Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word চোর Bengali definition [চোর্‌] (বিশেষ্য) গোপনে পরদ্রব্য অপহরণকারী; যে না বলে পরের দ্রব্য আত্মসাৎ করে; তস্কর। চোরনি, চোরনী, চুরনি, চুন্নি (স্ত্রীলিঙ্গ)। চোরকাঁটা (বিশেষ্য) ঘাস জাতীয় গুল্ম; এর কাঁটা কাপড়ে বিধে গেলে খোলা কঠিন; চোরপুষ্পী। চোরকুঠরি, চোর কুঠুরি (বিশেষ্য) ১ ঘরের ভিতরের ছোট গুপ্ত ঘর; টাকা পয়সা রাখবার গুপ্ত ঘর। ২ সিঁড়ির নীচের খোপ। চোরখণ্ডা ((মধ্যযুগীয় বাংলা)) (বিশেষ্য) চোর ও অন্যান্য প্রকার দুষ্ট লোক। চোর চোর খেলা (বিশেষ্য) বালক-বালিকাদের এক প্রকার খেলা, যাতে একজন চোর সেজে পালায় এবং অন্যরা তাকে ধরতে চেষ্টা করে। চোর-ছেঁচড়া (বিশেষ্য) চোর ও প্রতারক। চোর পাহারা (বিশেষ্য) শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য গুপ্তভাবে রক্ষিত পাহারা; গুপ্ত পাহারার কাজ। চোর-প্রপাত (বিশেষ্য) প্রাচীনকালে যে স্থান থেকে দণ্ডিত চোরকে ফেলে দিয়ে বধ করা হতো। চোরমরে সাত ঘর মজায়ে-চোর ধরা পড়লে অনেককে মকদ্দমায় জড়ায়। চোরে চোরে কুটুম্বিতা-দুষ্ট লোকদের মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠতা ও সদ্ভাব। চোরে চোরে মাসতুতো/খালাতো চাই-(মন্দার্থে) খারাপ ব্যবসায় বা বৃত্তিতে নিযুক্ত ব্যক্তিগণ; সমব্যবসায়ী; এক কাজের কাজি; এক পথের (মতলব সিদ্ধির) পথিক। চোরের উপর বাটপাড়ি-চোরকে প্রতারণা পূর্বক তার দ্রব্য গ্রহণ; চোরকে ঠকিয়ে উপার্জন; চোরকেও প্রবঞ্চনা। চোরের মায়ের কান্না (বিশেষ্য) গোপন কান্না; চোর-ছেলের দণ্ডভয়ে তার মায়ের গোপন ক্রন্দন; ধিক্কৃত হবার ভয়ে জানাতে নিরুপায় ব্যক্তির গোপনে দুঃখ করা; গোপন করা অন্তর্দাহ। চোরের মার বড় গলাÑ১ অতিমাত্রায় অসৎ ব্যক্তির অতিরিক্ত সাধুতার ভান। ২ নিজে অসৎ তা ভালোভাবে জেনেও অন্যের উপর চোটপাট। গোলাম চোর (বিশেষ্য) ১ (তাসের খেলায়) যে খেলোয়াড়ের হাতে লুকানো তাসের জোড়া খেলবার সময় বের হয়ে পড়ে। ছিঁচকে চোর (বিশেষ্য) পাকা চোর বা সিঁধেল চোর নয়; তবে সুযোগ পেলেই কিছু নিয়ে পালিয়ে যায় এমন চোর। মন চোর (বিশেষ্য) গাঢ় অনুরাগের পাত্র। সিঁধেল চোর (বিশেষ্য) যে সিঁধ কেটে চুরি করে; যে চুরি বিদ্যায় পাকা এবং অভিজ্ঞ। {(তৎসম বা সংস্কৃত) √চুর্‌+অ(অচ্‌)}
