Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word falcon Bengali definition [ফোল্‌কান্ America(n) ফ্যাল্‌কান্‌] (noun) বাজপাখি; শ্যেনfalconry [ফোল্‌কান্রি] (noun) [uncountable noun] বাজপাখির সাহায্যে শিকার করার খেলা; বাজপাখিকে প্রশিক্ষণদানের বিদ্যা।
  • English Word fall 2 Bengali definition [ফেল্] (noun) পশুচর্ম; পশমে ঢাকা গাত্রচর্ম
  • English Word fall 1 Bengali definition [ফো্‌ল্] [noun] [countable noun] (১) পতন; পড়ে যাওয়ার ক্রিয়া: a fall of a person from a horse; fall of a fruit from a tree; the fall of an empire; কমা: a fall in price/temparature. the Fall (of man) আদমের পাপ ও এর পরিণতি। fallguy (noun) (কথ্য) সহজে প্রতারিত ব্যক্তি; যাকে অন্যের দুষ্কর্ম বা নিন্দার বোঝা বইতে হয়। (২) বৃষ্টিপাতের পরিমাণ; কোনো কিছুর পতনকালে বা নিম্নমুখী গমনকালে অতিক্রান্ত দূরত্ব: The fall of the river here is over ten feet. (৩) (প্রায়ই বহুবচন) জলপ্রপাত: Niagara Falls. (America(n)) শরৎকাল: in the fall; last year of (attributive(ly)) fall fashions.
  • English Word fall 2 Bengali definition [ফো্ল্] (verb intransitive) (past tense fell, past participle fallen) (১) fall (down/over) পড়া; পড়ে যাওয়া; পতিত হওয়াfall on one’s feet (লাক্ষণিক) সৌভাগ্যবান হওয়া; সফলভাবে বিপদ কাটিয়ে ওঠা। fall short (ক্ষেপণাস্ত্র) বেশিদূর না-যাওয়া। fall short of কম হওয়া; অপেক্ষাকৃত নিম্নমানের হওয়া: His work fell short of our expectations. falling star উল্কা। (২) fall (down/over) ভূপতিত হওয়া; ধ্বংসপ্রাপ্ত হওয়া; নিহত হওয়া: He fell in battle. পতন ঘটা বা শেষ হওয়া: All the wickets fell before lunch. fall flat (লাক্ষণিক) ঈপ্সিত ফললাভে ব্যর্থ হওয়া: All his attempts fell that. fall flat on one’s face উপুড় হয়ে পড়াfall over oneself জবুথবু হওয়ার ফলে বা অতি ব্যস্ততার ফলে পড়ে যাওয়া; (লাক্ষণিক) অতিশয় ব্যগ্র হওয়া। the fallen যুদ্ধে নিহত ব্যক্তিবর্গ। (৩) fall down ঝুলে পড়া(৪) কমে যাওয়া; হ্রাস পাওয়া; নিস্তেজ হওয়া(৫) fall (into) শ্রেণিভুক্ত হওয়া; বিশেষ অবস্থায় পৌঁছা: Nations fall into two categories, the rich and the poor. to fall asleep ঘুমিয়ে পড়া: to fall into poverty, দরিদ্রদশায় পৌঁছা বা গরিব হয়ে পড়া। fall in love (with) (কারো) প্রেমে পড়া। fall out of love (with) (কারো) প্রেমে থেকে বিচ্যুত হওয়া। (৬) fall (upon) নেমে আসা: Darkness fell upon the spot, জায়গাটিতে অন্ধকার