Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word page 2 Bengali definition [পেইজ্‌] (noun) (১) (অপিচ pageboy) হোটেল, ক্লাব ইত্যাদির উর্দিপরা বালকভৃত্য(২) (মধ্যযুগে) ‘নাইট’ বা বীরব্রতীর গৃহে বাস করে ‘নাইটহুড’ বা বীরব্রতের জন্য প্রশিক্ষণরত যুবা। □(verb transitive) বালকভৃত্যের কাজ করা; বারবার নাম ধরে ডেকে হাজির হতে বলা; বালকভৃত্যের সাহায্যে নাম ধরে ডাকা।
  • English Word pageant Bengali definition [প্যাজান্‌ট্] (noun) (১) মুক্তাঙ্গন বিনোদন যাতে ঐতিহাসিক ঘটনাবলি সেকালের পোশাক পরে অভিনয় করে দেখানো হয়(২) (অভিষেকের মতো) বর্ণাঢ্য শোভাযাত্রাপূর্ণ গণউৎসবpageantry [প্যাজান্‌ট্রি] (noun) [Uncountable noun] জমকালো প্রদর্শনী।
  • English Word pagination Bengali definition [প্যাজিনেইশ্‌ন্‌] (noun) [Uncountable noun] বইয়ের পাতায় নম্বর দান; এ কাজে ব্যবহৃত সংখ্যা বা প্রতীক
  • English Word pagoda Bengali definition [পাগোউডা] (noun) বৌদ্ধমন্দির; প্যাগোডা
  • English Word paid Bengali definition [পেইড্‌] দ্রষ্টব্য pay 2
  • English Word pail Bengali definition [পেইল্] (noun) বালতি: a pail of water. pailful [পেইলফুল্] (noun) এক বালতিতে যতটুকু ধরে ততটুকু।
  • English Word paillasse, pailliasse Bengali definition [প্যালিঅ্যাস America(n) প্যালিঅ্যাস্‌] (noun(s)) খড়ের গদি
  • English Word pain Bengali definition [পেইন্] (noun) (১) [Uncountable noun] দেহের বা মনের বেদনা; যন্ত্রণা: He was in great pain. She cried with pain. pain-killer (noun) ব্যথানাশক ওষুধ। (২) [Countable noun] দেহের কোনো নির্দিষ্ট স্থানে অনুভূত ব্যথা: He complained of a pain in the knee. a pain in the neck (অপশব্দ) বিরক্তিকর লোক। (৩) [Uncountable noun, Countable noun] (প্রাচীন প্রয়োগ) শাস্তি; দণ্ড: (legal phrase) pains and penalties. on/under pain of death মৃত্যুদণ্ডের মুখে। □(verb transitive) ব্যথা দেওয়া: It pained me to see all his efforts wasted. My knee is still paining me. pained (adjective) ব্যথিত; যন্ত্রণাক্ত: He had a pained look. painful [পেইনফ্‌ল্‌] (adjective) বেদনাদায়ক; যন্ত্রণাদায়ক: It’s painful to watch people suffer for no fault of their own. pain-fully [পেইনফালি] (adverb) = painful. painless (adjective) যন্ত্রণাহীন; বিনাকষ্ট। painlessly (adverb) = painless.