  • Bengali Word চোরনি, চুরনি চুরুনী ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [চোর্‌নি, চুর্‌নি, চুরুনি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) মেয়ে চোর; চোর নারী (কলঙ্ক চুরিল বাঁশী মোর বাঁশী চুরুনী-বড়ু চণ্ডীদাস)। □(বিশেষণ) অপহরণকারিণী। {চোর+নি,>}
  • Bengali Word চোরা Bengali definition [চোরা] (বিশেষ্য) ১ চোর; তস্কর। ২ অসুরবিশেষ। ২ (আদরার্থে) অনুরাগের পাত্র (চোরা, ‍দিন দুপুরের চুরি করে রাত্তিরে তো কথা নাই-মীরা বর্মণ)। চোরা না শোনে ধর্মের কাহিনী-অসৎ পাপিষ্ঠকে সৎ পথে বা ধর্মের পথে আনার চেষ্টায় নিষ্ফলতা। □(বিশেষণ) ১ অপহৃত; চোরিত; চুরি করা (চোরা দ্রব্য বোঝা লয়ে চোরে করে চুরি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ গুপ্ত; অদৃশ্য (চোরা কটাক্ষ)। ৩ চুরি-সম্বন্ধীয়; চুরিঘটিত; বেআইনি (চোরা কারবারি)। চোরাগর্ত (বিশেষ্য) ১ বাইরে থেকে দেখে টের পাওয়া যায় না এমন গর্ত; অদৃশ্য গর্ত; a pitfall। ২ (আলঙ্কারিক) অজ্ঞাত বিপদ। চোরা গলি (বিশেষ্য) গলির ভিতরের সরু গলি; সংকীর্ণ অন্ধকার গলি; গোপন পথ। চোরা গোপ্তা (বিশেষণ) ১ গোপনে সম্পাদিত (এদিকে বাজে দর্শকের মধ্যে দু’একজন কটেল চোরা-গোপ্তা মাচ্চেন-কালীপ্রসন্ন সিংহ)। ২ গুপ্ত থেকে আঘাত। চোরাজমি (বিশেষ্য) জমিদারের অজানা কর্ষিত জমি। চোরাধান, চোরামাল (বিশেষ্য) অপহৃত ধন; চরি করা দ্রব্য; চুরি করা সম্পদ (চোরা ধন দুর্বহ সে ভার-রবীন্দ্রনাথ ঠাকুর)। চোরা পকেট (বিশেষ্য) জামার মধ্যে গুপ্ত পকেট। চোরা পথ (বিশেষ্য) গুপ্ত পথ। চোরা-পাহাড় (বিশেষ্য) সমুদ্রের ভিতরকার অদৃশ্য পাহাড় যাতে ধাক্কা লেগে জাহাজাদি ভগ্ন হয়। চোরাবালি (বিশেষণ) অনির্ভরযোগ্য ও বিপদসঙ্কুল। □(বিশেষ্য) ১ পানির নীচে অদৃশ্য বালির চর যাতে নৌকা প্রভৃতি আটকে যায় বা ভগ্ন হয়। ২ যে বালির উপরটা দেখতে শক্ত ও নিরাপদ মনে হলেও পঙ্কের অবস্থান হেতু তার উপরে আগত সব কিছুই ক্রমে তলাতে থাকে। ২ (আলঙ্কারিক) অজ্ঞাত গোপন বিপদ। {(তৎসম বা সংস্কৃত)চোর+(বাংলা) আ; (তৎসম বা সংস্কৃত) চোরিত>}
  • Bengali Word চোরাই, চোরাও Bengali definition [চোরাই, চোরাও] (বিশেষণ) চুরি করা হয়েছে এমন; চোরিত; অপহৃত (চোরাই মাল, চোরাও দলিল)। {(তৎসম বা সংস্কৃত) চোর+(বাংলা) আই, আও}
