Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word স্রাব্‌ Bengali definition [স্রাব্‌] (বিশেষ্য) ১ পতন; ক্ষরণ (রক্ত স্রাব)। ২ ক্ষরিত দ্রব্য। স্রাবণ (বিশেষণ) ১ স্রাব বা ক্ষরণ করায় এমন। ২ স্রবণশীল; ক্ষরণশীল। {(তৎসম বা সংস্কৃত) √স্রু+অ(ঘঞ্‌)}
  • Bengali Word স্রুত Bengali definition [স্রুতো] (বিশেষণ) স্খলিত; ক্ষরিত; গলিত। স্রুতি (বিশেষ্য) ক্ষরণ; গলন; পতন; স্রবণ। {(তৎসম বা সংস্কৃত) √স্রু+ত(ক্ত)}
  • Bengali Word স্রেফ Bengali definition ⇒ সেরেফ
  • Bengali Word স্রোত, স্রোতঃ Bengali definition [স্রোত্‌, স্রোত্‌তহ্‌] (বিশেষ্য) ১ প্রবাহ; ধারা। ২ জলপ্রবাহ। স্রোতস্বতী, স্রোতস্বিনী, স্রোতোবহা (বিশেষ্য) নদী; প্রবাহিণী। □ (বিশেষণ) স্রোতযুক্ত (মুসলমানদের সাহিত্য সাধনার স্রোত-স্বিনীটি তার সঙ্গে যুক্ত হল-আনিসুজ্জামান)। স্রোতে গা ভাসানো (ক্রিয়া) গতানুগতিকভাবে কিছু করা (আপাতমধুর ইন্দ্রিয় তৃপ্তির স্রোতে গা ভাসাইয়া দিতেছে-এয়াকুব আলী চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) √স্রু+অস্‌>স্রোতঃ>(বাংলা) স্রোত}
  • Bengali Word স্লাইস Bengali definition [স্লাইস্‌] (বিশেষ্য) টুকরা; খণ্ড; ক্ষুদ্র; অংশ (পাউরুটির স্লাইস)। {(ইংরেজি) slice}
  • Bengali Word স্লিপ Bengali definition [স্লিপ্‌] (বিশেষ্য) ক্ষুদ্র পত্রিকা; চিঠ; টোকা; কাগজের ক্ষুদ্র টুকরা (বেয়ারা এলো স্লিপ নিয়ে প্রশান্ত দেখা করতে এসেছে-নীলিমা ইব্রাহীম)। {(ইংরেজি) slip}
  • Bengali Word স্লিপার Bengali definition [স্লিপার্‌] (বিশেষ্য) চটি জুতা; স্যান্ডেল (পায়ে স্লিপারটা ঢুকিয়ে নিয়ে ঘরটা বন্ধ করে মীনা-নীলিমা ইব্রাহীম)। {(ইংরেজি) slipper}
  • Bengali Word স্লেট Bengali definition [স্লেট্‌] (বিশেষ্য) যে কালো পাথরের ফলকে লেখা হয়; সেলেট। {(ইংরেজি) slate}
  • Bengali Word স্লো Bengali definition [স্লো] (বিশেষণ) ১ বিলম্বিত; মন্দগতি; মন্থর (ঘড়িটা স্লো যাচ্ছে)। ২ চটপটে নয় এমন (মেয়েটা কাজে বড় স্রো)। {(ইংরেজি) slow}
  • Bengali Word স্লোগান, শ্লোগান Bengali definition [স্লোগান্‌] (বিশেষ্য) মিছিলের ধ্বনি; দাবি আদায়ের জন্য একসঙ্গে বহু মানুষের ধ্বনি; জিগির। {(ইংরেজি) slogan}
