Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word চৌরি ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [চোউরি] (বিশেষ্য) ১ চুরি; চৌর্য; তস্করতা। □(বিশেষণ) গুপ্ত; অপ্রকাশ্য (চৌরি পিরীতি হোয় লাখ গুণ রঙ্গ-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) চৌর+(বাংলা) ই}
 • Bengali Word চৌরী Bengali definition চৌ
 • Bengali Word চৌরোদ্ধরণিক Bengali definition [চোউরোদ্‌ধরোনিক্‌] (বিশেষ্য) প্রাচীন যুগের নগর-কোতোয়াল; নগরের শান্তিরক্ষা ও চোরের উপদ্রব নিবারণকারী রাজকর্মচারী বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) চৌর+ উদ্ধরণিক; (বহুব্রীহি সমাস)}
 • Bengali Word চৌর্য Bengali definition [চোউর্‌জো] (বিশেষ্য) অপহরণ; চুরি। চৌর্যবৃত্তি (বিশেষ্য) চোরের ব্যবসায় বা পেশা; চুরিকর্ম; চোরের কাজ। {(তৎসম বা সংস্কৃত) চোর+য(ষ্যঞ্‌)}
 • Bengali Word চৌশাল, চৌশালা Bengali definition [চোউশাল্‌, চোউশালা] (বিশেষ্য), (বিশেষণ) চকমিলান বাড়ি। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ>+শাল}
 • Bengali Word চৌশিঙা, চৌশিঙ্গা Bengali definition [চোউশিঙা, চোউশিঙ্‌গা] (বিশেষ্য), (বিশেষণ) ১ চারটি শিং আছে এমন। ২ চার শিংযুক্ত হরিণ। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ(>চৌ)+(তৎসম বা সংস্কৃত) শৃঙ্গ (>শিঙ্গ>শিঙ)+(বাংলা) আ}
 • Bengali Word চৌষট্টি Bengali definition চৌ
 • Bengali Word চৌহদ্দি, চৌহুদ্দি Bengali definition [চোউহোদ্‌দি, চোউহুদ্‌দি] (বিশেষ্য) চারদিকের সীমানা; চতুঃসীমা (এঁরাই আবার বাড়ীর চৌহদ্দীর ভিতরে মেয়েদের অন্দরমহলে জোরে লাফ-ঝাঁপ জুড়ে দেন-কাজী নজরুল ইসলাম)। {চৌ+(আরবি) হদ্দ্‌+(বাংলা) ই}
 • Bengali Word চৌহান Bengali definition [চোউহান্‌] (বিশেষ্য) রাজপুত জাতির একটি শাখা। চৌহানী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ>+√হন্‌+অ(টচ্‌)}
 • Bengali Word চৌয়ারি, চৌয়াড়ি Bengali definition [চোউয়ারি, চোউয়াড়ি] (বিশেষ্য) ১ চার চালবিশিষ্ট ঘর; চৌচালা। ২ চুতর্দ্বারী ঘর; বালাখানা (মন্দিরে মন্দিরে সব সুবর্ণ চৌয়ারী-সৈয়দ আলাওল)। ৩ চৌয়াড়ি; পাঠশালা। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+দ্বারী>; (হিন্দি) চৌআরী}
 • Bengali Word চ্যবন Bengali definition [চ্যাবোন্‌] (বিশেষ্য) ১ ঋষিবিশেষ; ভৃগু মুনির ঔরসে পুলোমার গর্ভে জাত মুনি। ২ ক্ষরণ; পতন। {(তৎসম বা সংস্কৃত) √চ্যু+অন(ল্যুট্‌)}
