Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word চেপটা Bengali definition চ্যাপটা
  • Bengali Word চেপা Bengali definition চিপা
  • Bengali Word চেব Bengali definition [চেব্‌] (বিশেষ্য) থুথু; ছেপ। {(তৎসম বা সংস্কৃত) চর্বণ>চেব}
  • Bengali Word চেবেল্লা Bengali definition [চেবেল্‌লা] (বিশেষণ) ১ ছেবলা; ছ্যাবলা; ইতর। ২ বাচাল; প্রগল্‌ভ (তুমি আর মনু এত বেশি বেয়াদব আর চেবেল্লা হয়ে পড়েছ-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) সাফাহ্‌}
  • Bengali Word চেরা, চিরা Bengali definition [চেরা, চিরা] (ক্রিয়া) ১ ফাড়া; বিদারণ করা। ২ লম্বালম্বি কাটা; ফাটানো (কাঠ চেরা, কাপড় চেরা)। ৩ ছিন্ন করা; ফাঁক করা (বুক চেরা)। □(বিশেষ্য) বিদারণ; ছিন্নকরণ। □(বিশেষণ) ১ বিদীর্ণ; বিদারিত। ২ ফাঁক। ৩ বের করা হয়েছে এমন। চেরাই (বিশেষ্য) ১ ফাড়ার কাজ; বিদ্যরণ। ২ চিরবার মজুরি। চেরানো, চিরানো (ক্রিয়া) ফাড়ানো; বিদারণ করানো; কাটানো। পটোল চেরা (বিশেষণ) পটোল লম্বালম্বি সমান দুই ভাগে কাটলে দেখতে যেরূপ হয়। পটোল চেরা চোখ (আলঙ্কারিক) চেরা পটোলের মতো দীর্ঘ আয়ত মনোহর চোখ। {(তৎসম বা সংস্কৃত) ছিন্ন >ছেড়া>চিরা; (তৎসম বা সংস্কৃত) চীর্ণ}
  • Bengali Word চেরাগ, চিরাগ Bengali definition [চ্যারাগ্‌, চিরাগ্‌] (বিশেষ্য) প্রদীপ; বাতি (চাঁদের চেরাগ ক্ষয় হয়ে এলে ভোরের দর দালানে-কাজী নজরুল ইসলাম)। চেরাগচি, চেরাগচী (বিশেষ্য) যে বাতি জ্বালায় ও নেভায় (নিবাইয়া দাও আপনার হাতে ডেকো না চেরাগচীরে-মোহিতলাল মজুমদার)। চেরাগ দান, চেরাগ দানি (বিশেষ্য) পিলসুজ; প্রদীপের আধার। চেরাগি, চেরাগিমহাল (বিশেষ্য) পীরের দরগায় বাতি দেওয়ার জন্য খাদেমকে প্রদত্ত নিষ্কর ভূমি। চোদ্দ/চৌদ্দ পুরুষের চেরাগ (বিশেষ্য) কুলপ্রদীপ। (ব্যঙ্গার্থ) কুলের কলঙ্ক; কুলাঙ্গার। {(ফারসি) চিরাগ}
  • Bengali Word চেরয়াট Bengali definition চরাট
