F পৃষ্ঠা ২৯
- English Word fritter 2 Bengali definition [ফ্রিটা(র্)] [noun] [countable noun] ময়দা, ডিম, দুধ ইত্যাদির লেইর মধ্যে (সাধারণত) ফলের পাতলা খণ্ড দিয়ে ভাজা পিঠাবিশেষ।
- English Word frivol Bengali definition [ফ্রিভ্ল্] (verb intransitive), (verb transitive) (frivolled, frivolling, frivols) (১) ছেবলামি করা; চপলতা করা; হেলাফেলা করা। (২) frivol away বোকার মতো সময়, অর্থ ইত্যাদি অপচয় করা।
- English Word frivolous Bengali definition [ফ্রিভালাস্] (adjective) (১) তুচ্ছ; হালকা; চপল; অকিঞ্চিৎকর: frivolous remarks/behaviour. (২) (ব্যক্তি) লঘুচিত্ত; ছেবলা; হালকা। frivolously (adverb) হালকাভাবে; লঘুচিত্তে; ছেবলামি করে। frivolity [ফ্রিভলাটি] (১) [noun] [uncountable noun] হালকাপনা; হালকামি; ছেবলামি; লঘুচিত্ততা। (২) [countable noun] (plural frivolities) হালকা কাজ বা কথাবার্তা।
- English Word frizz Bengali definition [ফ্রিজ্] (verb transitive) (চুল) কুঞ্চিত করা; কোঁকড়ানো। frizzy (adjective) (চুল) কুঞ্চিত; কোঁকড়া।
- English Word frizzle 1 Bengali definition [ফ্রিজ্ল্] (verb transitive), (verb intransitive) চড়চড় শব্দে রান্না করা বা হওয়া: catfish frizzling in the pan.
- English Word frizzle 2 Bengali definition [ফ্রিজ্ল্] (verb transitive), (verb intransitive) frizzle up (চুল) ছোট ছোট থোকায় কুঞ্চিত করা।
- English Word fro Bengali definition [ফ্রোউ] (adverb) to and fro সামনে-পেছনে; ইতস্তত: journeys to and fro between Rome and Milan.
- English Word frock Bengali definition [ফ্রক্] (noun) (১) স্ত্রীলোক বা বালিকাদের পোশাকবিশেষ; ফ্রক। (২) খ্রিস্টান সন্ন্যাসীদের ঢিলা আস্তিনওয়ালা লম্বা জোব্বাবিশেষ; আলখাল্লা। (৩) frock-coat (noun) সাধারণত বর্গাকার কোণবিশিষ্ট লম্বা কোটবিশেষ, যা উনিশ শতকে পুরুষের পরিধেয় ছিল।
- English Word frog 1 Bengali definition [ফ্রগ্ America(n) ফ্রোগ্] (noun) (১) ব্যাঙ; ভেক; মণ্ডূক; দর্দুর। frogman [ফ্রগমান] (noun) (plural frogmen) শ্বাসযন্ত্র এবং পায়ে বাঁধা তাড়নীর সাহায্যে জলের নিচে সাঁতারে দক্ষ ব্যক্তি; অন্তর্জল-সাঁতারু। frogmarch (verb transitive) (বন্দিকে) চারজনে তার হাত-পা ধরে, মুখ নিচের দিকে ফিরিয়ে টেনে নিয়ে যাওয়া। (২) জোব্বা আলখাল্লা প্রভৃতির সামনের দিক আটকানোর জন্য লম্বা বোতাম ও ফাঁস; হুড়কা। (৩) তরবারি, সঙ্গিন ইত্যাদি ঝোলানোর জন্য কোমরবন্দের সঙ্গে যুক্ত বন্ধনীবিশেষ; ফাঁস।
- English Word frog 2 Bengali definition [ফ্রগ্] (noun) অশ্বখুরের নিম্নভাগে থাকা স্থিতিস্থাপক শৃঙ্গময় পদার্থ।
- English Word frog 3 Bengali definition [ফ্রগ্] (noun) রেললাইনগুলো যেখানে পরস্পর ছেদ করে সেখানে স্থাপিত খাঁজকাটা লৌহখণ্ড।
- English Word frolic Bengali definition [ফ্রলিক্] (verb transitive) (past tense, past participle frolicked) প্রাণবন্ত ও আনন্দোচ্ছলভাবে খেলে বেড়ানো; ফুর্তি করা; আনন্দ-কৌতুকে উচ্ছল হওয়া। □(noun) [countable noun] আনন্দোচ্ছলতা; ক্রীড়াকৌতুক; আমোদপ্রমোদ। frolicsome [ফ্রলিকসাম্] (adjective) আমুদে; রঙ্গপ্রিয়; ক্রীড়াচঞ্চল; লীলাচঞ্চল।
