Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word চোগা Bengali definition [চোগা] (বিশেষ্য) লম্বা ঢিলা বুকখোলা জামাবিশেষ-যা চাপকানের উপর পরা হয় (সাহেব…চোগা চাপকান টুপীর আশ্রয় লন-মীর মশাররফ হোসেন)। {(ফারসি) চোগা; (তুর্কি)চুখা}
  • Bengali Word চোঙা, চুঙা Bengali definition চোঙ্গা
  • Bengali Word চোঙ্গা, চোংগা, চোঙা, চুঙা Bengali definition [চোঙ্‌গা, চোঙ্‌গা, চোঙা, চুঙা] (বিশেষ্য) ১ ফাঁপা নল; বাঁশের নল (সুর যে চলেছে বাঁশের চোঙায় সুরাটুকু নিয়ে তার-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ একদিকে গাঁটযু্ক্ত অন্যদিকে ফাঁপা বাঁশের টুকরা যার সাহায্যে দুধ তেল ইত্যাদি মাপা হয় (এক চোঙ্গা দুখ)ভ ৩ তামাক রাখার বাঁশের তৈরি আধারবিশেষ। ৪ জাহাজের ধাতু নির্মিত চিমনি বা ধূমলন; funnel (দূরে একটি জাহাজের চোঙ দেখা গেল-আলাউদ্দীন আল আজাদ)। {(তুলনীয়) (হিন্দি) চোঙ্গা}
  • Bengali Word চোট Bengali definition [চোট্‌] (বিশেষ্য) ১ ব্যথা; আঘাত (এ বাত শুনে মোর দেলে বড় চোট লেগেছে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ কোপ; ঘা (এক চোটে রাজস্কন্ধ করিয়া ছেদন-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ আঘাত বা পতনের জন্য ক্ষত; জখম; বন্দুকের গুলির আঘাত (রক্ত বিভূষিত ঘোড়া চোট সর্ব গায়-হেয়াত মাহমুদ)। ৪ তেজ; জোর; শক্তি (কথার চোট)। ৫ বেগ; তোড়; স্রোত; ধমক (হাসির বা কান্নার চোট)। ৬ ক্রোধ; কোপ (চোটপাট করা)। ৭ বার; দফা (খুব একচোট খেলা হলো)। চোটপাট (বিশেষ্য) ক্রোধ প্রকাশ; ধমকানো; তিরস্কার (কোন প্রয়োজনে মুখ কর চোটপাট-ঘনরাম চক্রবর্তী)। চোটবসানো, চোটমারা, চোটলাগানো (ক্রিয়া) ১ আঘাত করা। ২ অস্ত্রের কোপ মারা। অচোট জমি (বিশেষ্য) অনাবাদি খিল জমি যাতে লাঙল দেওয়া হয়নি। একচোট (বিশেষ্য) ১ এক দৌড়। ২ একবার; একদফা। {(তৎসম বা সংস্কৃত) √চুট্‌>; (তুলনীয়) (হিন্দি) চোট}
  • Bengali Word চোটা ১ Bengali definition [চোটা] (বিশেষ্য) অত্যন্ত বেশি সুদ; দিন হিসাবে মোটা সুদ (এ সওয়ার ও চোটায় বিলক্ষণ দশ টাকা আসতো-কালীপ্রসন্ন সিংহ)। চোটা খাটানো (বিশেষ্য) দৈনিক বা সাপ্তাহিক নিয়মে অতিরিক্ত সুদে টাকা খাটানো। চোটা খোর (বিশেষণ) চড়া সুদখোর (অনেক চোটা খোর বেনে ও ব্যাভার বেনে সহরে বাবু দালাল চাকর রেখে থাকেন-কালীপ্রসন্ন সিংহ)। {(তৎসম বা সংস্কৃত) চতুর্থ>; (তুলনীয়) (হিন্দি) চৌথা}
  • Bengali Word চোটা ২ Bengali definition [চোটা] (বিশেষ্য) চেটা গুড়; ঝোলা গুড়। {(হিন্দি) চোটা}
  • Bengali Word চোটানো Bengali definition [চোটানো] (ক্রিয়া) ১ আঘাত দেওয়া; চোট লাগানো। ২ কোপানো। ৩ মাটি কাটা; কোদলানো। {চোটা+আনো}
  • Bengali Word চোট্টা Bengali definition [চোট্‌টা] (বিশেষ্য) চোর; শঠ; প্রবঞ্চক (খোট্টা বেহারা চোট্টা চেহারা-গোলাম মোস্তফা)। চোট্টামি (বিশেষ্য) প্রবঞ্চক; শঠতা; চোর্য। {(তৎসম বা সংস্কৃত) চোর+(বাংলা) টা>; (তুলনীয়) (হিন্দি) চোট্টা}
