Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word তৈছন ((ব্রজবুলি)) Bengali definition তৈসন [তোইছন্‌] (বিশেষণ) সেরুপ; তাদৃশ। তৈছে, তৈসে (ক্রিয়াবিশেষণ) সেরূপে। {(তৎসম বা সংস্কৃত) তাদৃশ> (প্রাকৃত) তইস> (বাংলা) তৈছ; (তুলনীয়) ঐছে, কৈছে, জৈছে}
  • Bengali Word তৈজস Bengali definition [তোইজশ্‌] (বিশেষণ) তেজ সম্পর্কিত; ধাতুনির্মিত। তৈজসপত্র, তৈজসপাত্র (বিশেষ্য) ধাতু নির্মিত থালা-বাসন; ঘটি-বাটি প্রভৃতি। {(তৎসম বা সংস্কৃত) তেজস্‌+ অ(অণ্‌)}
  • Bengali Word তৈত্তির Bengali definition [তোইত্‌তির্‌] (বিশেষ্য) তিত্তির পাখি। তৈত্তিরীয় (বিশেষ্য) ১ তিত্তির ঋষি যা বলেছেন। ২ যজুর্বেদ শাখাধ্যায়ী ব্রাহ্মণগণ। ৩ যজুর্বেদের একটি শাখা। □ (বিশেষণ) তিত্তির পক্ষী সম্পর্কীয়। তৈত্তিরীয়ক (বিশেষণ) তৈত্তিরীয় শাখা-ধ্যায়ী। {(তৎসম বা সংস্কৃত) তিত্তির+ অ(অণ্‌)}
  • Bengali Word তৈনাত Bengali definition [তোইনাত্‌] (বিশেষ্য) ১ নিয়োগ; বহাল। ২ গোমস্তার প্রার্থনামতো সদর কাছারি হতে যে কর্মচারী মফঃস্বলে প্রেরিত হন (তবে...তৈনাত চলে-ঘন)। তৈনিতি (বিশেষ্য) সদর কাছারি হতে মফস্বলে মোতায়েন করা পেয়াদা প্রভৃতি (জমিদারের তৈনিতি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(আরবি)তা’য়ীনাত }
  • Bengali Word তৈল Bengali definition [তোইল্‌] (বিশেষ্য) তেল। তৈলকল্ক (বিশেষ্য) খইল। তৈলকল্কজ, তৈলকিট্ট (বিশেষ্য) তেলের কাইট। তৈলকার (বিশেষ্য) ব্যবসায়ী; তেলি; কলু। তৈলচক্র (বিশেষ্য) ঘানিগাছ। তৈলচিত্র (বিশেষ্য) তেলরঙে অঙ্কিত ছবি। তৈল-ঢালা (বিশেষণ) মসৃণ; তৈল-চিক্কণ (তৈল-ঢালা স্নিগ্ধ তনু নিদ্রারসে ভরা-রবীন্দ্রনাথ ঠাকুর)। তৈলদান (বিশেষ্য) ((ব্যঙ্গার্থ)) হীনভাবে খোশামোদ। তৈলদ্রোণী (বিশেষ্য) অবগাহনার্থ তৈল- কাষ্ঠনির্মিত পাত্র। তৈলপ, তৈল-পা, তৈলপক, তৈল-পায়িকা (বিশেষ্য) আরশোলা; তেলাপোকা (তৈলপ। তুমি তেলাপোকা, পাখী নয়-সত্যেন্দ্রনাথ দত্ত)। তৈলপক্ব (বিশেষণ) ১ তৈলপুষ্ট; তেলেভাজা। ২ তেল দিয়ে রাঁধা বা রান্নাকরা। ৩ তেল মেখে চকচকে ও মজবুত করা (তেলপক্ব লাঠি)। তৈলবট (বিশেষ্য) ব্যবস্থা দেওয়ার জন্য স্মার্ত পণ্ডিতকে যে অর্থ দেওয়া হয় (স্মার্ত পণ্ডিতকে যে অর্থ দেওয়া হয় (স্মার্তরাও যে শুধু তৈলবট নিয়ে বিধান দিতেন তাই নয়-সৈয়দ মুজতবা আলী)। তৈলবীজ (বিশেষ্য) তিল সরিষা ইত্যাদি তৈলগর্ভ শস্য। তৈলযন্ত্র (বিশেষ্য) তেলের কল; ঘানি। তৈলসেক (বিশেষ্য) ১ তৈল লেপন; তৈল মর্দন। ২ প্রদীপাদিতে তৈল দান। ৩ ((ব্যঙ্গার্থ)) পায়ে তেল দেওয়া; তোষামোদ। তৈলস্ফটিক (বিশেষ্য) হলুদ রঙের শিলীভূত পদার্থ; amber। তৈলীয় (বিশেষণ) তেল সম্পর্কীয়। {(তৎসম বা সংস্কৃত) তিল+ অ(অণ্‌)}
  • Bengali Word তৈলঙ্গ Bengali definition [তোইলঙ্‌গো] (বিশেষ্য) ১ দক্ষিণ ভারতের একটি অঞ্চল; বর্তমান অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা। ২ অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানার অধিবাসী। তৈলঙ্গী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) ত্রিকলিঙ্গ>}