- English Word from Bengali definition [ফ্রাম্; জোরালো রূপ: ফ্রম্] (preposition(al)) ১ (আরম্ভস্থলের সূচক) থেকে; হতে; অবধি: travel from Paris to Berlin. (২) (কালের প্রারম্ভসূচক) থেকে; হতে; অবধি: from childhood. (৩) (যে স্থান, বস্তু ইত্যাদির দূরত্ব, অনুপস্থিতি ইত্যাদি উল্লেখ করা হয়েছে, তাদের নির্দেশক) থেকে; হতে: twenty km from the city; far from blaming him. তাকে দোষারোপ করা দূরের কথা। (৪) (দাতা, প্রেরক প্রভৃতির সূচক): a parcel from his mother. (৫) (শিল্প, আদর্শ, নমুনা ইত্যাদির সূচক) থেকে: painted from nature/life. (৬) (নিম্নতম সীমানির্দেশক) থেকে: There are from ten to twelve defaulters. (৭) (উৎস নির্দেশক) থেকে: quotations from Bacon; from this point of view. (৮) (নির্মাণ-উপাদান নির্দেশক) থেকে: sugar is obtained from plant juices. (৯) (পৃথককরণ, অপসারণ, প্রতিষেধ, পলায়ন, পরিহার, বঞ্চনা ইত্যাদিসূচক) দ্রষ্টব্য verb ও noun ভুক্তিতে verb/noun + from) থেকে: The theif escaped from the prison. What stopped him from attending the meeting? ১০ (পরিবর্তনসূচক) থেকে: The number of students has dropped from thirty to twenty. (১১) (যুক্তি, কারণ বা উদ্দেশ্যসূচক) থেকে; দরুন; কারণে: suffer from headaches. From what I heard, he is blameless in this matter. (১২) (বিশিষ্টতা বা পার্থক্যসূচক): distinct/ different from others. (১৩) (adverb(s) এবং preposition(al) phrases-এর নিয়ন্ত্রক হিসেবে) থেকে: seen from above/below; looking at the child from above/under his spectacles.
- English Word frond Bengali definition [ফ্রন্ড্] (noun) ফার্ন বা তালগাছের যে অংশ পাতাসদৃশ।
- English Word front Bengali definition [ফ্রান্ট্] (noun) (১) the front সম্মুখ; সম্মুখভাগ; মুখ; সদর: the front of a building; (attributive(ly)) a front seat, সামনের আসন; a front room; the front page of newspaper, প্রথম পৃষ্ঠা। (be) in the front rank (লাক্ষণিক) প্রথম সারিব/নামজাদা/গুরুত্বপূর্ণ হওয়া। come to the front (লাক্ষণিক) বিশিষ্ট স্থান অধিকার করা; অগ্রস্থান অধিকার করা। in front (adverb), in front of (preposition(al)) সামনে; সম্মুখে। frontrunner (noun) (নির্বাচন ইত্যাদিতে) অগ্রগামী/সম্ভাব্য জয়ী ব্যক্তি। অপিচ দ্রষ্টব্য bench, door. (২) [countable noun] (যুদ্ধ) রণাঙ্গন; রণক্ষেত্র; (লাক্ষণিক) কর্মতৎপরতার জন্য সংগঠিত দল বা বিভাগ: You should look after the domestic front, (কথ্য) সাংসারিক দিক। (৩) শহরের সমুদ্রমুখী অংশের কিনারা, রাস্তা বা বিহারস্থান; হ্রদের কিনারাবর্তী রাস্তা; (সাগর) কিনার: a house on the front; drive along the (sea) front. (৪) [uncountable noun] have the front (to do something) (কিছু করার) আস্পর্ধা হওয়া। put