  • Bengali Word চোত Bengali definition [চোত্‌] (বিশেষ্য) চৈত্র মাস। {(তৎসম বা সংস্কৃত) চৈত্র>}
  • Bengali Word চোতা, চোঁতা Bengali definition [চোতা, চোঁতা] (বিশেষ্য) ১ লেখাযুক্ত কাগজ খণ্ড; স্মারক; টোকা; note। ২ তাড়াতাড়ি লিখিত খসড়া; বাজে বা ওঁচা (চোঁতা কাগজ বলে তা ফেলে দিয়েছি)। □(বিশেষণ) বাজে; অনাবশ্যক; বাতিল; রদ্দি; ফেলে দেওয়া হয়েছে এমন (চোতা কাগজ)। চোতাদার (বিশেষ্য) চোতা-বহনকারী (পেচোনে চোতাদারেরা চেঁচিয়ে হাত নেড়ে গান বলে দিচ্ছিল-কালীপ্রসন্ন সিংহ)। {(তৎসম বা সংস্কৃত) চ্যুত>}
  • Bengali Word চোত্তির Bengali definition [চোত্‌তির্‌] (বিশেষ্য) চৈত্র মাস (চোত্তির মাস শেষ হয়ে এল-সরদার জয়েনউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) চৈত্র>}
  • Bengali Word চোদ্দ, চৌদ্দ Bengali definition [চোদ্‌দো, চোউদ্‌দো] (বিশেষ্য) ১৪ সংখ্যা। □(বিশেষণ) ১ ১৪ সংখ্যক(চোদ্দ বছর)। ২ বহু; অনেক (চোদ্দ কথা শুনিয়ে দিলে)। চোদ্দই, চৌদ্দই (বিশেষ্য) মাসের চোদ্দ তারিখ। চোদ্দ চাকার রথ, দেখানো (ক্রিয়া) মুশকিলে ফেলা। চোদ্দ ঠাঁই (বিশেষ্য) অনেক ঠাঁই; বহুস্থান। চোদ্দ পুরুষ (বিশেষ্য) ১ পিতা পিতামহাদিক্রমে ঊর্ধ্বতর চোদ্দ পুরুষ। ২ পুত্র পৌত্রাদিক্রমে অধস্তন চোদ্দ পুরুষ। ৩ ঊর্ধ্বতন সাত বা অধস্তন সাত-এই চোদ্দ পুরুষ। চোদ্দ পোয়া (বিশেষ্য) সাড়ে তিন হাত পরিমিত বিস্তার; শয়ন (চোদ্দ পোয়া অর্থাৎ সাড়ে তিন হাত মানুষের সাধারণ দৈর্ঘ্য এই হিসেবে)। চোদ্দ পোয়া দেওয়া (ক্রিয়া) দুই পায়ের পাতা সাড়ে তিন হাত দূরে রেখে দাঁড় করিয়ে শাস্তি দেওয়া। চোদ্দ পোয়া হওয়া (ক্রিয়া) সর্বাঙ্গ বিস্তার করে শুয়ে পড়া; হাত-পা ছড়িয়ে সটান হয়ে শোয়া (বাসায় গিয়া চোদ্দ পোয়া হওয়া যাউক-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। চোদ্দ বার (বিশেষ্য) অনকেবার; পুনঃপুন (চোদ্দবার এক কথা)। চোদ্দ শাক (বিশেষ্য) ১ চোদ্দ প্রকার শাকের মিশ্রণ। ২ চোদ্দ রকম শাক খাওয়ার উৎসববিশেষ। {(তৎসম বা সংস্কৃত) চুতর্দশ>(প্রাকৃত) চউদস>}
  • Bengali Word চোনা, চোণা Bengali definition [চোনা] (বিশেষ্য) গরুর প্রস্রাব; গো-মূত্র (গরু বাছুরের চোনা)। চোনানো, চোনান (বিশেষ্য) ১ গরু মহিষ প্রভৃতির মূত্র ত্যাগ করা। ২ গবাদিকে মূত্র ত্যাগ করানো। {ধ্বন্যাত্মক; (তৎসম বা সংস্কৃত) √চণ্‌/√চন্‌}
  • Bengali Word চোনেন্দা Bengali definition চুনিন্দা
  • Bengali Word চোপ ১ Bengali definition [চোপ্‌] (বিশেষ্য) অস্ত্রাঘাত; কোপ; চোট (পেঁপের গোড়ায় কাটারির চোপ লেগেছে)। চোপানো (বিশেষ্য) ভারী অস্ত্রের আঘাত। □বিণ, (ক্রিয়া) উক্ত অর্থে। {(ফারসি) চুব}
  • Bengali Word চোপ ২ Bengali definition [চোপ্‌] (অব্যয়) ১ নীরবতা বিধান; চুপ। ২ কথা বোলো না (চোপ! চোপ রও)। {চুপ>}