  • Bengali Word চোরানো ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [চোরানো] (ক্রিয়া) চুরি করা (কেহ বলে আমার চোরায় গীতা পুঁথি-বৃন্দাবন দাস)। {(তৎসম বা সংস্কৃত) চোর+(বাংলা) আনো}
  • Bengali Word চোরায়ল ((ব্রজবুলি)) Bengali definition [চোরায়ল] (ক্রিয়া) চুরি করলো; অপহরণ করলো (বাক্‌ গীতে জগত চিত চোরায়ল-গোবিন্দদাস)। {(তৎসম বা সংস্কৃত) চোর+(বাংলা) আয়ল}
  • Bengali Word চোরি Bengali definition [চোরি] (বিশেষ্য) অপহরণ। {(তৎসম বা সংস্কৃত) চৌর্য>(প্রাকৃত) চোরিঅ>}
  • Bengali Word চোরিত Bengali definition [চোরিতো] (বিশেষণ) চুরি করা হয়েছে এমন; অপহৃত। {(তৎসম বা সংস্কৃত) √চোরি+ত(ক্ত)}
  • Bengali Word চোল ১ Bengali definition [চোল্‌] (বিশেষ্য) ১ ভারতের তাঞ্জোরের প্রাচীন রাজবংশ বিশেষ। ২ চোল রাজার রাজ্য। {(তৎসম বা সংস্কৃত) চোল}
  • Bengali Word চোল ২, চোলিকা, চোলী Bengali definition [চোল্‌, চোলিকা, চোলি] (বিশেষ্য) ১ কাঁচুলি (ইনি পরেছেন কাঞ্চুলিকা বা চোলী-সৈয়দ মুজতবা আলী)। ২ ঘাঘরা। {(তৎসম বা সংস্কৃত) চুল+অ(অচ্‌), চোল+ক+আ, ঈ}
  • Bengali Word চোলক Bengali definition [চোলোক্‌] (বিশেষ্য) ১ বল্কল; ছাল। ২ বর্ম; সাঁজোয়া। {(তৎসম বা সংস্কৃত) চোল+ক}
  • Bengali Word চোলাই Bengali definition [চোলাই] (বিশেষ্য) ১ চুয়ানো; রাসায়নিক প্রক্রিয়া বিশেষ; পরিস্রুতকরণ; বাষ্পীভূত পানি বকযন্ত্রের দ্বারা অন্য শীতল পাত্রে গ্রহণ; distillation (মদ চোলাই-এর এই দোকান-কাজী নজরুল ইসলাম)। ২ তির্যক পাতন; ঊর্ধ্বপাতন। {(তৎসম বা সংস্কৃত) চ্যুত>(প্রাকৃত) চুর্‌>(বাংলা) চোল+(বাংলা) আই}
  • Bengali Word চোলিকা, চোলী Bengali definition চোল২
  • Bengali Word চোষ, চোষণ Bengali definition [চোশ্‌, চোশোন্‌] (বিশেষ্য) শোষণ। চোষক (বিশেষণ) শোষণকারী; চুষে নেয় এমন। চোষ কাগজ (বিশেষ্য) যে কাগজ কালি পানি প্রভৃতি তরল পদার্থ সহজে শুষে নেয়; ব্লটিং পেপার; blotting paper। চোষণীয়; চোষ্য (বিশেষণ) চুষে খেতে হয় এমন; চুষে খাবার যোগ্য। {(তৎসম বা সংস্কৃত) √চুষ্‌+অ(ঘঞ্‌);+অন(ণ্বুল্‌)}
