Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word pansy Bengali definition [প্যান্‌জি] (noun) (১) সপুষ্পক গুল্মবিশেষ(২) (তুচ্ছার্থে) মেয়েলি পুরুষ; সমকামী
  • English Word pant Bengali definition [প্যান্‌ট্‌] (verb intransitive), (verb transitive) (১) হাঁপানো: He sat down panting. (২) হাঁপাতে হাঁপাতে বলা: pant out a message. (৩) pant for (প্রাচীন প্রয়োগ) প্রবল ইচ্ছা পোষণ করা; আকুলভাবে আকাঙ্ক্ষা করা (noun) হাঁপানি; হাঁপ। pantingly (adverb)
  • English Word pantaloon Bengali definition [প্যান্‌টালূন্] (noun) (১) (কৌতুক নাটকবিশেষে) অত্যন্ত হাবাগোবা এক চরিত্র; ভাঁড় যাকে বোকা বানায়(২) (plural) (বর্তমানে রসাত্মক, বা America(n)= pants.
  • English Word pantheism Bengali definition [প্যান্‌থিইজাম্‌] (noun) [Uncountable noun] ঈশ্বর সবকিছুতে আছেন এবং সবকিছুই ঈশ্বর- এই বিশ্বাস; সর্বেশ্বরবাদ; সর্বদের্তার উপাসনাpantheist [প্যান্‌থিইস্‌ট্] (noun) সর্বেশ্বরবাদী। pantheistic [প্যানথিইস্‌টিক্] (adjective) সর্বেশ্বরবাদ সংক্রান্ত; সর্বেশ্বরবাদী।
  • English Word pantheon Bengali definition [প্যানথিআন্‌ America(n) প্যানথিঅন্] (noun) সর্বদেবতার মন্দির: The Pantheon in Rome; কোনো জাতির দেবতামণ্ডল: The Greek pantheon, মহান ব্যক্তিদের সমাধিগৃহ বা স্মৃতিভবন।
  • English Word panther Bengali definition [প্যান্‌থা(র্)] (noun) কালো চিতা; (America(n)) বাদামি চিতা; পুমা।
  • English Word panties Bengali definition [প্যান্‌টিজ্‌] (noun) (plural) (মেয়েদের) আঁটসাঁট খাটো প্যান্টজাতীয় অন্তর্বাস
  • English Word pantile Bengali definition [প্যান্‌টাইল্‌] (noun) ছাদ ছাওয়ার বাঁকা টালি: (attributive(ly)) a pantile roof.
  • English Word pantisocracy Bengali definition [প্যান্‌টিস্‌ক্রাসি] (noun) ইউটোপিয়ান ঘরানার সামাজিক সংগঠন, যেখানে সবাই সমান, পদ ও দায়িত্বও সমান; সমকক্ষ ব্যক্তিদের কল্পিত সমাজ: He had a old dream of pantisocracy. □ (adjective) pantisocratic, pantisocracyal প্যানটিসক্রেসি সমাজ সম্পর্কিত। (noun) pantisocratist.
  • English Word pantograph Bengali definition [প্যান্‌টাগ্রা:ফ্ America(n) প্যান্‌টাগ্র্যাফ্] (noun) (১) ভিন্ন মাপে নকশা ইত্যাদি নকল করার যন্ত্রবিশেষ(২) মাটির উপরের বৈদ্যুতিক তার থেকে কোনো গাড়িতে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার যন্ত্রবিশেষ
  • English Word pantomime Bengali definition [প্যান্‌টামাইম্] (noun) (১) [Countable noun, Uncountable noun] রূপকথা বা লোককাহিনি আশ্রিত ও নাচগান- ভাঁড়ামিপূর্ণ এক ধরনের ইংরেজি নাটক(২) [Uncountable noun] নির্বাক অভিনয়
  • English Word pantry Bengali definition [প্যান্‌ট্রি] (noun) (১) (বড় বাড়ি, হোটেল, জাহাজ ইত্যাদির) যে কক্ষে বাসনকোসন, টেবিলের কাপড় ইত্যাদি রাখা হয়pantryman [প্যান্‌ট্রিমান্‌] (noun) প্রধান খানসামা বা তার সহকারী। (২) ভাঁড়ারঘর
  • English Word pants Bengali definition [প্যান্‌ট্‌স্‌] (noun) (plural) (British/Britain) (পুরুষ ও ছেলেদের ব্যবহৃত) প্যান্‌ট্‌; (America(n)) ফুলপ্যানট; ট্রাউজারbore/scare/talk, etc. the pants off one কাউকে ভীষণ বিরক্ত করা/ভয় পাইয়ে দেওয়া/বক বক করে মাথা ধরিয়ে দেওয়া। catch somebody with his pants down কাউকে অপ্রস্তুত অবস্থায় দেখতে পাওয়া।
  • English Word panty-hose Bengali definition [প্যান্‌টি হোউজ্‌] (noun)= tights.
