Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word চূষণীয়, চূষ্য Bengali definition [চুশোনিয়ো, চুশ্‌শো] (বিশেষণ) চুষে খাওয়া যায় এমন; চুষবার যোগ্য। {(তৎসম বা সংস্কৃত) √চূষ্‌+অনীয়, য(ণ্যৎ)}
  • Bengali Word চূষিত Bengali definition [চুশিতো] (বিশেষণ) চোষা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √চুষ্‌+ত(ক্ত)}
  • Bengali Word চূষ্য Bengali definition চূষণীয়
  • Bengali Word চূড়া, চুড়ো Bengali definition [চূড়া, চূড়ো] (বিশেষ্য) ১ শীর্ষদেশ; মস্তক; শিখর; শৃঙ্গ (পর্বত চূড়া)। ২ মুকুট। ৩ ঝুটি; চূড়া আকারে বাঁধা চুল; টিকি। ৪ হিন্দু সমাজে আরিত সংস্কার (চুড়াকরণ)। চূড়াকরণ, চূড়াকর্ম (বিশেষ্য) ব্রাহ্মণ, ক্ষয়িত্র, বৈশ্য-তিন বর্ণের প্রাচীন সংস্কারবিশেষ, যাতে মস্তক মুণ্ডন করে মধ্যস্থলে একগুচ্ছ চুল রেখে দেওয়া হয়। চূড়ামণি (বিশেষ্য) ১ মুকুটে বা মস্তকে ধারণ করার রত্ন। ২ সংস্কৃতে পাণ্ডিত্যের জন্য প্রদত্ত উপাধিবিশেষ। ৩ সর্বশ্রেষ্ঠ বা সর্বপ্রধান ব্যক্তি (সমাজের চূড়ামণি)। {(তৎসম বা সংস্কৃত) √চূল্‌+অ(অঙ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word চূড়ান্ত Bengali definition [চুড়ান্‌তো] (বিশেষ্য) ১ চরম সীমা। ২ পরাকাষ্ঠা; চরম উৎকর্ষ। □(বিশেষণ) চরম; সর্বশেষ; শেষ (মাস তিনেকের মধ্যে প্রবীণ ও নবীনদের সংঘর্ষ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে-আবু ইসহাক)। {(তৎসম বা সংস্কৃত) চূড়া+অন্ত; (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word চেঁচাচেচি, চেঁচামেচি, চেঁচামিচি Bengali definition [চ্যাঁচাচেচি, চ্যাঁচামেচি, চ্যাঁচামিচি] (বিশেষ্য) ১ বহু জনের এক সঙ্গে চিৎকার। ২ গণ্ডগোল। ৩ পরস্পর উচ্চৈঃস্বরে উত্তর প্রত্যুত্তর বা কথোপকথন। {চেঁচা+(অনুকারক শব্দ, শব্দদ্বৈত)চেচি, মেচি, মিচি}
  • Bengali Word চেঁচানো Bengali definition [চ্যাচানো] (ক্রিয়া) ১ চিৎকার করা। ২ চিৎকার করে কাঁদা বা ডাকাডাকি করা। ৩ গণ্ডগোল বা গোলমাল সৃষ্টি করা। ৪ চিৎকার; গণ্ডগোল; গোলমাল। চেঁচানি (বিশেষ্য) চিৎকার; গোলমাল। {চেঁচা+আনো}
  • Bengali Word চেঁচাড়ি, চাঁচাড়ি Bengali definition [চ্যাঁচাড়ি, চাঁচাড়ি] (বিশেষ্য) বাঁশের পাতলা ও ধারালো ফালি বা চটা (কেহ তাহার কন্ঠে অনেকগুলো বাঁশের চাঁচারি পুরিয়া দিয়াছে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) চঞ্চা>চাঁচা+ড়ি}
