Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word fir Bengali definition [ফ্যা(র্)] (noun) দেবদারুজাতীয় বৃক্ষবিশেষ যার পাতা সূচের মতো। [uncountable noun] ঐ বৃক্ষের কাঠ বা তক্তা। fircone (noun)
  • English Word fire 1 Bengali definition [ফাইআ(র্)] [noun] [uncountable noun] (১) অগ্নি; আগুন; জ্বলন্ত অবস্থা: Fire burns. There is no smoke without fire (প্রবাদ) যেকোনো গুজবের পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। on fire আগুনের কবলে: The house was on fire. play with fire বোকামিপূর্ণ ঝুঁকি নেওয়া। set something on fire; set fire to something কোনো কিছুতে আগুন ধরিয়ে দেওয়া: The man set fire to his own house. Not (ever)/never set the Thames on fire, খুব উল্লেখযোগ্য কিছু না-করা: There are few boys who will ever fire the Thames on fire. take/catch fire পুড়তে শুরু করা: Paper catches fire easily. Strike fire from কোনো কিছুতে আঘাত করে বা ঘষে স্ফুলিঙ্গ বের করা: strike fire from flint. (২) [uncountable noun] ধ্বংসাত্মক অগ্নিকাণ্ড: You should insure your house against fire. fire and sword (যুদ্ধে) অগ্নিকাণ্ড ও হত্যা। firerisk(s) আগুনের সম্ভাব্য কারণসমূহ। (৩) [countable noun] ধ্বংসাত্মক অগ্নিকাণ্ডের উদাহরণ: a fire in a coal-mine. (৪) [countable noun] চুল্লি ইত্যাদির জ্বালানি (যা দিয়ে কক্ষ, দালান ইত্যাদি গরম করা যায় বা রান্না করা যায়): There is a fire in the next room. lay a fire আগুন জ্বালাতে কাঠ, কয়লা, কাগজ ইত্যাদি একত্রীকরণ বা সাজানো (আলংকারিক অর্থ উনুন সাজানো)। make a fire আগুন জ্বালানো। make up a fire আগুন কমে এলে শিখা বাড়ানোর জন্য আরো জ্বালানি প্রদান। electric fire এক রকম বৈদ্যুতিক চুল্লি। gas fire (noun) এক রকম গ্যাসচুল্লি। (৫) [uncountable noun] গুলি ছোড়া (বন্দুক ইত্যাদি থেকে)। between two fires উভয় দিক থেকে নিক্ষিপ্ত গোলাগুলির মধ্যে। running fire (ক) সৈন্যদল কর্তৃক অবিশ্রান্ত গুলি চালনা। (খ) (আলংকারিক অর্থ) অব্যাহতভাবে সমালোচনা বা আক্রমণাত্মক প্রশ্ন উত্থাপন। (৬) [uncountable noun] বলিষ্ঠ আবেগ; ক্রোধ বা উত্তেজনাপূর্ণ অনুভূতি: His speech always lacks fire. (৭) (যৌগশব্দে)fire-alarm (noun) অগ্নিসংকেত, আগুন লাগলে সবাইকে জানানোর বা সতর্ক করার জন্য যে ঘণ্টা বাজানো হয়firearm (noun) (সাধারণত plural) রাইফেল, বন্দুক, পিস্তল বা রিভলবার; আগ্নেয়াস্ত্র। fireball (noun) বিস্ফোরিত আণবিক বোমার কেন্দ্রাতিগ অংশ। fire bird (noun) কমলা ও কালো রঙের পুচ্ছবিশিষ্ট পাখিবিশেষ (উত্তর আমেরিকায় পাওয়া যায়)। firebomb (noun) আগুনে বোমা; অগ্নিবোমা; যে বোমা বিস্ফোরিত হলে ধ্বংসকর আগুনের সৃষ্টি হয়। firebox (noun) বাষ্পচালিত ইনজিনের যেখানে জ্বালানি থাকে। firebrand (noun) এক টুকরো জ্বলন্ত কাঠ, (আলংকারিক অর্থ) যে ব্যক্তি সামাজিক বা রাজনৈতিক কলহের সৃষ্টি করে। firebreak (noun) (ক) দাবানল ইত্যাদির প্রসার