Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word flavin Bengali definition [ফ্লোইভীন্‌](noun) উদ্ভিদ ও জীবদেহে বিদ্যমান কতকগুলি হলুদ রঞ্জনদ্রব্যের যেকোনো একটি; এক ধরনের ওক গাছের ছাল থেকে নিষ্কাশিত এ রকম একটি রং যা জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়; ফ্লেভিন
  • English Word flavour Bengali definition (America(n) = flavor) [ফ্লেইভা(র্‌)] (noun) (১) [uncountable noun] (খাওয়ার সময়) স্বাদগন্ধ(২) [countable noun] বিশিষ্ট স্বাদ; বিশেষ গুণ বা বৈশিষ্ট্য: a flavour of vanilla; a novel with a flavour of pornography. □ (verb transitive) স্বাদগন্ধযুক্ত করা: flavour a soup with garlic. flavouring (noun) [countable noun, uncountable noun] (খাদ্যাদিতে) স্বাদগন্ধযুক্ত করার জন্য যা ব্যবহৃত হয়; মশলা। flavorless (adjective) স্বাদগন্ধহীন।
  • English Word flaw Bengali definition [ফ্লো] [noun] [countable noun] চিড়; ফাটল; খুঁত; ত্রুটি; কলঙ্ক; দোষ: flaws in a machine/an argument/a person’s character. flawless (adjective) নিখুঁত; নিটোল। flawlessly (adverb) নিখুঁতভাবে।
  • English Word flax Bengali definition [ফ্ল্যাক্‌স্‌] [noun] [uncountable noun] শণ বা শণগাছ; অতসী; ক্ষৌম; তিসি; মসিনাflaxen [ফ্ল্যাকস্‌ন্‌] (adjective) ক্ষৌম; (চুল সম্বন্ধে) হালকা হলুদ; পীতাভ; আপীত।
  • English Word flay Bengali definition [ফ্লেই] (verb transitive) (পশুর) ছাল ছাড়ানো; (লাক্ষণিক) নির্মম সমালোচনা করা; বকে ছাল তোলা।
  • English Word flea Bengali definition [ফ্লী] (noun) মানুষ ও পশুর রক্তপায়ী পক্ষহীন ক্ষুদ্র কীটবিশেষ; মক্ষিকা; দেহিকাwith a flea in his ear হুলফুটানো বকুনি বা তিরস্কারসহকারে। fleabite (noun) (লাক্ষণিক) সামান্য অসুবিধা; মশার/পিঁপড়ার কামড়। fleabitten (adjective) (লাক্ষণিক) (পশুর চামড়া) ফুটকিওয়ালা; দাগওয়ালা। flea market (noun) সস্তা ও পুরনো জিনিসপত্রের খোলাবাজার। fleapit (noun) (কথ্য) বিনোদনের জন্য পুরনো ও নোংরা কোনো জায়গা (যেমন কোনো সিনেমা, থিয়েটার)।
  • English Word fleck Bengali definition [ফ্লেক্] [noun] [countable noun] (১) ছোট ছোট ফোঁটা বা দাগ; ফুটকি; ছাপ; ছোপ: flecks of colour on a bird’s wing. (২) (ধূলি ইত্যাদির) কণা। □ (verb transitive) ফোঁটা বা দাগ কাটা: a sky flecked with clouds, মেঘের ফুটকি-আঁকা আকাশ।
  • English Word fledg(e)ling Bengali definition [ফ্লেজলিঙ্] (noun) (মাত্র উড়তে শিখেছে এমন) উদ্গতপক্ষ পাখি; (লাক্ষণিক) তরুণ অনভিজ্ঞ ব্যক্তি।
  • English Word fledged Bengali definition [ফ্লেজড্] (adjective) (পাখি) পুরোপুরি পাখার পালক গজিয়েছে এমন; উড়তে সক্ষম; পক্ষবান; উদ্গতপক্ষfully fledged (লাক্ষণিক) (adjective) অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত; পূর্ণাঙ্গ: a fully fledged doctor.
