Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word স্বখাত Bengali definition [শখাত্‌] (বিশেষণ) আপন হাতে খোঁড়া বা খনিত (তুমি যে স্বখাত সলিলে ডুবিয়া মরিছ-নীলিমা ইব্রাহীম)। স্বখাতসলিল (বিশেষ্য) ১ নিজের দ্বারা খোঁড়া বা খনিত জলাশয়ের জল। ২ (আলঙ্কারিক) স্বীয় কৃতকর্মের ফল। {(তৎসম বা সংস্কৃত) স্ব+খাত}
  • Bengali Word স্বগত Bengali definition [শগতো] (বিশেষণ) ১ আত্মগত। ২ মনোগত। ৩ নাট্যে অভিনেতা অভিনেত্রীর অন্যের অগোচরে উক্ত। স্বগতোক্তি (বিশেষ্য) নাটকে আপন মনে কৃত উক্তি। {(তৎসম বা সংস্কৃত) স্ব+গত}
  • Bengali Word স্বগৃহ Bengali definition [শগৃহো] (বিশেষ্য) নিজের গৃহ; আপন ঘর। {(তৎসম বা সংস্কৃত) স্ব+ গৃহ; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word স্বগ্রাম Bengali definition [শগ্রাম্‌] (বিশেষ্য) পৈতৃক গ্রাম; যে গ্রামে নিজের জন্ম হয়েছে; নিজে যে গ্রামের দীর্ঘকাল ধরে অধিবাসী। {(তৎসম বা সংস্কৃত) স্ব+গ্রাম; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word স্বগ্‌গ (মধ্যযুগীয় বাংলা, কথ্য) Bengali definition [শগ্‌গো] (বিশেষ্য) স্বর্গ (স্বগ্‌গ মর্ত্য পাতাল-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) স্বর্গ>}
  • Bengali Word স্বচক্ষে Bengali definition [শচোক্‌খে] (ক্রিয়াবিশেষণ) নিজের চোখে; প্রত্যক্ষ। {(তৎসম বা সংস্কৃত) স্বচক্ষু+ (বাংলা) এ}
  • Bengali Word স্বচ্ছ Bengali definition [শচ্‌ছো] (বিশেষণ) ১ প্রতিবিম্ব ধারণে সক্ষম। ২ অত্যন্ত নির্মল; অতিশয় পরিষ্কার। ৩ অনাবিল। ৪ transparent; দৃষ্টি বা আলো দ্বারা ভেদ্য। {(তৎসম বা সংস্কৃত) সু+অচ্ছ}
  • Bengali Word স্বচ্ছতা, স্বচ্ছত্ব Bengali definition [শচ্‌ছোতা, শচ্‌ছোত্‌তো] (বিশেষ্য) প্রতিবিম্ব ধারণক্ষমতা। ২ শুভ্রতা। ৩ নির্মলতা। ৪ অনাবিলতা। স্বচ্ছমণি (বিশেষ্য) ১ কাচ। ২ স্ফটিক। {(তৎসম বা সংস্কৃত) স্বচ্ছ+তা, ত্ব}
  • Bengali Word স্বচ্ছন্দ Bengali definition [শচ্‌ছোন্‌দো] (বিশেষ্য) ১ স্বেচ্ছা; স্বেচ্ছাচার। ২ স্বীয় ইচ্ছা। □ (বিশেষণ) ১ অবাধ। ২ স্বাধীন। ৩ নিজ ইচ্ছা অনুসারে। ৪ সুস্থ; নীরোগ। ৫ অযত্নজাত; অযত্নসম্ভূত। স্বচ্ছন্দতা (বিশেষ্য) ১ স্বেচ্ছা। ২ স্বাধীনতা। ৩ সুস্থতা। স্বচ্ছন্দে (ক্রিয়াবিশেষণ) ১ নিজ ইচ্ছামতো। ২ স্বাধীনভাবে। ৩ সহজে; অনায়াসে। {(তৎসম বা সংস্কৃত) ছন্দ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word স্বজন Bengali definition [শজোন্‌] (বিশেষ্য) আত্মীয়; আপনার লোক; বন্ধু- বান্ধব। স্বজনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) আত্মীয়া; বান্ধবী; প্রিয়সখী (কেও বাজাইছে বাঁশী, স্বজনী-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) স্ব+জন; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word