রোধে অরণ্যের মধ্যে বৃক্ষশূন্য ফাঁকা জায়গা। (খ) অগ্নিকাণ্ড রোধে কোনো কারখানা বা গুদামে অদাহ্য বস্তু দিয়ে তৈরি দেওয়াল বা প্রতিবন্ধক। firebrick (noun) আগুনে ইট; এক ধরনের ইট যা চুল্লি, চিমনি ইত্যাদিতে ব্যবহৃত হয়। fire-brigade (noun) দমকলবাহিনী। fire-bug (noun) (অশিষ্ট) যে ব্যক্তি আগুন লাগায়। fire clay (noun) [uncountable noun] ইট তৈরিতে ব্যবহৃত মাটি (যা পুড়িয়ে ইট বানানো হয়)। fire control (noun) [uncountable noun] কামান, বন্দুক ইত্যাদির গোলাবর্ষণ নিয়ন্ত্রণের পদ্ধতি। fire-cracker (noun) পটকাবাজি। firedamp (noun) [uncountable noun] কয়লার খনিতে জাত গ্যাসবিশেষ (যা বাতাসের সংস্পর্শে এলেই বিস্ফোরিত হয়)। fire dog (noun) চুলার শিক বা উখা। fire-eater (noun) যে বাজিকর আগুন খাওয়ার খেলা দেখিয়ে রোজগার করে; যে ব্যক্তি সহজেই ঝগড়া লাগায়; কলহপ্রিয় ব্যক্তি। fire-engine (noun) দমকল (আগুন নেভাতে ব্যবহৃত)। fire-escape (noun) অগ্নিতারণ পথ; আগুন লাগলে যে পথ দিয়ে অট্টালিকা প্রভৃতি থেকে বের হয়ে আসা যায়। fire-extinguisher (noun) আগুন নেভাতে যে যন্ত্র থেকে রাসায়নিক পদার্থ ছিটানো হয়; অগ্নিনির্বাপক যন্ত্র। fire-fighter (noun) দমকলকর্মী; যে ব্যক্তি অগ্নিকাণ্ড নির্বাপিত করে। fire-fly (noun) (fire-flies) জোনাকি। fire grate (noun) আগুনের তাওয়া। fire-guard (noun) চুল্লি বা উনুন ইত্যাদির সামনে ধাতুনির্মিত যে আবরণ বা ঘের বা জাফরি থাকে। fire-hose (noun) আগুন নেভাতে ব্যবহৃত জলবাহী নল। fire-irons (noun) আগুন খোঁচানোর চিমটা ইত্যাদি। fire-light (noun) চুল্লি, উনুন ইত্যাদির আগুন থেকে যে আলো আসে। fire-lighter (noun) অগ্নিপ্রজ্বলক; যে কাঠ বা জ্বালানি দিয়ে আগুন ধরানো হয়। fireman [[ফাইআ(র্)মান্‌] (noun) (plural firemen) (ক) যে ব্যক্তি ফার্নেস বা বাষ্পীয় ইনজিনে জ্বালানি তত্ত্বাবধান করে। (খ) দমকলকর্মী। fire-place (noun) বাসগৃহের যে স্থানে আগুন জ্বালানো হয় (সাধারণত দেওয়ালে থাকে); উনুন। fire-policy (noun) অগ্নিবিমাপত্র। fire-power (noun) প্রতি মিনিটে কতবার কামান দাগানো যায়, তার পরিমাপ। fire-proof (adjective) আগুনে পোড়ে না; অদাহ্য। fire-raising (noun) অন্যের ঘরে আগুন লাগানো। fire Service (noun) দমকলবাহিনী। fireside (noun) the fire side উনুনের পাশের জায়গা; উনুনপার্শ্ব: sitting at the fireside ; (আলংকারিক অর্থ) গার্হস্থ্যজীবন:(attributive(ly)) a fireside chair; a homely fireside scene. fire station (noun) দমকলের আস্তানা। fire-stone (noun) অদাহ্য পাথর (যেমন উনুনে বা চুল্লিতে থাকে)। fire-walking (noun) অগ্নিতপ্ত প্রস্তর বা তপ্ত ছাইঢাকা পথের উপর দিয়ে নগ্নপদে হাঁটা। fire-walker, fire-watcher (noun) (দ্বিতীয় বিশ্বযুদ্ধে) বিমান থেকে বোমা পড়ার সঙ্গে সঙ্গে ঐ বোমায় সৃষ্ট আগুন নির্বাপণে নিয়োজিত সৈনিক। fire-watching [noun] [uncountable noun]. fire-water [noun] [uncountable noun] (কথ্য) হুইস্কি, জিন, রাম প্রভৃতি উগ্র সুরা। fire-wood (noun) জ্বালানি হিসেবে ব্যবহৃত কাঠ। fire-work [noun] [countable noun] (সংকেত বা আমোদ-প্রমোদের জন্য) আতশবাজি; (plural) (আলংকারিক অর্থ) বুদ্ধি, আবেগ, ক্রোধ ইত্যাদির প্রকাশ।