  • Bengali Word চেল Bengali definition [চেল্‌] (বিশেষ্য) ধুতি বা শাড়ি; পরিধেয় বস্ত্র; পরিচ্ছদ। চেলাঞ্চল (বিশেষ্য) বস্ত্রাঞ্চল (বেণুচ্ছায়া তোমার চেলাঞ্চলে… স্পন্দিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √চিল্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word চেলা ১ Bengali definition [চ্যালা] (বিশেষ্য) ১ শিষ্য (তুমি গুরু মহাজ্ঞানী; আমি চেলা তথা-সৈয়দ আলাওল)। ২ শাগরেদ; অনুচর। ২ ছাত্র। ৪ ক্রীতদাস। চেলাগিরি (বিশেষ্য) শিষ্যত্ব (নন্দী সাহেবের চেলাগিরি কোরো না-রবীন্দ্রনাথ ঠাকুর)। চেলা-চামুণ্ডা (বিশেষ্য) শিষ্য ও অনচরগণ চণ্ড ও দুষ্ট স্বভাবযুক্ত শিষ্য ও অনুগামীরা। যেমন গুরু তেমনি চেলা গুরু ও শিষ্য উভয়েই সমান দুষ্ট বা সমান আহাম্মক। {(তৎসম বা সংস্কৃত) চেট>(প্রাকৃত) চেড়>; (তুলনীয়) (হিন্দি) চেলা}
  • Bengali Word চেলা ২, চ্যালা Bengali definition [চ্যালা] (বিশেষ্য) ১ ফাড়া কাঠ; জ্বালানি কাঠ। ২ ক্ষুদ্র মাছবিশেষ (চেলা মাছ)। ৩ বিছা; শতপদী; centipede; বিষাক্ত কীটবিশেষ। চেলাকাঠ (বিশেষ্য) ছোট চেলি কাঠ। চেলানো (ক্রিয়া) কুড়াল ইত্যাদি দিয়ে ফাড়া; চেলা প্রস্তুত করা (কাঠ চেলানো)। {⇒চেরা}
  • Bengali Word চেলি, চেলী, চেলিকা Bengali definition [চেলি, চেলি, চেলিকা] (বিশেষ্য) বিবাহাদিতে ব্যবহৃত রেশমি কাপড়; পট্ট বস্ত্র (বিবাহের লাল চেলি)। {(তৎসম বা সংস্কৃত) চেলিকা>}
  • Bengali Word চেলো Bengali definition [চেলো] (বিশেষ্য) এক প্রকার বাদ্যযন্ত্র; বেহালা; cello। {(ইংরেজি) cello}
  • Bengali Word চেল্লাচেল্লি Bengali definition চিল্লাচিল্লি
  • Bengali Word চেল্লানো Bengali definition [চেল্‌লানো] (ক্রিয়া) চিৎকার করা; চেঁচামেচি। {(তুলনীয়) (হিন্দি) চিল্লানা}
  • Bengali Word চেষ্টক Bengali definition [চেশ্‌টোক্‌] (বিশেষণ) চেষ্টা করা; চেষ্টাকারী; প্রয়াসশীল। {(তৎসম বা সংস্কৃত) √চেষ্ট্‌+অক(ণ্বুল)}
  • Bengali Word চেষ্টমান Bengali definition [চেশটোমান্‌] (বিশেষণ) চেষ্টা করছে এমন; সচেষ্ট; উদ্যমশীল; উদ্যোগী। {(তৎসম বা সংস্কৃত) √চেষ্ট্‌+মান(শানচ্‌)}
  • Bengali Word চেষ্টা Bengali definition [চেশ্‌টা] (বিশেষ্য) ১ কোনো কাজ সম্পাদননের জন্য বা কোনো কিছু লাভ করার জন্য শরীর ও মনের চানা। ২ যত্ন; প্রয়াস। ৩ উদ্যোগ (উন্নতির চেষ্টা)। ৪ অধ্যবসায় (চেষ্টা নেই, কিভাবে উন্নতি হবে?)