  • Bengali Word তৈলঙ্গা ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [তৈলঙ্‌গা] (বিশেষ্য) তেলাপোকা (তৈলঙ্গা রুপ হইয়া-মানিক রাজার গান)। {(তৎসম বা সংস্কৃত) তৈল+ অঙ্গ>?}
  • Bengali Word তৈলিক, তৈলী Bengali definition তেলী
  • Bengali Word তৈসন, তৈসে Bengali definition তৈছন
  • Bengali Word তৈয়ব Bengali definition [তোইয়ব্‌] (বিশেষ্য) ‘আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর রসূল’- এই মতবাদ। □ (বিশেষণ) ভালো; পবিত্র (কালেমা তৈয়ব লেখা পৃষ্ঠের উপর-হেয়াত মাহমুদ)। {(আরবি)তীব }
  • Bengali Word তৈয়ম্মুম, তৈয়াম্মুম Bengali definition তয়ম্মুম
  • Bengali Word তৈয়ার, তৈয়ারি, তৈরি Bengali definition [তোইয়ার্‌, তোইয়ারি, তোইরি] (বিশেষণ) ১ প্রস্তুত; নির্মিত (সে নতুন তৈরি বাড়িতে চলে গেছে)। ২ ব্যবহারোপযোগী; কার্যোপযোগী (তিনি সাক্ষীদিগকে যেন পাখি পড়াইয়া তইয়ার করেন-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ৩ শিক্ষাপ্রাপ্ত; পরিপক্ব; লায়েক; উপযুক্ত; যোগ্য (লোক তৈরি না হলে কাজ করবে কে?)। ৪ ((ব্যঙ্গার্থ)) সেয়ানা; ডেঁপো; ফাজিল; অকালপক্ব (তৈরি ছেলে)। তৈরি করা (ক্রিয়া) নির্মাণ করা। {(আরবি)তইয়্যার }
  • Bengali Word তো ১ Bengali definition [তো] (বিশেষ্য) বস্ত্র প্রভৃতির পাট বা ভাঁজ; তয় (শাড়ি তো করা)। {(ফারসি) তহ্‌ }
  • Bengali Word তো ৩, তোঁ ((ব্রজবুলি)) Bengali definition [তো, তোঁ] (সর্বনাম) ১ তুমি; তুই। ২ তোমা (তো বিনে উনমত-বিদ্যাপতি)। ৩ তোর; তোমার (তো সেবা-চণ্ডীদাস)। তোই, তোঁই ((ব্রজবুলি)) (সর্বনাম) তোমাকে। তোঁঞে ((ব্রজবুলি)) (সর্বনাম) তুমি (তোঞে তসু তুল-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) ত্বম্‌>}
  • Bengali Word তো, ত Bengali definition [তো] (অব্যয়) ১ প্রশ্নজ্ঞাপক (যাবে তো?)। ২ দৃঢ়তা; নিশ্চয়তা বা অভয় জ্ঞাপক (এই তো এসে গেছি)। ৩ অনুরোধজ্ঞাপb (একটু দেখুন তো)। ৪ অবধারণ অর্থে (আমি তো জানি না)। ৫ যদিও সত্ত্বেও ইত্যাদি অর্থবাচক (সে তো খাবে না, তবু গিয়ে দেখো)। ৬ অনিশ্চয়তা জ্ঞাপক (চাই তো, দেখি কিছু করা যায় কিনা)। ৭ সংশয়সূচক (হয়তো)। ৮ অন্তত অর্থবাচক (আজতো নয়)। ৯ পরিনতি, ঘটনা, অঘটন ইত্যাদি বোধক (সে তো গেল কিন্তু কাজ তো কিছুই হলো না)। ১০ তবে, তাহলে ইত্যাদি অর্থবাচক (বাঁচতে চাও তো)। ১১ কিন্তু অর্থবাচক (সে তো যাবে না)। ১২ পাদপূরণে বা কথার মাত্রায় (সে তো জানে না)। {(তৎসম বা সংস্কৃত) তাবৎ>}
  • Bengali Word তোঁ ২ Bengali definition ত২
  • Bengali Word তোঁতা Bengali definition [তোঁতা] (বিশেষ্য) সুতা (তোঁতা কাটা)। {(তৎসম বা সংস্কৃত) তন্তু>}
  • Bengali Word তোক ১ Bengali definition [তোক্‌] (বিশেষ্য) অপরাধীর হস্তবন্ধন-শৃঙ্খলবিশেষ; হাতকড়া (লুঠি নারী গাবী দিল বেড়ি তোক-ভারতচন্দ্র রায়গুণাকর)। তোকদড়ি (বিশেষ্য) গলবন্ধ; শৃঙ্খল (হাতে কড়ি পায়ে বেড়ি তোকদড়ি গলে-ঘনরাম চক্রবর্তী)। {(আরবি)তবক }