  • Bengali Word সৎ ১ Bengali definition [শত্‌] (বিশেষ্য) অস্তিত্ব; বিদ্যমানতা; নিত্যতা (একমাত্র ভৌতিক ভাত খেয়ে মানুষ তার সৎ রক্ষা করতে পারলেও তার চিৎ ও আনন্দ রক্ষা করতে পারে না-প্রমথ চৌধুরী)। □(বিশেষণ) ১ সত্তাযুক্ত; অস্তিত্ববিশিষ্ট। ২ সত্য; ৩ সু; শুভ (সৎকর্ম সৎসাহস)। ৪ সাধু। ৫ বিদ্বান; জ্ঞানী।। সতী (স্ত্রীলিঙ্গ)। (বিপরীতার্থক শব্দ) অসৎ। সৎকর্ম(-র্মন্‌), সৎকার্য (বিশেষ্য) ভালো কাজ; পুণ্য কার্য; সাধারণের হিতকর যে কার্য। সৎ ক্রিয়া (বিশেষ্য) ১ শুভ কাজ। ২ হিন্দু শাস্ত্রবিহিত ক্রিয়াকর্ম; সৎকার (পুত্রের সৎক্রিয়া রাজা ইচ্ছেন সাধিতে-মাইকেল মধুসূদন দত্ত)। সৎপ্রসঙ্গ (বিশেষ্য) উত্তম প্রসঙ্গ; ধর্মীয় বিষয়াদি (ঘন্টা ধরে থাকেন তিনি সৎপ্রসঙ্গ আলোচনায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। সৎবিজ্ঞাতা (বিশেষণ) জ্ঞানের যে রূপ দ্বারা প্রশান্তভাব বিজ্ঞাত হয়; প্রশান্ত (মহাসাগরের জল কখনো কি সৎ বিজ্ঞাতার মত হয়েছিল স্থির-জীবনানন্দ দাশ)। {(তৎসম বা সংস্কৃত) √অস্‌+অৎ(শতৃ)}
  • Bengali Word সৎ ২ Bengali definition [শত্‌] (বিশেষণ) সতিন সম্পর্কিত (সৎ ছেলে)। সৎ ছেলে, সৎ পো, সৎ বেটা (বিশেষ্য) সতিনের ছেলে। সৎ বাপ (বিশেষ্য) বিপিতা; জননীর অন্য পতি (কে পাড়িবে সৎ বাপ মায়ের কল্যাণে-ঈশ্বর গুপ্ত)। সৎ ভাই (বিশেষ্য) বিমাতার ছেলে। সৎ বোন (বিশেষ্য) সৎ মা বা বিমাতার কন্যা। সৎ মা (বিশেষ্য) বিমাতা (আনাইব তোমার জননী সৎমার-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। সৎ মেয়ে (বিশেষ্য) সতিনের মেয়ে। সৎ শাশুড়ি (বিশেষ্য) স্ত্রীর সৎ মা; শাশুড়ির সতিন। {(তৎসম বা সংস্কৃত) সপত্নী>}
  • Bengali Word সৎকর্ম Bengali definition ⇒ সৎ
  • Bengali Word সৎকার, সৎকৃতি, সৎক্রিয়া Bengali definition [শত্‌কার্‌, শত্‌কৃতি, শত্‌ক্রিয়া] (বিশেষ্য) ১ সম্মান; সমাদর; খাতির; সেবা (অতিথি সৎকার)। সৎকৃত (বিশেষণ) সৎক্রিয়াযুক্ত; সৎকার করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) সৎ+√কৃ+অ(ঘঞ্‌), তি(ক্তি), অ(শ)+আ(টাপ্‌)}
  • Bengali Word সৎকার্য Bengali definition ⇒ সৎ
  • Bengali Word সৎকৃতি, সৎক্রিয়া Bengali definition ⇒ সৎকার
  • Bengali Word সড় Bengali definition [শড়] (বিশেষ্য) ষড়যন্ত্র; গুপ্তমন্ত্রণা; গোপন পরামর্শ। সড় করা (ক্রিয়া) গোপনে পরামর্শ করা; যড়্‌যন্ত্র করা (বিদেশের ঔষধ বানানেওয়ালাদের সঙ্গে সড় করে বহুলোকের সর্বনাশ করেছে-সৈয়দ মুজতবা আলী)। সড় থাকা (ক্রিয়া) গুপ্ত ষড়যন্ত্রে যোগ থাকা (এ ব্যাপারে তার সড় থাকা স্বাভাবিক। {(আরবি) সির}
  • Bengali Word সড়ক Bengali definition [শড়োক্‌] (বিশেষ্য) রাজপথ; বড় রাস্তা; মাটি দ্বারা বাঁধা পথ (মাঝে মাঝে দু একঘর চাষী পরিবারের ঘর আছে সড়কের ধারে-শওকত ওসমান)। {(আরবি) শরক}