  • English Word pains Bengali definition [পেইন্‌জ্‌] (noun) (plural) ভোগান্তি; পরিশ্রম: A part on the shoulder was all he got for his pains. be at pains to do something কোনো কিছু করতে আপ্রাণ চেষ্টা করা। spare no pains সম্ভাব্য সব কিছু করা। take (great) pains (over something/to do something) কোনো কিছুর জন্য/কোনোকিছু করার জন্য প্রচুর ভোগান্তি সহ্য করা অর্থাৎ যারপরনাই চেষ্টা করা: I took great pains to keep him in good humour? painstaking (adjective) যত্নশীল; পরিশ্রমী; কষ্টসহিষ্ণু।
  • English Word paint Bengali definition [পেইন্‌ট্] (noun) (১) [Uncountable noun] কোনো কিছুর উপরিভাগ রং করার জন্য ব্যবহৃত রঞ্জক পদার্থ; রং(২) [Uncountable noun] মুখে ব্যবহৃত রং(৩) (plural) বিভিন্ন রংভরা টিউব অথবা বিভিন্ন রঙের দণ্ড বা টুকরার সমাহারpaint-box (noun) চিত্রাঙ্কনে ব্যবহৃত রঙের বাক্স; পেইন্টবক্স। paint-brush (noun) চিত্রাঙ্কনের রঙের তুলি; রং করার বুরুশ। □ (verb transitive), (verb intransitive) (১) রঙের প্রলেপ দেওয়া; রং করা: paint a window. paint the town red (কথ্য) কোনো কিছু উদযাপনকালে রাস্তায় নেমে আনন্দউল্লাসে মেতে ওঠা। (২) রং ব্যবহার করে চিত্রাঙ্কন করা: paint a landscape. paint something in চিত্রে যোগ করা: paint in the foreground. paint something out রং ব্যবহার করে ঢেকে দেওয়া বা আড়াল করা। (৩) (লাক্ষণিক) কথায় রঙিন ছবির মতো ফুটিয়ে তোলা; সচিত্র বর্ণনা দেওয়াnot so black as one is painted যতটা বলা হয়।
  • English Word painter 1 Bengali definition [পেইন্‌টা(র্‌)] (noun) (১) চিত্রশিল্পী; চিত্রকর; শিল্পী(২) যে ব্যক্তি পেশাগতভাবে দালানকোঠা, আসবাবপত্র ইত্যাদি রং করে; রঙের মিস্ত্রি
  • English Word painter 2 Bengali definition [পেইন্‌টা(র্‌)] (noun) নৌকা বাঁধার দড়িcut the painter (ক) (নৌকা ইত্যাদি) খুলে দেওয়া বা ভাসিয়ে দেওয়া। (খ) (লাক্ষণিক) বিচ্ছিন্ন করা; স্বাধীন বা স্বনির্ভর হওয়া।
  • English Word painting Bengali definition [পেইন্‌টিঙ্] (noun) [Uncountable noun] (১) রঙের ব্যবহার; চিত্রশিল্প(২) [Countable noun] চিত্রকর্ম; চিত্র
  • English Word pair Bengali definition [পেআ(র্‌)] (noun) (১) জোড়া: a pair of shoes. (২) যে একক বস্তুর দুটি অংশ সর্বদা সংযুক্ত থাকে: a pair of trousers; a pair of scissors. (৩) (বিয়ে বা বাগদানের মতো) অন্তরঙ্গসূত্রে মিলিত দুজন নারীপুরুষ; যুগল; দম্পতি: The happy pair, যেমন নবদম্পতি। in pairs জোড়ায় জোড়ায়। (৪) পরস্পর বিপরীত লিঙ্গের দুটি প্রাণী; সাজপরা দুটি ঘোড়া(৫) (সংসদে) পরস্পরবিরোধী রাজনৈতিক দলভুক্ত দুজন সংসদ সদস্য- ভোটগণনার জন্য দুভাগে বিভক্ত হওয়ার সময় যারা দুজন পারস্পরিক সম্মতিক্রমে অনুপস্থিত থাকে, অর্থাৎ বিভাজনে অংশ নেয় না: The member for Mirsarai could not find a pair. □ (verb transitive), (verb intransitive) জোড়া হওয়া; জুটি বাঁধা; (প্রাণী) যৌনসঙ্গমে মিলিত হওয়া। pair off জোড়ায় জোড়ায় সাজানো; জোড়ায় জোড়ায় যাওয়া; (সংসদে) জুটি হওয়া।
  • English Word paisa Bengali definition [পয়সা] (noun) (plural paise) (অপিচ pice [পাইস্‌]) (plural অপরিবর্তিত) (১) বাংলাদেশ, ভারত, পাকিস্তানে প্রচলিত মুদ্রার একক; টাকা বা রুপির ১০০ ভাগের এক ভাগ; পয়সা
  • English Word paisley Bengali definition [পেইজ্‌লি] (noun) [Uncountable noun] (নরম পশমিবস্ত্র বা পোশাকসংক্রান্ত) উজ্জ্বল রঙের আঁকাবাঁকা নকশা-কাটা: a pair shawl.
  • English Word pajamas Bengali definition [পাজা:মাজ্‌] (noun) (plural) দ্রষ্টব্য pyjamas.
