Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word put 2 Bengali definition [পুট্] (noun), (verb intransitive), (verb transitive)= putt.
  • English Word putative Bengali definition [প্যিঊটাটিভ্‌] (adjective) সচরাচরভাবে পরিচিত; অনুমিত: The putative father of her child.
  • English Word putrefy Bengali definition [প্যিঊট্রিফাই] (verb transitive), (verb intransitive) পচানোputrefaction (noun) পচন।
  • English Word putrescent Bengali definition [প্যিঊট্রেস্‌ন্‌ট্] (adjective) পচে যাচ্ছে এমনputrescence (noun) পচনপ্রক্রিয়া।
  • English Word putrid Bengali definition [প্যিঊট্রিড্‌] (adjective) (১) পচা; গলিত ও দুর্গন্ধযুক্ত(২) (অশিষ্ট) খারাপ; অসহ্য: a putrid weather. putridity (noun) পচা অবস্থা; গলিত অবস্থা।
  • English Word putsch Bengali definition [পুচ্] (noun) (জার্মান) বিপ্লবপ্রচেষ্টা; অভ্যুত্থান
  • English Word putt Bengali definition [পাট্] (verb intransitive), (verb transitive) (গলফের বল) গর্তে ফেলতে মৃদুভাবে আঘাত করা
  • English Word puttee Bengali definition [পাটি] (noun) হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত রক্ষায় প্যাঁচানো কাপড়; পট্টি
  • English Word putter Bengali definition [পাটা(র্‌)] (verb transitive), (verb intransitive)= potter.
  • English Word puzzle Bengali definition [পাজ্‌ল্] (noun) [Countable noun] (১) দুর্বোধ্য প্রশ্ন(২) বুদ্ধি; ধৈর্য, জ্ঞান ইত্যাদি পরীক্ষার খেলাবিশেষ: crossword-puzzle. (৩) বিমূঢ় অবস্থা: He was in a puzzle about the whole matter. □ (verb transitive), (verb intransitive) (১) বিমূঢ় করা; হতবুদ্ধি করা; কিংকর্তব্যবিমূঢ় হওয়া বা করা: I was quite puzzled by the letter. (২) puzzle over something কোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করা(৩) puzzle something out কঠিন পরিশ্রম করে কোনো সমস্যার সমাধান বা উত্তর বের করাpuzzler (noun) বিভ্রান্তিকর; হতবুদ্ধিকর প্রশ্ন বা সমস্যা।
  • English Word PVC Bengali definition [পীভীসী] (noun) পোশাক, পাইপ, টালি ইত্যাদিতে ব্যবহৃত প্লাস্টিক পদার্থবিশেষ
  • English Word pygmy, pigmy Bengali definition [পিগ্‌মি] (noun) (১) বিষুবীয় আফ্রিকার খর্বাকৃতি জনগোষ্ঠীর একজন(২) বামন; বেঁটে(৩) খুব ছোট আকারের
  • English Word pyjamas Bengali definition [পাজা:মাজ্] (noun) (১) (অপিচ a pair of pyjamas) ঘুমানোর পোশাক (ঢিলেঢালা জামা ও পাজামা)। (২) কোমরে গিঁট দিয়ে পরা ঢোলা নিম্নাবরণ; পাজামা
  • English Word pylon Bengali definition [পাইলন্‌] (noun) (১) ইলেকট্রিক তারের খুঁটিরূপে নির্মিত উঁচু থাম(২) প্রাচীন মিসরীয় মন্দিরের তোরণ
  • English Word pyorrhoea Bengali definition [পাইআরিআ] (অপিচ pyorrhea) (noun) দাঁতের রোগবিশেষ যাতে দাঁতের মাড়ি ফুলে যায় এবং পুঁজ নির্গত হয়, পরিণামে দাঁত আলগা হয়ে যায়
  • English Word pyramid Bengali definition [পিরামিড্] (noun) তিন বা চার পার্শ্ববিশিষ্ট ইমারত যার একটি সূক্ষ্ম শীর্ষ রয়েছে; প্রাচীন মিসরে নির্মিত পিরামিড; পিরামিড আকৃতিতে স্তূপ করে রাখা জিনিস
  • English Word pyre Bengali definition [পাইআ(র্‌)] (noun) চিতা; মৃতদেহ পোড়াতে কাঠের স্তূপ
  • English Word pyrites Bengali definition [পাইআরাইটীজ্‌] (noun) [Uncountable noun] তামা বা লোহার সালফাইড
  • English Word pyrotechnics Bengali definition [পাইরাটেক্‌নিক্‌স্] (noun) আতশবাজি তৈরির কৌশল; আতশবাজির প্রদর্শনী; (লাক্ষণিক) আড়ম্বরপূর্ণ কথাবার্তা; বাগ্মিতা।
  • English Word Pyrrhic Bengali definition [পিরিক্] (adjective) Pyrrhic victory অত্যন্ত চড়ামূল্য দিয়ে অর্জিত বিজয়
  • English Word python Bengali definition [পাইথন্] (noun) অজগর সাপ
  • English Word pyx Bengali definition [পিক্‌স্‌] (noun) খ্রিষ্টীয় গির্জায় যে পাত্রে উৎসর্গীকৃত রুটি রাখা হয়