  • English Word flee Bengali definition [ফ্লী] (verb intransitive),(verb transitive) (past tense, past participle fled [ফ্লেড্] পালানো; পালিয়ে যাওয়া; পলায়ন করা; ভাগা
  • English Word fleece Bengali definition [ফ্লীস্] (noun) (১) [countable noun, uncountable noun] ভেড়া এবং অনুরূপ জন্তুর লোমসম্ভার; একবারে একটি ভেড়ার যতটা লোম ছাঁটা হয়(২) ভেড়ার লোমসম্ভারের মতো চুলভরতি মাথা (verb transitive) fleece somebody (of something) (লাক্ষণিক) ঠকিয়ে বা ধাপ্পা দিয়ে নেওয়া। fleecy (adjective) (fleecier, fleeciest) ভেড়ার লোমের মতো: fleece clouds, তুলট মেঘ।
  • English Word fleet 1 Bengali definition [ফ্লীট্] [noun] [countable noun] (১) এক অধিনায়কের আজ্ঞাধীন রণতরিসমূহ; কোনো দেশের সমস্ত রণতরি; নৌবহর(২) একক কর্তৃত্ব বা মালিকানাধীন জাহাজ, বিমান, বাস ইত্যাদির সমষ্টি; বহর
  • English Word fleet 2 Bengali definition [ফ্লীট্] (adjective) (কাব্যিক) ক্ষিপ্র; দ্রুতগামী: fleet of foot, fleet-footed, ক্ষিপ্রগামী। fleetly (adverb) ক্ষিপ্রগতিতে। fleetness (noun) ক্ষিপ্রগামিতা।
  • English Word Fleet Street Bengali definition [ফ্লীট্ স্ট্রীট্] (noun) (লন্ডনের কেন্দ্রস্থলবর্তী সড়ক, যেখানে বহু সংবাদপত্রের অফিস রয়েছে, তাই) সংবাদপত্রসমূহ, প্রেস; লন্ডনের সাংবাদিকতা
  • English Word fleeting Bengali definition [ফ্লিটিঙ্] (adjective) ক্ষণিকের; ক্ষণকালীন; ক্ষণস্থায়ী: pay somebody a fleeting visit; fleeting happiness.
  • English Word Fleming Bengali definition [ফ্লেমিঙ] (noun) বেলজিয়ামের ফ্ল্যান্ডার্সবাসী
  • English Word Flemish Bengali definition [ফ্লেমিশ্‌] (adjective) ফ্ল্যান্ডার্স; ঐ দেশের অধিবাসী বা ভাষা সম্বন্ধীয়; ফ্লেমিশ। □ (noun) (১) (collective(ly)) ফ্ল্যান্ডার্সবাসী(২) ফ্লেমিশ ভাষা
  • English Word flence, flense Bengali definition [ফ্লেন্‌স্‌] (verb transitive) (তিমি, ছাল-ছাড়ানো সিল ইত্যাদির) চর্বি টুকরা করা; তিমির হাড় থেকে চর্বি কেটে ছাড়ানো; সিলের ছাল ছাড়ানো
  • English Word flesh Bengali definition [ফ্লেশ্] [noun] [uncountable noun] (১) মাংস আমিষ দ্রব্য; পিশিতflesh and blood আবেগ-অনুভূতি, দুর্বলতা ইত্যাদি সমেত মানবপ্রকৃতি; রক্তমাংসের শরীর: more than flesh and blood can stan. one’s own flesh and blood নিজের নিকট আত্মীয়স্বজন; নিজের রক্তমাংস। in the flesh জীবনে; মরদেহে; সশরীরে। go the way of all flesh ভবলীলা সাঙ্গ করা। have/demand one’s pound of flesh কড়ায়-গণ্ডায় ঋণ শোধের জন্য নিষ্ঠুরভাবে জবরদস্তি করা। দ্রষ্টব্য শেক্সপিয়রের Merchant of Venice. Act IV, scene 1. make a person’s flesh creep (বিশেষত অতিপ্রাকৃত কোনো কিছুর ভয়ে) লোম খাড়া করা; গায়ে কাঁটা দেওয়া। put on/lose flesh (weight অধিক প্রচলিত) মোটা/রোগা হওয়া। fleshpots (noun) (plural) উত্তম খাদ্য ও আরাম-আয়েশ (যেসব স্থানে পাওয়া যায়)। flesh wound (noun) মাংসের ক্ষত (অস্থি পর্যন্ত যা পৌঁছেনি)। (২) the flesh দৈহিক কামনাবাসনা; জৈবক্ষুধা; যৌন ভোগাকাঙ্ক্ষা: The sins of the flesh. (৩) (মন ও আত্মার সঙ্গে বৈপরীত্যক্রমে) দেহ; শরীরThe spirit is willing but the flesh is weak মন চায় কিন্তু শরীর অক্ষম; সাধ আছে, সাধ্য নেই। (৪) ফল ও সবজির মাংসল অংশ; শাঁসfleshly (adjective) শারীরিক; দৈহিক; ভোগসুখাত্মক; ইন্দ্রিয়তৃপ্তিজনক। fleshy (adjective) স্থূল; মাংসল হৃষ্টপুষ্ট; মোটা; নাদুসনুদস; মাংস সম্বন্ধীয়।
