Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word স্বরচিত Bengali definition [শরোচিতো] (বিশেষণ) নিজের দ্বারা লিখিত বা প্রণীত; নিজের হাতে গঠিত বা নির্মিত। {(তৎসম বা সংস্কৃত) স্ব+রচিত}
  • Bengali Word স্বরাজ Bengali definition [শরাজ্‌] (বিশেষ্য) ১ স্বাধীনতা। ২ স্বায়ত্বশাসন। {(তৎসম বা সংস্কৃত) স্ব+রাজ}
  • Bengali Word স্বরাজ্য Bengali definition [শরাজ্‌জো] (বিশেষ্য) ১ নিজের শাসিত স্বাধীন রাজ্য বা সরকার। ২ নিজের রাজ্য। {(তৎসম বা সংস্কৃত) স্ব+রাজ্য; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word স্বরাষ্ট্র Bengali definition [শরাশ্‌ট্রো] (বিশেষ্য) ১ নিজ রাজ্য। ২ রাজ্যের অভ্যন্তরীণ শাসনব্যবস্থা। স্বরাষ্ট্রমন্ত্রী (বিশেষ্য) যে মন্ত্রী রাষ্ট্রের অভ্যন্তরীণ শাসনব্যবস্থা বিষয়ে ভারপ্রাপ্ত; Home Miniater। স্বরাষ্ট্র-সচিব (বিশেষণ) স্বরাষ্ট্র সম্পর্কিত কার্যের সচিব বা সর্বপ্রধান কর্মকর্তা; Secretary for Home Affairs; Home Secretary। {(তৎসম বা সংস্কৃত) স্ব+রাষ্ট্র}
  • Bengali Word স্বরিত Bengali definition [শোরিতো] (বিশেষ্য) ১ (ব্যাকরণ) উদাত্ত ও অনুদাত্তের মাঝামঝি কন্ঠস্বর। □ (বিশেষণ) ধ্বনিত; উচ্চারিত। {(তৎসম বা সংস্কৃত) স্বর+ইত(ইতচ্‌)}
  • Bengali Word স্বরূপ Bengali definition [শোরুপ্‌] (বিশেষ্য) ১ নিজের রূপ; প্রকৃত বা আসল রূপ। ২ স্বাভাবিক অবস্থা; প্রকৃতি। ৩ সদৃশ রূপ (মৃত্যুস্বরূপ অপমান)। স্বরূপত, স্বরূপতঃ (অব্যয়) প্রকৃতপক্ষে; বাস্তবিক পক্ষে; যথার্থত। স্বরূপতা, স্বরূপত্ব (বিশেষ্য) নিজ রূপের ভাব; অনন্যতা; নিজ বৈশিষ্ট্য। {(তৎসম বা সংস্কৃত) স্ব+রূপ; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word স্বরোচিঃ, স্বরোচিস্‌ Bengali definition [শরোচিহ্‌, শরোচিশ্‌] (বিশেষণ) ১ স্বপ্রকাশ; সয়ংপ্রভ। স্বরোচিষ (বিশেষ্য) হিন্দু পুরাণোক্ত মুনিবিশেষ; চণ্ডীতে উর্লিখিত স্বরোচিষ মনুর পিতা। {(তৎসম বা সংস্কৃত) স্ব+রোচিস্‌}
  • Bengali Word স্বর্গ Bengali definition [শর্‌গো] (বিশেষ্য) ১ পুণ্যবানেরা মৃত্যুর পরে যে স্থানে পুণ্য ভোগকালে সুখে বাস করেন। ২ চির সুখপ্রদ জায়গা; মরণের পর পুণ্যবানদের আবাসস্থল; বেহেশ্‌ত; জান্নাত। ৩ হিন্দুমতে দেবলোক। ৪ আকাশ (স্বর্গপ্রায় সভা যাহা চন্দ্রিমা আকার-সৈয়দ আলাওল)। স্বর্গগঙ্গা, স্বর্গঙ্গা (বিশেষ্য) স্বর্গের নদী; মন্দাকিনী; গঙ্গার একটি শাখা যা স্বর্গে প্রবাহিত। স্বর্গগত, স্বর্গত (বিশেষ্য) (বিশেষণ) পরলোকগত; জান্নাতবাসী। স্বর্গদ্বার (বিশেষ্য) ১ স্বর্গের প্রবেশ পথ। ২ হিন্দুদের একটি তীর্থক্ষেত্র। স্বর্গতি, স্বর্গপ্রাপ্তি, স্বর্গলাভ (বিশেষ্য) ১ মৃত্যু; মরণ। ২ স্বর্গে গমন। স্বর্গস্থ (বিশেষণ) ১ স্বর্গীয়; স্বর্গে গত বা অবস্থিত। ২ মৃত; স্বর্গগত; জান্নাতবাসী। স্বর্গ হাতে পাওয়া (বিশেষণ) ১ স্বর্গীয়; স্বর্গে গত বা