on/show/present a bold front (আপাত) সাহসের সঙ্গে মোকাবিলা করা বা সম্মুখীন হওয়া। (৫) (shirt) front শার্টের (বিশেষত পুরুষের শার্টের মাড় দেওয়া) সম্মুখভাগ বা সিনা। (৬) (রঙ্গালয়) দর্শকমণ্ডলীর জন্য নির্ধারিত স্থান। (৭) (আবহ.) শীতল ও উষ্ণ বায়ুরাশির মধ্যবর্তী সীমারেখা; বায়ুরেখা: a cold/warm front. (৮) (কাব্যিক, আলংকারিক অর্থ) ললাট; মুখমণ্ডল। (৯) কোনো বেনামা ব্যক্তি বা গোষ্ঠীর গোপন বা অবৈধ কার্যকলাপের আচ্ছাদন হিসেবে কর্মরত আপাত নেতা (frontman) বা ব্যক্তিবর্গ (frontorganization); বাহ্যিক নেতা বা প্রতিষ্ঠান। □ (verb transitive), (verb intransitive) (১) মুখ করা; মুখী হওয়া: a house that fronts the sea. (২) (প্রাচীন প্রয়োগ) বিরোধিতা করা; সংঘর্ষে লিপ্ত হওয়া; মোকাবিলা করা: front danger.
- English Word frontage Bengali definition [ফ্রান্টিজ্] [noun] [countable noun] বিশেষত রাস্তা বা নদীর কিনার ধরে কোনো জমি বা ভবনের সম্মুখভাগে বিস্তৃতি; মুখপাত: residential plot with frontages on two streets.
- English Word frontal Bengali definition [ফ্রান্ট্ল্] (adjective) সম্মুখের; সামনাসামনি; মুখোমুখি; সম্মুখ: a frontal attack; full frontal nudity. দ্রষ্টব্য flank; rear.
- English Word frontier Bengali definition [ফ্রান্টিআ(র্) America(n) ফ্রানটিআর] [noun] [countable noun] (১) সীমান্ত; (বিশেষত অতীতে America(n)) জনবসতিপূর্ণ এলাকার শেষসীমা; যারপর শুধুই অনাবাদি বা জনবসতিহীন ভূমি: (attributive(ly)) frontier disputes/incidents. frontiersman [ফ্রান্টিজমান] (noun) (plural frontiersmen) সীমান্তবাসী; সীমান্তবর্তী অঞ্চলে নতুন স্থাপিত বসতিতে অগ্রগামী ব্যক্তি। (২) the frontiers (লাক্ষণিক) (বৈজ্ঞানিক গবেষণা ইত্যাদির) সদ্য আবিষ্কৃত তথ্যাবলির শেষসীমা: the frontiers of knowledge.
- English Word frontispiece Bengali definition [ফ্রানটিস্পীস্] (noun) (১) কোনো গ্রন্থের নামপত্রের উলটাদিকে স্থাপিত চিত্র; মুখচিত্র। (২) (অট্টালিকার) সদর দরজা/সম্মুখভাগ।
- English Word frost Bengali definition [ফ্রস্ট্ America(n) ফ্রোস্ট্] (noun) (১) [uncountable noun] আবহাওয়ার যে অবস্থায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়; [countable noun] উক্ত রূপ আবহাওয়া যে সময়ে বিরাজ করে; হিম: plants killed by frost; early frosts, শরৎকালের হিম; late frosts, বসন্তকালের হিম। Jack frost ব্যক্তিরূপে কল্পিত হিম; হিমমানব। frost-bite [noun] [uncountable noun] হিমায়িত হওয়ার দরুন দেহকলার জখম; হিমদংশ। frost-bitten (adjective) তুষারাবৃত; তুষারপীড়িত। frost-bound (adjective) (ভূমি সম্বন্ধে) হিমের দরুন কঠিনীভূত; হিমকঠিন। (২) [uncountable noun] ভূমি, ছাদ, গাছপালা ইত্যাদির উপর হিমায়িত বাষ্পের গুঁড়ার আবরণ; নীহারকণা: white/hoar frost. (৩) [countable noun] (কথ্য) যে ঘটনা প্রত্যাশা পূরণ করতে কিংবা উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করতে ব্যর্থ: The show was