• Bengali Word integrate English definition [ইন্‌টিগ্রেইট্] (verb transitive) ১ (বিভিন্ন অংশ নিয়ে) সমগ্রতাসাধন করা; (যা অসম্পূর্ণ বা অপূর্ণাঙ্গ তাকে) সম্পূর্ণতা দান করা; সংহত করা: an integrated personality, যে ব্যক্তিত্বের শারীরিক, মানসিক ও আবেগিক উপাদানসমূহের মধ্যে পূর্ণ সামঞ্জস্য বিরাজ করে; অখণ্ড/|সুসংহত/সুডৌল বক্তিত্ব।
    integrated circuit (noun) একটিমাত্র টুকরা (যেমন সিলিকন) দিয়ে তৈরি অতিক্ষুদ্র বিদ্যুৎচক্র; অখণ্ড বিদ্যুৎচক্র। (২) বিভিন্ন গোষ্ঠী বা জাতিসত্তার মিশ্রণের দ্বারা সমতা অর্জন বা সাধন করা; অঙ্গীভূত করা বা হওয়া। integration [ইন্‌টিগ্রেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] অঙ্গীভূতকরণ; একাঙ্গীভবন; একাঙ্গীকরণ।