স্বজাতি Bengali definition [শজাতি] (বিশেষ্য) ১ নিজ জাতি বা গোষ্ঠীভুক্ত লোক। ২ নিজের জাতি। স্বজাতীয়, স্বজাত্য (বিশেষণ) ১ স্বজাতি বিষয়ক। ২ স্বীয় জাতি বা গোষ্ঠীভুক্ত। স্বজাতীয়া (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) স্ব+জাতি; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word স্বতঃ Bengali definition [শতহ্‌, সন্ধিস্থলে পরপদের প্রথম বর্ণের দ্বিত্ব, যেমন-শতোশ্‌শিদ্‌ধো] (অব্যয়) স্বয়ং; নিজে; নিজ হতে। স্বতঃপ্রবৃত্ত (বিশেষণ) আপনা হতে বা স্বেচ্ছায় ব্যাপৃত; স্বেচ্ছাচালিত। স্বতঃসিদ্ধ (বিশেষণ) প্রমাণের অপেক্ষা রাখে না এমন; স্বভাবসিদ্ধ। স্বতঃস্ফূর্ত (বিশেষণ) স্বয়ং প্রকাশিত; নিজে নিজেই প্রকাশিত। {(তৎসম বা সংস্কৃত) স্ব+তস্‌}
  • Bengali Word স্বতন্তর Bengali definition [শতোন্‌তর্‌] (বিশেষণ) ১ স্বাধীন; স্বতন্ত্র (গোসাঞির পুষ্পের সাজি সাজ পাঁচা ঘর তার মধ্যে রহিলা পদ্মা হইয়া স্বতন্তর-বিজয় গুপ্ত)। ২ পৃথক; ভিন্ন। স্বতন্তরা (বিশেষণ) ১ স্বাধীনা; স্বেচ্ছাধীনা; স্বৈরিণী (নারী যার স্বতন্তরা সেজন জিয়ন্তে মরা-ভারতচন্দ্র রায়গুণাকর; উদ্ববে যার লম্বিনী বন মর্ত্যে স্বতন্তরা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ ভেদ ভাবাপন্ন। ৩ বিচ্ছিন্ন। {(তৎসম বা সংস্কৃত) স্বতন্ত্র>স্বতন্তর(স্বরাগমে)}
  • Bengali Word স্বতন্ত্র Bengali definition [শতোন্‌ত্রো] (বিশেষণ) ১ স্বাধীন; স্বতন্তর। ২ ভিন্ন; পৃথক (অত্যন্ত সুদূর এবং স্বতন্ত্র মনে হইত-রবীন্দ্রনাথ ঠাকুর)। স্বতন্ত্রা (স্ত্রীলিঙ্গ)। স্বতন্ত্রভাবে (ক্রিয়াবিশেষণ) পৃথকভাবে (কোন কোন বিষয়ে স্বতন্ত্রভাবে ধরিলে চর্যাগীতির...অন্যায় হয় না-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) স্ব+তন্ত্র; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word স্বতন্ত্র্য Bengali definition [শাতোন্‌ত্রো] (বিশেষ্য) ১ অন্যের সঙ্গে প্রভেদ। ২ স্বকীয়তা। ৩ স্বাধীনতা। {(তৎসম বা সংস্কৃত) স্বতন্ত্র+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word স্বত্ব Bengali definition [শত্‌তো] (বিশেষ্য) ধনাদিতে অধিকার; মালিকানা। স্বত্বাধিকার (বিশেষ্য) ভোগ দখল ও দান; বিক্রয়াদির অধিকার। স্বত্বাধিকারী (বিশেষণ) মালিক; দখলকার। স্বত্বাধিকারিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) স্ব+ত্ব}
  • Bengali Word স্বদল Bengali definition [শদল্‌] (বিশেষ্য) স্বপক্ষ; নিজের দল। স্বদলীয় (বিশেষণ) নিজ দলের; স্বীয় দলভুক্ত। স্বদলীয়া (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) স্ব+দল}
