Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word তেলেছমাত Bengali definition তেলেসমাত
  • Bengali Word তেলেনা Bengali definition [তেলেনা] (বিশেষ্য) সঙ্গীতের প্রারম্ভিক ধ্বনিময় বোল, যেমন আ আ/তেরে নে/তানা তানা। তেলেনা ভাঁজা (ক্রিয়া) ১ ((আলঙ্কারিক)) আসল কথার ভূমিকাস্বরূপ বাজে কথার অবতারণা করা। ২ ভণিতা। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word তেলেভাজা Bengali definition (বিশেষ্য) বেগুনি, ফুলুরি প্রভৃতি বেসনযুক্ত ভাজা খাদ্য। □ (বিশেষণ) ((আলঙ্কারিক)) রৌদ্রে ঘুরে ঘুরে তামাটে বর্ণ ধারণ করেছে এমন। {(তৎসম বা সংস্কৃত) তৈল+ভর্জিত}
  • Bengali Word তেলেসমাত, তেলেছমাত Bengali definition [তেলেস্‌মাত, তেলেছ্‌মাত] (বিশেষ্য) ১ যাদু। ২ আশ্চর্য (এ যে দেখি তেলেসমাত ব্যাপার)। ৩ ভরপুর; মাতোয়ারা (শিরনি রাঁধে বড় বিবির বাড়ী গন্ধে তেলেসমাত-কাজী নজরুল ইসলাম)। তেলেসমাতি, তেলেছমাতি (বিশেষণ) ঐন্দ্রজালিক; যাদু সম্বন্ধীয় (তেলেছমাতি কারবার-সৈয়দ হামজা)। {(আরবি)তিলস্‌মাত }
  • Bengali Word তেলো ১ Bengali definition [তেলো] (বিশেষ্য) মাথার বা হাতের তালু। {(তৎসম বা সংস্কৃত) তালু>তল+উয়া=তালুয়া>}
  • Bengali Word তেলো ২ Bengali definition [তেলো] (বিশেষ্য) ১ করতল; হাতের তেলো বা চেটো (তাহার দুই হাতের তেলোতেই কেচোর আটাযুক্ত রস ও মাছের আইশ লাগিয়া রহিয়াছে-কাজী আবদুল ওদুদ)। ২ পদতল; চরণতল; পায়ের চেটো বা তলদেশ। □ (বিশেষণ) তৈলাক্ত। {(তৎসম বা সংস্কৃত) তল>}
  • Bengali Word তেশিরা Bengali definition তে
  • Bengali Word তেষট্টি Bengali definition [তেশোট্‌টি] (বিশেষ্য) (বিশেষণ) ৬৩ সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) ত্রিষষ্টি>(প্রাকৃত) তিসট্‌ঠি>}
  • Bengali Word তেষ্টা Bengali definition [তেশ্‌টা] (বিশেষ্য) পিপাসা; তৃষ্ণা। {(তৎসম বা সংস্কৃত) তৃষ্ণা>}
  • Bengali Word তেসনি, তেসনী Bengali definition [তেশোনি] ((মধ্যযুগীয় বাংলা)) (বিশেষণ) তিন বছরের (রাজকর লোকের তেসনি নিল বাড়া/অতেব সকল প্রজা হল দেশ ছাড়া-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) ত্রি>তে + সনঃ + (বাংলা) ই}
  • Bengali Word তেসরা Bengali definition [তেশোরা] (বিশেষ্য) (বিশেষণ) তৃতীয়; মাসের তৃতীয় তারিখ বা তারিখের। □ (বিশেষ্য) মাসের তৃতীয় দিন। ((তুলনীয়) পয়লা, দোসরা, তেসরা, চৌঠা ইত্যাদি)। {(তৎসম বা সংস্কৃত) তৃতীয়+ √সৃ>তৃতীয়সর>}
  • Bengali Word তেসাণে, তেসানে (-প্রাচীন বাংলা) Bengali definition [তেসানে] (অব্যয়) তখন; সে সময় (তেসাণে কাহ্ন আনিবো-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) তদ্‌> (ব্রজবুলি) তে+ (তৎসম বা সংস্কৃত) ক্ষণ>}
  • Bengali Word তেহাই ১ Bengali definition [তেহাই] (বিশেষ্য) সঙ্গীত সমাপ্তিসূচক বাদ্যযন্ত্রে শেষ তিন সজোর আঘাত (তুরপুন হল তানপুরা তব নেহাইএ দাও তেহাই-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) ত্রিঘাত>}
  • Bengali Word তেহাই ২ Bengali definition [তেহাই] (বিশেষ্য) তিন ভাগের এক ভাগ; এক-তৃতীয়াংশ (অর্দ্ধেক পঙ্কেতে তার তেহাই সলিলে-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) ত্রিভাগিক> (প্রাকৃত) তিহাঅ>}
