Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word flier Bengali definition [ফ্লাইআ(র্)] = flyer.
  • English Word flight 1 Bengali definition [ফ্লাইট] (noun) (১) [Uncountable noun] উড্ডয়ন; উড়ালin flight উড্ডয়নকালে; উড়ন্ত অবস্থায়। (২) বিমানভ্রমণ; অতিক্রান্ত দূরত্ব; উড়াল; উড্ডয়ন: 6 hours flight; the spring and autumn flights of birds. flight deck (noun) (বিমানবাহী জাহাজে) বিমানের উড্ডয়ন ও অবতরণের জন্য ডেক; উড়াল-ডেক;(উড়োজাহাজের ভেতরে)বিমানচালক, গতিপথনির্দেশক, প্রকৌশলী প্রভৃতি যে প্রকোষ্ঠে অবস্থান করে; উড্ডয়নপ্রকোষ্ঠ। flightpath (noun) বিমান বা রকেট যে পথে আকাশে উড়ে; উড়ালপথ। flight recorder (noun) বিমানের পিছনে সন্নিবিষ্ট ইলেকট্রনিক কৌশল, যাতে উড্ডয়নকালে বিমানের চলাচলসম্পর্কিত তথ্যাদি লিপিবদ্ধ হয়। flight simulator (noun) ভূমিতে স্থাপিত যান্ত্রিক ব্যবস্থা, যা উড়ন্ত বিমানের অভ্যন্তর অবস্থা অবিকল পুনঃসৃষ্টি করে; উড্ডয়ন অনুকারী। (৩) [uncountable noun] বায়ুর ভেতর দিয়ে গমন ও গমনপথ: the flight of an arrow; (attributive(ly)) the flight path of an aeroplane. উড়োজাহাজের উড্ডয়নপথ। (৪) [countable noun] (উড্ডীয়মান) ঝাঁক: a flight of arrows/swits. In the first flight মুখ্যস্থলবর্তী; সম্মুখসারির। (৫) [uncountable noun] দ্রুতগতি: the flight of time. (৬) [countable noun] ঊর্ধ্বগতি; অনন্যসাধারণত্ব; আকাশচুম্বিতা: a flight of ambition/ fancy/imagination/wit. (৭) [countable noun] কোনো দেশের বিমানবাহিনীতে বিমানের থোক বা ঝাঁকFlight Lieutenant স্কোয়াড্রন লিডারের অধস্তন পদ। Flight Sergeant ওয়ারান্ট অফিসারের অধস্তন পদ। □ (verb transitive) (ক্রিকেট) ব্যাটসম্যানকে ধোঁকা দিতে (বল) ডানেবাঁয়ে নড়ানো; a well flighted delivery. flightless (adjective) উড়তে অক্ষম।
  • English Word flight 2 Bengali definition [ফ্লাইট্] (noun) (১) [uncountable noun] (বিপদে-ভয়ে) পলায়ন: put the enemy to flight, শত্রুকে পালিয়ে যেতে বাধ্য করা; পালিয়ে যাওয়া। (২) [countable noun] পলায়ন বা পাচার (যেমন অর্থনৈতিক সংকটকালে)।
  • English Word flightmare Bengali definition [ফ্লাইটমেআ(র্)] (noun) ('flight' আর 'nightmare' মিলে তৈরি) ফ্লাইটমেয়ার; অপ্রীতিকর বিমানভ্রমণ; (লাগেজ হারানো, ফ্লাইট মিস, শিশুর বিরতিহীন কান্নাকাটি ইত্যাদি কারণে) : That was a flightmare!