  • Bengali Word তোক ২ Bengali definition [তোক্‌] (বিশেষ্য) সন্তান (কাশ্যপ মুনির হইয়া তোক-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) √তু+ ক}
  • Bengali Word তোকমারি, তোকমা Bengali definition [তোক্‌মারি, তোক্‌মা] (বিশেষ্য) সাধারাণত পুলটিসে ব্যবহৃত ইসবগুলের মতো বীজবিশেষ। {(ফারসি) তুখ্‌ম্‌+ ই- রিহ্ণান; তখমেরাইহ্ণান>}
  • Bengali Word তোকানি-মোকানি ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [তোকানি-মোকানি] (বিশেষ্য) জনরব (তোকানি-মোকানি কথা শুনি জগন্নাথ পিতা-জয়ানন্দ)। {তোকা (তোর)+ বাণী+ মোকা(মোর)+বাণী>}
  • Bengali Word তোকে, তোরে Bengali definition [তোকে, তোরে] তুই শব্দের ২য়া ও ৪র্থীর এক বচনের রুপ-অবজ্ঞার্থে বা স্নেহার্থে ব্যবহৃত। {(তৎসম বা সংস্কৃত) তুম্‌> (প্রাকৃত) তুং, তুহ}
  • Bengali Word তোখড় Bengali definition তুখড়
  • Bengali Word তোগরা, তুগরা Bengali definition [তোগ্‌রা, তুগ্‌রা] (বিশেষ্য) অলঙ্কৃত আরবি লিপিবিশেষ; বাদশাহি স্বাক্ষর; দস্তখত; মোহর। {(তুর্কি)তুগরা}
  • Bengali Word তোজন, তোজনা Bengali definition [তোজন্‌, তোজনা] (বিশেষ্য) একপ্রকার ধান। {(অজ্ঞাতমূল)}
  • Bengali Word তোটক Bengali definition [তোটোক্‌] (বিশেষ্য) দ্বাদশাক্ষর পাদযুক্ত সংস্কৃত ছন্দ (দ্বিজ ভারত তোটক ছন্দে ভনে-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) ত্রোটক>}
  • Bengali Word তোতলা, তোৎলা Bengali definition [তোত্‌লা] (বিশেষণ) জিহ্বার জড়তাবশত যার কথা বেধে যায় (তাঁহার অঙ্গুলি ও জিহ্বা পুড়িয়া গেল, তিনি আজীবন তোৎলা হইয়া রহিলেন-কাজী ইমদাদুল হক)। তোতলানো, তোতলান (ক্রিয়া) তোতলার মতো বেধে বেধে কথা বলা। □ (বিশেষ্য) উক্ত অর্থে। তোতলামি (বিশেষ্য) তোতলানোর অবস্থা; তোতলার মতো করে কথা বলা। {ধ্বন্যা; (তুলনীয়) (হিন্দি) তোতরাহ্‌}
  • Bengali Word তোতা Bengali definition [তোতা] (বিশেষ্য) শুকপাখি; টিয়াপাখি। {(ফারসি) তোতা }
  • Bengali Word তোপ Bengali definition [তোপ্‌] (বিশেষ্য) ১ আগ্নেয়াস্ত্র; কামান (তোর ঘুর চাকাতে বলদর্পীর তোপ কামানের টুটুক জোর-কাজী নজরুল ইসলাম)। ২ বন্দুক (গরজে কামান, তোপ গোলাগুলী ছুটিয়ে দিগ্বিদিকে-কাজী নজরুল ইসলাম)। ৩ কামানের শব্দ। তোপখানা, তোপশালা (বিশেষ্য) কামান রাখার বা নির্মাণের স্থান। তোপচি (বিশেষ্য) যারা কামান দাগে; গোলন্দাজ (তোপচিগণ ক্রমাগত একশত একটি তোপধ্বনি করিলে-ইসমাইল হোসেন শিরাজী) । তোপদাগা (ক্রিয়া) কামান থেকে গোলা নিক্ষেপ করা বা ছোড়া। তোপান্দাজ (বিশেষ্য) যে কামান হতে গোলা ছোঁড়ে; ঐরুপ সিপাহি। {(তুর্কি)তুপ }
  • Bengali Word তোপচনি, তোপচিনি Bengali definition [তোপ্‌চিনি] (বিশেষ্য) চীন ও জাপানের একপ্রকার লতার মূল; চীনা বচ; china root। {(ফারসি) চোব+ চিনি }