 • Bengali Word চ্যবনপ্রাশ Bengali definition [চ্যাবোন্‌প্রাশ্‌] (বিশেষ্য) এক প্রকার কবিরাজি ওষুধ; কাশ রোগের ওষুধ। {(তৎসম বা সংস্কৃত) চ্যবন্‌+প্রাশ}
 • Bengali Word চ্যাঁ ভ্যাঁ Bengali definition [চ্যাঁ ভ্যাঁ] (অব্যয়) বাচ্চাদের কান্নাকাটির বিরক্তিকর শব্দবিশেষ। {ধ্বন্যাত্মক}
 • Bengali Word চ্যাঁ, চ্যাঁ চ্যাঁ Bengali definition [চ্যাঁ, চ্যাঁ চ্যাঁ] (অব্যয়) ১ অনুকার শব্দ। ২ অপেক্ষাকৃত উচ্চ ও ব্যাপক চিৎকার; ক্রন্দনধ্বনি। {ধ্বন্যাত্মক}
 • Bengali Word চ্যাঁচারি Bengali definition চেঁচাড়ি
 • Bengali Word চ্যাঁট Bengali definition [চ্যাঁট্‌] (অশ্লীল) (বিশেষ্য) পুরুষাঙ্গ। {(অজ্ঞাতমূল)}
 • Bengali Word চ্যাং ১, চেঙ ১, চ্যাঙ Bengali definition [চ্যাঙ্‌] (বিশেষ্য) টাকি মাছের ন্যায় মাথা মোটা ছোট মাছ বিশেষ। চ্যাংমুড়ি১/মুড়ী (বিশেষণ) চ্যাংমাছের মাথার ন্যায় বিসদৃশ মাথাবিশিষ্ট। □(বিশেষ্য) (ব্যঙ্গার্থ) সর্পদেবী মনসা (চ্যাংমুড়ী কানী-বিজয় গুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) চলদঙ্গ}
 • Bengali Word চ্যাং ২, চেঙ ২ Bengali definition [চ্যাঙ্‌, চ্যাঙ্‌] (বিশেষ্য) ১ সরু মাচা; চাঙ্গ। ২ শব বহনের ছোট ছোট খাট। চ্যাংদোলা, চ্যাংঝোলা (বিশেষ্য) দুই হাত দুই পা ধরে দেহ ঝুলিয়ে দোলাতে দোলাতে শবের ন্যায় বহন (বাবার শ্রীবপু চ্যাংদোলা করিয়া সাধন কক্ষে লইয়া গেলেন-রাজশেখর বসু (পরশু))। চ্যাংমুড়ি২ (বিশেষ্য) ১ বস্ত্র দ্বারা জড়িয়ে মৃতদেহকে খাটের সঙ্গে বাঁধা (চ্যাংমুড়ি করে মৃতদেহটি নিয়ে গেল)। ২ গালি অর্থে মৃতদেহ। {(তৎসম বা সংস্কৃত) তুঙ্গ>টঙ্গ>চাঙ্গ>; আঞ্চলিক}
 • Bengali Word চ্যাংড়া, চেংড়া. চেঙ্গরা Bengali definition [চ্যাঙ্‌ড়া, চ্যাঙ্‌ড়া, চ্যাঙ্‌গ্‌রা] (বিশেষ্য) ১ চপলমতি বা ছ্যাবলা তরুণ (ইনি আবার কোনদেশী চেঙ্গরা-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ২ ছোটো ছেলে। ৩ কিশোর; বালক। □(বিশেষণ) ১ অর্বাচীন। ২ অপরিণত বুদ্ধি। চেংড়ামি, চেংড়ামো, চেংড়াপনা (বিশেষ্য) চেংড়ার ভাব; ছ্যাবলামি। {(তৎসম বা সংস্কৃত) চঙ্গ>(অর্থ দক্ষ, বাংলা অর্থের পরিবর্তন ঘটেছে)+(বাংলা) ড়া}
 • Bengali Word চ্যাঙারী, চ্যাঙ্গারী Bengali definition চাঙ্গারি
 • Bengali Word চ্যাটা Bengali definition [চ্যাটা] (বিশেষ্য) চাটাই; দরমা। চ্যাটায় শুয়ে লাখ টাকার স্বপ্ন (বিশেষণ) গরিবের লক্ষপতি হবার স্বপ্ন বা কল্পনা। {চটা>}