  • Bengali Word চোষা, চুষা Bengali definition [চোশা, চুশা] (ক্রিয়া) শোষণ করা; মুখ দিয়ে চুষে খাওয়া। □(বিশেষ্য) শোষণ। □(বিশেষণ) ১ শোষিত; চোষা হয়েছে এমন (বাদুর-চোষা সুপরি)। ২ শোষণকারী (রক্ত চোষা)। {(তৎসম বা সংস্কৃত) √চুষ্‌+(বাংলা) আ}
  • Bengali Word চোস্ত, চুস্ত Bengali definition [চোস্‌ত্‌, চুস্‌ত্‌] (বিশেষণ) ১ আঁটসাঁট; কষা; ঢিলা নয় এমন; tight (চোস্ত বা চুস্ত পায়জামা)। ২ প্রাঞ্জল; মসৃণ; চৌকস (তিনি চোস্ত ইংজি বলেন)। ৩ ঋজু; সোজা (বিচারে চোস্ত শাস্তি হয়েছে)। ৪ বিশুদ্ধ; খাঁটি; পরিপাটি (বগদানক সায়ের চোস্ত ফারসি ভাষায় বললেন-সৈয়দ মুজতবা আলী)। ৫ সমতল; সমান। ৬ চালাক; চটপটে। চোস্তপুস্ত (বিশেষণ) আঁটসাঁট পোমাক পরিহিত। চোস্ত-চালাক (বিশেষণ) তীক্ষ্ণবুদ্ধি ও কর্মঠ। {(ফারসি) চোশ্‌ত্‌, চালাক}
  • Bengali Word চোহেল Bengali definition [চোহেল্‌] (বিশেষ্য) নীতি বহির্ভূত আমোদ; মাতামাতি; ঢলাঢলি (চোহেলে মত্ত হওয়া)। ২ কর্দম; পঙ্ক। {(হিন্দি) চুহল্‌}
  • Bengali Word চোয়া, চুয়া Bengali definition [চোয়া, চুয়া] (ক্রিয়া) বিন্দু বা ফোঁটা ফোঁটা করে পড়া; ক্ষরিত হওয়া; চোয়ানো (কলসী চুইয়ে পানি পড়ে)। চোয়ানো/চোয়ান⇒চুয়ানো। {(তৎসম বা সংস্কৃত) চ্যুত>চোয়া}
  • Bengali Word চোয়াল, চুয়াল Bengali definition [চোয়াল্‌, চুয়াল্‌] (বিশেষ্য) মুখের যে অংশে দাঁত সংলগ্ন থাকে, চিবুকের অস্থি; মাঢ়ি; হনু; jaw। চোয়াল ধরা (ক্রিয়া) চোয়াল আটকে যাওয়া; চিবানোর জন্য মুখ নাড়তে না পারা। চোয়াল ভাঙা কথা (বিশেষ্য) বড় বড় কথা; কঠিন কথা। {(তৎসম বা সংস্কৃত) কবল>(হিন্দি) চুয়াল}
  • Bengali Word চোয়াড়, চোহাড়, চুয়াড় Bengali definition [চোয়াড়্‌, চোহাড়্‌, চুয়াড়্‌] (বিশেষ্য)(বিশেষণ) ধাঙ্গর বা চামারের অনুরূপ সম্প্রদায়বিশেষ। ২ অভদ্র; ইতর; বর্বর; গোঁয়ার; অমার্জিত (না আছে ফলের বাগান, চরবার খাল, বিল-মাঠ, লোকগুলোও চোয়াড়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ পাহাড়ি জাতিবিশেষ। ৪ ধোঁকা দিয়ে যারা শিকার করে; কিরাত; ব্যাধ (অতি নীচ কুলে জন্ম জাতিতে চোয়াড়)। চোয়াড়পনা (বিশেষ্য) ১ গোঁয়ারের মতো ব্যবহার। ২ ব্যাধবৃত্তি। চোয়াড়ে (বিশেষণ) অমার্জিত; অসভ্য; চোয়াড়ের মতো (লোকটা কি রকম রুক্ষ চোয়াড়ে হয়ে গেছে। {(তৎসম বা সংস্কৃত) চণ্ডাল>}
