F পৃষ্ঠা ২৩
- English Word forerunner Bengali definition [ফোরানা(র্)] (noun) (১) পূবলক্ষণ; অগ্রদূত; The cuckoo is a forerunner of spring. (২) যে ব্যক্তি আরেক ব্যক্তির আগমন সূচিত করেন; অগ্রদূত।
- English Word foresee Bengali definition [ফোসী] (verb transitive) (past tense foresaw [ফোসো], past participle foreseen [ফোসীন] আগাম জানা; আগেই বোঝা: foresee trouble. foreseeable [ফোসীআব্ল্] (adjective) আগাম জানা যায় এমন; পূর্বপরিজ্ঞেয়। the foreseeable future যে ভবিষ্যতের (অর্থাৎ ভবিষ্যতের যতদূর পর্যন্ত) ঘটনাবলি আগাম জানা যায়; পূর্বপরিজ্ঞেয় ভবিষ্যৎ।
- English Word foreshadow Bengali definition [ফোশ্যাডোউ] (verb transitive) (আসন্ন কোনোকিছুর) লক্ষণ বা হুঁশিয়ারি হওয়া; পূর্বাভাস দেওয়া; পূর্বলক্ষণ হওয়া।
- English Word foreshore Bengali definition [ফোশো(র্)] (noun) সাগর ও স্থলের মধ্যবর্তী তটের যে অংশ চাষাবাদ, নির্মাণ কাজ করা হয়; অগ্রতট।
- English Word foreshorten Bengali definition [ফোশোট্ন্] (verb transitive) (চিত্র অঙ্কনে) (কোনো বস্তুকে) পরিপ্রেক্ষিত ব্যবহারের দ্বারা প্রদর্শন করা; (দ্রষ্টব্য perspective )।
- English Word foreshow Bengali definition [ফোশোউ] (verb transitive) ভবিষ্যদ্বাণী করা; পূর্বাভাস দেওয়া; ভবিষ্যতের লক্ষণ প্রকাশ করা।
- English Word foresight Bengali definition [ফোসাইট্] [noun] [uncountable noun] দূরদর্শিতা; দূরদৃষ্টি।
- English Word foreskin Bengali definition [ফোস্কিন্] (noun) লিঙ্গের অগ্রভাগের আবরক ত্বক; অগ্রত্বক।
- English Word forest Bengali definition [ফরিস্ট্ America(n) ফোরিস্ট্] [noun] (১) [countable noun, uncountable noun] অরণ্য; বন; কানন; জঙ্গল; (attributive(ly)) বুনো; বন্য; আরণ্য; আরণ্যক: forest animals; forest fires, দাবানল; দাবাগ্নি। conservator of forest অরণ্যরক্ষক; অরণ্যপাল। (২) (British/Britain) (বৃক্ষময় না-হলেও) যে এলাকায় পশুপাখি (যেমন হরিণ) শিকার (এবং সংরক্ষণ) করা হয় কিংবা হতো; মৃগয়াভূমি; যে অঞ্চল এক সময় অরণ্যময় ছিল কিন্তু এখন আংশিক চাষাবাদের অধীন (যেমন Sherwood forest): the deer forests of Scotland. (৩) (লাক্ষণিক) অরণ্যের গাছের সঙ্গে তুলনীয় কোনোকিছু: a forest of masts. forester (noun) বনপাল। forestry (noun) [uncountable noun] অরণ্যবিদ্যা।
- English Word forestall Bengali definition [ফোস্টোল] (verb transitive) কোনো কাজ আগেই সম্পন্ন করে অন্য কাউকে তা করা থেকে বিরত রাখা; কোনোকিছু অপ্রত্যাশিতভাবে আগেভাগে সম্পন্ন করে কাউকে বিপর্যস্ত করা কিংবা পরিকল্পনা ইত্যাদি বানচাল করা; আগাম নিরস্ত বা পথরোধ করা; আগাম বানচাল বা পণ্ড করা: forestall a competitor, আগাম প্রতিহত করা।
- English Word foreswear Bengali definition [ফোসোয়েআ(র্)] verb = forswear.