 • Bengali Word চ্যাটাং চ্যাটাং কথা Bengali definition [চ্যাটাং, চ্যাটাং কথা] (বিশেষ্য) তীক্ষ্ম বা রূঢ় কথা। {ধ্বন্যাত্মক}
 • Bengali Word চ্যান্সেলর Bengali definition [চ্যান্‌সেলর্‌] (বিশেষ্য) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসক; আচার্য; মহাধ্যক্ষ। ভাইস চ্যান্সেলর (বিশেষ্য) বিশ্ববিদ্যালয়ের পরিচালক; উপাচার্য; উপাধ্যক্ষ। {(ইংরেজি) chancellor}
 • Bengali Word চ্যাপটা, চেপটা Bengali definition [চ্যাপটা] (বিশেষণ) ১ পিষ্ট; চাপের ফলে বিস্তৃত বা প্রসারিত; থ্যাবড়া। ২ প্রশস্ত; flat। চ্যাপটা নাক (বিশেষ্য) থ্যাবড়া নাক বা বসা নাক। চেপটানো, চেপটান (ক্রিয়া) ১ চাপ দিয়ে প্রশস্ত করা। ২ পিষ্ট বা দলিত করা। ৩ পিটিয়ে চওড়া করা। চিঁড়ে চ্যাপটা (বিশেষণ) ১ চিড়ার ন্যায় অত্যন্ত চ্যাপটা। ২ সম্পূর্ণ পিষ্ট। ৩ একেবারে নির্জীব; সম্পূর্ণ দুর্বল। মসুরি চ্যাপটা (বিশেষণ) ১ মসুর ডালের মতো চ্যাপটা। ২ পিষ্ট; দর্প চূর্ণ হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) চিপিট>চিপট}
 • Bengali Word চ্যালা, চ্যালাকাঠ Bengali definition চেলা
 • Bengali Word চ্যালেঞ্জ Bengali definition [চ্যালেন্‌জ্‌] (বিশেষ্য) প্রতিদ্বন্দ্বিতায় আহবান (এ চ্যালেঞ্জ গ্রহণ না করলে ইজ্জত থাকবে না-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। {(ইংরেজি) challange}
 • Bengali Word চ্যুত Bengali definition [চুতো] (বিশেষণ) ১ ভ্রষ্ট; পড়ে গেছে এমন; পতিত; অধঃপতিত। ২ বহিষ্কৃত; দূরীকৃত; বর্জিত; বিতাড়িত (অধিকারচ্যুত, পদচ্যুত)। ৩ ক্ষরিত; গলিত; চুয়ে পড়েছে এমন। ৪ বিচ্যুত; নষ্ট। চ্যুতা (স্ত্রীলিঙ্গ)। চ্যুতাধিকার (বিশেষণ) অধিকার থেকে বিচ্যুত; অধিকার থেকে বঞ্চিত। চ্যুতাধিকারা (স্ত্রীলিঙ্গ)। চ্যুতি (বিশেষ্য) ১ পতন; ভ্রংশ (ধর্মচ্যুতি, পদচ্যুতি)। ২ ক্ষরণ; গলন। ৩ ধ্বংস; হানি, নাশ (ধৈর্যচ্যুতি)। ৪ বহিষ্কার; দূরীকরণ; বিতাড়ন। {(তৎসম বা সংস্কৃত) √চ্যু+ত(ক্ত)}
 • Bengali Word চড় Bengali definition চড়া২
 • Bengali Word চড় Bengali definition [চড়্‌] (বিশেষ্য) চাপড়; থাপ্পড়; চপেটাঘাত। চড় মেরে ঘর (ক্রিয়া) অপমান বা নির্যাতন করার পর সম্মান বা আদর করা; আগে অপমান করে পরে সম্মান করা; (তুলনীয়) ‘জুতা মেরে গরু দান’। {(তৎসম বা সংস্কৃত) চপট>(প্রাকৃত) চঅড>}
 • Bengali Word চড়ই Bengali definition চড়াই