  • English Word fire 2 Bengali definition [ফাইআ(র্)] (verb transitive), (verb intransitive) (১) আগুন দেওয়া/লাগানো; অগ্নিসংযোগ করা; পুড়িয়ে ফেলা: fire a heap of dead leaves. (২) পোড়ানো; অগ্নিদগ্ধ করা; সেকা: fire bricks in a kiln; fire tea. (৩) জ্বালানি সরবরাহ করা; জ্বালানিযোগে চালু করা: a diesel fired furnace. (৪) fire up (ব্যক্তি সম্বন্ধে) (ক্রোধে, উত্তেজনায়) জ্বলে ওঠা: The manager fired up when he was accused of lying. (৫) উত্তেজিত/উদ্দীপিত করাfire somebody with something উৎসাহিত/উদ্দীপ্ত করা। (৬) গুলি/ গোলাবর্ষণ করা; তোপধ্বনি করা: fire a gun. fire at/into/on/ upon লক্ষ্য করে গুলি নিক্ষেপ বা বর্ষণ করা: fire at a target. fire away (ক) গুলি/গোলাবর্ষণ করতে থাকা; অবিরাম গুলি/গোলাবর্ষণ করা: The soldiers are firing away at the enemy. (খ) (লাক্ষণিক) শুরু করা; এগিয়ে যাওয়া। (গ) খরচ করে ফেলা: Don’t fire away all your ammunition. firing-line (noun) (খন্দকের) যে সম্মুখ সারি থেকে সৈন্যরা শত্রুদের উপর গুলি চালায়। firing-party/ firing squad (noun) সামরিক অন্ত্যেষ্টিক্রিয়ায় কিংবা সামরিক মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য গুলিবর্ষণে নিয়োজিত সেনাদল। (৭) (কথ্য) (কর্মচারীকে) বরখাস্ত করা
  • English Word firkin Bengali definition [ফাকিন্‌] (noun) ছোট পিপা
  • English Word firm 1 Bengali definition [ফাম] (adjective) (firmer, firmest) (১) দৃঢ়; কঠিন; শক্ত; ঘন; টানটান: firm flesh/muscles. be on firm ground নিজের তথ্যভিত্তি সম্বন্ধে সুনিশ্চিত থাকা। (২) অনড়; অটল; বলিষ্ঠ; স্থির; অনমনীয়; কড়া; দৃঢ়; দৃঢ়চিত্ত: a firm conviction; firm in/ of purpose. (৩) (ব্যক্তি, শরীর, চলন, শারীরিক বৈশিষ্ট্য ইত্যাদি সম্বন্ধে) অকম্প; স্থির; দৃঢ়: a firm voice. □ (verb transitive), (verb intransitive) দৃঢ়, কঠিন ইত্যাদি হওয়া বা করা। firmly (adverb) দৃঢ়ভাবে; শক্ত করে ইত্যাদি। firmness (noun) দৃঢ়তা; দার্ঢ্য; কঠিন; অনমনীয়তা; বলিষ্ঠতা; দৃঢ়চিত্ততা।
  • English Word firm 2 Bengali definition [ফাম্] [noun] (Countable noun) ব্যবসায়ে নিয়োজিত (দুই বা ততোধিক) ব্যক্তিবর্গ; ব্যবসাপ্রতিষ্ঠান; ব্যবসা
  • English Word firmament Bengali definition [ফামামান্‌ট্] (noun) the firmament গ্রহনক্ষত্র ও চন্দ্রসূর্যসহ আকাশ; নভোমণ্ডল; মহাকাশ; অন্তরীক্ষ
