Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word কেষ্ট Bengali definition [কেশ্‌টো] (বিশেষ্য) কৃষ্ণ। কেষ্টবিষ্টু (বিশেষ্য) (বিদ্রূপে) সন্মানিত লোক; হোমরা-চোমরা। { (তৎসম বা সংস্কৃত শব্দ) কৃষ্ণ> কেষ্ট (অর্ধতৎসম)}
  • Bengali Word কেস Bengali definition [কেস্‌] (বিশেষ্য) ১ মোকদ্দমা (ফৌজদারি কেস)। ২ ঘটনা; ব্যাপার (মজার কেস)। ৩ রোগসংক্রান্ত ও মোকদ্দমা সংক্রান্ত ব্যক্তি বা ঘটনা; রোগী বা মক্কেল (ডাক্তারের এই কেসটা বড় জটিল; এটা অমুক উকিলের কেস)। ৪ এক ধরনের আলমারি বাক্স বা খাপ (শো-কেস; বুক-কেস; চশমার কেস)। {(ইংরেজি ) Case}
  • Bengali Word কেসম Bengali definition [কেস্‌ম্‌] (বিশেষ্য) বিভাগ; শ্রেণি; রকম। {(আরবি) কিস্‌ম}
  • Bengali Word কেসমত ১ Bengali definition কিসমত
  • Bengali Word কেসমত ২ Bengali definition [কেস্‌মত্‌] (বিশেষ্য) ভাগ; অংশ; ভাগ্য; মৌজার অংশ; গ্রাম। {(আরবি) কিসমত}
  • Bengali Word কেহ, কেউ, কেহু (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [কেহো, কেউ, কেহু] (সর্বনাম) ১ কোনো ব্যক্তি বা জন্তু (এখানে কেহই আসে নাই; লখিতে নারিবে কেহু)। ২ কোনো আত্নীয়; আপনজন; কোনো সমন্ধ সূত্রে আত্নীয় ব্যক্তি (লোকটা আমাদের কেউ নয়)। কেহ (সর্বনাম) কোনো কোনো ব্যক্তি ; কিছু সংখ্যক লোক। কেহ না কেহসর্ব একজন না একজন; কোনো না কোনো ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কঃঅপি=কোহপি>মাগধী (প্রাকৃত) কেরি>কেহ>কেউ; (তৎসম বা সংস্কৃত শব্দ) কিম্‌+১মা বহুব (পুং)কে+অপি>কেহ}
  • Bengali Word কেহন, কেহনি(ব্রজবুলি) Bengali definition [কেহন,কেহনি] (অব্যয়) কেমন; কী প্রকার (কেহন মন ভোলা-(বিদ্যাপতি))।⇒ কেমন
  • Bengali Word কেড়া পোকা Bengali definition [ক্যাড়াপোকা] (বিশেষ্য) বহুপদী লোহিত বর্ণ কীটবিশেষ; শতপদী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কীট>(প্রাকৃত) কীড>কেড়া+(তৎসম বা সংস্কৃত শব্দ) পুলক>পোকা}
  • Bengali Word কেড়ি Bengali definition [কেড়ি] (বিশেষ্য) সঞ্চিত চাল গম ইত্যাদির ক্ষতিকারক কীটবিশেষ।{(তৎসম বা সংস্কৃত শব্দ) কীট>(প্রাকৃত) কীড+আ=কীড়া>কেড়ি; (বিকৃতিতে)}
  • Bengali Word কেয়া ১ Bengali definition [কেয়া] (বিশেষ্য) কেতকী ফুল বা তার গাছ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কেতক>(প্রাকৃত) কেঅঅ>কেআ>কেয়া}
  • Bengali Word কেয়া ২, ক্যা Bengali definition [কেয়া, ক্যা] (অব্যয়) কী চমৎকার (কেয়া মজা)। কেয়াবাত, কেয়াবাৎ (অব্যয়) ১ বাহবা; বেশ; শাবাশ (সবাই সোনামিয়াকে ঘিরে ১ ‘আহা কী সুন্দর, ক্যাবাৎ’, এমনি সব নানা কথা বলতে লাগল-অবনীন্দ্রনাথ ঠাকুর)।২ কী চমৎকার কথা; কী মজার ব্যপার (কোনো সাহেব হয়তো বাংলা পড়ানোর জন্য মাষ্টার চায়, কেয়াবাৎ-অচিন্ত্যকুমার সেনগুপ্ত; মাছ-কাতুরে ভেকো হ’ল কেয়াবাৎ কেয়াবাৎ-হেম)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিম্‌ ( স্ত্রীলিঙ্গ) ৩য়া একব কয়া; হি ‘ক্যা’}