  • Bengali Word স্বদেশ Bengali definition [শদেশ্‌] (বিশেষ্য) ১ নিজের দেশ। ২ জন্মভূমি। স্বদেশী, স্বদেশীয় (বিশেষণ) ১ নিজ দেশের। ২ নিজ দেশজাত। স্বদেশী আন্দোলন (বিশেষণ) ব্রিটিশ আমলে বিদেশী দ্রব্য বর্জন প্রভৃতি আন্দোলনের দ্বারা ভারতীয়দের স্বাধীনতা অর্জনের চেষ্টা। {(তৎসম বা সংস্কৃত) স্ব+দেশ; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word স্বধর্ম Bengali definition [শধর্‌মো] (বিশেষ্য) ১ নিজের ধর্ম; শাস্ত্রসম্মত নিয়মনীতি ও আদর্শ। ২ স্বজাতি বা নিজ সমাজ বা উত্তরাধিকারসূত্রে প্রাপ্য ধর্ম। ৩ স্বজাতির আচার ও প্রথাসমূহ। ৪ কুলক্রমাগত বা নিজের স্বাভাবিক পেশা। ৫ স্বভাব। {(তৎসম বা সংস্কৃত) স্ব+ধর্ম; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word স্বন Bengali definition [শন্‌] (বিশেষ্য) স্বর; ধ্বনি; শব্দ; আওয়াজ। স্বনন (বিশেষ্য) ১ ধ্বনি; রব; শব্দ (হাহা হাসি শুনিলাম পবন স্বনরন-মোহিতলাল মজুমদার)। ২ শব্দকরণ। স্বনিত (বিশেষ্য) ১ শব্দ। ২ ধ্বনি; নাদ। ৩ নিনাদ। □ (বিশেষণ) শব্দিত; গর্জিত। স্বনিয়া (পদ্যে ব্যবহৃত) (অসমাপিকা ক্রিয়া) স্বন স্বন শব্দ করে (প্রাণের ধ্বনি স্বনিয়া বেড়ায়-মহীউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) √স্বন্‌+অ(অপ্‌)}
  • Bengali Word স্বনন্ধয় Bengali definition [স্‌তনোন্‌ধয়্‌] (বিশেষণ) ১ স্তন্যপায়ী। □ (বিশেষ্য) অত্যন্ত অল্পবয়স্ক শিশু। স্তনন্ধয়ী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) স্তন্যপায়িনী। {(তৎসম বা সংস্কৃত) স্তন্‌+√ধে+অ(খশ্‌), ‘ম’ (মুম্‌) আগম}
  • Bengali Word স্বনাম Bengali definition [শনাম্‌] (বিশেষ্য) নিজের নাম। স্বনামখ্যাত, স্বনামধন্য (বিশেষণ) নিজ নামে সর্বত্র পরিচিতি বা প্রশংসিত; স্বীয় কীর্তিতে চরিতার্থ; সার্থকনামা। স্বনামে (ক্রিয়াবিশেষণ) ১ নিজের নামে; রচনাকার বা মালিকরূপে নিজের নাম ব্যবহার করে। {(তৎসম বা সংস্কৃত) স্ব+নাম; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word স্বপক্ষ Bengali definition [শপোক্‌খো] (বিশেষ্য) ১ আত্মপক্ষ; স্বদল; নিজের party বা team। ২ মিত্রপক্ষ; বন্ধুপক্ষ। স্বপক্ষীয় (বিশেষণ) ১ স্বপক্ষসংক্রান্ত। ২ নিজদলভুক্ত। {(তৎসম বা সংস্কৃত) স্ব+পক্ষ}
  • Bengali Word স্বপত্য Bengali definition [শপোত্‌তো] (বিশেষণ) সুসন্তানবান। {(তৎসম বা সংস্কৃত) সু+অপত্য; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word স্বপ্ন, স্বপন (পদ্যে ব্যবহৃত) Bengali definition [শপ্‌নো, শপোন্‌] (বিশেষ্য) ১ সুপ্ত বা নিদ্রিত অবস্থায় কোনো বিষয়ের প্রত্যক্ষবৎ অনুভব (নিশার স্বপন সম তোর এ রারতা-মাইকেল মধুসূদন দত্ত)। ২ নিদ্রিত অবস্থায় মনের ক্রিয়া বা অনুভূত বিষয় (স্বপ্ন হৈল গোবিন্দের-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৩ ভবিষ্যৎ সম্পর্কে কল্পনা। ৪ (আলঙ্কারিক) কল্পনা; মিথ্যা আশা (যেন বিয়েপাই স্থির, মেয়েটা