  • English Word panzer Bengali definition [প্যান্‌ট্‌সা(র্‌)] (attributive(ly)) (adjective) (জার্মান) বর্মাবৃত; আর্মার্ড: panzer divisions.
  • English Word pap 1 Bengali definition [প্যাপ্‌] (noun) [Uncountable noun] শিশু বা রুগ্‌ণ ব্যক্তিদের জন্য নরম খাবার; জাউ; (লাক্ষণিক) সহজপাঠ্য হালকা বই।
  • English Word pap 2 Bengali definition [প্যাপ্‌] (noun) স্তনের বোঁটা
  • English Word papa Bengali definition [পাপা: America(n) পা:পা] (noun) (শিশুবুলি) বাবা।
  • English Word papacy Bengali definition [পেইপাসি] (noun) পোপের পদ বা কর্তৃত্ব; পোপের শাসনpapal [পেইপ্‌ল্‌] (adjective) পোপ বা পোপের শাসন সম্বন্ধীয়।
  • English Word papaw, pawpaw Bengali definition [পাপো America(n) পোপো] (noun) (১) পেঁপেগাছ; পেঁপে(২) উত্তর আমেরিকার ছোট আকারের পেঁপেজাতীয় ফলসংবলিত ছোট চিরসবুজ গাছ
  • English Word papaya Bengali definition [পাপাইআ] (noun)= papaw.
  • English Word paper Bengali definition [পেইপা(র্)] (noun) (১) [Uncountable noun] কাগজ: a sheet of paper. (be/look) good on paper কাগজপত্রে ভালো মনে হওয়া/ভালো দেখানো: The scheme looks good on paper, কাগজপত্রে ভালোই মনে হয় (তবে এখনও পরীক্ষিত হয়নি)। put pen to paper (বর্তমানে অপ্রচলিত) (চিঠিপত্র প্রভৃতিতে) লিখতে বসা। paper backed (adjective) (বই) সাধারণ কাগজের মলাটযুক্ত; পেপারব্যাক্‌ট। paper back এ রকম মলাটযুক্ত বই এবং এ রকম আকার বা ফরম: All his books have appeared in paperback. paper-chase (noun) hare-এর ঘরে hare and hounds দ্রষ্টব্য paper-clip (noun)= clip 1 (১)। paper-hanger (noun) ঘরের দেওয়াল কাগজে মুড়ে দেওয়া যে ব্যক্তির পেশা। paper-knife (noun) বইয়ের জোড়ালাগানো পাতা কেটে খোলা, খামখোলা ইত্যাদি কাজে ব্যবহৃত ছুরি। paper-mill (noun) কাগজের মিল। paper tiger (noun) বাইরে থেকে ক্ষমতাবান মনে হয় কিন্তু আসলে তা নয় এমন ব্যক্তি বা ব্যক্তিবৃন্দ; কাগুজে বাঘ। paper-weight (noun) ধাতু বা কাচের তৈরি যে ভারী বস্তু দিয়ে আলগা কাগজপত্র চাপা দিয়ে রাখা হয়; পেপারওয়েট। paper-work (noun) [Uncountable noun] (লোকজনের সঙ্গে লেনদেন, আসল কাজ ইত্যাদির বিপরীতে) কাগজ-কলমের কাজ (ফাইলপত্র রাখা, চিঠিপত্র লেখা বা দেখাশোনা করা, ফরম পূরণ করা ইত্যাদি)। (২) [Countable noun] খবরের কাগজ: today’s papers; the evening paper. (৩) [Uncountable noun] paper money (টাকার) নোট; কাগুজেমুদ্রা(৪) (plural) প্রামাণ্য দলিল, সার্টিফিকেট