  • English Word fleurdelis, fleurdlys Bengali definition [ফ্লাডালী] (noun) (plural fleursdelis, fleursdelys), উচ্চারণ অপরিবর্তিত) কুলচিহ্নসূচক লিলির নকশা; ফ্রান্সের রাজকীয় চিহ্ন।
  • English Word flew Bengali definition [ফ্লু] fly -এর (past tense)
  • English Word flews Bengali definition [ফ্লুজ্‌] (noun) (plural) ডালকুত্তা বা অন্য বড় গ্রাসওয়ালা কুকুরের চোয়াল
  • English Word flex 1 Bengali definition [ফ্লেক্‌স্‌] [noun] [countable noun, uncountable noun] বৈদ্যুতিক নমনীয়; অন্তরিত তার
  • English Word flex 2 Bengali definition [ফ্লেক্‌স্‌] (verb transitive) বাঁকানো; (পেশি) ফোলানো।
  • English Word flexible Bengali definition [ফ্লেক্‌সাব্‌ল্] (adjective) নমনশীল; আনম্য; নম্য; নমনীয়flexiiblity [ফ্লেক্‌সাবিলাটি] (noun) [uncountable noun] নম্যতা; নমনীয়তা। flexibly (adverb) নমনীয়ভাবে।
  • English Word flexitarian Bengali definition [ফ্লেক্‌জিটারিআন্‌][noun] [uncountable noun] ('flexible' আর 'vegetarian' মিলে তৈরি) (plural flexitarians) যে নিরামিষভোজী মাঝে মাঝে মাংস অথবা মাছ খান; আধা নিরামিষভোজী; ফ্লেক্সিটারিয়ান। এটার সমতুল শব্দ হচ্ছে semi-vegetarian. □ (adjective) আধা-নিরামিষভোজী সম্পর্কিত; ফ্লেক্সিটারিয়ান সম্বন্ধীয়: I bought a a flexitarian cookbook.
  • English Word flexitime Bengali definition [ফ্লেক্‌সিটাইম্] [noun] [uncountable noun] কর্মব্যবস্থাবিশেষ; যাতে কর্মীরা সর্বমোট কাজের ঘণ্টা ঠিক রেখে যেকোনো সময় নিজের পছন্দমতো সময়ে কাজ শুরু বা শেষ করতে পারে; নমনীয় সময়
  • English Word flibbertigibbet Bengali definition [ফ্লিবাটিজিবিট্] (noun) গল্পগুজবপ্রিয় ফচকে লোক; ফক্কড়
  • English Word flick Bengali definition [ফ্লিক্] [noun] [countable noun] (১) (চাবুক, আঙুলের ডগা প্রভৃতির) ঘন ঘন আলতো আঘাত; টুসকি(২) ঝাঁকা; ঝাঁকুনি; ঝাঁকিflick knife (noun) যে ছুরির (হাতলের ভেতরে ঢোকানো) ফলা আলতো আঘাতে বা ঝাঁকুনিতে বেরিয়ে আসে; টুসকি চাকু। (৩) (অপশব্দ) চলচ্চিত্রের ফিল্মthe flicks সিনেমা। (verb transitive) (১) আলতো আঘাত করা; টুসকি/টোকা মারা: flick a horse with a whip; flick a switch. (২) flick something away/off টুসকি মেরে/টোকা দিয়ে দূর করা বা ফেলে দেওয়াflick through দ্রুত পৃষ্ঠা উলটানো।
  • English Word flicker Bengali definition [ফ্লিকা(র্)] (verb intransitive) (১) (আলো, আশা ইত্যাদি) মিট মিট করা/করে জ্বলা; টিম টিম করে জ্বলা(২) ঝির ঝির করে কাঁপা; দোলা: leaves flickering in the wind. flickering (adjective) লকলকে; চঞ্চল; কম্পমান: the flickering tongue of a snake; flickering shadows. □ (noun) (সাধারণত singular) কাঁপন: a flicker of hope, একটুখানি টিমটিমে আশা।