  • Bengali Word চোপ ৩, চোব Bengali definition [চোপ্‌, চোব্‌] (বিশেষ্য) দণ্ড; লাঠি। {(ফারসি) চূব}
  • Bengali Word চোপদার, চোবদার Bengali definition [চোপ্‌দার, চোব্‌দার] (বিশেষ্য) দণ্ডধর; দণ্ডবাহক; গদাধর; লাঠিয়াল; রাজরাজড়ার আসাসোঁটাবাহী সুসজ্জিত ভৃত্য (চোপদার সম্মুখে দাঁড়ায়ে লয়ে ছড়ী-ভারতচন্দ্র রায়গুণাকর)। চোপদারি (বিশেষণ) চোপদার সম্বন্ধীয়। {(ফারসি) চুব্‌দার}
  • Bengali Word চোপরা Bengali definition চোপা
  • Bengali Word চোপরাও, চোপরও Bengali definition [চোপ্‌রাও, চোপ্‌রও] (অব্যয়) চুপ থাকো; চুপ করো; আর কথা নয়। {(হিন্দি) চুপ্‌ রহ্‌}
  • Bengali Word চোপসা, চুপসা Bengali definition [চোপ্‌শা, চুপ্‌শা] (বিশেষণ) ১ বসা বা তোবড়া (চোপসা গাল)। ২ ভিতরের জিনিস বের হওয়ার দরুণ সঙ্কুচিত (চোপসা-কোর্তা)। চোপসনো, চোপসানো, চুপসানো (ক্রিয়া) ১ চুষে নেওয়া; রস টেনে আর্দ্র হওয়া (এ কাগজে কালি চোপসায়)। ২ রস বা বায়ু বের হয়ে যাওয়ার ফলে সঙ্কুচিত হওয়া বা চুপসে যাওয়া (গাল চুপসে যাওয়া)। ৩ শুষ্ক হওয় যাওয়া। ৪ নীরস ও শুষ্ক বা সঙ্কুচিত। চোপসানি, চুপসানি বি। {√চুপসা>}
  • Bengali Word চোপা, চোপরা Bengali definition [চোপা, চোপ্‌রা] (বিশেষ্য) ১ মুখ। ২ মুখের উপর জবাব; বাচালতা; মুখরতা; তর্ক-বিতর্ক (তার সাথে চোপায় কেউ পারে না। ৩ তিরস্কার; ভর্ৎসনা; নিন্দা। মাকুন্দ-চোপা (বিশেষণ) মুখমণ্ডলে গোঁফ দাড়ি গজায়নি এমন (যদি দেখ মাকুন্দ চোপা। এক পাও না বাড়াও বাপা -খনা)। {(তৎসম বা সংস্কৃত) চুব্র>}
  • Bengali Word চোপাইয়া Bengali definition [চোপাইয়া] (বিশেষ্য) চৌপদী (ঠেটা চোপাইয়া দোহা কহিলা সাধনে-কাজী দৌলত)। {(তৎসম বা সংস্কৃত) চুতষ্পদী>চৌপদী>; (তুলনীয়) (হিন্দি) চৌপাঈ}
  • Bengali Word চোপানো Bengali definition [চোপানো] (ক্রিয়া) তর্জন গর্জন করা; পুনঃপুন আঘাত করা; কোপানো; কোপ মারা। □(বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) কোপ>; (বাংলা) চেপ + আনো}
  • Bengali Word চোপড়া Bengali definition [চোপ্‌ড়া] (বিশেষ্য) ছোবড়া। {(তুলনীয়) চোকলা}
  • Bengali Word চোব Bengali definition চোপ৩
  • Bengali Word চোবচীনী Bengali definition [চোব্‌চিনি] (বিশেষ্য) চীনের এক প্রকার ক্ষুদ্র বৃক্ষের কাঠ বা শিকড়। {(ফারসি) চুবচিনি}
  • Bengali Word চোবদার Bengali definition চোপদার
  • Bengali Word চোবল Bengali definition [চোবল্‌] (বিশেষ্য) ১ ছোবল; নখ দিয়ে বা দাঁত দিয়ে আকস্মিক আক্রমণ; খাবল (সে রূপ সেনার মুখে, চোবল মারিলি সখে-ফকির গরীবুল্লাহ)। ২ সর্পাঘাত; দংশন। {(তৎসম বা সংস্কৃত) কবল>খাবল>চোবল>ছোবল}
  • Bengali Word চোবো, চৌবে Bengali definition [চোবে, চোউবে] (বিশেষ্য) ব্রাহ্মণের পদবি; চার বেদে যার অধিকার। {(তৎসম বা সংস্কৃত) চতুর্বদী> হিন্দি}