  • English Word first 1 Bengali definition [ফাস্‌ট্‌] (adjective) (১) (সংক্ষেপ 1st) প্রথম; পয়লা; আদি; আদ্য: first principles, মূল সূত্রাবলি। at first sight প্রথম দৃষ্টিতে; আপাতদৃষ্টিতে। in the first place প্রথমত; প্রথম কথা। first thing প্রথম কাজ/পদক্ষেপ। first things first সবচেয়ে জরুরি কাজ সবার আগে। not to know the first thing about something (কোনো বিষয়ে) কিছুই না-জানা। (২) (যৌগশব্দে বিশিষ্ট প্রয়োগ) first aid (noun) [uncountable noun] প্রাথমিক চিকিৎসাfirst base (বেইসবল) মাঠে প্রথম বেইস দ্রষ্টব্য base 1 (৬). get to first base (লাক্ষণিক) সাফল্যের সঙ্গে শুরু করা। first class (noun) (জাহাজ, ট্রেন, বিমান ইত্যাদিতে) প্রথম শ্রেণি। দ্রষ্টব্য class (৭).first class (adjective) প্রথম শ্রেণির; উৎকৃষ্ট: a first class degree. □ (adverb) প্রথম শ্রেণিতে: travel first-class. first cost (noun) (বাণিজ্য) মুনাফা বাদে খরচ। first degree, দ্রষ্টব্য degree. first floor (noun) (British/Britain) দোতলা; (America(n)) নিচের তলা। first form (noun) (British/Britain) মাধ্যমিক বিদ্যালয়ের সর্বনিম্ন শ্রেণি। first-fruits (noun) (plural) মৌসুমের প্রথম ফসল; (লাক্ষণিক) কাজের প্রাথমিক ফল। first gear সর্বনিম্ন গিয়ার gear (১) দ্রষ্টব্য . firsthand (adjective), (adverb) সরাসরি(ভাবে) ; প্রত্যক্ষসূত্রে (প্রাপ্ত):firsthand information. at first hand সরাসরি; প্রত্যক্ষভাবে first lady (America(n)) রাষ্ট্রপ্রধান বা কোনো রাজ্যের গভর্নরের পত্নী first name (noun) (পারিবারিক নামের সঙ্গে বৈপরীত্যক্রমে) প্রদত্ত নাম; প্রথম নাম। first night (noun) (নাটক, অপেরা ইত্যাদি মঞ্চায়নের) প্রথম রজনী। সুতরাং, first-nighter (noun) যে ব্যক্তি নিয়মিতভাবে নাটক ইত্যাদির প্রথম রজনীতে দর্শক হিসেবে উপস্থিত থাকে। first mate (noun) দ্রষ্টব্য mate (২)। first of fender যে অপরাধী পূর্বে কখনো দণ্ডিত হয়নি; প্রথম অপরাধী। first person (ব্যাকরণ) উত্তম পুরুষ। first-rate (adjective) সর্বোৎকৃষ্ট শ্রেণির; শ্রেষ্ঠ; অত্যুত্তম; a first rate novel. □(adverb) (কথ্য) চমৎকারভাবে: getting on first rate . firstly (adverb) প্রথমত; সর্বপ্রথমে।
  • English Word first 2 Bengali definition [ফাস্‌ট্‌] (adjective) (১) (জোর দেওয়ার জন্য অনেক সময় first of all; first and foremost) সবার আগে; সর্বাগ্রে; সর্বপ্রথম: I came first. Women and childern first. পুরুষদের আগে নারী ও শিশুরা। First come, first serverd যারা আগে আসবে তারা অগ্রাধিকার পাবে; প্রথমাগতের অগ্রাধিকার। last in, first out (বিশেষ) বরখাস্তের ক্ষেত্রে সবশেষে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে আগে বরখাস্ত করা। first and last সব মিলিয়ে; সামগ্রিকভাবে। firstborn (noun), (adjective) প্রথম/জ্যেষ্ঠ-(সন্তান)। (২) প্রথমবার: I met him first in a party. (৩) আগে: You should go to the station first. (৪) বরঞ্চ; পছন্দনীয়ভাবে: I would beg first, অসৎপথে জীবিকা অর্জন করার চেয়ে ভিক্ষা করাও উত্তম।
  • English Word first 3 Bengali definition [ফাস্‌ট্‌] (noun) (১) at first প্রথমেfrom the first প্রথম/শুরু থেকে। (২) (পরীক্ষা বা প্রতিযোগিতা) প্রথম শ্রেণি; প্রথম শ্রেণিতে উত্তীর্ণ: She hopes to get a first in Chemistry.