  • Bengali Word চৌ Bengali definition [চোউ] (বিশেষণ) চার; অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে চার সংখ্যা প্রকাশ করে এমন (চৌচালা)। চৌআরি, চৌআড়ি (বিশেষণ) চার চালযুক্ত; চৌচালি। □(বিশেষ্য) ১ বিদ্যালয়। ২ চৌদুয়ারি (চৌয়ারি ভরিল পুন শিশুগণ ঠাই-দৌলত উজির বাহরাম খান)। ৩ চুতদ্বারী ঘর; চৌদুয়ারী ঘর (চৌআরি মন্দির অতি বিবিধ শোভন-দৌলত উজির বাহরাম খান)। চৌকনিয়া (বিশেষণ) ১ চারি কোণ-বিশিষ্ট। ২ চৌকোণধারী (চৌকনিয়া পাইক চৌকন কাথে করে-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। চৌকাঠ (বিশেষ্য) দরজা-জানালার চারপাশের ফ্রেম যাতে পাল্লা বসানো হয়। চৌকাঠ না মাড়ানো (ক্রিয়া) গৃহে পদার্পণ বা প্রবেশ না করা; সম্পর্ক না রাখা; সম্পর্ক ছিন্ন করা (তোমার বাড়ির চৌকাঠ আর কোনো দিন মাড়াব না)। চৌকুনে (বিশেষণ) ১ চার কোণবিশিষ্ট। ২ চৌকোণুক্ত। চৌকোণ (বিশেষণ) চার কোণ বিশিষ্ট। চৌকোনা (বিশেষণ) চার কোণযু্ক্ত; চুতষ্কোণ; চারটি কোণ এমন। চৌখণ্ডি, চৌখণ্ডী ((মধ্যযুগীয় বাংলা)) (বিশেষ্য) ১ চৌকি; চার পায়াযুক্ত খাটুলি; চৌপায়া। ২ চৌচালা ঘর। □(বিশেষণ) চারখণ্ডে বিভক্ত। চৌখুপি, চৌখুপী (বিশেষণ) চার খোপবিশিষ্ট; চেক-কাটা; চতুষ্কোণ ঘর আঁকা (চৌখুপী চাদর ঢাকা-খগেন্দ্রনাথ মিত্র)। চৌগুণ (বিশেষণ) চার গুণ; চার-ডবল। চৌঘুড়ি, চৌঘুড়ী (বিশেষ্য) চার ঘোড়া দ্বারা বাহিত গাড়ি; চার ঘোড়ার গাড়ি (নওয়াব সাহেব চৌঘুড়িতে আসেন)। চৌচাকা, চৌচাক্কা (বিশেষণ) চার চাকাযুক্ত। চৌচালা (বিশেষণ) ১ চার চালবিশিষ্ট। □(বিশেষ্য) চার চালের ঘর; চৌয়াড়ি ঘর। চৌচির (বিশেষণ) ১ চার খণ্ডে বা অংশে বিভক্ত। ২ খণ্ড বিখণ্ড; দীর্ণ-বিদীর্ণ (চৈত্রের খররৌদ্রে মাঠ ঘাট চৌচির)। চৌছরা (বিশেষণ) চার ছরা (চম্পক চৌছরা মালা-কাজী দৌলত)। চৌঠা (বিশেষ্য) মাসের চতুর্থ দিবস বা তারিখ। □(বিশেষণ) চতুর্থ। চৌতলা, চৌতালা (বিশেষণ) চারতলাবিশিষ্ট; চারতলা (চৌতলা বাড়ি)। □(বিশেষণ) চতুর্থ তল (চৌতলায় থাকে)। চৌতারা (বিশেষ্য) ১ চত্বর; অঙ্গন; উঠান (বাহির চৌতারায় দেওয়ানজি থাকেন)। ২ চার তারবিশিষ্ট তানপুরাজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ। চৌতাল (বিশেষ্য) সঙ্গীতের একটি তালের নাম; বাদ্যযন্ত্রের এক প্রকার তাল (‘কথা’ কি ‘কথন’ নাচ নাচরে