Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word paleolithic Bengali definition [প্যালিওউলিথিক্ America(n) পেইল্‌ওউলিথিক্] (adjective) প্রাচীন প্রস্তরযুগ সম্বন্ধীয়; প্রাচীন প্রস্তরযুগীয়
  • English Word palette Bengali definition [প্যালিট্] (noun) চিত্রকরের রং গোলা ও মেশানোর জন্য ব্যবহৃত বোর্ড বা তক্তাpaletteknife ইস্পাতের হাতলযুক্ত ফলা- তেল রং মেশাতে চিত্রকর ও কাদা মাখাতে কুমার প্যালেটনাইফ বা ফলা ব্যবহার করে।
  • English Word palfrey Bengali definition [পোল্‌ফ্রি] (noun) (প্রাচীন প্রয়োগ ও কাব্যে) বিশেষত নারীর চড়ার জন্য প্রস্তুত ঘোড়া
  • English Word Pali Bengali definition [পালী] (noun) [Uncountable noun] মাগধী প্রাকৃত ভাষার নিকটবর্তী ভারতীয় আর্য ভাষার একটি সাহিত্যিক রূপ, যে ভাষায় বৌদ্ধধর্মের শাস্ত্রগ্রন্থাদি রচিত
  • English Word palimpsest Bengali definition [প্যালিম্‌প্‌সেস্‌ট্‌] (noun) [Countable noun] (বিশেষত লুপ্ত প্রাচীন গ্রন্থাদির উৎস বিবেচিত) যে পাণ্ডুলিপি থেকে নতুন লেখা লিপিবদ্ধ করার জন্য মূল লেখা মুছে ফেলা হয়েছে
  • English Word palindrome Bengali definition [প্যালিন্‌ড্রোউম্] (noun) যে শব্দ, কবিতার চরণ ইত্যাদি উল্টা দিক থেকে পড়লেও একই থাকে। যেমন madam or nurses run, বাংলায় দৃ.নতুন।
  • English Word paliontology Bengali definition (অপিচ palae- [প্যালিঅন্‌টলাজি America(n) পেইলঅন্‌টলাজি] (noun) [Uncountable noun] পৃথিবীতে প্রাণের ইতিহাসের উপর আলোকপাতকারী জীবাশ্মবিষয়ক গবেষণাবিদ্যা; জীবাশ্মবিজ্ঞানpaleontologist (অপিচ palae-) [প্যালিআজিস্‌ট্] (noun) জীবাশ্মবিদ।
  • English Word palisade Bengali definition [প্যালিসেইড্] (noun) (১) শক্ত, চোখা ও কাঠের খুঁটার তৈরি বেড়া; (এককালে আক্রমণের হাত থেকে ঘরবাড়ি রক্ষার জন্য ব্যবহৃত হতো)। (২) (plural) (America(n)) (বিশেষত নদীতীরবর্তী) সারি সারি উঁচু খাড়া পাহাড়ের দেওয়াল (verb transitive) শক্ত খুঁটার বেড়া দিয়ে ঘিরে ফেলা বা সুরক্ষিত করা।
  • English Word palish Bengali definition [পেইলিশ্‌] (adjective) ঈষৎ ফ্যাকাসে; মলিন; ক্ষীণ
  • English Word palki Bengali definition [পাল্‌কি] (অপিচ palanquin প্যালাঙ্‌কুইন্]) (noun) সাধারণত ৬ বা ৪ জনে কাঁধে নিতে পারে ছইওয়ালা এমন আসন, যাতে মানুষ, বিশেষ করে নতুন বউ বহন করা হয়; পালকি
  • English Word pall 1 Bengali definition [পোল্] (noun) (১) শবাধার বা কফিনের ভারী কাপড়pall-bearer শবাধারবাহী বা শবযাত্রী। (২) (লাক্ষণিক) যেকোনো কৃষ্ণবর্ণ ভারী আচ্ছাদন: a pall of smoke.
  • English Word pall 2 Bengali definition [পোল্] (verb intransitive) pall (on/upon) দীর্ঘ সময় ধরে চলা বা ব্যবহৃত হওয়ার ফলে বিরক্তি বা বিতৃষ্ণাকর হওয়া; There are few pleasures that don’t pall after a while. His long lecture that palled upon most of the listeners.
  • English Word palladium Bengali definition [পালেইডিআম্] (noun) [Uncountable noun] (রসায়ন) অনুঘটক হিসেবে ব্যবহৃত শ্বেতবর্ণ ধাতব পদার্থবিশেষ (প্রতীক Pd).
  • English Word pallet Bengali definition [প্যালিট্] (noun) (১) খড়ের গাদা(২) লরি থেকে ট্রেন বা জাহাজে মালপত্র ওঠাতে ব্যবহৃত বিশাল বারকোশবিশেষ
  • English Word palliasse Bengali definition [প্যালিঅ্যাস America(n) প্যালিঅ্যাস্‌] (noun)= paillasse.
