Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word sedation Bengali definition [সিডেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] প্রশান্তিদায়ক ওষুধ প্রয়োগে চিকিৎসা; ঐরূপ চিকিৎসাজনিত অবস্থা; প্রশমন; প্রশমিত অবস্থা: be under sedation.
  • English Word sedative Bengali definition [সেডাটিভ্‌] (noun), (adjective) স্নায়বিক উত্তেজনা ও মানসিক অস্থিরতা প্রশমিত করে এমন (ওষুধ); শমকtranquil ভুক্তিতে tranquillizer.
  • English Word sedentary Bengali definition [সেড্‌ন্‌ট্রি America(n) সেড্‌ন্‌টেরি] (adjective) (কাজ) বসে বসে করতে হয় এমন; (ব্যক্তি) অধিকাংশ সময় উপবিষ্ট থাকে এমন; আসনাশ্রিত; আসনারূঢ়।
  • English Word sedge Bengali definition [সেজ্‌] (noun) [uncountable noun] জলাভূমি বা জলের কিনারে গজানো ঘাসজাতীয় উদ্ভিদবিশেষ; হোগলা
  • English Word sediment Bengali definition [সেডিমান্‌ট্‌] (noun) [uncountable noun] তলানি; কল্ক; গাদ; পলিsedimentary [সেডিমেনট্রি] (adjective) পাললিক: sedimentary rocks, যেমন শ্লেট, বেলেপাথর, চুনাপাথর।
  • English Word sedition Bengali definition [সিডিশ্‌ন্‌] (noun) [Uncountable noun] মানুষকে কর্তৃপক্ষের বিরুদ্ধে খ্যাপিয়ে তোলা, সরকার অমান্য করতে প্ররোচিত করা ইত্যাদি উদ্দেশ্যে কোনো কথা বা কাজ; রাজবৈর: incitement to sedition. seditious [সিডিশা্স্‌] (adjective) রাজবৈরী: sedition speeches/writings.
  • English Word seduce Bengali definition [সিড্যিউস America(n) সিডূস্‌] (verb intransitive) seduce somebody (from/into something) (১) ভ্রষ্ট করা; কুকর্মে প্ররোচিত করা; (পাপকর্মে) প্রলোভিত/প্রলুব্ধ করা: seduce somebody from his duty. (২) আকর্ষণশক্তি, জাগতিক জ্ঞান ইত্যাদির সাহায্যে অপেক্ষাকৃত কম সংসারাভিজ্ঞ কাউকে যৌনমিলনে সম্মত করা; প্রলোভিত/প্রলুব্ধ করা: She was seduced by the young man’s honeyed words. seducer (noun) যে ব্যক্তি প্রলোভিত করে; প্রলোভক; প্রতারক।
  • English Word seduction Bengali definition [সিডাক্‌শ্‌ন্‌] (noun) (১) [uncountable noun, countable noun] প্রলোভন; প্রলোভিত হওন(২) অত্যন্ত আকর্ষণীয় ও মনোমুগ্ধকর কোনো বস্তু; প্রলোভন: surrender to the seduction of the big city. seductive (adjective) প্রলুব্ধকর; মনোমোহন; চিত্তাকর্ষক; লোভনীয়; মনোলোভা: seduction smiles, a seduction offer. seductionly (adverb) মনোমোহনরূপে ইত্যাদি।
  • English Word sedulous Bengali definition [সিড্যিউলাস্‌] America(n) সেজুলাস্] (adjective) নিয়ত প্রযত্নপর; অধ্যবসায়ী; অধ্যবসায়পূর্ণ: Fahim is a sedulous boy. sedulously (adverb) অধ্যবসায়ের সঙ্গে; preparing sedulously for the examination.