অবস্থিত। ২ মৃত; স্বর্গগত; জান্নাতবাসী। স্বর্গ হাতে পাওয়া (বিশেষণ) ১ অলভ্য বস্তু লাভজনিত আনন্দ প্রকাশ; অনির্বচনীয় আনন্দ প্রাপ্তি বা লাভ। ২ সমস্ত সুখ- সম্পদ লাভ। স্বর্গারোহণ (বিশেষ্য) স্বর্গে গমন; মরণ; মৃত্যু। স্বর্গীয়, স্বর্গ্য (বিশেষণ) ১ স্বর্গসুলভ। ২ স্বর্গসংক্রান্ত। ৩ স্বর্গগত। ৪ (আলঙ্কারিক) মৃত। ৫ পবিত্র। স্বর্গীয়া (স্ত্রীলিঙ্গ)। স্বর্গে তুলে দেওয়া (ক্রিয়া) (আলঙ্কারিক) মাত্রাতিরিক্ত প্রশংসায় অহঙ্কারী করা। স্বর্গে বাতি দেওয়া (ক্রিয়া) ১ (আলঙ্কারিক) বংশ রক্ষা করা। ২ (হিন্দুদের) মৃত পূর্বপুরুষের উদ্দেশ্যে আকাশপ্রদীপ জ্বালা; বক্তার জন্য কিছুই না করা। {(তৎসম বা সংস্কৃত) সু+√ঋজ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word স্বর্গ্য Bengali definition ⇒ স্বর্গ
  • Bengali Word স্বর্ণ Bengali definition [শর্‌নো] (বিশেষ্য) সুবর্ণ; হিরণ্য; কনক; কাঞ্চন; হেম; সোনা। স্বর্ণকমল (বিশেষ্য) সোনার পদ্মফুল; রক্তপদ্ম। স্বর্ণকার (বিশেষ্য) যিনি সোনার অলঙ্কার তৈরি করেন; সেকরা; সোনারু। স্বর্ণকেশী (বিশেষণ) সোনালি চুলের অধিকারিণী। স্বর্ণগর্ভ (বিশেষণ) ভিতরে সোনা আছে এমন; স্বর্ণে পূর্ণ। স্বর্ণগর্ভা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) সোনায় পূর্ণ। □ (বিশেষ্য) (আলঙ্কারিক) সুসন্তানের জননী; যিনি গর্ভে সুসন্তান ধারণ করেছেন। স্বর্ণপিঞ্জর (বিশেষ্য) (আলঙ্কারিক) সোনার খাঁচা; দেহ; মানবদেহ (স্বর্ণপিঞ্জর শূন্য করিয়া বেহেশতের বুলবুল আজ মহাপ্রস্থান করিয়াছে-শেখ ফজলল করিম)। স্বর্ণপ্রতিমা (বিশেষ্য) ১ স্বর্ণদ্বারা নির্মিত প্রতিমা। ২ (আলঙ্কারিক) সোনার মূর্তির মতো সুন্দরী যে। স্বর্ণপ্রসূ (বিশেষণ) ১ প্রসব করে এমন। ২ (আলঙ্কারিক) অত্যন্ত উর্বরা (স্বর্ণপ্রসূ বাংলাদেশ)। স্বর্ণবণিক (বিশেষ্য) ১ সোনার ব্যবসায়ী। ২ সোনার বেনে; হিন্দু সম্প্রদায়বিশেষ। স্বর্ণভূমি (বিশেষ্য) যে ভূমিতে সোনা ফলে অর্থাৎ স্বর্ণসদৃশ মূল্যবান ফসল প্রচুর পরিমাণে ফলে; অতি উর্বরা ভূমি বা দেশ। স্বর্ণভূষণ, স্বর্ণালঙ্কার (বিশেষ্য) সোনার গহনা। স্বর্ণমৃগ (বিশেষ্য) ১ সোনার হরিণ। ২ (আলঙ্কারিক) যা অত্যন্ত মূল্যবান কিন্তু প্রকৃতপক্ষে মিথ্যা বা সর্বনাশা প্রলোভন মাত্র (সোনার হরিণ রূপে উপস্থিত মারীচের প্রতি প্রলুব্ধ হওয়ার ফলেই রাবণ সীতাকে অপহরণ করার সুযোগ লাভ করে)। স্বর্ণসিন্দূর (বিশেষ্য) মকরধ্বজ; এক প্রকার পারদঘটিত আয়ুর্বেদীয় ওষুধ। স্বর্ণসুযোগ (বিশেষ্য) মহাসুযোগ; সুবর্ণ সুযোগ। স্বর্ণাক্ষর (বিশেষ্য) ১ সোনার তৈরি হরফ। ২ সোনার মতো উজ্জ্বল অক্ষর। স্বর্ণাক্ষরে লেখা (বিশেষণ) সোনার মতো উজ্জ্বল অক্ষরে লেখা; খ্যাতিসম্পন্ন। {(তৎসম বা সংস্কৃত) সু+√ঋণ্‌+অ; সু(সুন্দর)+বর্ণ যার; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word স্বর্বধূ, সর্বেশ্যা Bengali definition [শর্‌বোধু, শর্‌বেশ্‌শা] (বিশেষ্য) অপ্সরা। {(তৎসম