বী। ২ ভিতরে উত্তাপ আছে এমন। {(তৎসম বা সংস্কৃত) তেজঃ+গর্ভ}
  • Bengali Word তেজোবান, তেজোময় Bengali definition [তেজোবান্‌, তেজোময়্‌] (বিশেষণ) ১ জ্যোতির্ময়; উজ্জ্বল। ২ দীপ্তিশীল; দীপ্তিময়। ৩ বীর্যবান; বিক্রমশালী। ৪ তেজোরাশি। তেজোময়ী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) তেজঃ+বৎ(বতুপ্‌), ময় (ময়ট্‌)}
  • Bengali Word তেজোমূর্তি, তেজোরূপ Bengali definition [তেজোমুর্‌তি, তেজোরুপ] (বিশেষ্য) ১ জ্যোতির্ময় মূর্তি; দীপ্তিময় পুরুষ। ২ সূর্য। □ (বিশেষণ) জ্যোতির্ময় বা তেজোময় বা তেজস্বী মূর্তিবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) তেজঃ+মূর্তি, রূপ}
  • Bengali Word তেজোহীন Bengali definition [তেজোহিন্‌] (বিশেষণ) ১ নিস্তেজ; দূর্বল; শক্তিহীন; বীর্যহীন। ২ দীপ্তিহীন; উজ্জ্বলতাশূন্য। ৩ ম্লান; নিষ্প্রভ। {(তৎসম বা সংস্কৃত) তেজঃ+হীন}
  • Bengali Word তেঞি Bengali definition তেঁই
  • Bengali Word তেঠেঙ্গে, তেঠেঙে Bengali definition তে
  • Bengali Word তেতলা, তেতালা Bengali definition তে
  • Bengali Word তেতাম্বা Bengali definition [তেতাম্‌বা] (বিশেষ্য) চুম্বক। □ (বিশেষণ) অবশিষ্ট; উদ্বৃত্ত। {(ফারসি) তেতাম্বা}
  • Bengali Word তেতাল্লিশ Bengali definition [তেতাল্‌লিশ্‌] (বিশেষ্য) (বিশেষণ) ৪৩ সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) ত্রিচত্বারিংশৎ>; (প্রাকৃত) তেআলীসা}
  • Bengali Word তেতাস Bengali definition তা
  • Bengali Word তেতো ১ Bengali definition [তেতো] (বিশেষ্য) ১ তৃপ্ত; গরম (মোর কোলের ছেলেডার গা তেতো করেলো তাইতি সে মসার কাছে মিচ্‌রি নিতি অ্যাকবার স্বরপুর আয়েলাম-দীনবন্ধু মিত্র)। ২ তিক্ত; তেতো (কাগের মাংস তো শুনতে পাই তেতো-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) তপ্ত>; তিক্ত>}
  • Bengali Word তেতো ২ Bengali definition তিক্ত
  • Bengali Word তেত্রিশ Bengali definition [তেত্‌ত্রিশ্‌] (বিশেষ্য) (বিশেষণ) ৩৩ সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) ত্রয়স্ত্রিংশৎ>(প্রাকৃত) তেতীস>}
  • Bengali Word তেথর Bengali definition তে
  • Bengali Word তেন ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [তেনো] (অব্যয়) ১ তেমন; সেরূপ (যেন তেন প্রকারেণ)। ২ তজ্জন্য; সে জন্য। ৩ সেই। {(তৎসম বা সংস্কৃত) তথা>(প্রাকৃত) তেম্‌>}
  • Bengali Word তেনা ১, ((আঞ্চলিক)) Bengali definition ত্যানা, টেনা, ট্যানা [ত্যানা, ত্যানা, ট্যানা; ট্যানা] (বিশেষ্য) ১ ছেঁড়া কাপড়ের টুকরা; নেকড়া (শত গাঁটি ছিঁড়া টেনা করি পরিধান-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ কৌপীন; গৈরিক বসন। {(তৎসম বা সংস্কৃত) তুন্ন (ছিন্নবস্ত্র)>}
  • Bengali Word তেনা ২ ((আঞ্চলিক)) Bengali definition [তেনা] (সর্বনাম) তিনি। তেনাকে (সর্বনাম) তাঁকে। তেনাদের (সর্বনাম) তাঁদের; তাঁহাদের। তেনার (সর্বনাম) তাঁর; তাঁহার। তেনারা (সর্বনাম) তাঁরা; তাঁহারা। {(তৎসম বা সংস্কৃত) তদ্‌}
  • Bengali Word তেপান্তর Bengali definition [তেপান্তর] (বিশেষ্য) দূরব্যাপী জনহীন বিশাল মাঠ-সাধারণত বাংলা ছড়া ও রূপকথায় ব্যবহৃত (মাঠে তেপান্তরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) ত্রি+প্রান্তর>}