  • English Word pal Bengali definition [প্যাল্] (noun) (কথ্য) সাথি; অংশীদার; বন্ধু (verb intransitive) pal up (with somebody) (কারো সঙ্গে) বন্ধুত্ব করা। pally [প্যালি] (adjective) (কথ্য) বন্ধুসুলভ; বন্ধুত্বপূর্ণ।
  • English Word palace Bengali definition [প্যালিস্‌] (noun) (১) রাজা বা রানি বা সম্রাট, আর্চবিশপ বা বিশপের সরকারি বাসভবন; রাজপ্রাসাদ; প্রাসাদোপম অট্টালিকা বা ভবন(২) প্রাসাদের অন্তর্গত বা প্রাসাদসংশ্লিষ্ট গণ্যমান্য প্রভাবশালী ব্যক্তিবর্গpalace revolution উচ্চপদস্থ সহকর্মী বা ঘনিষ্ঠ পার্শ্বচরদের দ্বারা প্রেসিডেন্ট বা তদ্রূপ সর্বময় ক্ষমতার অধিকারী কোনো ব্যক্তিকে ক্ষমতা থেকে অপসারণ; প্রাসাদবিপ্লব বা প্রাসাদষড়যন্ত্র।
  • English Word palaeo- Bengali definition [প্যালিওউ America(n) পেইলিওউ] (prefix) (যৌগশব্দে)= paleo-.
  • English Word palas Bengali definition [প্যালাস] (noun) পলাশ গাছ; পলাশ ফুল
  • English Word palatable Bengali definition [প্যালাটাব্‌ল্‌] (adjective) রুচিকর; স্বাদু
  • English Word palatal Bengali definition [প্যালাট্‌ল্‌] (noun), (adjective) জিব দ্বারা তালু স্পর্শ করে উচ্চারিত (ধ্বনি); তালব্য (ধ্বনি) (যথা জ, ঝ, শ); তালুসংক্রান্ত
  • English Word palate Bengali definition [প্যালাট্] (noun) (১) তালুcleft palate, দ্রষ্টব্য cleave 1 (৩). (২) স্বাদবোধ; রুচিবোধ: He has a good palate for Chinese food.
  • English Word palatial Bengali definition [পালেইশ্‌ল্] (adjective) প্রাসাদের মতো; প্রাসাদোপম; চমৎকার; জমকালো: a palatial building.
  • English Word palatinate Bengali definition [পাল্যাটিনাট America(n) পাল্যাটানাট্] (noun) কতিপয় রাজকীয় অধিকারসম্পন্ন আর্ল বা কাউন্টশাসিত এলাকা; সামন্তরাজ শাসিত এলাকা
  • English Word palavar Bengali definition [পালা:ভা(র্) America(n) পাল্যাভ(র্)] (noun) [Countable noun] (ইতিহাস) বিশেষত বাণিজ্য ও দেশ-আবিষ্কারে নিয়োজিত ব্যক্তিবর্গ ও দেশের সাধারণ মানুষের মধ্যে আয়োজিত আলোচনা সভা; [Uncountable noun] বকবকানি; [Uncountable noun, Countable noun] ঝামেলা। (verb intransitive) বকবক করা।
  • English Word pale 1 Bengali definition [পেইল্] (adjective) (১) (মুখমণ্ডল) মলিন; বিবর্ণ; ফ্যাকাসে: She looked pale. pale-face (noun) উত্তর আমেরিকার রেড ইন্ডিয়ানরা সাদা চামড়ার ইউরোপীয়দের জন্য এই নাম ব্যবহার করত বলে ধারণা করা হয়। (২) (রং) অনুজ্জ্বল; ক্ষীণ; আবছা: pale blue. □ (verb intransitive) ক্ষীণ হওয়া; বিবর্ণ বা ফ্যাকাসে হওয়া। pale before/by the side of (লাক্ষণিক) কারো পাশে (তুলনায়) নিষ্প্রভ হওয়া বা দুর্বল দেখানো। palely [পেইল্‌লি] (adverb) paleness (noun)
  • English Word pale 2 Bengali definition [পেইল্] (noun) বেড়ার খুঁটি; গোঁজ। দ্রষ্টব্য paling.
  • English Word pale 3 Bengali definition [পেইল্] (noun) (ইতিহাস) (আয়ারল্যান্ডের রাজধানী) ডাবলিনের চারদিকের ইংরেজনিয়ন্ত্রিত এলাকা। (বর্তমানে এই শব্দের ব্যবহার শুধু) beyond/outside the pale সমাজের বাইরে, অর্থাৎ সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়; অযৌক্তিক: His mannerism put him outside the pale.