  • Bengali Word চেঁচেপুঁছে, চেঁছেপুঁছে Bengali definition [চেঁচেপুঁছে, চেঁছেপুঁছে] (ক্রিয়াবিশেষণ) ১ চেঁছেমুছে; পরিষ্কার করে; চেটে সম্পূর্ণ সাফ করে; চেটেপুটে। ২ একটুও অবশিষ্ট না রেখে। {(তৎসম বা সংস্কৃত) √তক্ষ>(প্রাকৃত) √চচ্ছ>(বাংলা) চাঁচা, (অনুকারক শব্দ, শব্দদ্বৈত)পোঁছা; (তুলনীয়) সাধু (বাংলা) চাঁচিয়া-পুঁছিয়া (অপিনিহিতি+অভিশ্রুতি)> চেঁচেপুঁছে}
  • Bengali Word চেংড়া Bengali definition চ্যাংড়া
  • Bengali Word চেইন Bengali definition চেন
  • Bengali Word চেক ১ Bengali definition [চেক্‌] (বিশেষ্য) চার খোপ আঁকা; চৌখুপি; ছক (চেক কাটা চাদর)। □(বিশেষণ) চৌকা চৌকা নকশা করা; চেক কাটা বা আঁকা (চেক লুঙি বা শাড়ি)। চেককাটা (বিশেষণ) ১ ছক কাটা। ২ চৌখুপি (চেক কাটা শাড়ি)। চেক কাপড় (বিশেষ্য) চৌকা নকশা বিশিষ্ট বস্ত্র। {(ইংরেজি) check}
  • Bengali Word চেক ২ Bengali definition [চেক্‌] (বিশেষ্য) ব্যাংক থেকে টাকা তোলার আদেশপত্র; এক প্রকার হুন্ডি; cheque। চেকওয়ার, চেকওয়ারি (বিশেষণ) চেক অনুযায়ী। চেক করা (ক্রিয়া) পরীক্ষা করা; যাচাই করা; check (টিকিট চেক করতে এসেছে-সৈয়দ মুজতবা আলী)। চেকদাখিল (বিশেষ্য) ১ খাজনার ছাপানো রশিদ। ২ প্রদত্ত খাজনার রশিদ। চেকমুড়ি (বিশেষ্য) প্রদত্ত খাজনার দাখিলার যে অংশ জমিদার রাখে; চেক দাখিলার বাম দিকের যে অংশ চেক বইতে থেকে যায়; counter foil। {(ইংরেজি) Cheque}
  • Bengali Word চেকনা, চিকনা Bengali definition [চেক্‌না, চিক্‌না] (বিশেষ্য) চর্বি; মেদ (কেটেছে রঙিন মখমল দিন ওজুদে চিকনা সরে-ফররুখ আহমদ)। □(বিশেষণ) উজ্জ্বল; চর্বিযুক্ত; হৃষ্টপুষ্ট। চেকনাই, চিকনাই (বিশেষণ) মসৃণ; উজ্জ্বল লাবণ্যময় (চেহারা বেশ চিকনাই হইয়া উঠিতে লাগিল-আবুল মনসুর আহমদ)। □(বিশেষ্য) উজ্জ্বল্য; চকচকে আভা; মসৃণতা; লাবণ্য। {(তৎসম বা সংস্কৃত) চিক্কণ}
  • Bengali Word চেগার, চ্যাগার Bengali definition [চ্যাগার] (বিশেষ্য) বাড়িঘেরা বা জমিঘেরা বাঁশের বাখারির বেড়া। {আঞ্চলিক}
  • Bengali Word চেঙ, চেঙ্গ Bengali definition চ্যাং
  • Bengali Word চেঙরা, চেংড়া Bengali definition চ্যাংড়া
  • Bengali Word চেঙারি, চেঙ্গারি Bengali definition চাঙ্গারি