নেমে এল অর্থাৎ অন্ধকার হয়ে গেল; Silliness fell upon everything, সবকিছু নীরব হয়ে গেল; Fear fell upon him, সে ভীত হয়ে পড়ল। (৭) (প্রাচীন প্রয়োগ) পাপ করা; অন্যায়ের কাছে নতিস্বীকার করাfallen woman (প্রাচীন প্রয়োগ) বিয়ের আগে সতীত্বহানি হয়েছে এমন মহিলা (তুলনীয় পতিতা)। (৮) (নগর, দুর্গ ইত্যাদির) পতন ঘটা বা শত্রুকবলিত হওয়া(৯) fall on (কিছুর উপর) পড়া: My eye suddenly fell on the picture. The light fell on her face. (১০) fall on/upon/to ঘটনাচক্রে বা অনিবার্যভাবে (কারো উপর) এসে পড়া: The blame fell upon me, আমার উপর দোষ এসে পড়ল। (১১) ঢালু হওয়া: Riverbeds fall towards the sea. (১২) সংঘটিত বা অনুষ্ঠিত হওয়া: My birthday will fall on Sunday. (১৩) উচ্চারিত হওয়া: Not a word fell from his lips, তার মুখ থেকে কোনো কথা বের হলো না। (১৪) বিশেষ প্রয়োগ: fall about (laughing/with taughter) (কথ্য) হাসতে-হাসতে গড়িয়ে পড়া; হাসিতে ফেটে পড়া। fall among somebody কারো সঙ্গে জড়িয়ে পড়া: to fall among evil companions. fall away ত্যাগ করে চলে যাওয়া: All his friends fell away; অদৃশ্য হওয়া; Differences of opinions soon fell away. fall back পশ্চাদপসরণ করা; পিছু হটা। fall back on something শেষ অবলম্বন হিসেবে রাখা। fall behind (with something) পিছনে পড়ে থাকা; পিছিয়ে পড়া। fall down (on something) (কথ্য) কোনো কাজে বা প্রত্যাশায় ব্যর্থ হওয়া। fall for something/somebody (কথ্য) কারো বা কিছুর মায়া বা আকর্ষণে মুগ্ধ হওয়া। fall in (ক) ভেঙে পড়া; (খ) (সামরিক) কুচকাওয়াজের জন্য সারি বেঁধে দাঁড়ানো; (গ) মেয়াদোত্তীর্ণ হওয়া। fall in with somebody/something সাক্ষাৎ পাওয়া; সম্মত হওয়া। fall into line (with somebody/something) একমত হওয়া; গ্রহণ করা (কোনো কর্মপদ্ধতি ইত্যাদি)। fall off ক্ষুদ্রতর হওয়া; কম হওয়া; Sale proceeds fell off last year. fall on something/somebody আক্রমণ করা; ঝাঁপিয়ে পড়া। fall out (ক) (সামরিক) লাইন ত্যাগ করে সরে যাওয়া; (খ) ঘটা: It so fell out that he could not manage time; (গ) পরিত্যাগ করা: the fall out rate of students. fall out (with somebody) (কারো সঙ্গে) কলহ করা। fall out (noun) [uncountable noun] নিউক্লীয় বিস্ফোরণের পর বায়ুমণ্ডলে সঞ্চারিত তেজস্ক্রিয় ধূলিরাশি। fall through ব্যর্থ হওয়া: The plan fell through. fall to কোনো কিছু করতে শুরু করা। fall under something শ্রেণিভুক্ত হওয়া; আওতাভুক্ত হওয়া: The total expenditure falls under two major heads.