স্বপ্ন-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ৫ ঘুমু; সুপ্তি; নিদ্রা। স্বপ্নঘোর (বিশেষ্য) জাগরণের পর মনে যে স্বপ্নাবেশ থাকে। স্বপ্নচারিতা (বিশেষ্য) নিদ্রাবেশে বা সুপ্ত অবস্থায় বিচরণ; somnambulism। স্বপ্নজড়িমা (বিশেষ্য) স্বপ্নহেতু জড়তা বা আলস্য। স্বপ্নজাল (বিশেষ্য) জালের ন্যায় স্বপ্নব্যূহ; স্বপ্ন দর্শনের ফলে আবেশ। স্বপ্নদোষ (বিশেষ্য) নিদ্রিতাবস্থায় রেতঃস্খলন। স্বপ্নদ্রষ্টা, স্বাপ্নিক (বিশেষ্য) কল্পনাকারী; পরিকল্পনা- রচয়িতা; চিন্তাকারী (প্রতিষ্ঠানের প্রথম স্বপ্নদ্রষ্টা বলে অভিহিত-আনিসুজ্জামান)। স্বপ্নবৎ (বিশেষণ) স্বপ্নের মতো মিথ্যা অথচ মনোহর। স্বপ্নবৃত্তান্ত (বিশেষ্য) স্বপ্নে দেখা ঘটনাবলির বিবরণ বা কাহিনী। স্বপ্নময় (বিশেষণ) স্বপ্নতুল্য; স্বপ্নাবেশ দ্বারা আচ্ছন্ন; স্বপ্নজাত; কাল্পনিক; কল্পনাপূর্ণ। স্বপ্নময়ী (স্ত্রীলিঙ্গ)। স্বপ্নমুখর (বিশেষণ) কল্পনাপ্রবণ (স্বপ্নমুখর কৈশোরের দিনগুলো সে পথেই শুধু...কেটে গেছে-হেমায়েত হোসেন)। স্বপ্নলোক, স্বপ্নরাজ্য (বিশেষ্য) ১ স্বপ্নে দেখা মনোহর অথচ কাল্পনিক দেশ। ২ কল্পনার জগৎ। স্বপ্নাদিষ্ট (বিশেষণ) স্বপ্নাদেশ প্রাপ্ত। স্বপ্নাদেশ (বিশেষ্য) স্বপ্নে লব্ধ দৈব আদেশ। স্বপ্নাদ্য (বিশেষণ) ১ স্বপ্নে প্রাপ্ত (এককালে শ্যামবাবু পেটেন্ট ও স্বপ্নাদ্য ঔষধের কারবার করিতেন-রাজশেকর বসু (পরশু))। ২ স্বপ্নমূলক। স্বপ্নাবিষ্ট (বিশেষণ) স্বপ্নঘোরে বা স্বপ্নাবেশে মগ্ন। স্বপ্নেও না ভাবা (ক্রিয়া) (আলঙ্কারিক) কোনোরূপ আশা না করা; কল্পনারও বাইরে। স্বপ্নোত্থিত (বিশেষণ) স্বপ্নপূর্ণ নিদ্রা থেকে জাগরিত। {(তৎসম বা সংস্কৃত) √স্বপ্‌+ন(নন্‌)}
  • Bengali Word স্ববশ Bengali definition [শবশ্‌] (বিশেষ্য) স্বাধীন। □ (বিশেষণ) নিজের দ্বারা নিয়ন্ত্রিত এমন। {(তৎসম বা সংস্কৃত) স্ব+বশ; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word স্বভাব Bengali definition [শভাব্‌] (বিশেষ্য) ১ স্বরূপ; আত্মভাব; স্বপ্রকৃতি (মানুষের স্বভাব)। ২ জন্ম থেকে অভ্যস্ত; পুনঃপুন অনুশীলনের দ্বারা লব্ধ (চুরি করা ওর স্বভাব)। ৩ চরিত্র; আচরণ (সৎ স্বভাব)। ৪ প্রকৃতি; নিসর্গ (স্বভাব বর্ণনা)। ৬ স্বাভাবিক অবস্থা। স্বভাব-কবি (বিশেষ্য) ১ জন্ম থেকে কবিত্বশক্তিযুক্ত ব্যক্তি। ২ যে কবির মধ্যে শিক্ষিত পটুত্বের চেয়ে স্বতঃস্ফুর্ততাই বেশি। স্বভাবকুলীন (বিশেষণ) বংশগত কৌলীন্য বজায় আছে এবং দানগ্রহণ বা বিবাহাদি দ্বারা নষ্ট হয়নি এমন। স্বভাবকৃপণ (বিশেষণ) ১ প্রকৃতিগতভাবে কৃপণ; স্বভাবত ব্যয়কুষ্ঠ। ২ অনুদার প্রকৃতি। স্বভাবগত (বিশেষণ) ১ স্বভাবে পরিণত। ২ সহজাত; স্বভাবসুলভ। স্বভাবচরিত্র (বিশেষ্য) চালচলন; রীতিনীতি। স্বভাবজ (বিশেষ্য) স্বভাব থেকে উৎপন্ন। □ (বিশেষণ) ১ প্রকৃতিগত; স্বভাবসিদ্ধ। ২ প্রাকৃতিক, স্বাভাবিক। স্বভাবত, স্বভাবতঃ (অব্যয়) স্বাভাবিকভাবে; চরিত্রগতভাবে। স্বভাবদত্ত (বিশেষণ) প্রকৃতিগত (তিনি তাঁর স্বভাবদত্ত সংবেদনশীলতা তথা দৃক্‌শক্তির ব্যবহার প্রায় ভুলে গেলেন-সুধীন্দ্রনাথ দত্ত)। স্বভাবপ্রকৃতি (বিশেষ্য) চরিত্র ও চাল-চলন; আচার-আচরণ। স্বভাববিরুদ্ধ (বিশেষণ) অস্বাভাবিক, প্রকৃতিবিরুদ্ধ। স্বভাব যায় না মলে ইল্লত যায় না ধুলে-পানি দ্বারা ধুলেও নোংরামি দূর করা যেরূপ অসম্ভব, মনুষ্য প্রকৃতিও সেরূপ অপরিবর্তনীয়। স্বভাবলব্ধ (বিশেষণ) স্বাভাবিকভাবে প্রাপ্ত; প্রকৃতি প্রদত্ত (হযরত ইব্রাহিম বাল্যকাল হইতে স্বভাবলব্ধ দিব্য জ্ঞান প্রাপ্ত হইয়া প্রতিমাবিদ্বেষী ছিলেন-শেখ আবদুর রহিম)। স্বভাবশোভা (বিশেষ্য) প্রাকৃতিক সৌন্দর্য; নৈসর্গিক শোভা। স্বভাবসিদ্ধ, স্বভাবসুলভ (বিশেষণ) ১ স্বভাবজাত; প্রকৃতিগত (প্রবঞ্চনা স্ত্রীজাতির স্বভাবসিদ্ধ বিদ্যা-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ স্বাভাবিক। স্বভাবি (-বিন্‌) (বিশেষণ) স্বভাব অনুসারে। স্বভাবোক্তি (বিশেষ্য) ১ কোনো বস্তুর যথাযথ বর্ণনা। ২ কাব্যের অলঙ্কারের নাম। {(তৎসম বা সংস্কৃত) স্ব+ভাব; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word স্বমত Bengali definition [শমত্‌] (বিশেষ্য) নিজ মত; আপন অভিপ্রায়। {(তৎসম বা সংস্কৃত) স্ব+মত; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word স্বর Bengali definition [শর্‌] (বিশেষ্য) ১ কন্ঠধ্বনি; গলার স্বর বা শব্দ। ২ শব্দ; আওয়াজ। ৩ সঙ্গীতের সুর। ৪ (ব্যাকরণ) যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হয়। স্বরগ্রাম (বিশেষ্য) (সন্‌) সপ্তসুর: ষড়জ, ঋষভ, গান্ধার, মধ্যম, পঞ্চম, দৈবত, ও নিষাদ। স্বরবর্ণ (বিশেষ্য) (ব্যাকরণ) যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ব্যতিরেকেই উচ্চারিত হয়; অ আ ই ঈ উ ঊ ইত্যাদি। স্বরভঙ্গ (বিশেষ্য) কন্ঠস্বরের বিকৃতি রোগ; গলাভাঙা। স্বরভক্তি (বিশেষ্য) (ব্যাকরণ) বিপ্রকর্ষ; মধ্যস্বরাগম (যথা : ভক্তি>ভকতি)। স্বরলহরি/লহরী (বিশেষ্য) সুরতরঙ্গ; সুরের ঢেউ (তাহাদের মধুর স্বরলহরী মধুর ঝঙ্কার-আবদুল করিম সাহিত্যবিশারদ)। স্বরলিপি (বিশেষ্য) (সন্‌) সুর তাল লয়ের সাংকেতিক লিপি। স্বরসংগতি, স্বরসঙ্গতি (বিশেষ্য) ১ (ব্যাকরণ) শব্দে পরবর্তী বা পূর্ববর্তী স্বরধ্বনির প্রভাবে অন্য বর্ণের স্বরধ্বনির বদল বা পরিবর্তন (বিলাতি>বিলেতি)। ২ (সন্‌) স্বরসমন্বয়; ঐকতান; harmony। স্বরসন্ধি (বিশেষ্য) (ব্যাকরণ) স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের বা স্বরান্ত পদের সঙ্গে স্বরাদি পদের-সন্ধি-সংযোগ। {(তৎসম বা সংস্কৃত) √স্ব+অ(অচ্‌)}
  • Bengali Word স্বরঃ Bengali definition [শরহ্‌] (অব্যয়) ১ স্বর্গ; দেবলোক। ২ সুখময় স্থান; আনন্দলোক। ৩ পরলোক। {(তৎসম বা সংস্কৃত) স্বরঃ}