  • Bengali Word চেট, চেটক, চেড় Bengali definition [চেট্‌, চেটক্‌, চেড়্‌] (বিশেষ্য) ১ ভাঁড়া। ২ ভাঁড়ামি, ভাঁড়ামো (কখন নাটক কখন চেটক-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৩ দাস। চেটী, চেটিকা, চেড়ী (স্ত্রীলিঙ্গ) দাসী; চাকরানি (চেড়ীর তনয়া হতে এত গর্ব তোর-হেয়াত মাহমুদ)। ২ নারী প্রহরী বা পাহারাওয়ালা; প্রহরিণী (চেড়ী সতীরে ছাড়িয়া-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √চট্‌+অ(ঘঞ্‌), +ক(কন্‌),}
  • Bengali Word চেটো, চেটুয়া Bengali definition [চেটো, চেটুয়া] (বিশেষ্য) ১ হাতের তালু; করতল (ও দেশের সমস্ত জমিন আমার হাতের চেটোর মত চেনা-শওকত ওসমান)। ২ পায়ের তলা। ৩ তরুণী নারী; অল্পবয়স্কা যুবতী (সহজে অবলা জাতি তায় তুমি চেটো-ঘনরাম চক্রবর্তী)। {√চাট্‌+উয়া=চাটুয়া (অভিশ্রুতি)> চেটো; (তৎসম বা সংস্কৃত) চটু+ল(লচ্‌)=চটুল+আ>(বাংলা) চেটুয়া; অথবা (তৎসম বা সংস্কৃত) চেটী>}
  • Bengali Word চেত, চেতঃ Bengali definition [চেতো, চেতহ্‌] (বিশেষ্য) ১ চিত্ত; মন; হৃদয়; অন্তঃকরণ। ২ চিত্তবৃত্তি। ৩ আত্ম। চেতস্বান (বিশেষণ) সহৃদয়; চৈতন্যবান; হৃদয়বান। চেতোমান (বিশেষণ) সচেতন; চৈতন্যযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) চিৎ+অস্‌(অসুন্‌)>চেতঃ}
  • Bengali Word চেতক Bengali definition [চেতক্‌] (বিশেষণ) চেতনা দান করে এমন; চেতনা সম্পাদক; উদ্বোধক। {(তৎসম বা সংস্কৃত) √চিৎ+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word চেতকী Bengali definition [চেতোকি] (বিশেষ্য) ১ সুগন্ধযুক্ত ত্রিশিরা হরীতকী। ২ জাতি পুষ্পবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) চেতক+ইন্‌(ইনি)}
  • Bengali Word চেতন Bengali definition [চেতোন্‌] (বিশেষণ) ১ প্রাণবান; জীবন্ত; সজীব। ২ জ্ঞানযুক্ত; সংজ্ঞাবিশিষ্ট; জাগ্রত। ৩ চেতনা; জাগ্রত অবস্থা; সংজ্ঞা। □(বিশেষ্য) আত্মা; জীব। চেতনউষা/ঊষা (বিশেষ্য) জাগ্রত উষা (সবি তো পড়েছে ধরা চেতন-উষার মতো প্রাণে-সৈয়দ শামসুল হক)। চেতন পাওয়া (ক্রিয়া) জাগ্রত হওয়া; টের পাওয়া। {(তৎসম বা সংস্কৃত) √চিৎ+অন(ল্যুট্‌)}
  • Bengali Word চেতনা Bengali definition [চেতোনা] (বিশেষ্য) ১ চৈতন্য; হুঁশ; জ্ঞান; সংজ্ঞা (চেতনা সম্পাদন, চেতনার সঞ্চার হওয়া)। ২ অনুভূতি (চেতনারহিত)। ৩ সচেতন বা জাগরিত অবস্থা। ৪ জীবিত অবস্থা; জীবন। চেতনাত্মক (বিশেষণ) চৈতন্যময়। চেতনাত্মিকা (স্ত্রীলিঙ্গ)। চেতনা বিধান (বিশেষ্য) চৈতন্য দান; চৈতন্য জন্মানো। চেতনা-বিহীন, চেতনা রহিত, চেতনা শূন্য, চেতনা হীন (বিশেষণ) ১ অচেতন; জ্ঞানশূন্য; অজ্ঞান; বেহুঁশ। ২ জড়। {(তৎসম বা সংস্কৃত) চেতন+ আ(টাপ্‌)}