। ৫ উপায় (অন্য চেষ্টা করো)। ৬ প্রাপ্তির জন্য সন্ধান (চাকরির চেষ্টা)। চেষ্টা চিরত্র (বিশেষ্য) ১ উদ্যোগ আয়োজন। ২ তদবির। চেষ্টান্তর (বিশেষ্য) অন্য উপায়। চেষ্টান্বিত (বিশেষণ) প্রয়াসশীল; সচেষ্ট; চেষ্টাযুক্ত। চেষ্টাবিহীন, চেষ্টারহিত, চেষ্টা শূন্য (বিশেষণ) নিশ্চেষ্ট; উদ্যমহীন। চেষ্টাবেষ্টা (বিশেষ্য) বিভিন্ন ধরনের চেষ্টা; চেষ্টা-চরিত্র। চেষ্টিত (বিশেষ্য) সচেষ্ট; চেষ্টাযুক্ত; উদ্যোগী; অধ্যবসায়ী। □(বিশেষণ) চেষ্টা করা হয়েছে বা হচ্ছে এমন। চেষ্টিতব্য (বিশেষণ) ১ চেষ্টা করার উপযুক্ত। ২ চেষ্টা করতে হবে এমন। {(তৎসম বা সংস্কৃত) √চেষ্ট্‌+অ(অঙ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word চেষ্টানো Bengali definition [চেশ্‌টানো] (বিশেষ্য) চেষ্টাকরণ। □(বিশেষণ) অন্যকে দিয়ে চেষ্টা করানো। {(তৎসম বা সংস্কৃত) √চেষ্ট্‌+(বাংলা) আনো}
  • Bengali Word চেহারা Bengali definition [চেহারা] (বিশেষ্য) আকৃতি; রূপ; মূর্তি; মুখচ্ছবি। চেহারাবন্দি, চেরাবন্দি (বিশেষ্য) প্রতিকৃতি। {ফরাসি. চিহ্‌রাহ+বন্দি}
  • Bengali Word চেহেল সতুন Bengali definition [চেহেল্‌সোতুন] (বিশেষণ) চল্লিশ স্তম্ভিবিশিষ্ট প্রাসাদ। {(ফারসি) চিহিল+সাতূন}
  • Bengali Word চৌকো Bengali definition চৌকা
  • Bengali Word চেয় Bengali definition [চেয়ো] (বিশেষণ) সংগ্রহযোগ্য; চয়নের উপযু্ক্ত। {(তৎসম বা সংস্কৃত) √চি+য(যৎ)}
  • Bengali Word চেয়ার Bengali definition [চেয়ার্‌] (বিশেষ্য) আসন বিশেষ; কেদারা; কুরসি। {(ইংরেজি) Chair}
  • Bengali Word চেয়ারম্যান Bengali definition [চেয়ার্‌ম্যান্‌] (বিশেষ্য) সভাপতি; সমিতি সভা বা সঙ্ঘের পরিচালক। {(ইংরেজি) Chairman}
  • Bengali Word চেয়াড়ি Bengali definition [চেয়াড়ি] (বিশেষ্য) ১ বাঁশের পাতলা ধারালো ছাল বা ফালি; চেঁচাড়ি; ছুরিরূপে ব্যবহৃত। ২ কাঠি; শলাকা (সোনার চেয়াড়িতে সিঁদুর নিয়ে ভুরুর মাঝে টিপ পরছেন)। ৩ চেঁচাড়ি। {(তৎসম বা সংস্কৃত) চঞ্চা>}
  • Bengali Word চেয়ে, চাইতে Bengali definition [চেয়ে, চাইতে] (অব্যয়) অপেক্ষা; হতে (ওগো এর চেয় ভাল প্রখর দহন-রবীন্দ্রনাথ ঠাকুর)। □(ক্রিয়াবিশেষণ) ১ চেয়ে; যাচ্ঞা করে (চেয়ে নাও)। ২ তাকিয়ে (চেয়ে দেখা)। {√চাহ+ইয়া>চাহিয়া (অপিনিহিতি, অভিশ্রুতি) চেয়ে}
  • Bengali Word চৈচৈ Bengali definition চই চই