  • English Word flighty Bengali definition [ফ্লাইটি] (adjective) (আচরণ ও চরিত্র) খেয়ালি; অস্থির; চঞ্চল; চপলমতি; উচ্ছৃঙ্খলবুদ্ধি
  • English Word flimflam Bengali definition [ফ্লিম্‌ফ্ল্যাম্‌] (noun) তুচ্ছ বিষয় বা বস্তু; আগড়ম-বাগড়ম; ধোঁকা; ধাপ্পাবাজি
  • English Word flimsy Bengali definition [ফ্লিম্‌জি] (adjective) (flimsier, flimsiest) (বস্ত্র) হালকা ও পাতলা; ফিনফিনে; (বস্তু) পলকা; ভঙ্গুর; ঠুনকো; (লাক্ষণিক) a flimsy excuse/argument, ঠুনকো অজুহাত/যুক্তি। □ [noun] [Uncountable noun] ফিনফিনে পাতলা কাগজ যেমন, বহুসংখ্যক অনুলিপি তৈরি করার জন্য মুদ্রাক্ষরযন্ত্রে ব্যবহৃত কাগজ। flimsily [ফ্লিম্‌জিলি] (adverb) ঠুনকো অজুহাতে ইত্যাদি। flimsiness (noun) অসারতা।
  • English Word flinch Bengali definition [ফ্লিন্‌চ্] (verb intransitive) flinch (from) পিছিয়ে যাওয়া; সংকুচিত/ কুণ্ঠিত/পরাঙ্মুখ/বিকম্পিত হওয়া: He won’t flinch from this unpleasant duty.
  • English Word flinders Bengali definition [ফ্লিন্‌ডাজ্‌] (noun) (plural) টুকরা; খণ্ড
  • English Word fling Bengali definition [ফ্লিঙ্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle flung [ফ্লাঙ্]) (১) সজোরে নিক্ষেপ করা; ছুড়ে মারা: fling a stone at somebody. fling one’s clothes on, চটপট পরে নেওয়া: fling caution to the winds, সব সতর্কতা বিসর্জন দেওয়া; fling off one’s pursuers , তাদের হাত থেকে পালানো। (২) নিজেকে, নিজের হাত-পা ইত্যাদি প্রচণ্ডভাবে, তাড়াহুড়া করে, রাগের বশে সঞ্চালন করা; ছোড়া: fling oneself into a chair, চেয়ারে ধপাস করে বসে পড়া। (৩) বেগে বা সক্রোধে নিষ্ক্রান্ত হওয়া; ঝড়ের মতো বেরিয়ে যাওয়া: fling out of a room. □ [noun] [countable noun] (১) বিক্ষেপ; ছোড়াছুড়ি have a fling at, (short of go অধিক প্রচলিত) চেষ্টা করা(২) এক ধরনের তেজোদৃপ্ত নাচ: the Highland fling. স্কটল্যান্ডের এই রকম নাচ। have one’s fling বেপরোয়া আমোদফুর্তির সুযোগ পাওয়া।
  • English Word flint Bengali definition [ফ্লিন্‌ট্] [noun] [uncountable noun, countable noun] চকমকি (পাথর), অরণি; [countable noun] স্ফুলিঙ্গ-সৃষ্টির জন্য সিগারেট-লাইটারে ব্যবহৃত কঠিন সংকর ধাতু। flint stone [noun] [uncountable noun] দেওয়াল ইত্যাদি তৈরির জন্য চকমকি পাথরের ছোট টুকরা। flinty (adjective) (flintier, flintiest) অতিকঠিন; চকমকি সদৃশ; অগ্নিপ্রস্তরময়।
  • English Word flip Bengali definition [ফ্লিপ্] (verb transitive), (verb intransitive) (flipped, flipping, flips) বুড়ো আঙুল ও তর্জনীর সাহায্যে পাক দিয়ে (কোনো কিছু) ছুড়ে মারা; পাক দিয়ে ছুড়ে মারা: flip coin (down) on the counter, □ (noun) (১) ঘন ঘন মৃদু আঘাত; টুসকি(২) উড়োজাহাজে স্বল্পকালীন বিহার। □ (adjective) (কথ্য) চটুল; বাকপটু; কথার ধোকড় । the flip side (কথ্য) (গ্রামোফোন রেকর্ডের) উলটো পিঠ।