  • Bengali Word তেহাতি Bengali definition [তেহাতি] (বিশেষণ) তিন হাত পরিমাণ। {(তৎসম বা সংস্কৃত) ত্রি+ হস্ত> হত্থ> (বাংলা) হাত+ই>; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word তেহাত্তর Bengali definition তিয়াত্তর
  • Bengali Word তেহারা Bengali definition [তেহারা] (বিশেষণ) ১ ত্রিগুণ; তিন খেই বা ভাঁজযুক্ত। ২ মোটা। {(তৎসম বা সংস্কৃত) ত্রিহার> (বাংলা) আ}
  • Bengali Word তেহেন, তেহ্ন, তেহ্নমতে ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [তেহেনো, তেন্‌হো, তেন্‌হোমতে] (অব্যয়) সেরুপ; তদ্রুপ; তেমন (তেহ্ন কর উপায় আপণে-বড়ু চণ্ডীদাস; উত্তম জনের নেহা তেহেন মুরারী-বদচা; তেহ্নমতে কবির বিলাস-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) তদ্‌/তেন>}
  • Bengali Word তোল্য Bengali definition [তোল্‌লো] (বিশেষণ) ১ ওজন করতে হবে এমন। ২ তুলনীয়। {(তৎসম বা সংস্কৃত) √তুল্‌+ য(ণ্যৎ)}
  • Bengali Word তেৎকে Bengali definition ((মধ্যযুগীয় বাংলা)) [তেত্‌কে] (অব্যয়) তৎক্ষণাৎ; তক্ষুণি; সে সময় (মানিক গাঙ্গুলির ধর্মমঙ্গল-এ শব্দটির ব্যবহার দেখা যায়)। {(তৎসম বা সংস্কৃত) তৎক্ষণ>}
  • Bengali Word তেড় Bengali definition তেউড়
  • Bengali Word তেড়চা, তেড়ছ, তেড়ছা Bengali definition তেরচা
  • Bengali Word তেড়া, ত্যাড়া Bengali definition [ত্যাড়া] (বিশেষ্য) ১ টেড়া; বাঁকা; অসরল। □ (বিশেষণ) কুটিল (তেড়া বুদ্ধি) ⇒ টেড়া। {(তৎসম বা সংস্কৃত) তির্যক্‌>টেড়া> তেড়া}
  • Bengali Word তেড়ি Bengali definition টেড়ি
  • Bengali Word তেড়ি-বেড়ি, তেড়ি-মেড়ি Bengali definition [তেড়িবেড়ি, তেড়িমেড়ি] (বিশেষ্য) গোলযোগ; গোলমাল (বেশী তেরিবেড়ি করে ত তারারে পিটাইয়াই দুরস্ত করা যাইব-মুহম্মদ মনসুরউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) তির্যক্‌>টেড়া+ই>তেড়ি+ বেড়ি=মেড়ি; ধ্বন্যাত্মক}
  • Bengali Word তেড়ে Bengali definition [তেড়ে] (অসমাপিকা ক্রিয়া)(ক্রিয়াবিশেষণ) তাড়িয়ে; তাড়া করে; তর্জন বা ভর্ৎসনা সহকারে (তেড়ে মারতে আসা)। তেড়েফুঁড়ে (ক্রিয়াবিশেষণ) তর্জন সহকারে; তাড়া করে। তেড়েমেড়ে (ক্রিয়াবিশেষণ) সবেগে তাড়া বা পশ্চাদ্ধাবন করে। তেড়েমেরে (অসমাপিকা ক্রিয়া)তাড়া করে; প্রহার দিয়ে। {(তৎসম বা সংস্কৃত) √তাড়ি>(বাংলা) √তাড়্‌, ইয়া>এ = তেড়ে}
  • Bengali Word তেয়াগ ((ব্রজবুলি)) Bengali definition [তেয়াগ্‌] (বিশেষ্য) ত্যাগ। তেয়াগা (ক্রিয়া) ত্যাগ করা; ছাড়া। তেয়াগিব (ক্রিয়া) ত্যাগ করব; ছাড়ব (বিরহ আনল মাহ তনু তেয়াগিব-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) ত্যাগ>}
  • Bengali Word তৈ, তৈঁ ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [তই, তঁই] (অব্যয়) তাই (তৈঁ ধরী রাখত-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) তস্মাৎ>}
  • Bengali Word তৈক্ষ্ণ্য Bengali definition [তোইখ্‌নো] (বিশেষ্য) ১ তীক্ষ্ণতা; ক্ষুরধার বা শাণিত ভাব। ২ উষ্ণতা। {(তৎসম বা সংস্কৃত) তীক্ষ্ণ+ য (ষ্যঞ্‌)}
  • Bengali Word তৈখন ((ব্রজবুলি)) Bengali definition [তোইখন্‌] (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) তখন; তৎক্ষণাৎ; তখনই। {(তৎসম বা সংস্কৃত) তৎক্ষণ>}