  • English Word see 1 Bengali definition [সী] (verb intransitive), (verb transitive) (past tense saw [সো], past participle seen [সীন্]) (adverb) part preps-সহ প্রয়োগের জন্য নিচে ১১ দ্রষ্টব্য) (১) (প্রায়ই can, could-সহ; ঘটমানকালে ব্যবহার বিরল) দেখা; দেখতে পাওয়া; দর্শন করাseeing is believing (প্রবাদ) নিজের চোখে যা দেখা যায় সেটাই সবচেয়ে সন্তোষজনক প্রমাণ। be seeing things (মাতালের মতো) অলীক বস্তু দর্শন করা। (২) (প্রায়ই can ও could- সহ; ঘটমান কালে প্রয়োগ নেই) দেখতে পারা/পাওয়া; দেখা: Do you see that bird hovering over the house? He saw the burglar breaking the door open. see the back of somebody কারো হাত থেকে নিস্তার পাওয়া; শেষ বারের মতো দেখা; মুখ দেখতে না-পাওয়া। see the last of somebody কারো হাত থেকে নিস্তার পাওয়া; শেষবারের মতো দেখা; মুখ দেখতে না-পাওয়া। see the last of somebody/something চুকিয়ে দেওয়া; শেষবারের মতো দেখা। see the sights পর্যটক হিসেবে দর্শনস্থানসমূহ দর্শন করা। see stars চোখে সরষে ফুল দেখা। see visions ভবিষ্যদ্দর্শন করা; ভবিষ্যদ্দর্শী হওয়া। see one’s way (clear) to doing something কীভাবে ব্যবস্থা করা যাবে, বুঝে ওঠা; কিছু করার আগ্রহ বোধ করা: He saw his way to sending his son abroad. (৩) (imperative- এ) তাকানো; দেখা: See, how she looks. (৪) (ঘটমান কালে ব্যবহৃত হয় না) বোঝা; বুঝে ওঠা; বুঝতে পারা; ধরতে পারা; দেখা: Did you see the point of the story? As far as I can see, ...; I hope I’ll be able to lend a hand, but I’ll have to see, পরিস্থিতি বোঝার জন্য অপেক্ষা করতে হবে। see for oneself স্বচক্ষে/নিজে দেখা। not see the use/good/fun/advantage of doing something কোনো কিছু করার সার্থকতা/মজা/উপকারিতা ইত্যাদি সম্বন্ধে সংশয় বোধ করা। you see (বাক্যের মাঝখানে বিচ্ছিন্নভাবে প্রযুক্ত) (ক) যেহেতু আপনি অবশ্যই জানেন বা বোঝেন। (খ) যেহেতু এখন কথাটা আপনাকে না- বললেই নয়। seeing that একথা বিবেচনা করে; এই পরিপ্রেক্ষিতে। (৫) সংবাদপত্র বা পুথিপত্র থেকে জানা: He saw that the war had been declared. (৬) জ্ঞান বা অভিজ্ঞতা লাভ করা; দেখা: Did you ever see such happiness? I’ve seen a great deal in my long life. This pen of mine has seen many a long, sleepless night’s work. will never see thirty/forty etc again উক্ত বয়স ইতোমধ্যেই অতিক্রম করেছে। have seen the day/time when ... (অতীতের অবস্থাবিশেষের প্রতি মনোযোগ আকর্ষণার্থে ব্যবহৃত) এমন দিনও দেখেছে/দেখেছি, যখন She had seen the day when there were no radios. have seen better days দিন পড়ে গেছে; আগেকার প্রাচুর্য আর নেই। see somebody damned/in hell first (কিছু করতে চরম অসম্মতি জ্ঞাপনে ব্যবহৃত হয়) জাহান্নামে যাক; মরে গেলেও না। see service in something; see (good) service, দ্রষ্টব্য service. (৭) সাক্ষাৎকার/ দর্শন দেওয়া; দেখা/সাক্ষাৎ করা: I saw him on several occasions. When will you be seeing your solicitor? (এ অর্থে ঘটমান কাল ব্যবহৃত হয়)। be seeing you/ see you soon (কথ্য) চলি; দেখা হবে। (৮) কিছু করতে বা হতে দেওয়া; হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকা: I couldn’t see that boy dying without having proper medical care. How could you see the poor girl left all alone in that slitary place? (৯) মনোযোগ দেওয়া; যত্ন নেওয়া; দেখা: See that the goods are properly handled. (১০) ভাবা; কল্পনা করা: He saw himself as the next Prime Minister. (১১) (adverbial particle ও preps-সহ বিশিষ্ট প্রয়োগ): see about