  • Bengali Word চেতা Bengali definition [চেতা] (ক্রিয়া) ১ সংজ্ঞা লাভ করা; চেতনা পাওয়া। ২ জাগরিত হওয়া (চেত রে চেত রে চেত-ভারতচন্দ্র রায়গুণাকর); উদ্বুদ্ধ হওয়া; প্রেরণা উৎসাহ বা উত্তেজনা লাভ করা। ৩ সতর্ক হওয়া। ৪ ক্রুদ্ধ বা উত্তেজিত হওয়া (অত চেত কেন?)। চেতানি (বিশেষ্য) উদ্বোধন; জাগরণ; উত্তেজনা সঞ্চার। চেতানো, চেতান (ক্রিয়া) ১ চেতনা সঞ্চার করা। ২ জাগানো; সতর্ক করা; উদ্বুদ্ধ করা; উত্তেজিত করা। ৩ ক্ষেপানো। □(বিশেষ্য) জ্ঞান দেওয়া। চেতেত (বিরল) (বিশেষণ) ১ জ্ঞাত; জানা গিয়েছে এমন। ২ জাগ্রত; উদ্বুদ্ধ। {(তৎসম বা সংস্কৃত) √চিত্‌+(বাংলা) আ}
  • Bengali Word চেত্তা Bengali definition [চেততা] (বিশেষ্য) ১ চিত; চিতভাব। ২ পৃষ্ঠদেশের আড়ষ্টভাব। চেত্তা খাওয়া (ক্রিয়া) বুক টান করে দাঁড়ানো; বুক ফুলিয়ে মাথা পিছনের দিকে ঈষৎ হেলে দাঁড়ানো। চেত্তা-ভাঙা (ক্রিয়া) চিত হয়ে শরীরের ও মেরুদন্ডের আড়ষ্টভাব দূর করা। {(তৎসম বা সংস্কৃত) চিৎ>}
  • Bengali Word চেদি Bengali definition [চেদি] (বিশেষ্য) প্রাচীন রাজ্য বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) চেদি}
  • Bengali Word চেন, চেইন Bengali definition [চেন্‌, চেইন্‌] (বিশেষ্য) ১ শিকল (ঘড়ির চেন)। ২ কন্ঠের অলঙ্কার বিশেষ; মালা (পায়ে বুট জোব্বা গায়ে গলায় সোনার চেন-হেম)। ৩ মাপের পরিমাণবিশেষ; ৬৬ ফুট পরিমিত শিকল। {(ইংরেজি) Chain}
  • Bengali Word চেনা, চিনা Bengali definition [চেনা, চিনা] (ক্রিয়া) ১ পূর্বদৃষ্ট বলে জানা বা বুঝতে পারা; পূর্বে পরিচিত বলে মনে পড়া (তাকে চিনি)। ২ প্রকৃত স্বরূপ জানা (বিপদে পড়লে লোক চেনা যায়)। ৩ নির্ধারণ বা ঠাহর করতে পারা; শনাক্ত করা (ভিড়ের মধ্যে লোকটাকে চেনা গেল না)। ৪ নির্বাচন করা; বাছাই করা (ভালোমন্দ চেনা)। ৫ জানা; শেখা; পরিচয় করা (অক্ষর চেনা)। □(বিশেষণ) পরিচিত; পূর্বদৃষ্ট; জানাশুনা (চেনা লোক)। চিনাচিনি (বিশেষ্য) পরস্পরকে জানা বা চেনা। চিনানো, চেননো (ক্রিয়া) ১ চিনিয়ে দেওয়া; পরিচিত বা পরিচয় করানো। ২ জানানো; শিখানো। □(বিশেষ্য) পরিচিতকরণ। □(বিশেষণ) পরিচিত এমন। চিনা পরিচয় (বিশেষ্য) জানাশুনা; আলাপ-পরিচয়। চিনা শোনা, চিনা শুনা (বিশেষ্য) জানাজানি; আলাপ-পরিচয় (দেখা হত দুইজনে আধ-চেনাশোনা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) চিহ্ন>(প্রাকৃত) চিণ্‌হ>√চন্‌+আ}