  • English Word flippant Bengali definition [ফ্লিপানট্] (adjective) ধৃষ্টতাপূর্ণ; প্রগলভ; ফিচেল; চপল: a flippant answer/remark. flippantly (adverb) ফাজিলের মতো; চটুলভাবে; চপলতা করে। flippancy [ফ্লিপানসি] [noun] [uncountable noun, countable noun] চপলতা; ফাজলামি; বাবদূকতা; চপল মন্তব্য; বাকবাপল্য।
  • English Word flipper Bengali definition [ফ্লিপা(র্)] (noun) (১) সাঁতার কাটতে সিল, কচ্ছপ, পেঙ্গুইন প্রভৃতির অঙ্গবিশেষ; তাড়নী(২) সাঁতারের সময় পদসঞ্চালনের চাপ বাড়াতে পায়ের পাতায় বাঁধা কৌশলবিশেষ; তাড়নী
  • English Word flirt Bengali definition [ফ্ল্যাট্] (verb intransitive) flirt (with) (১) আন্তরিক কোনো অভিপ্রায় ছাড়া কেবল আমোদের জন্য ভালোবাসা দেখানো; ফষ্টিনষ্টি করা; মাখামাখি করা; প্রেমের ভান করা; ছিনালি করা(২) আগ্রহান্বিত হওয়ার ভাব দেখানো; কোনো খেয়াল মনে মনে হালকাভাবে নাড়াচাড়া করা: He’s been flirting with the idea of learning Greek. □ (noun) যে ব্যক্তি বহুজনের সঙ্গে আন্তরিকতাহীন চটুল প্রেমে লিপ্ত হয়; প্রেমবিলাসী; ছিনাল; প্রগল্‌ভা। flirtation [ফ্লাটেইশ্‌ন্‌] (noun), [uncountable noun, countable noun] সস্তাপ্রেম; প্রেমবিলাস; প্রণয়কৌতুক ফষ্টিনষ্টি; প্রেমললিত। flirtatious [ফ্লাটেইশ্‌স্‌] (adjective) প্রেমবিলাসী; প্রণয়কৌতুকী; প্রেমবিলাসপূর্ণ; প্রেমবিলাসঘটিত।
  • English Word flit Bengali definition [ফ্লিট্] (verb intransitive) (flitted, flitting, flits) (১) হালকাভাবে দ্রুত চলা বা ওড়া; ফুরফুর করে ওড়া বা বেড়ানো; ফুরফুর করা: bees flitting from flwer to flwer. (লাক্ষণিক) So many fancies are fliting through his mind. (২) (কথ্য) এক বাড়ি থেকে অন্য বাড়িতে ওঠা; পাওনাদারের হাত এড়ানোর জন্য (গোপনে) বাসাবদল করা (noun) (কথ্য) গোপনে বাড়ি ছেড়ে পলায়ন: do a (moonlight) flit.
  • English Word flitch Bengali definition [ফ্লিচ্] (noun) (১) শূকরের পার্শ্বদেশের লবণজারিত মাংস(২) গাছের গুঁড়ি থেকে বাকলসহ লম্বালম্বিভাবে কর্তিত ফালি
  • English Word flitter Bengali definition [ফ্লিটা(র্)] (verb transitive) ফুরফুর করে ওড়া বা বেড়ানো; পতপত করাflittermous (noun) বাদুড়।
  • English Word floacule Bengali definition [ফ্লকিউল্] (noun) পশমের গুচ্ছের মতো ছোট জিনিস
  • English Word float 1 Bengali definition [ফ্লোউট] [noun] [countable noun] (১) ফাতনা(২) ফাঁপা বল বা অন্য বায়ুপূর্ণ আবার, যেমন সিস্টার্নে জলের স্তর নিয়ন্ত্রণের জন্য কিংবা পানিতে উড়োজাহাজ ভাসিয়ে রাখতে ব্যবহৃত হয়; ভাসান(৩) শোভাযাত্রাসহকারে দ্রব্যসম্ভার প্রদর্শন করতে চাকাযুক্ত নিচু মঞ্চ; নিচু তলযুক্ত এক ধরনের শকট