  • English Word firth Bengali definition [ফাথ্] (noun) সাগরের সংকীর্ণ শাখা; খাঁড়ি; (বিশেষত স্কটল্যান্ডে) নদীর মোহনা।
  • English Word fiscal Bengali definition [ফিস্‌ক্‌ল্‌] (adjective) সরকারি রাজস্বসংক্রান্ত। দ্রষ্টব্য year(s).
  • English Word fish 1 Bengali definition [ফিশ্] (noun) (plural 'fishs' বা 'fishes') (১) [countable noun] মাছ; মৎস্য; মীনa pretty kettle of fish বিশৃঙ্খল অবস্থা। have other fish to fry আরো জরুরি কিছু করার থাকা। There’s as good fish in the sea as ever came out of it (প্রবাদ) একটি সুযোগ নষ্ট হলেও সুযোগের অভাব হবে না। (২) [uncountable noun] খাদ্য হিসেবে মাছ(৩) (যৌগশব্দ) fish bone (noun) (মাছের) কাঁটাfishcake (noun) আলু, ডিম, পাউরুটির টুকরা ইত্যাদি মেশানো কোপ্তা-করা মাছের বড়াবিশেষ; মাছের বড়া। fish and chips গরম তেলে ডুবিয়ে ভাজা মাছ ও আলুর ফালি। fish creel মাছের ঝুড়ি। fish finger (noun) (America(n) fish stick) পাউরুটির ভেতরের অংশ দিয়ে মাখানো মাছের ছোট ছোট সরু টুকরা, যা ভেজে বা সেকে যেতে হয়। fish hook (noun) বড়শি। fish knife (noun) মাছ খাওয়ার ছুরি। fishmonger (noun) মৎস্যব্যবসায়ী; মেছো। fish paste (স্যান্ডউইচ ইত্যাদির উপর লাগানো) মাছের পিষ্টক। fish-slice (noun) মাছ কেটে পরিবেশনের জন্য টেবিলে ব্যবহৃত ছুরিবিশেষ। fishwife (noun) (কথ্য) অমার্জিত; দুর্মুখ স্ত্রী। fishy (adjective) (১) মাছের গন্ধ বা স্বাদযুক্ত; মেছো; আঁশটে: a fishy smell. (২) (কথ্য) সন্দেহজনক: a fishy story.