বা সংস্কৃত) স্বর্‌+বধূ, বেশ্যা; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word স্বর্বৈদ্য Bengali definition [শর্‌বোইদ্‌দো] (বিশেষ্য) ১ স্বর্গের চিকিৎসক। ২ হিন্দুপুরাণোক্ত অশ্বিনীকুমারদ্বয়। {(তৎসম বা সংস্কৃত) স্বর্‌+বৈদ্য; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word স্বল্প Bengali definition [শল্‌পো] (বিশেষণ) ১ অতি কম; অতি অল্প; খুব অল্প। ২ ছোট (স্বল্প হাতের কনকচাঁপা মঠোয়-বিষ্ণু দে)। স্বল্পকায় (বিশেষণ) আকারে অতিশয় ছোট (স্বল্পকায় বিছানা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। স্বল্পতা (বিশেষ্য) অতি অল্পতা; সামান্যতা। স্বল্পভাষী (বিশেষণ) অস্থির হয়ে উঠে-রাজিয়া খান। {(তৎসম বা সংস্কৃত) সু+অল্প; সুপ্‌সুপা}
  • Bengali Word স্বল্পায়ু Bengali definition [শল্‌পায়ু] (বিশেষণ) কম আয়ুবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) স্বল্প+আয়ু}
  • Bengali Word স্বশাসন Bengali definition [শশাশন্‌] (বিশেষ্য) স্বায়ত্বশাসন। স্বশাসিত (বিশেষণ) স্বায়ত্বশাসিত। {(তৎসম বা সংস্কৃত) স্ব+শাসন}
  • Bengali Word স্বসংবেদন Bengali definition [শশঙ্‌বেদোন্‌] (বিশেষ্য) নিজের অনুভব বা অনুভুতি; আত্ম অনুভুতি। স্বসংবেদ্য (বিশেষণ) নিজের অনুভবযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) স্ব+সম্‌+বেদন}
  • Bengali Word স্বসা (-সৃ) Bengali definition [শশা] (বিশেষ্য) ভগিনী; বোন। স্বস্রীয়, স্বস্রেয় (বিশেষ্য) ১ ভাগিনেয়; বোনপো। □ (বিশেষণ) ভগিনীসম্বন্ধীয়। স্বস্রীয়া, স্বস্রেয়ী (বিশেষ্য) ভগিনেয়ী; বোঝি। {(তৎসম বা সংস্কৃত) সু+√অস্‌+ঋ(ঋন্‌)}
  • Bengali Word স্বস্তি Bengali definition [শোস্‌তি] (বিশেষ্য) ১ আরাম; উদ্বেগহীনতা; ঝঞ্ঝাটশূন্য অবস্থা; স্বাচ্ছন্দ্য; সুখ (দুর্বলের স্বস্তি আত্মগোপনে-আহমদ শরীফ)। ২ শুভ; মঙ্গল; কল্যাণ। ৩ সন্তোষ। ৪ আশীর্বাদ (স্বস্তি বচন)। ৫ আশীর্বচনযুক্ত মন্ত্র (স্বস্তিপাঠ)। স্বস্তিবাচন (বিশেষ্য) মঙ্গল কার্যের শুরুতে স্বস্তি শব্দ উচ্চারণ। স্বস্তিমুখ (বিশেষ্য) যিনি স্বস্তিবচন পাঠ করেন; ব্রাহ্মণ। সুখের চেয়ে-ভালো-উদ্বেগভরা ধনাঢ্য অবস্থা অপেক্ষা নির্ঝঞ্ঝাট দরিদ্র জীবন ভালো। {(তৎসম বা সংস্কৃত) সু+√অস্‌+তি(ক্তি)}
  • Bengali Word স্বস্তিক Bengali definition [শোস্‌তিক্‌] (বিশেষ্য) ১ পিটুলি নির্মিত এক প্রকার মাঙ্গল্য দ্রব্য; শ্রী। ২ যোগের এক প্রকার আসন। ৩ মাঙ্গলিক বজ্রচিহ্ন। ৪ জার্মানির নাৎসি বাহিনীর চিহ্ন (নতুন খাতার বেদাগ পাতায় স্বস্তিকে কে সিঁদুর দেবে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৫ সম্মুখে বারান্দাযুক্ত বা চাঁদনিযুক্ত প্রাসাদ। ৬ চৌরাস্তা। ৭ চারটি চতুষ্পদযুক্ত নগরিবিশেষ। স্বস্তিকা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। স্বস্তিকাসন (বিশেষ্য) যোগসাধনের এক প্রকার আসন। {(তৎসম বা সংস্কৃত) স্বস্তি+√কৃ+ অ(ড)}