  • Bengali Word চৈত Bengali definition [চোইত্‌] (বিশেষ্য) চৈত্র মাস। চৈতালি (বিশেষ্য) ১ চৈত্র মাসে উৎপন্ন শস্য; রবি শস্য; মুগ মসুর প্রভৃতি। ২ চৈত্র মাসে দেয় খাজনা (কিছু চৈতালি দিয়া তাহাদের বৎসর চালাইয়া লইত-(ময়মনসিংহ গীতিকা))। ৩ বসন্তকালীন বায়ু। ৪ চৈত্র মাসের ভাবাবেগ। চেতার বউ (বিশেষ্য) বউ-কথা-কও পাখি (আসমানেতে চৈতার বউ ডাকে ঘন ঘন-(ময়মনসিংহ গীতিকা))। □(বিশেষণ) ১ চৈত্রসম্বন্ধীয়। ২ চৈত্রমাসে উৎপন্ন বা গৃহীত। চৈতি, চৈতী (বিশেষণ) ১ চৈত্র মাসের (চৈতি হাওয়া-কাজী নজরুল ইসলাম)। ২ চৈত্র মাসে জাত বা উৎপন্ন; বাসন্তী; বসন্তকালীন। {(তৎসম বা সংস্কৃত) চৈত্র>}
  • Bengali Word চৈতন Bengali definition [চোইতন্‌] (বিশেষ্য) টিকি; শিখা; মস্তকের মধ্যস্থিত কেশগুচ্ছ (বাবু দেন মেখে দাড়িতে খেজাব, মিয়া চৈতনে তৈল-কাজী নজরুল ইসলাম)। চৈতনক (বিশেষ্য) টিকি; শিখা (মস্তকে সুদীর্ঘ কুঞ্চিত কেশ, মধ্যভাগে একটি চৈতনক-দীনবন্ধু মিত্র)। চৈতন চুটকি (বিশেষ্য) টিকি; শিখা (চৈতন চুটকিধারী বাবাজী-অবনীন্দ্রনাথ ঠাকুর)। চৈতনফক্কা (বিশেষ্য) টিকি (গোস্বামীর শরীরটি প্রকাণ্ড, মাথা নেড়ে মধ্যে তরমুজের বোঁটার মত চৈতন ফক্কা-কালীপ্রসন্ন সিংহ)। {(তৎসম বা সংস্কৃত) চৈবন্য>}
  • Bengali Word চৈতন্য Bengali definition [চোইতোন্‌নো] (বিশেষ্য) ১ জ্ঞান; চেতনা। ২ অনুভূতি; হুঁশ (জ্ঞান ও চৈতন্য তোমার মানবতার গরিমা-এয়াকুব আলী চৌধুরী)। ৩ প্রকৃত অবস্থা সম্বন্ধে জ্ঞান (লোকসান কতটা হইল, সেই চৈতন্য নাই)। ৪ শচীপুত্র নিমাই; গৌরঙ্গ। ৫ সচেতন ভাব; সজাগ অবস্থা। চৈতন্যদের (বিশেষ্য) বৈষ্ণব ধর্ম প্রচারক জগন্নাথ মিশ্র ও শচীদেবীর পুত্র নিমাই; গৌরাঙ্গ। চৈতন্য বাহিনী নাড়ি (বিশেষ্য) যে নাড়ি চেতনা বহন করে; sensory nerves। চৈতন্যময় (বিশেষণ) ১ চেতনাযুক্ত; চিন্ময়। ২ জ্ঞানময়; চৈতন্যস্বরূপ। চৈতন্যময়ী, চৈতন্যরূপী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) চৈতন্যময় চিৎ স্বরূপ; চিন্ময়। চৈতন্যরূপিণী (স্ত্রীলিঙ্গ)। চৈতন্য হওয়া (ক্রিয়া) হুঁশ হওয়া; সচেতন হওয়া; জ্ঞান জন্মানো। চেতন্যোদয়, চৈতন্যোদ্রেক (বিশেষ্য) জ্ঞান সঞ্চার; জ্ঞানের আবির্ভাব। মগ্নচৈতন্য (বিশেষ্য) নিজের সদা সত্রিয় চেতন মন সম্বন্ধে নিমগ্ন হওয়া। {(তৎসম বা সংস্কৃত) চেতন+য(ষ্যঞ্‌)}