চৌতালে ধামারে-কাজী নজরুল ইসলাম)। চৌতিশা (বিশেষ্য) চৌত্রিশ অক্ষরের প্রতিটিকে আদ্যক্ষর করে রচিত কবিতা (বার মাস বিলাপ এ চৌতিশা সহিত-দৌলত উজির বাহরাম খান)। চৌত্রিশ (বিশেষ্য) ৩৪ সংখ্যা। □(বিশেষণ) ৩৪ সংখ্যক। চৌদিক (বিশেষ্য) চারদিক; সকল দিক। চৌদিশ (বিশেষ্য) (পদ্য.) চারদিক। চৌদোল, চৌদোলা (বিশেষ্য) চতুর্দোলা; এক প্রকার শিবিকা বা পালকি (ঘূর্ণ লু-এর চৌদোলাতে-বেনজীর আহমদ)। চৌপথ (বিশেষ্য) চৌমাথা; চৌরাস্তা। চৌপদ (বিশেষণ) চতুষ্পদ। চৌপদী (বিশেষ্য) চার চরণবিশিষ্ট ছন্দবিশেষ। □(বিশেষণ) চতুষ্পদ; চারপদ বিশিষ্ট; quadruped। চৌপর, চৌপহর (বিশেষ্য) চার প্রহর সময়; বারো ঘন্টা কাল। □(ক্রিয়াবিশেষণ) সমস্ত দিন বা রাত; সর্বক্ষণ (চৌপর দিনভর দেয় দূর পাল্লা-সত্যেন্দ্রনাথ দত্ত)। চৌপল (বিশেষণ) চার পলযুক্ত; চারকোনা। চৌপায়া (বিশেষণ) চার পায়াযুক্ত। □(বিশেষ্য) চার পায়াবিশিষ্ট খাট বা চৌকি। চৌপালা (বিশেষ্য) কপাটহীন চৌদোলাবিশেষ; চতুর্দোলা (চৌপালায় চড়িয়া দুর্গ মধ্যে উপস্থিত হইলে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। চৌবন্দি (বিশেষণ) চতুর্দিকে ঘেরাও করা; চারদিক আবদ্ধ (চৌবন্দ ক্ষেত খামার)। চৌমহলা (বিশেষণ) চারতলাবিশিষ্ট; চৌতলা। □(বিশেষ্য) চার মহলাযুক্ত বাড়ি। চৌমাথা, চৌমোহনা, চৌমোহানা (বিশেষ্য) ১ চার পথের মিলনস্থল। ২ চারটি নদীর সঙ্গমস্থল। ৩ চৌমাথা। চৌরাশি (বিশেষ্য) ৮৪ সংখ্যা; চুরাশি। □(বিশেষণ) ৮৪ সংখ্যক। চৌরি, চৌয়ারী (বিশেষণ) চার চালযুক্ত (চৌরি ঘর)। □(বিশেষ্য) চার চালার ঘর (খড়ের ঘরের বদলে উঠেছে বড় বড় টিনের চৌয়ারী-শামসুল হক)। চৌষট্টি (বিশেষ্য) ৬৪ সংখ্যা। □(বিশেষণ) ৬৪ সংখ্যক। চৌষট্টি কলা (বিশেষ্য) ৬৪ প্রকার কলা বিদ্যা। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ>}
  • Bengali Word চৌক ১, চোক ১, চওক Bengali definition [চোউক্‌, চোক্‌ চওক্‌] (বিশেষ্য) ১ চার পণ; সিকি কাহন। ২ চক; শহরের চুতষ্পথ; বহুগৃহবিশিষ্ট চুতষ্কোণাকৃতি বাজার (যে দিল্লীর মনোহর চাঁদনি চওকে, রাজপথে-কায়কোবাদ)। ৩ চারকোণবিশিষ্ট প্রাঙ্গন। {(তৎসম বা সংস্কৃত) চুতষ্ক>(প্রাকৃত) চউক্ক>}
  • Bengali Word চৌক ২ Bengali definition চোক৩
  • Bengali Word চৌকশ Bengali definition চৌকস