something বিহিত করা; দেখা: Don’t worry, I’ll see about the matter. See somebody about something (কোনো বিষয়ে) কারো সঙ্গে কথা বলা/দেখা করা/পরামর্শ করা: I must see a technician about this trouble. See somebody across something (রাস্তা ইত্যাদি) পার হতে সাহায্য করা; পার করে দেওয়া: see a blind man across the street. see (somebody) around (something): see (somebody) over (something). see you around! (অপশব্দ) দেখা হবে। see somebody back home বাড়িত পৌঁছিয়ে দেওয়া। see somebody off রেলস্টেশন, বিমানবন্দর, জাহাজঘাট ইত্যাদি পর্যন্ত গিয়ে কাউকে বিদায় জানানো। see somebody off something দরজা, গৃহ ইত্যাদির বাহির না-হওয়া পর্যন্ত কারো সঙ্গে যাওয়া: Would you please see this fellow off the gate? তাকে বিদায় করো। see somebody out (of something) বাড়ির দরজা পর্যন্ত এগিয়ে দেওয়া। see something out= see something through. see over something যত্নের সঙ্গে দেখা ও পরীক্ষা করা: see over an apartment that one is going to rent. see somebody over (something) (কোনো স্থান) ঘুরিয়ে দেখানো। see (somebody) round (something)= see (somebody) over (something). see through somebody/something ফন্দি, চালাকি ইত্যাদি ধরে ফেলা; কী ধরনের মানুষ বুঝতে পারা; ধরে ফেলা। see-through (adjective) (বিশেষত পোশাক) ভিতর দিয়ে দেখা যায় এমন; স্বচ্ছ। see somebody through (something) শেষ পর্যন্ত সাহায্য-সহযোগিতা, উৎসাহ দেওয়া। see something through কোনোকিছুর শেষ দেখে নেওয়া; শেষ পর্যন্ত চালিয়ে যাওয়া: If it comes to that, I will. see through it. see to something নজর/মনোযোগ দেওয়া; যত্নশীল হওয়া: Would you see to the arrangements for his travel abroad?
  • English Word see 2 Bengali definition [সী] (noun) বিশপের অধিকারভুক্ত এলাকা; বিশপের মর্যাদা, পদ ও এক্তিয়ার: the see of Canterbury; the Holy see /the see of Rome, পোপের শাসন/পদ।
  • English Word seed Bengali definition [সীড্] (noun) (plural 'seeds', কিংবা 'seed' অপরিবর্তিত) (১) বীজ; বিচি; আঁটি; দানাrun/go to seed বীজ হওয়ায় ফুল ফোটা বন্ধ হয়ে যাওয়া; (লাক্ষণিক) নিজের চেহারা ও বেশভূষা সম্বন্ধে উদাসীন হওয়া। seed-bed (noun) বীজতলা। seed-cake (noun) স্বাদগন্ধের জন্য কারোয়া প্রভৃতির দানাযুক্ত কেক; দানাদার কেক। seed-corn (noun) বীজ হিসেবে রক্ষিত শস্য; শস্যবীজ। seedsman [সীড্‌মান্] (noun) (plural seedsmen) বীজের কারবারি; বীজওয়ালা। seedtime (noun) বীজবপনের মৌসুম; রোয়ার সময়। (২) [uncountable noun] (প্রাচীন প্রয়োগ) সন্তান; সন্তানসন্তুতি; অপত্য: the seed of Abraham, হিব্রুগণ। (৩) মূল; কারণ; হেতু; নিদান; বীজ: sow the seeds of hatred. (৪) বীর্য; শুক্র; বীজ(৫) seed-potato বীজ হিসেবে রক্ষিত আলু, যা রোয়ার আগে অঙ্কুরিত করা হয়; বীজআলুseed-pearls (noun) (plural) ছোট মুক্তা/মোতি; মুক্তাফল। (৬) (খেলাধুলা) বাছাই করা: England’s No- 1 seed. নিচে ৪ দ্রষ্টব্য . □ (verb intransitive), (verb transitive) (১) (উদ্ভিদ) বীজ উৎপাদন করা; বীজ ঝরানো(২) বীজ বোনা: a field with rice. (৩) বিচি ছাড়ানো: seeded raisins, বিচিশূন্য কিশমিশ। (৪) (বিশেষত টেনিসে) দুর্বল খেলোয়াড়দের থেকে শক্তিশালী খেলোয়াড়দের পৃথক করা (পরবর্তী টুর্নামেন্টে যাতে ভালো প্রতিযোগিতা হয়): seeded players. seedless (adjective) বিচিশূন্য; বেদানা: seedless raisins. seedling [সীড্‌লিঙ্] (noun) চারা।