  • Bengali Word স্বস্ত্যয়ন Bengali definition [শোস্‌তয়ন্‌] (বিশেষ্য) আপদ দূরীকরণ; পাপমুক্তি; আপৎশান্তি; পাপমোচন প্রভৃতি ইচ্ছায় হিন্দুদের একপ্রকার পূজানুষ্ঠান (স্বস্ত্যয়নের সাত পুরুতে চুলোচুলি ঘটছে অবশেষে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) স্বস্তি+অয়ন; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word স্বস্থ Bengali definition [শস্‌থো] (বিশেষণ) ১ সুস্থ। ২ নিশ্চিন্ত; উদ্বেগরহিত (সে যেন মানুষকে ধেয়ানী স্বস্থ করে তোলে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) স্ব+√স্থা+অ(ক)}
  • Bengali Word স্বস্থান Bengali definition [শস্‌থান্‌] (বিশেষ্য) ১ নিজের বাসস্থান। ২ নিজের নির্দিষ্ট স্থান। {(তৎসম বা সংস্কৃত) স্ব+স্থান}
  • Bengali Word স্বস্রেয়ী, স্বস্রেয়ী Bengali definition ⇒ স্বসা
  • Bengali Word স্বাক্ষর Bengali definition [শাক্‌খোর্‌] (বিশেষ্য) সই; দস্তখত। {(তৎসম বা সংস্কৃত) স্ব+অক্ষর}
  • Bengali Word স্বাক্ষরিত Bengali definition [শাক্‌খোরিতো] (বিশেষণ) দস্তখত করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) স্বাক্ষর+ইত(ইতচ্‌)}
  • Bengali Word স্বাগত Bengali definition [শাগতো] (বিশেষ্য) ১ শুভাগত; অভ্যর্থিত অতিথি; welcome; খোশ আমদেদ (স্বাগত সম্ভাষণ)। ২ কুশল প্রশ্ন। স্বাগতভাষণ কোনো অনুষ্ঠানে সমাগত অতিথিদের অভ্যর্থনা জানিয়ে আমন্ত্রক বা তার প্রতিনিধির ভাষণ; welcome address। স্বাগতিক (বিশেষ্য) (বিশেষণ) আমন্ত্রক; নিমন্ত্রক; মেজবান; মেহমান বা অতিথিসেবী গৃহস্থ; host। {(তৎসম বা সংস্কৃত) সু+আগত; সুপ্‌সুপা}
  • Bengali Word স্বাচ্ছন্দ্য Bengali definition [শাস্‌ছোন্‌দো] (বিশেষ্য) ১ স্বচ্ছন্দতা। ২ বাধাহীনতা। ৩ সুস্থতা; সুস্থভাব। ৪ সহজ; স্বাভাবিক; কষ্টহীন অবস্থা। {(তৎসম বা সংস্কৃত) স্বচ্ছন্দ+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word স্বাজতিক Bengali definition [শাজাতিক্‌] (বিশেষণ) ১ স্বজাতি সম্পর্কিত; স্বদেশবাসী সম্বন্ধীয়। ২ স্বজাতির হিতৈষী; নিজ দেশবাসীর কল্যাণকামী। স্বাজাতিকতা, স্বাজাত্য (বিশেষ্য) স্বজাতির হিতৈষণা; স্বদেশবাসীর মঙ্গল কামনা (স্বাদেশিকতা, স্বাভাবিকতা ও স্বাজাতিকতা অন্য বস্তু-আহমদ শরীফ)। {(তৎসম বা সংস্কৃত) স্বজাত+ইক(ঠক্‌)}
  • Bengali Word স্বাতি, স্বাতী Bengali definition [শাতি] (বিশেষ্য) ১ (জ্যোশা) পঞ্চদশ নক্ষত্র। ২ সূর্যপত্নী (কোথা অতীতে সার্থযুক্ত হাসিনি স্বাতী-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সু+√অৎ+ই(ইন্‌), ঈ(ঙীষ্‌); স্বাতি+অ(অণ্‌)}
  • Bengali Word স্বাত্মা Bengali definition [শাত্তাঁ] (বিশেষ্য) স্বীয়, বা নিজ আত্মা। {(তৎসম বা সংস্কৃত) স্ব+আত্মা, কর্মধা; ৬ (তৎপুরুষ সমাস)}