  • Bengali Word চৌকস, চৌকশ Bengali definition [চোউকশ্‌] (বিশেষণ) ১ চারদিকে দুষ্টি আছে এমন। ২ সকল বিষয়ে অভিজ্ঞ বা পারদর্শী; সকল বিষয়ে দক্ষ; all round (সে বাক্‌পটু, সপ্রতিভ, চৌকস এবং বহির্মুখী-রখাঁ)। ৩ চালাক; চতুর; সতর্ক। ৪ কাজের উপযুক্ত (তাকে তিনি চৌকশ করার প্রস্তাব করেছিলেন-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) চতুষ্ক; (হিন্দি) চৌকস (চৌ=চারি, চউ)+কস্‌(=গুণ, শক্তি, দক্ষতা)}
  • Bengali Word চৌকা ১, চোক ১ Bengali definition [চোউক, চোক্‌] (বিশেষ্য) ১ চারপণ; সিকি কাহন। ২ চক; শহরের চতুষ্পথ; বহু গৃহবিশিষ্ট চতুষ্কোণা কৃতি বাজার। ৩ চার কোণবিশিষ্ট প্রাঙ্গন। {(তৎসম বা সংস্কৃত) চুতষ্ক>}
  • Bengali Word চৌকা ২, চৌকো Bengali definition [চোউক, চোউকো] (বিশেষণ) চার কোণযুক্ত; চতুষ্কোণ। □(বিশেষ্য) উনান (তাতাইলা পাতাইয়া চৌকা-মানিক রাজার গান)। চার চৌকা (বিশেষণ) সমচতুষ্কোণ; বর্গক্ষেত্র; square। {(তৎসম বা সংস্কৃত) চতুস্কোণ>; (হিন্দি) চৌক}
  • Bengali Word চৌকি, চৌকী Bengali definition [চোউকি] (বিশেষ্য) ১ চার পায়াযুক্ত কাঠের আসন বা খাট; তক্তপোশ (জলচৌকি)। ২ প্রহরী (রাত্রের চৌকি)। ৩ ঘাঁটি; পাহারার স্থান। ৪ খাজনা বা কর আদায়ের ঘাঁটি। ৫ পাহারা (তা’ হোলো উত্তর মাঠের বেগুন ক্ষেতের চৌকি দেবে কে?-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় )। চৌকিদার (বিশেষ্য) ১ যে গ্রামে পাহারা দেয়; প্রহরী। ২ কর আদায় করে যে; পেয়াদা। চৌকিদারি (বিশেষ্য) চৌকিদারের পেশা বা কাজ। □(বিশেষণ) চৌকিদার সম্পর্কীয়। চৌকিদেওয়া (ক্রিয়া) পাহারা দেওয়া। চৌকি বসানো (ক্রিয়া) প্রহরীর দল নিযুক্ত করা। {(তৎসম বা সংস্কৃত) চতুষ্কী>}
  • Bengali Word চৌখণ্ড, চৌখণ্ডী Bengali definition [চোউখন্‌ডো, চোউকোন্‌ডি] (বিশেষ্য) ১ চার খণ্ডযুক্ত বাড়ি। ২ চার চালাযুক্ত ঘর। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ>+ স্কন্ধ>, ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word চৌখণ্ডিয়া Bengali definition [চোউখোন্‌ডিয়া] (বিশেষণ) চার পায়াযুক্ত। □(বিশেষ্য) চার পায়াযুক্ত পিঁড়ি বা খাটলি (চৌখণ্ডিয়া পীড়ি-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) চৌখণ্ড+(বাংলা) ইয়া}