  • English Word seedy Bengali definition [সীডি] (adjective) (seedier, seediest) (১) বিচিপূর্ণ; বিচে; বীজল; বীজী(২) নোংরা; অপরিচ্ছন্ন; জরজর; আলুথালু; জর্জরিত: a seedy boarding house; a seedy-looking person. (৩) (কথ্য) অসুস্থ: feel seedy. seedily [সীডিলি] (adverb) নোংরা বেশে ইত্যাদি। seediness (noun)
  • English Word seek Bengali definition [সীক্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle sought [সোট্]) (আনুষ্ঠানিক) (১) খোঁজা; অন্বেষণ করা: seek a quarrel, ঝগড়া বাধাতে চাওয়া(২) চাওয়া: You should seek help. (৩) চেষ্টা করা; প্রয়াস পাওয়া(৪) seek for অর্জনের চেষ্টা করা; unsought for seek, অযাচিত। (much) sought after (অত্যন্ত) চাহিদা আছে এমন; অত্যন্ত কাঙ্ক্ষিত/কাম্য।
  • English Word seem Bengali definition [সীম্‌] (verb intransitive) প্রতিভাত/প্রতীয়মান হওয়া; মনে/বোধ হওয়া; ধারণা হওয়া: He seem s to relish the joke. I don’t seem to get rid of that fellow, ঐ লোকটার হাত থেকে রেহাই পেতে অক্ষম বলে প্রতীয়মান হচ্ছে। seeming (adjective) আপাত দৃশ্যমান। seemingly (adverb) আপাতদৃষ্টিতে।
  • English Word seemly Bengali definition [সীম্‌লি] (adjective) (seemlier, seemliest) (আনুষ্ঠানিক) (১) (আচরণ) শোভন; যথোচিত; সঙ্গত(২) শালীন: a seemly occupation. seemliness (noun) শোভনতা; শালীনতা।
  • English Word seen Bengali definition [সীন্] see 1 -এর past participle
  • English Word seep Bengali definition [সীপ্] (verb intransitive) (তরল পদার্থ) চুয়ানো; ক্ষরিত হওয়াseepage [সীপিজ] (noun) [uncountable noun] ক্ষরণ।
  • English Word seer 1 Bengali definition [সিআ(র্‌)] (noun) যে ব্যক্তি ভবিষ্যৎ দেখতে পান বলে দাবি করেন; দ্রষ্টা; ভবিষ্যদ্দর্শী
  • English Word seer 2 Bengali definition [সীআ(র)] (noun) (সেকেলে) ওজনের এককবিশেষ; সের
  • English Word seersucker Bengali definition [সিআসাকা(র)] (noun) [uncountable noun] ডোরাকাটা নকশা ও কোঁচকানো জমিনের পাতলা বস্ত্রবিশেষ
  • English Word seesaw Bengali definition [সীসো] (noun) [countable noun, uncountable noun] লম্বা তক্তাবিশেষ, যার দুই মাথায় দুজন মানুষ বসে পর্যায়ক্রমে ওঠানামা করতে পারে; ঢেঁকিকল; উপর-নিচ বা ইতস্তত গতি: play at seesaw. □ (Verb intransitive) ঢেঁকিকলে চড়া; ওঠানামা বা আনাগোনা করা; (লাক্ষণিক) দ্বিধান্বিত/দোলায়মান হওয়া: seesaw between two options.
  • English Word seethe Bengali definition [সীদ্‌] (verb intransitive), (verb transitive) (১) seethe (with) ফুটে উপচে পড়া; ছাপিয়ে পড়া; গাদাগাদি/ঠাসাঠাসি হওয়া; গিজগিজ করা; বিক্ষুব্ধ/সংক্ষুব্ধ হওয়া (বিশেষত লাক্ষণিক); (ক্রোধ ইত্যাদিতে) টগবগানো/ফেটে পড়া: seethe with anger; streets seething with people. (২) (প্রাচীন প্রয়োগ) (রান্নার জন্য) সিদ্ধ করা; ফোটানো
  • English Word segment Bengali definition [সেগ্‌মেন্‌ট্‌] (noun) [Countable noun] (১) কর্তিতাংশ; ছিন্নাংশ: segment of a circle, বৃত্তাংশ। (২) বিভাগ; ছেদ; কোয়া: a segment of an orange. □ (verb transitive), (Verb intransitive) [সেগমন্‌ট্] বিভক্ত করা বা হওয়া; ভাগ/খণ্ড করা; বিখণ্ডিত করা। segmentation [সেগ্‌মান্‌টেইশ্‌ন্‌] (noun) (খণ্ডে) বিভাজন; খণ্ডকরণ; অংশকরণ; খণ্ডন; ছেদন।
  • English Word segregate Bengali definition [সেগ্‌রিগেইট্] (verb transitive) বাকি অংশ থেকে পৃথক করা; বিচ্ছিন্ন/বিশ্লিষ্ট/বিযুক্ত করা: segregate the sexes; segregate people with infectious diseases. segregation [সেগ্‌রিগেইশ্‌ন্‌] (noun) বিচ্ছিন্নকরণ; পৃথক্‌করণ; বিশ্লিষ্টতা; বিযুক্তকরণ: a policy of racial segregate. দ্রষ্টব্য integrate ভুক্তিতে integration.