  • English Word fish 2 Bengali definition [ফিশ্] (verb intransitive), (verb transitive) মাছ ধরা; মৎস্য শিকার করা; (লাক্ষণিক) পরোক্ষ উপায়ে পাওয়ার চেষ্টা করা: fish for information/ compliments. fish in troubled waters বিশৃঙ্খল অবস্থার সদ্ব্যবহার করে নিজের জন্য সুবিধা আদায়ের চেষ্টা করা; ঘোলাজলে মৎস্য শিকার করা। (২) (নদী, জলাশয় ইত্যাদিতে) মাছ ধরার চেষ্টা করা: fish a river/a pool ধরার চেষ্টা করা: fish catfish. (৩) fish up (out of)/(from); fish out (of/from) তোলা; তুলে নেওয়া; ওঠানো; out a ring from a tub. fishing (noun) [uncountable noun] মৎস্যশিকার; মাছ ধরা। fishing-line (noun) (মাছ ধরার জন্য) বড়শিসহ সুতা। fishing-rod (noun) মাছ ধরার ছিপ। fishing-tackle (noun) [uncountable noun] মাছ ধরার সরঞ্জাম।
  • English Word fisher Bengali definition [ফিশা(র্)] (noun) (প্রাচীন প্রয়োগ) জেলে; ধীবরfisher man [ফিশামান্‌] (noun) (plural fisher men) মৎস্যজীবী; জেলে; ধীবর।
  • English Word fishery Bengali definition [ফিশারি] (noun) (১) (plural fisheries) সাগরের যে অংশে মাছ ধরা হয়; মৎস্যশিকার এলাকা(২) মাছের খামার; মৎস্যচাষ
  • English Word fishplate Bengali definition [ফিশপ্লেইট্] (noun) যে দুটি (লোহার) পাতের সাহায্যে স্লিপারের সঙ্গে রেলকে যুক্ত করা হয়, তাদের যেকোনো একটি
  • English Word fissile Bengali definition [ফি্সাইল্ America(n) ফিস্‌ল্‌] (adjective) বিদীর্ণ হওয়ার প্রবণতাবিশিষ্ট; বিদারপ্রবণ: fissile material (যেমন যে ধরনের পদার্থকে পারমাণবিক চুল্লিতে বিদীর্ণ করা যেতে পারে)।
  • English Word fission Bengali definition [ফিশ্‌ন্‌] [noun] [uncountable noun] বিদারণ, বিভাজন; ( যেমন এক কোষ ভেঙে দুই কোষ হওয়া কিংবা পারমাণবিক বোমা বিস্ফোরণে ইউরেনিয়াম প্রভৃতি পরমাণুকেন্দ্রের বিদারণ)। fissionable [ফিশ্‌নাব্‌ল্] (adjective) বিদারণীয়।
  • English Word fissiparous Bengali definition [ফিসিপারাস্‌] (adjective) (কোষ) বিদারণজনিত
  • English Word fissure Bengali definition [ফিশা(র্‌)] [noun] [countable noun] চিড়; ফাটল; রন্ধ্র; সন্ধি
  • English Word fist Bengali definition [ফিস্‌ট্‌] (noun) মুষ্টি; মুঠাfisti-cuffs [ফিস্‌টিকাফ্‌স্‌] (noun) (plural) (সাধারণত হাস্যরসাত্মক) মুষ্টামুষ্টি; ঘুসাঘুসি।
  • English Word fistula Bengali definition [ফিস্‌টিউলা] (noun) সরু মুখবিশিষ্ট নলসদৃশ দীর্ঘ ক্ষত; ভগন্দর; নালিব্রণ
  • English Word fit 1 Bengali definition [ফিট্] (adjective) (fiter, fitest) (১) fit (for) যোগ্য; উপযুক্ত; যোগ্যতাসম্পন্ন: It is not fit for human consumption. (২) উচিত; সঙ্গত: It is not fit that you should abuse that innocent boy. think/see fit (to do something) উপযুক্ত মনে করা; মনস্থির করা: I don’t see fit to comply with your request. (৩) প্রস্তুত; ভালো অবস্থায়; (অপিচ, কথ্য adverb রূপে): We kept on marching till we were fit to sink to the ground. (৪) খেলাধুলা করার উপযুক্ত; সুস্থসবল; শারীরিকভাবে উপযুক্ত: fit for work; keep fit. fitly (adverb) উপযুক্ত রকম; উচিতভাবে ইত্যাদি। fitness (noun) [uncountable noun] (১) উপযোগিতা; ঔচিত্য: the fitness of things, যা ন্যায়সঙ্গত ও যথোপযোগী। (২) শারীরিক যোগ্যতা; স্বাস্থ্য-সবলতা
  • English Word fit 2 Bengali definition [ফিট্] (verb transitive), (verb intransitive) (fitted, fitting, fits) (১) মানানসই/মাপসই হওয়া; (গায়ে, পায়ে ইত্যাদিতে লাগা; মেলা: The frock fits her well. (২) fit (on) (বিশেষত বস্ত্র) ঠিকমতো গায়ে লাগে কি না; যাচাই করে দেখা(৩) fit (on) লাগানো; বসানো: fit a new coat-hanger on a wall. (৪) fit (for) তৈরি করা; উপযুক্ত/মানানসই/লাগসই/যোগ্য করা: This training will fit you for the job. (৫) fit in (with) খাপ খাইয়ে নেওয়া; সামঞ্জস্যপূর্ণ/উপযোগী করা বা হওয়া: The programme must fit in with my holidays. (৬) fit somebody/something out/up সুসজ্জিত করা; প্রয়োজনীয় সাজসরঞ্জাম সরবরাহ করা; তৈরি/প্রস্তুত করা: a conference room fitted up with modern amenities. □ (noun) (সাধারণত a + adj + fit) কোনো বস্তু (পোশাক) যেভাবে মানায়: The suit is a perfect fit.
