Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word তেপালিতা, তেপালতে Bengali definition [তেপালিতা, তেপাল্‌তে] (বিশেষ্য) পাটকে মাঁদার নামক গাছ; Erythrine indica। {(তৎসম বা সংস্কৃত) ত্রিপালিতা>}
  • Bengali Word তেপায়া Bengali definition তে
  • Bengali Word তেপেচি, তেপচী ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [তেপেচি] তিন প্যাঁচ বা ভাঁজ দেওয়া রয়েছে এমন (তেপেচী পিঞ্জিরা-পূর্ববঙ্গ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) ত্রি+(বাংলা) পেঁচ+(বাংলা) ই, ঈ}
  • Bengali Word তেপ্পান্ন Bengali definition তিপ্পান্ন
  • Bengali Word তেফলা Bengali definition [তেফলা] (বিশেষণ) (জমিতে) বছরে তিনবার ফসল হয় এমন। {(তৎসম বা সংস্কৃত) ত্রিফল+(বাংলা) আ}
  • Bengali Word তেমন Bengali definition (বিরল) [তেমতো] (বিশেষণ) সেইরূপ। তেমতি (ক্রিয়াবিশেষণ) ১ ((পদ্যে ব্যবহৃত)) সেইরূপ। ২ তেমন (যেমতি তেমতি)। {(তৎসম বা সংস্কৃত) ত্রি+মন্ত>}
  • Bengali Word তেমাথা, তেমোহানা Bengali definition তে
  • Bengali Word তের Bengali definition তেরো
  • Bengali Word তেরচা, তেরছা, তেরছ Bengali definition ((ব্রজবুলি)) তেড়চা, তেড়ছ, তেড়ছা, টেরছা, টেরচা, তিরছ [.......] (বিশেষণ) বক্র; বঙ্কিম; আড়; তির্যক (তেরছ নয়নে চায়-গোবিন্দদাস; হেনে গেল তীর তিরছ তার চাহনি-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) তির্যক>(প্রাকৃত) তেরিচ্ছ>}
  • Bengali Word তেরপল, তেরপাল Bengali definition ত্রিপল
  • Bengali Word তেরস্পর্শ Bengali definition ত্র্যহস্পর্শ
  • Bengali Word তেরাত্তির Bengali definition ত্রি
  • Bengali Word তেরিজ Bengali definition [তেরিজ্‌] (বিশেষ্য) ১ অঙ্কের সমষ্টি; গণিতে যোগ (ঠাকুরানী একন আয়ব্যয়ের হিসাব তাঁর কাছে বুঝিয়ে দিতে চান সেই জন্যই তাঁর তেরিজ খারিজ শেখা দরকার-প্রথম চৌধুরী )। ২ বৃদ্ধি। {(আরবি)তা’বীদ }
  • Bengali Word তেরিমেরি Bengali definition [তেরিমেরি] (বিশেষ্য) ১ চোটপাট; রাগারাগি; তুই-মুফাখখারুল ইসলাম করে অবজ্ঞাসূচক উক্তি (মোগলে রহিল ঘেরি সদা করে তেরিমেরি-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ অশিষ্ট বাক্য প্রয়োগ; গালাগালি। {(তুলনীয়) (হিন্দি) তেরীমেরী}
  • Bengali Word তেরিয়া, তেরিয়ান Bengali definition [তেরিয়া, তেরিয়ান্‌] (বিশেষণ) ১ উগ্রস্বভাব; রগচটা; উদ্ধত (তেরিয়া লোক)। ২ উগ্র মূর্তি; ক্রুদ্ধমূর্তি; মারমুখী; বেপরোয়া (তেরিয়া হাওয়া)। ৩ উগ্র স্বভাববিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) তির্যক্‌>(প্রাকৃত) তিরঅ}
  • Bengali Word তেরেট Bengali definition [তেরেট্‌] (বিশেষ্য) লেখার কাজে ব্যবহৃত তালপাতার মতো গাছের পাতা যা তালপাতা অপেক্ষা অধিকতর স্থায়ী। {(তৎসম বা সংস্কৃত) তালপত্র>তাড়িপত্র>}
  • Bengali Word তেরেন্তা, ত্রেন্তা Bengali definition [তেরেন্‌তা, ত্রেন্‌তা] (বিশেষ্য) প্রেমারা; তাস দিয়ে পণ রেখে জুয়া খেলা। {পে. trinta}
  • Bengali Word তেরো, তের Bengali definition [ত্যারো] (বিশেষ্য) (বিশেষণ) ১৩ সংখ্যা বা সংখ্যক। তেরোই, তেরই (বিশেষ্য) (বিশেষণ) মাসের তের তারিখ বা তারিখের। {(তৎসম বা সংস্কৃত) ত্রয়োদশ্‌>}