  • Bengali Word কেয়াকাঁদি Bengali definition [কেয়াকাঁদি] (বিশেষ্য) কেতকী ফুলের গুচ্ছ; কেয়া ফুলের ছড়া-ইহাতে প্রচুর রেণু থাকে এবং হাতে স্পর্শ করলে এই রেণু ধুলার ন্যায় ওড়ে (হাত দিলে ধূলা উড়ে যেন কেয়াকাঁদি-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কেতকস্কন্ধ; কেতক> কেয়া+ স্কন্ধ>কাঁধ= কেয়াকাঁধ+ই=কেয়াকাঁধি, কেয়াকাঁদি}
  • Bengali Word কেয়াপাতা Bengali definition [কেয়াপাতা] (বিশেষ্য) ১ কেয়াফুল গাছের পাতা (কেয়া পাতায় নৌকা গড়ে সাজিয়ে দেব ফুলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ প্রাচীন বঙ্গে স্ত্রীলোকদের কন্ঠভূষণবিশেষ (কেয়াপাতা গলায় গরব করে অতি-ঘনরাম চক্রবর্তী)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কেতকপত্র; কেতক >কেয়া+পত্র>পাতা=কেয়াপাতা}
  • Bengali Word কেয়াম, কিয়াম Bengali definition [কোয়াম্‌, কিয়াম্‌] (বিশেষ্য) ১ নামাজে দন্ডায়মান অবস্থা (কেয়ামে আহকামে সে উদ্দেশ্য নষ্ট হইয়া যায়- নজিবর রহমান)। ২ মিলাদ পাঠের সময়ে হযরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতির সম্নানে দাঁড়ানো। {(আরবি) কিয়াম }
  • Bengali Word কেয়ামত, কিয়ামত, রোজকেয়ামত Bengali definition [কেয়ামত্‌, কিয়ামত্‌, রোজ্‌কেয়ামত্‌] (বিশেষ্য) ১ প্রলয়ের দিন; ধ্বংসের দিন; ইসলাম ধর্মমতে এই দিন আল্লাহ্ স্বয়ং মানুষের পাপ-পুণ্যের বিচার করবেন (কিয়ামতে তারা ফল পাবে গিয়ে?-(কাজী নজরুল ইসলাম)। ২ মহাপ্রলয়ের দিন; অন্তিম বিচারের জন্য মৃতদের পুনরুথ্থানের দিন। {(আরবি) কিয়ামত}
  • Bengali Word কেয়ার Bengali definition [কেয়ার্‌] (বিশেষ্য) ১ লক্ষ্য; যত্ন; মনোযোগ; অবধান (স্বাস্থ্যের প্রতি তার কোনো কেয়ার নাই)। ২ গ্রাহ্য; সমীহ; ভয় (আমি কেয়ার করি কিনা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত; তাহারা মানুষকে বড় একটা কেয়ার করে না-আহসান হাবীব)। ৩ তত্ত্বাবধান (বিধবাটি কার কেয়ারে আছে?)। ৪ ঠিকানা (চিঠিখানা তার কেয়ারে পাঠাও)। {(ইংরেজি) Care}
  • Bengali Word কেয়ারি, কেয়ারী Bengali definition [কেয়ারি] (বিশেষ্য) ১ আল দিয়ে ঘেরা ক্ষেত; ক্ষেত্রখন্ড বা উদ্যান (কেয়ারি দেখিয়া বলে, নাহি দেখি কোনকালে, এমন ফুলের কারবার-সৈয়দ হামজা; উঠল রেঙে কানন-ভূমি লাল ফুলের কেয়ারী তুল-(কাজী নজরুল ইসলাম))। ২ সযত্ন-বিন্যাস (কেয়ারি -করাচুল)। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কেদারিকা>(প্রাকৃত) কেআরিআ>কেআরি>কেয়ারি}
  • Bengali Word কেয়ূর Bengali definition [কেয়ুর] (বিশেষ্য) বাজু; অঙ্গদ, বাহুর অলঙ্কারবিশেষ (চারুকর কঙ্কণ কেয়ূর সুশোভন-সাবিরিদ খান)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কে+√যা+ঊর, (তৎসম বা সংস্কৃত শব্দ) কিম্‌+(পুংলিঙ্গ) ১মা বহুব=কে; দ্রা. Kei-uru }
  • Bengali Word কৈ Bengali definition কই১ ও কই২
  • Bengali Word কৈআ Bengali definition কোয়া