  • English Word fit 3 Bengali definition [ফিট্‌] (noun) (১) রোগের আকস্মিক (সাধারণত ক্ষণস্থায়ী) আক্রমণ বা প্রকোপ; দমক; আবেশ: a fit of coughing; a fainting fit, মূর্ছা। (২) চৈতন্যলোপ ও প্রচণ্ড আক্ষেপসহ সন্ন্যাস, মৃগী বা পক্ষাঘাত রোগের আকস্মিক আক্রমণ; মূর্ছা; উন্মাদাবেশ: fall down in a fit, মূর্ছিত/মূর্ছাপ্রাপ্ত হওয়া। give somebody a fit (কথ্য) (বিস্ময়ে, মানসিক আঘাতে) হতচেতন করা; ভিরমি লাগানো। have a fit (কথ্য) হতচেতন হওয়া; ভিরমি খাওয়া। (৩) স্বল্পস্থায়ী; আকস্মিক প্রকাশ; স্ফুরণ: a fit of energy enthusiasm/anger. by/in fits and starts থেকে থেকে; অনিয়মিতভাবে। (৪) মেজাজ; উদ্দীপনা: He will work frenziedly while the fit is on. fitful [ফিট্‌ফল্] (adjective) থেকে থেকে ঘটে বা আসে-যায় এমন; ক্ষণস্থায়ী; দমকা: a fitful breeze; fitful bursts of enthusiasm. fitfully [ফিট্‌ফালি] (adverb) থেকে থেকে; দমকে দমকে।
  • English Word fitment Bengali definition [ফিটমান্‌ট্] (noun) সাজসরঞ্জাম; আসবাব: kitchen fitment, যেমন সিংক, তাক, কাজ করার টেবিল, বিশেষত যখন এগুলি একটিকে তার একক হিসেবে তৈরি করা হয়।
  • English Word fitter Bengali definition [ফিটা(র্)] (noun) (১) (দরজির ব্যবসায়ে) যে ব্যক্তি পোশাক কেটে-ছেঁটে মাপসই করে(২) (প্রকৌশল) যে কারিগর ইনজিন, যন্ত্র ইত্যাদির তৈরি অংশসমূহ সংযোজিত ও সমন্বিত করে; ফিটার-মিস্ত্রি
  • English Word fitting Bengali definition [ফিটিঙ্] (adjective) (১) উপযুক্ত; সমুচিত; যোগ্য; সঙ্গত; যথাযথ (noun) মানানসই/লাগসই করার কাজ: requries a fitting. (২) কোনো ভবনে সংযোজিত প্রয়োজনীয় সাজসরঞ্জামবিশেষ; স্থায়ীভাবে সংযোজিত বস্তুসমূহ (plural); সংযোজনাদি: gas and electric light fittings. (৩) (plural) সরঞ্জাম: office fittings.
  • English Word five Bengali definition [ফাইভ] (noun), (adjective) পাঁচ; পঞ্চ; দ্রষ্টব্য পরি. ৪, ৫fivefold (adjective) পাঁচ অংশযুক্ত; পঞ্চধা; পাঁচ গুণ। five ence [ফাইফ্‌পান্‌স্‌] (noun) পাঁচ পেনির মুদ্রা। five penny [ফাইফপানি](adjective) পাঁচ পেনি দামের। fiver [ফাইভা(র্)] (noun) (কথ্য) (British/Britain) পাঁচ পাউন্ডের নোট; (America(n)) পাঁচ ডলারের নোট।