  • Bengali Word তেল Bengali definition [তেল্‌] (বিশেষ্য) ১ তৈল। ২ দর্প; তেজ; অহঙ্কার (তার তেল হয়েছে)। ৩ তোষামোদ; চাটুব্যবহার (মনিবের পায়ে তেল মেখে কাজ উদ্ধার)। তেল কুচকুচে, তেল চুকচুকে (বিশেষণ) ১ তেল মাখার ফলে উজ্জ্বল। ২ তেল দ্বারা মসৃণ ও উজ্জ্বল। তেলচিটে, তেল চটচটে (বিশেষণ) অপরিমেয় তৈল নিষিক্ত ও ময়লা। তেল তামাক (বিশেষ্য) তেল মাখার পরে ধূমপান। তেলতেলে (বিশেষণ) ১ তৈলাক্তবৎ। ২ মসৃণ। ৩ পিচ্ছিল। তেল দেওয়া (ক্রিয়া) যন্ত্রাদিতে তৈল প্রয়োগ করা। ২ ((আলঙ্কারিক)) হীনভাবে তোষামোদ করা। তেল-ধুতি (বিশেষ্য) যে কাপড় পড়ে দেহে তেল মাখা হয়। তেল পড়া (বিশেষ্য) রোগাদি দূরীকরণার্থ মন্ত্রপূত বা দোয়া পড়া তেল। তেলপানা (বিশেষণ) মসৃণ ও সমতল (যতক্ষণ না নাক-চোক-মুখ খয়ে গিয়ে তেলপানা হয়ে যায়-রাজশেখর বসু (পরশু))। তেল মাখানো (ক্রিয়া) ১ অন্যের শরীরে তেল লাগানো। ২ ((আলঙ্কারিক)) হীনভাবে চাটুকারিতা করা। তেল হওয়া (ক্রিয়া) চর্বি হওয়া; দর্পিত হওয়া; বেপরোয়া হওয়া; উদ্ধত হওয়া। তেলে-বেগুনে জ্বলে ওটা (ক্রিয়া) অত্যন্ত ক্রুদ্ধ ও উত্তেজিত হওয়া। নিজের চরকায় তেল দেওয়া, আপনার চরকায় তেল দেওয়া (ক্রিয়া) অন্যের ব্যাপারে মাথা না ঘামিয়ে নিজের কাজে মন দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) তৈল>(প্রাকৃত) তেল}
  • Bengali Word তেলচাটা, তেলাচোরা Bengali definition তেলাপোকা
  • Bengali Word তেলা Bengali definition [তেলা/ত্যালা] (বিশেষণ) ১ তৈলাক্ত; চকচকে। ২ মসৃণ। ৩ পিচ্ছিল। তেলা মাথায় তেল দেওয়া (ক্রিয়া) যার আছে তাকে আরো দেওয়া। □ (বিশেষ্য) ক্ষমতাশালী ব্যক্তির তোষামোদ করা (তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {তেল+আ}
  • Bengali Word তেলাকুচা, তেলাকুচো Bengali definition [তেলাকুচা, তেলাকুচো] (বিশেষ্য) পটলের ন্যায় ছোট ছোট ফলবিশেষ যা পাকলে রক্তবর্ণ হয়। {(তৎসম বা সংস্কৃত) তৈল+কুণ্ডকেরী}
  • Bengali Word তেলানো, তেলান Bengali definition [ত্যালানো] (ক্রিয়া) তৈলাক্ত করা; চর্বিযুক্ত করা। □ (বিশেষণ) তেল মাখানো। □ (ক্রিয়া) স্তাবকতা; হীনভাবে চাটুকারিতা করা; চাটুবাক্যে তুষ্ট করা। তেলানি (বিশেষ্য) ১ তৈলযুক্ত বা চর্বিযুক্ত হওয়া। ২ হীন চাটুকারিতা। ৩ তেজ; অহঙ্কার; গর্ব। {(তৎসম বা সংস্কৃত) তৈল>+(বাংলা) আনো}
  • Bengali Word তেলাপোকা Bengali definition [তেলাপোকা] (বিশেষ্য) আরশোলা; তেলচাটা; তেলচোরা। {(তৎসম বা সংস্কৃত) তৈলপায়িকা>}
  • Bengali Word তেলায়ত Bengali definition তিলাওত
  • Bengali Word তেলি, তেলী, তিলি, তিলী, তৈলিক, তৈলী Bengali definition [তেলি, তেলি, তিলি, তিলি, তোইলিক, তোলি] (বিশেষ্য) ১ তৈল উৎপাদক; তৈল ব্যবসায়ী। □ (বিশেষণ) তৈলসম্বন্ধীয়। তেলিনা, তৈলিনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। তৈলিকগৃহ (বিশেষ্য) তেলির ঘর; হিন্দু তেলব্যবসায়ী জাতির সংসার (চন্দ্র ভানু তৈলকগৃহে জন্মিয়া ভাগ্যক্রমে ভোগবতী নগরীর অধিপতি হইয়াছিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) তৈলিক, তৈলী>(প্রাকৃত) তেল্লিঅ>}
  • Bengali Word তেলিঙ্গানা, তেলেঙ্গানা Bengali definition [তেলিঙ্‌গানা, তেলেঙ্‌গানা] (বিশেষ্য) দক্ষিণ-ভারতের তেলেগু ভাষাভাষী প্রদেশ। {(তৎসম বা সংস্কৃত) ত্রিকলিঙ্গ>তৈলঙ্গ>}
  • Bengali Word তেলেগু, তেলুগু Bengali definition [তেলেগু, তেলুগু] (বিশেষ্য) দক্ষিণ ভারতের দ্রাবিড় গোষ্ঠীর ভাষাবিশেষ। □ (বিশেষণ) তৈলঙ্গসংক্রান্ত; ভারতের অন্ধ্র প্রদেশ সম্পর্কীয়। {(তৎসম বা সংস্কৃত) ত্রিকলিঙ্গ>তৈলঙ্গ>(প্রাকৃত) তেলংগ>}
  • Bengali Word তেলেঙ্গা, তেলেঙ্গি Bengali definition [তেলেঙ্‌গা, তেলেঙ্‌গি] (বিশেষণ) ভারতের তৈলঙ্গ বা অন্ধ্র দেশীয় (আমার ভয় হল এইবার তেলেঙ্গি সেপাই সব আমাকে ধরতে আসছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) ত্রিকলিঙ্গ; তৈলঙ্গ>(প্রাকৃত) তেলংগ}
  • Bengali Word তেলেঙ্গানা Bengali definition তেলিঙ্গানা