ইত্যাকার প্রমাণপত্র: Let me see your papers, দেখি তোমার কাগজপত্র: send in one’s papers. (সামরিক) পদত্যাগ করা। (৫) [Countable noun] পরীক্ষার প্রশ্নপত্র: The history paper was difficult. (৬) [Countable noun] বিশেষত বিদগ্ধ সমাবেশে পাঠ করার জন্য গবেষণামূলক রচনা: a paper on rural migrations. □ (verb transitive) (দেওয়াল ইত্যাদিতে) কাগজ মুড়ে দেওয়া: paper the drawing room, কাগজ দিয়ে ঢেকে দেওয়া। paper over the cracks (লাক্ষণিক) দোষত্রুটি ইত্যাদি আড়াল করা বা গোপন করা।
  • English Word papiermâché Bengali definition [প্যাপিয়েইম্যাশেই America(n) পেইপারমাশেই] (noun) [Uncountable noun] বাক্স, ট্রে প্রভৃতি তৈরিতে প্লাস্টিক উপাদান হিসেবে ব্যবহৃত কাগজের মণ্ড
  • English Word papist Bengali definition [পেইপিস্‌ট্‌] (noun), (adjective) (প্রটেসট্যান্ট সম্প্রদায়ভুক্ত কিছু কিছু খ্রিষ্টানের দ্বারা অবজ্ঞার্থে ব্যবহৃত) রোমান ক্যাথলিক চার্চ সম্বন্ধীয়; ক্যাথলিক সম্প্রদায়ভুক্ত লোক
  • English Word papoose Bengali definition [পাপূস্‌ America(n) –প্যাপূস্] (noun) (উত্তর আমেরিকার ইন্ডিয়ানদের ব্যবহৃত শব্দ) শিশু; বাচ্চা; শিশুদেরকে পিঠে করে বহনের জন্য ফ্রেমলাগানো ঝুলি
  • English Word paprika Bengali definition [প্যাপ্‌রিকা America(n) পাপ্রীকা] (noun) [Uncountable noun] রান্নার দেওয়া লালমরিচের গুঁড়া বা লালমরিচের বাটা
  • English Word papyrus Bengali definition [পাপাইয়ারাস্‌] (noun) (১) [Uncountable noun] দীর্ঘ জলজ উদ্ভিদ বা নলখাগড়া (এর থেকে প্রাচীন মিসরে তৈরি এক ধরনের কাগজ)। (২) [Countable noun] (plural papyri [পাপাইয়ারাই]) এই কাগজে লেখা পাণ্ডুলিপি
  • English Word par 1 Bengali definition [পা:(র্)] (noun) [Uncountable noun] (১) গড় বা স্বাভাবিক পরিমাণ, মাত্রা, মূল্য ইত্যাদিa hove/below/at par (শেয়ার, বন্ড ইত্যাদি) প্রকৃত বা অভিহিত মূল্যের বেশি/কম/সমান দামে। on a par (with) সমান। up to par (কথ্য) যেমন ছিল/চলে তেমনি; একই রকম। par of exchange দুটি মুদ্রার স্বাভাবিক বিনিময় হার। par value শেয়ারের নামিক বা গায়ে-লেখা মূল্য। (২) (গলফ) বল গর্তে ফেলতে একজন ভালো খেলোয়াড়ের পক্ষে যে কয়টা আঘাত বা স্ট্রোক প্রয়োজন বিবেচিত হয়
  • English Word par 2 Bengali definition [পা:(র্)] দ্রষ্টব্য parr.
  • English Word par excellence Bengali definition [পা:র একসালা:ন্‌স্‌ America(n) একসালা:ন্‌স্] (adverb) (ফরাসি) বিশেষ উৎকর্ষবলে; সর্বোচ্চ মাত্রায়