a frost, কেউ উপভোগ করেনি। □ (verb transitive), (verb intransitive) (১) নীহার কণার ঢাকা: frosted window-panes, নীহারাচ্ছাদিত সার্সি; (কেক ইত্যাদির উপর) চিনির মিহি গুঁড়া ছড়িয়ে দেওয়া। (২) (গাছপালা) হিমের দরুন মরে যাওয়া। (৩) অনচ্ছ করার জন্য কাচের পিঠকে অমসৃণ করা: frosted glass, ঘোলাটে কাচ। (৪) frost (over/up) নীহারকণায় ঢেকে যাওয়া: The window-panes frosted over during the night. frosting [uncountable noun] = icing (১)।
- English Word frostjack Bengali definition [ফ্রসট্জ্যাক্ America(n) ফ্রোসটজ্যাক্] verb (কথ্য) ('frost' আর 'hijack' মিলে তৈরি) বরফ তাড়াতে ইনজিন চালু অবস্থায় গাড়ি চুরি করা: The Manchester United veteran was frost jacked leaving him short of one multi-purpose car. □ (noun) frost jacking [countable noun, uncountable noun] এই ধরনের গাড়ি যিনি চুরি করেন। frostjacker (noun)
- English Word frosty Bengali definition [ফ্রস্টি America(n) ফ্রোস্টি] (adjective) (১) হিমশীতল: frosty weather; a frosty morning. (২) (লাক্ষণিক) অবন্ধুসুলভ; নিরুত্তাপ; হিমশীতল: frosty smiles; a frosty welcome.
- English Word froth Bengali definition [ফ্রথ্] [noun] [uncountable noun] (১) ফেনা; গাঁজলা। (২) হালকা; তুচ্ছ কথাবার্তা বা চিন্তাভাবনা; গাঁজলা; গাঁজানি। □ (verb intransitive) ফেনা/ গাঁজলা ওঠা; (মুখে) ফেনা ঝরা। frothy (adjective) (frothier, frothiest) ফেনিল; ফেনানো; ফেনায়িত; সফেন; গাঁজযুক্ত: frothy beer/conversation. frothily [ফ্রথ্টিলি] (adverb) ফেনায়িত/ফেনিল করে। frothiness (noun) ফেনিলতা।
- English Word froward Bengali definition [ফ্রৌওয়ার্ড] (adjective) (পুরাতনী) বিকৃতরুচি; উচ্ছৃঙ্খল বিকৃতবুদ্ধি; অবাধ্য; একগুঁয়ে। frowardly (adverb) উচ্ছৃঙ্খলভাবে ইত্যাদি। frowardness (noun) উচ্ছৃঙ্খলতা; বুদ্ধিবিকার।
- English Word frown Bengali definition [ফ্রাউন্] (verb intransitive) ভুরু কোঁচকানো; ভ্রুকুটি করা: frown at somebody. frown on/upon অনুমোদন না-করা; বরদাস্ত না-করা। □ [countable noun] ভ্রুকুটি; ভ্রুকুঞ্চন; ভ্রুসংকোচ। frowningly (adverb) ভ্রুকুটিসহকারে।
- English Word frowsty Bengali definition [ফ্রৌস্টি] (adjective) (ঘরের আবহাওয়া) ভেপসা; গুমসা।
- English Word frowzy Bengali definition [ফ্রাউজি] (adjective) (১) পূতিগন্ধময়; গুমসা। (২) আলুথালু; যত্নহীন; অপরিপাটি।
- English Word froze, frozen Bengali definition দ্রষ্টব্য freeze.
- English Word fructify Bengali definition [ফ্রাক্টিফাই] (verb transitive), (verb intransitive) (past tense, past participle fructified) (আনুষ্ঠানিক) ফলবান/ফলবতী/উর্বর করা বা হওয়া। fructification [ফ্রাক্টিফিকেইশ্ন্] (noun) ফলাগম; ফলোৎপাদন; ফলপ্রসূতা।
- English Word fructose Bengali definition [ফ্রাক্টোউস] [noun] [uncountable noun] (জীববিদ্যা) বহু ফলে ও মধুতে যে ধরনের চিনি পাওয়া যায়; ফলশর্করা।