  • English Word seine Bengali definition [সেইন] (noun) [Countable noun] মাছ ধরার বড় জালবিশেষ, যা পরদার মতো ঝুলতে থাকে; এর উপরের দিকে শোলার মতো ভাসমান টাঙ্গি এবং নিচের দিকে জালকাঠি বাঁধা থাকে; এই জাল দিয়ে মাছকে বেড় দেওয়া হয় এবং সাধারণত কূলে টেনে তোলা হয়; ভাসাজাল। □ (verb transitive), (verb intransitive) ভাসাজাল দিয়ে মাছ ধরা।
  • English Word seismic Bengali definition [সাইজ্‌মিক্] (adjective) ভূকম্পনঘটিতseismograph [সাইজ্‌মাগ্রা:ফ্‌ America(n) [সাইজ্‌মিগ্র্যাফ্‌] (noun) ভূমিকম্পের শক্তি, স্থায়িত্ব ও দূরত্ব মাপার যন্ত্রবিশেষ; ভূকম্পলিখ। seismology [সাইজ্‌মলাজি] (noun) [uncountable noun] ভূকম্পবিদ্যা। seismologist [সাইজ্‌মলাজিস্ট] (noun) ভূকম্পবিদ।
  • English Word seize Bengali definition [সীজ্‌] (Verb transitive), (verb intransitive) (১) (সম্পত্তি ইত্যাদি) আইনত দখল করা; জব্দ করা: seize somebody’s goods for payment of debt. (২) গ্রেফতার করা; পাকড়াও করা: seize a thief by the neck. (৩) seize (on/upon) পরিষ্কার দেখতে পাওয়া এবং ব্যবহার করা; সাগ্রহে গ্রহণ করা; লুফে নেওয়া: seize (upon) an idea/a chance/an opportunity. (৪) seize (up) (সচল যন্ত্রাংশ) (অতিরিক্ত তাপ, ঘর্ষণ ইত্যাদির কারণে) আটকে যাওয়া; কষে যাওয়াseized (participial adjective) জব্দকৃত; অধিকৃত। seizure [সীজা(র্‌)] (noun) (১) [uncountable noun, countable noun] জব্দকরণ; বাজেয়াপ্তকরণ: seize of contraband by customs officer. (২) [Countable noun] সন্ন্যাসের আক্রমণ; হৃদরোগের আক্রমণ
  • English Word seldom Bengali definition [সেল্‌ডাম্] (adverb) (সাধারণত verb- এর সঙ্গে স্থাপিত) কদাচিৎ; ক্বচিৎ; কালেভদ্রে: We seldom see him.
  • English Word select Bengali definition [সিলেক্‌ট্‌] (verb transitive) পছন্দ করা; নির্বাচিত করা; বেছে নেওয়া: select a pen/a gift for a friend; select teacher. □ (adjective) (১) সযত্নে নির্বাচিত; সুনির্বাচিত; select articles from magazines. (স্কুল, সমিতি ইত্যাদি) সযত্নে নির্বাচিত ব্যক্তিবর্গের বা ব্যক্তিবর্গের জন্য; সবার জন্য নয়: a select club, বাছা-বাছা লোকের ক্লাব: shown to a select audience. select committee (ব্রিটিশ লোকসভায়) কোনো বিশেষ তদন্তের জন্য নিয়োজিত ছোট কমিটি; নির্বাচিত কমিটি। selector [সিলেক্‌টা(র্‌)] (noun) যে বা যা নির্বাচন করে, যেমন জাতীয় ক্রীড়াদল ইত্যাদি নির্বাচনের জন্য গঠিত কমিটির সদস্য; নির্বাচক।