  • Bengali Word সড়কি Bengali definition [শোড়্‌কি] (বিশেষ্য) বর্শা; বল্লম। {(তৎসম বা সংস্কৃত) শলাকীয়>}
  • Bengali Word সড়গড় Bengali definition [শড়্‌গড়্‌] (বিশেষণ) মুখস্থ; রপ্ত; আয়ত্ত (চেষ্টা করিলে কি পাড়ার বই আর অর্থ পুস্তকটাকে সড়গড় করিতে পারে না-সুকুমার রায়)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word সড়সড় Bengali definition [শড়্‌শড়্‌] (অব্যয়) সর্পাদির গমনকালে যে অনুকার ধ্বনি সৃষ্টি হয়; দ্রুত গমন বা পিচ্ছিলতাসূচক শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word সড়া Bengali definition [শড়া] (বিশেষণ) পচা; গলিত; নষ্ট (কাকের ঝাঁক এক মাঠের জমিতে নেবে সড়া পেসাদ খেতে আরম্ভ করলে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(ওড়িয়া) সড়কি}
  • Bengali Word সড়াক, সড়াৎ Bengali definition [শড়াক্‌, শড়াত্‌] (অব্যয়) ১ দ্রুত গতিতে কোনো কিছুর সরে যাওয়া বা পিছনে পড়ার কালে যে শব্দ হয় (সড়াৎ করে নীচের একটা মোটা ডালের উপর-ছদরুদ্দীন)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word সড়িঙ্গী Bengali definition ⇒ সড়ঙ্গা
  • Bengali Word সয়তান Bengali definition ⇒ শয়তান
  • Bengali Word সয়ফুল্লাহ্‌ Bengali definition [সয়ফুল্‌লাহ্‌] (বিশেষ্য) আল্লাহর তরবারি; মহাবীর খালিদ ইবনে ওলিদের উপাধি (সয়ফুল্লাহ আল্লাহর অসি-হবি)। {(আরবি) সায়ফুল্লাহ্‌}
  • Bengali Word সয়লাব Bengali definition [সয়লাব্‌] (বিশেষ্য) বন্যা; প্লাবন (তা হলে একদিনেই সারা দুনিয়া পানিতে সয়লাব হয়ে যেত-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) সয়ল+(ফারসি) আব}
  • Bengali Word সয়া Bengali definition [শয়া] (বিশেষ্য) ১ সখীর স্বামী; সইয়ের স্বামী; সখা। ২ মিত্র; সখা; বন্ধু। সই (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সখা>}
  • Bengali Word সয়ানি, সিয়ানি Bengali definition [শয়ানি, শিয়ানি] (বিশেষণ) ১ কিশোরী। ২ চতুরা (ইহ কো কেহ সয়ানি-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) সখা>(বাংলা) সয়া+(বাংলা) আনি}
  • Bengali Word সয়াল ১ Bengali definition [শয়াল্‌] (বিশেষ্য) সকল; সত্য; ত্রেতা, দ্বাপর, আর কলিকাল (চার যুগে মারিয়াছ যতেক সয়ালে-হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) সকল>}