  • Bengali Word কৈকেয়ী Bengali definition [কোইকেয়ি] (বিশেষ্য) ভারতের মাতা; রাজা দশরথের মধ্যমা স্ত্রী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কেকয়+অ(অণ্‌)+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word কৈছন (ব্রজবুলি), কৈসন (ব্রজবুলি),কৈসে (ব্রজবুলি) Bengali definition [কইছন্‌, কইছন্‌, কইছে, কইছে] (বিশেষণ) কেমন; কিরূপ। কৈছনে (ব্রজবুলি) কিরূপে (কৈছনে যায়ব-(বিদ্যাপতি); কৈছে গোঙায়ব হরি বিনু দিন রাতিয়া-(বিদ্যাপতি) )। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কীদৃশ>অপভ্র. কইস>}
  • Bengali Word কৈছালি Bengali definition [কোইছালি] (বিশেষ্য) ধড়ফড় করা; কৈ মাছ ছাইতে দিলে যে অবস্থা হয়, সেই অবস্থা (আত্নীয় স্বজন পরিচিত কেউ নেই, সেখানে সেই সুদূর শহরে আমি থাকবো কি করে? সেই ভাবনায় মনটা সবসময় কৈছালি হয়ে তড়পাচ্ছিল-সরদার জয়েনউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কবয়ী>কই+(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষার>ছার+ই=ছারি>ছালি,(র=ল)=কইছালি}
  • Bengali Word কৈটভ Bengali definition [কোইটভ্‌] (বিশেষ্য) একটি দৈত্যের নাম। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কীট+√ভা+(অণ্‌)}
  • Bengali Word কৈতব Bengali definition [কোইতব্‌] (বিশেষ্য) ১ কপটতা; প্রতারণা; ছল (কলাবতি কৈতব ন করহ আজ-(বিদ্যাপতি))। ২ জুয়াখেলা। কৈতববাদ (বিশেষ্য) ১ মিথ্যা কথা। ২ চাটুবাদ (কৈতববাদের এমনি মহিমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। কৈতববাদী (বিশেষণ) মিথ্যাভাষী; কপট। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিতব+অ(অণ্‌)}
  • Bengali Word কৈন্দ্রিক Bengali definition কেন্দ্র
  • Bengali Word কৈফি Bengali definition [কোইফি] (বিশেষণ) মত্ত; দশাপ্রাপ্ত (সুরাপানে কৈফি হয়া হারিল চেতন-হেয়াত মাহমুদ)। { (আরবি) কায়্‌ফী}
  • Bengali Word কৈফিয়ত, কৈফত Bengali definition [কোইফিয়ত্‌, কৈফত্‌] (বিশেষ্য) ১ নিজ দোষাদির কারন প্রদর্শন; জবাবদিহি (একরাশ মিথ্যা কৈফিয়ত সৃজন করিত- রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ জমাখরচের বাকি হিসাব-নিকাশ। কৈফিয়তকাটা, কৈফিয়তমিলানো (ক্রিয়া) ১ জমা খরচের পর উদ্বৃত্ত দেখানো তহবিল মিলানোর জন্য বাকি কাটা। ২ দোষ কাটানোর জন্য জবাব দেওয়া; জবাবদিহি করা। কৈফিয়ত তলব করা (ক্রিয়া) দোষাদির কারণ দেখাতে বলা; জবাব চাওয়া। কৈফিয়তি (বিশেষণ) ১ কৈফিয়ত সম্বন্ধীয়; জবাবি। ২ যাতে কৈফিয়ত লিপিবদ্ধ আছে (কৈফিয়তী পাঁজিখানা নিল সাবধানে -(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))।{(আরবি) কায়্‌ফিয়্যত}
  • Bengali Word কৈবর্ত Bengali definition [কোইবর্‌তো] (বিশেষ্য) ১ ধীরব; জেলে। ২ হিন্দুজাতি বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কেবর্ত+অ(অণ্‌)}
  • Bengali Word কৈবল্য ১ Bengali definition কেবল