  • English Word float 2 Bengali definition [ফ্লোউট্] (verb intransitive), (verb transitive) (১) ভাসা; ভেসে থাকা/যাওয়া(২) ভাসানো(৩) (বাণিজ্য) শুরু করার জন্য (বিশেষ, আর্থিক) সহায়তা পাওয়া; চালু করা: float a new business company. (৪) (অর্থ ব্যবস্থাপনাবিদ্যা) (কোনো মুদ্রার) বৈদেশিক বিনিময় মূল্যের (সাধারণত সংকীর্ণ সীমার মধ্যে) হেরফের হতে দেওয়া; ভাসানো: float the dollar/pound. (৫) প্রচার করা; রটানো; ছাড়া; ছড়ানো: float an idea/a rumour.floating (adjective) (১) প্লবমান; পরিবর্তনশীল; ভাসমান: the floating population, যাদের সংখ্যা বাড়ে কমে; the floating vote. (২) floating debt যে ঋণের অংশবিশেষ যাচ্ঞামাত্র কিংবা নির্ধারিত সময়ে শোধ করতে হবেfloating rib (noun) (ব্যবচ্ছেদবিদ্যা) বুকের খাঁচার সর্বনিম্নে যে পাঁজর-জোড়া উরঃফলকের সঙ্গে যুক্ত নয়, তাদের একটি; ঝুলন্ত পাঁজর। (৩) (বাণিজ্য) (পণ্য) সমুদ্রপথে জাহাজে (গুদামে নয়); ভাসন্ত
  • English Word floatage Bengali definition [ফ্লোউটিজ্‌] (noun) (১) ভাসন; ভাসান(২) জাহাজডুবির পর ভগ্ন জাহাজের বা পণ্যসামগ্রীর বিক্ষিপ্ত ভাসমান অংশসমূহ; ভাসা মাল; এসব অংশ দখলে নেওয়ার অধিকার(৩) নদীতে ভাসমান জাহাজ ইত্যাদি; ভাসমান বস্তুপিণ্ড(৪) জাহাজের যে অংশ জলপৃষ্ঠের উপরে অবস্থিত
  • English Word floatation, flotation Bengali definition [ফ্লোউটেইশ্‌ন্‌] [noun] [countable noun, uncountable noun] (ব্যবসাপ্রতিষ্ঠানের) প্রবর্তন
  • English Word floater Bengali definition [ফ্লোউটা(র্)] (noun) (১) সরকারি স্টক-সার্টিফিকেট, যা জামিন বা প্রাতিভাব্য (security) হিসেবে গ্রহণ করা হয়(২) ভাসমান ভোটার(৩) (অপশব্দ) ভুল
  • English Word flock 1 Bengali definition [ফ্লক্] (noun) (১) (পাখির) ঝাঁক; (পশুর) পাল(২) (মানুষের) দল; come in flocks. (৩). খ্রিস্টানদের ধর্মীয় সমাবেশ; কারো তত্ত্বাবধানাধীন ব্যক্তিসমষ্টি, যূথ: a priest and his flock. □ (verb intransitive) দলে দলে/ঝাঁকে ঝাঁকে জমায়েত হওয়া, আসা বা যাওয়া।
  • English Word flock 2 Bengali definition [ফ্লক] (noun) [countable noun] চুল বা পশমের গোছা; (plural) তোশক, জাজিম ইত্যাদি ভরার জন্য পশম বা তুলার বর্জ্য।
  • English Word floe Bengali definition [ফ্লোউ] [noun] [countable noun] ভাসমান বরফের আস্তরণ
  • English Word flog 1 Bengali definition [ফ্লগ্‌] (verb transitive) (flogged, flogging, flogs) (১) লাঠি বা চাবুক দিয়ে নির্দয়ভাবে প্রহার করা; চাবকানোflog a dead hours বৃথা চেষ্টা করা। flog something to death কোনো ভাবনা, কৌতুক ইত্যাদি এমনভাবে পুনরাবৃত্তি করতে থাকা যে লোকে তাতে আগ্রহ হারিয়ে ফেলে; কচলাতে কচলাতে তেতো করে ফেলা। (২) (তাপ.) (বিশেষত অবৈধ কোনো বস্তু বা পুরনো জিনিস) বিক্রি বা বিনিময় করা; চালিয়ে দেওয়া: flog stolen goods. flogging [noun] [uncountable noun, countable noun] ঠেঙানি; চাবকানি; কশাঘাত।
  • English Word flog 2 Bengali definition [ফ্লগ্‌] [noun] [countable noun] (ব্রিটিশ অপশব্দ) জাল বা ভুয়া বা মেকি ব্লগ; অনলাইনে কোনো কোম্পানি বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের পণ্যের কাটতি বাড়াতে ব্লগারের ছদ্মবেশে কৌশলে প্রচার: Flog could become a powerful business tool. □ (verb transitive) পণ্যের কাটতি বাড়ানো: There is lots of opportunity for agents with a product to flog.
  • English Word flong Bengali definition [ফ্লঙ্] (noun) কাগজের মণ্ডের তৈরি ছাঁচ