  • English Word fall 3 Bengali definition [ফে্ল্] (noun) শিলাময় উচ্চ পতিত ভূখণ্ড (বিশেষত উত্তর ইংল্যান্ডের)।
  • English Word fall 4 Bengali definition [ফে্ল্] (verb transitive) ভূপাতিত করা; (গাছ) কেটে ধরাশায়ী করা।
  • English Word fallacy Bengali definition [ফ্যালাসি্‌] (noun) (fallacies) (১) [countable noun] ভুল বা মিথ্যা বিশ্বাস(২) [uncountable noun] মিথ্যা যুক্তি; হেত্বাভাসfallacious [ফা্লেইশাস্‌] (adjective) বিভ্রান্তিকর; ভ্রান্তিমূলক।
  • English Word fallen Bengali definition = fall 2 -এর past participle
  • English Word fallibility Bengali definition (noun) ভ্রমপ্রবণতা
  • English Word fallible Bengali definition [ফ্যালাব্‌ল্] (adjective) ভ্রমপ্রবণ; পতনপ্রবণ
  • English Word Fallopian tube Bengali definition [ফালাউপিআন টিউব 'America(n) ফালাউপিআন টূব] (noun) (ব্যবচ্ছেদবিদ্যা) = oviduct, ডিম্বনালি
  • English Word fallow Bengali definition [ফালাউ] (adjective) (noun) [uncountable noun] (জমি) পতিত
  • English Word fallowdeer Bengali definition [ফ্যালাউ-ডিআ(র্)] (noun) (plural অপরিবর্তিত) লালচে হলুদ গাত্রাবরণযুক্ত ছোট ইউরেশীয় হরিণবিশেষ
  • English Word false Bengali definition [ফো্‌লস্] (adjective) (১) ভ্রান্ত; মিথ্যা: a false statement. (২) প্রতারণামূলকsail under false colours (ক) (জাহাজ) ব্যবহার করার অধিকার নেই এমন পতাকা বহন করা; (খ) (লাক্ষণিক) যা নয় তা হওয়ার ভান করা। a false bottom স্যুটকেস, সিন্দুক ইত্যাদির তলদেশের গুপ্ত অংশ। (৩) কৃত্রিম; মেকি; জাল(৪) অযথার্থভাবে অভিহিত: the false acacia. play somebody false কাউকে প্রতারণা করা বা ঠকানো। falsely (adverb) falseness (noun)
  • English Word falsehood Bengali definition [ফো্‌ল্‌স্‌হুড্] [noun] [countable noun] (১) মিথ্যা; মিথ্যা বিবরণ(২) মিথ্যাভাষণ; মিথ্যাকথন
  • English Word falsetto Bengali definition [ফো্‌ল্‌সেটাউ] (noun) (falsettos) (পুরুষ) অতিউচ্চ কণ্ঠস্বর; চড়া সুর
  • English Word falsies Bengali definition [ফোল্‌সিজ্] (noun) (falsies) (কথ্য) স্তনাকৃতি সুদৃশ্য করতে ব্যবহৃত নরম কাপড়ের পট্টিযুক্ত বক্ষবন্ধনী বা ব্রা
  • English Word falsify Bengali definition [ফোলসিফাই] (verb transitive) (past tense past participle falsified) জাল করা; to falsify records. (২) মিথ্যা বর্ণনা করা; অসত্যভাবে তুলে ধরা: to falsify a story. falsification [noun] [uncountable noun] জালকরণ; মিথ্যা বর্ণনা দেওয়া; [countable noun] প্রতারণামূলক পরিবর্তন।
  • English Word falsity Bengali definition [ফোল্‌সাটি] (noun) (১) [uncountable noun] মিথ্যা; ভ্রান্তি(২) [countable noun] (plural falsities) মিথ্যা, প্রতারণামূলক বা বিশ্বাসঘাতকতামূলক কর্ম, আচরণ, বিবৃতি ইত্যাদি
  • English Word falter Bengali definition [ফোল্‌টা(র্)] (verb intransitive), (verb transitive) (১) ভয়ে-দুর্বলতায় অনিশ্চিত বা দ্বিধাপূর্ণভাবে চলা; স্খলিতচরণে চলা; হোঁচট খাওয়া(২) (স্বর) স্খলিতকণ্ঠে বলা বা তোতলানোfalter (out) দ্বিধাগ্রস্ত বা ভগ্নস্বরে বলা: faltered out few words. falteringly (adverb)