  • English Word palliate Bengali definition [প্যালিএইট্] (verb transitive) (আনুষ্ঠানিক) (রোগ, বেদনা) প্রশমন করা; (অপরাধ ইত্যাদির) গুরুত্ব লাঘব করা। palliation [প্যালিএইশ্‌ন্‌] (noun) প্রশমন; লাঘবকরণ; [countable noun] যা লাঘব করে। palliative [প্যালিআটিভ্‌] (noun), (adjective) প্রশমনকারী (বস্তু)।
  • English Word pallid Bengali definition [প্যালিড্] (adjective) ফ্যাকাসে; মলিন; রুগ্‌ণ দেখায় এমন। pallidly (adverb) pallidness (noun)
  • English Word pallor Bengali definition [প্যালা(র)] (noun) ফ্যাকাসে ভাব; বিবর্ণতা; ম্লানতা, ক্ষীণতা: His complexion was of an extreme pallor.
  • English Word pally, Bengali definition দ্রষ্টব্য pal.
  • English Word palm 1 Bengali definition [পা:ম্] (noun) হাতের তালু; করতলgrease/oil somebody’s palm (কাউকে) ঘুষ দেওয়া। have an itching palm সব সময় ঘুষ খাওয়ার জন্য হাঁ করে থাকা। (verb transitive) হাতের খেলা দেখানোর সময় (পয়সা, তাস ইত্যাদি) হাতের মধ্যে লুকিয়ে ফেলা। palm something off (on/upon somebody) প্রতারণা করে বা ভুল বুঝিয়ে (কাউকে) কোনো কিছু গ্রহণ করতে রাজি করানো। palmately (adverb) তালু আকৃতির।
  • English Word palm 2 Bengali definition [পা:ম্‌] (noun) (১) তালজাতীয় গাছpalm-oil (noun) [Uncountable noun] পাম তেল। palm wine তালের রস থেকে তৈরি মদবিশেষ; তাড়ি। Palm Sundey Easter- এর আগের রবিবার (এই দিনটিতে যিশুর জেরুজালেমে প্রবেশ উপলক্ষে পথে পথে তালের পাতা বিছিয়ে দেওয়া হয়েছিল)। (২) বিজয়প্রতীক হিসেবে তালের পাতাbear/carry off the palm বিজয়ী হওয়া। yield the palm (to somebody) (কারো কাছে) পরাজয় স্বীকার করা। palmy (adjective) শাখাপ্রশাখায় বিস্তৃতিশীল; সমৃদ্ধিশীল। palmer (noun) (আগেকার দিনে) পবিত্র জেরুজালেমে তীর্থ করে ফেরার নিদর্শনস্বরূপ তালপাতাবাহী তীর্থযাত্রী।
  • English Word palmetto Bengali definition [প্যাল্‌মেটোউ] (noun) ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে দৃষ্ট হাতপাখার মতো পাতাবিশিষ্ট ক্ষুদ্রাকার তালগাছ
  • English Word palmist Bengali definition [পা:মিস্‌ট্‌] (noun) হস্তরেখাবিদpalmistry [পা:মিস্‌ট্রি] (noun) হস্তরেখাবিদ্যা।
  • English Word palpable Bengali definition [প্যাল্‌পাব্‌ল্‌] (adjective) যা অনুভব বা স্পর্শ করা যায়; স্পষ্টত বোধগম্য: a palpable error. palpably [প্যাল্‌পাআব্‌লি] (adverb)
  • English Word palpitate Bengali definition [প্যাল্‌পিটেইট্] (verb intransitive) (হৃৎপিণ্ড) দ্রুত ও অনিয়মিতভাবে স্পন্দিত হওয়া; বুক ধড়ফড় করা; (ব্যক্তি বা তার শরীর) ভয়ে কাঁপা। palpitation [প্যাল্‌পিটেইশ্‌ন্‌] (noun) (রোগ, কঠিন পরিশ্রম ইত্যাদির কারণে) দ্রুত ও অনিয়মিত হৃদস্পন্দন; বুক ধড়ফড়ানি।
  • English Word palsy Bengali definition [পোলজি] (noun) [uncountable noun] পক্ষাঘাত। □(verb transitive) পক্ষাঘাতগ্রস্ত করা; অবশ করা।
  • English Word palter Bengali definition [পোল্‌টা(র্‌)] (verb intransitive) palter with কপটাচার করা; দ্বিমুখী আচরণ করা; হেলাফেলা করা: Don’t palter with the question, হেলাফেলা করো না।
  • English Word paltry Bengali definition [পোল্‌ট্রি] (adjective) তুচ্ছ; অবজ্ঞা করা যায় এমন
  • English Word pampas Bengali definition [প্যামপাস্‌ America(n) প্যামপআজ্] (noun) (plural) দক্ষিণ আমেরিকার তৃণাচ্ছাদিত বৃক্ষহীন বিস্তীর্ণ প্রান্তরpampas-grass (noun) [Uncountable noun] এই প্রান্তরে জন্মানো সাদা ফুলওয়ালা অত্যন্ত লম্বা ধারালো ঘাস।
  • English Word pamper Bengali definition [প্যাম্‌পা(র্‌)] (verb transitive) অধিক প্রশ্রয় দান: a pampered child.