  • English Word fame Bengali definition [ফেইম্] [noun] [uncountable noun] খ্যাতি; যশfamed (adjective) খ্যাত।
  • English Word familiar Bengali definition [ফামিলিআ(র্)] (adjective) (১) familiar with কিছুর সঙ্গে সুপরিচিত; কিছু সম্পর্কে ভালো জ্ঞান আছে এমন(২) familiar to কারো কাছে সুপরিচিত বা সুবিদিত(৩) সাধারণ; চেনাজানা; প্রায়ই দেখা বা শোনা যায় এমন: a familiar voice. (৪) ঘনিষ্ঠ; অন্তরঙ্গ; ব্যক্তিগত: He is on familiar terms with Mr. Fahim. (৫) মাত্রাতিরিক্তভাবে ঘনিষ্ঠ। □ (noun) ঘনিষ্ঠ বন্ধু। familiarly (adverb) অন্তরঙ্গভাবে; ঘরোয়াভাবে।
  • English Word familiarity Bengali definition [ফামিলিঅ্যারাটি] (noun) (plural familiarities) (১) [uncountable noun] familiarity with/to পরিচয়; পরিচিতি; ভালো জ্ঞান; (প্রণয়জনিত) ঘনিষ্ঠতাFamiliarity breeds contempt (প্রবাদ) অতি ঘনিষ্ঠতা অশ্রদ্ধা বা বিরাগের জন্ম দেয়। (২) (plural) অনানুষ্ঠানিকতা; ঘনিষ্ঠ আচরণ
  • English Word familiarize, familiarizise Bengali definition [ফামিলিআরাইজ্‌] (verb transitive) (১) familiarize somebody/oneself with পরিচিত করানো: familiarize oneself with local customs. (২) সুপরিচিত বা সুবিদিত করা: These words have recently been familiarized by the news media. □ (noun) [uncountable noun] familiarization, familiarisation.
  • English Word family Bengali definition [ফ্যামালি] (noun) (plural families) (১) [countable noun] পরিবার; পরিজনবর্গ(২) [uncountable noun] বংশ: He comes of a respectable family. (৩) [countable noun] প্রাণী, উদ্ভিদ, ভাষা প্রভৃতির দল বা বর্গ: Indo-European family of languages; animals of the cat family. (৪) (attributive(ly) পরিবারসম্পর্কিত বা পারিবারিক: the family estate; in the family way (অপশব্দ মহিলা) গর্ভবতী। family doctor সাধারণ চিকিৎসক। family man সংসারাসক্ত মানুষ (তুলনীয় ছাপোষা মানুষ)। family name পারিবারিক নাম; বংশনাম। family planning পরিবার পরিকল্পনা। family tree বংশলতিকা।
  • English Word famine Bengali definition [ফ্যামিন্‌] (noun) ১ [uncountable noun] দুর্ভিক্ষ; চরম খাদ্যাভাব(২) [countable noun] দুর্ভিক্ষের ঘটনা(৩) দুর্ভিক্ষজনিত: famine prices, অগ্নিমূল্য।
  • English Word famish Bengali definition [ফ্যামিশ্‌] (verb intransitive), (verb transitive) (১) প্রচণ্ড ক্ষুধায় মৃতপ্রায় হওয়া: the old man was famishing for food. (২) (কর্মবাচ্যে) ক্ষুধায় মৃতপ্রায় করে ফেলা: I’m famished! (কথ্য) আমি ভীষণ ক্ষুধার্ত।
  • English Word famous Bengali definition [ফেইমাস্] (adjective) (১) বিখ্যাত; সুবিদিত(২) (বর্তমানে কথ্য) চমৎকারfamously (adverb) চমৎকারভাবে।
  • English Word fan 1 Bengali definition [ফ্যান্] পাখা; হাতপাখাতুল্য কিছু (যথা ময়ূরের পেখম)। fanlight (noun) দরজার উপরে পাখা আকৃতির জানালা।
  • English Word fan 2 Bengali definition [ফ্যান্‌] (verb transitive), (verb intransitive) (১) বাতাস করা: fan a fire, আগুন উসকে দেওয়া: fan the flame, (লাক্ষণিক) উত্তেজনা বাড়ানো। (২) (বাতাস) মৃদু বয়ে যাওয়া: The breeze fanned our faces. (৩) fan out পাখার আকৃতিতে খুলে যাওয়া(৪) পাখার আকৃতিতে বিস্তৃত করা