- English Word foretaste Bengali definition [ফোটেইসট্] (noun) foretaste (of) কোনো কিছুর আগাম আংশিক অভিজ্ঞতা; অগ্রস্বাদ; পূর্বাস্বাদ: a foretaste of suffering/pleasure.
- English Word foretell Bengali definition [ফোটেল] (verb transitive) (past tense), (past participle) foretold [ফোটোল্ড্] আগাম বলা; ভবিষ্যদ্বাণী করা: foretell somebody’s future.
- English Word forethought Bengali definition [ফোথোট্] [noun] [uncountable noun] ভবিষ্যৎ চিন্তা; পূর্বপরিকল্পনা; পরিণামদৃষ্টি; দূরদর্শিতা।
- English Word foretold Bengali definition foretell-এর past tense, past participle.
- English Word foretop Bengali definition [ফোটপ] (noun) (নৌচালনবিদ্যা) অগ্রমাস্তুলের শীর্ষদেশস্থ মঞ্চ।
- English Word forever Bengali definition [ফারেভা(র্)] (adverb) সর্বদা; অনন্তকাল ধরে।
- English Word forewarn Bengali definition [ফোওয়োন্] (verb transitive) আগাম সতর্ক করা।
- English Word forewoman Bengali definition [ফোওয়ুমান] (noun) (plural women [ফোওয়িমিন্]) মহিলা কর্মীদের প্রধান।
- English Word foreword Bengali definition [ফোওয়াড্] [noun] [countable noun] গ্রন্থের প্রথমে মুদ্রিত (লেখক ভিন্ন অন্য কারো লেখা) প্রারম্ভিক মন্তব্য; মুখবন্ধ।
- English Word forfeit Bengali definition [ফোফিট্] (verb transitive) শান্তি বা পরিণাম হিসেবে কিংবা নিয়মকানুনের দরুন ক্ষতি স্বীকার করা বা ক্ষতি স্বীকার করতে বাধ্য হওয়া; (অধিকার) খোয়ানো: forfeit the good opinion of one’s friends; forfeit one’s health. □ [noun] [countable noun] (১) খেসারত; মাসুল; দণ্ড: His health was the forfeit he paid for over-working. (২) (plural) খেলাবিশেষ: এতে একজন খেলোয়াড়কে তার ভুলের জন্য বিভিন্ন সামগ্রী হাতছাড়া করতে হয় এবং হাস্যকর কিছু করে সেগুলি পুনরুদ্ধার করতে হয়। forfeiture [ফোফিচা(র্))] [noun] [uncountable noun] অধিকারহানি; অধিকারভ্রংশ: (the) forfeiture of one’s propery.
- English Word forfend Bengali definition [ফোফেন্ড্] (verb transitive) প্রতিহত/ব্যাহত করা।
- English Word forgather, foregather Bengali definition [ফোগ্যাদা(র্)] (verb transitive) একত্র হওয়া; মিলিত হওয়া।
- English Word forgave Bengali definition [ফাগেইভু] forgive-এর past tense
- English Word forge 1 Bengali definition [ফোজ্] [noun] (Countable noun) (verb transitive) (১) কামারশালা। (২) ধাতু গলানো বা পরিশুদ্ধ করার জন্য চুল্লি; ঐরূপ চুল্লিযুক্ত কারখানা; হাপর।
- English Word forge 2 Bengali definition ফোজ্] (verb transitive) (১) তাপ প্রয়োগ করে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে তৈরি করা; গড়া: forge an anchor, (লাক্ষণিক) an intimacy forged by shared convictions. (২) জাল করা। forger (noun) জালিয়াত; জালকারক; জালসাজ। forgery [ফোজারি] (noun) (১) [uncountable noun] জালিয়াতি; জালসাজি। (১) [countable noun] (plural forgeries) জাল দলিল; স্বাক্ষর ইত্যাদি। forging [noun] [countable noun] তাপে গলিয়ে, পিটিয়ে কিংবা চাপ প্রয়োগে আকার দেওয়া ধাতুখণ্ড।
- English Word forge 3 Bengali definition [ফোজ্] (verb intransitive) forge ahead দৃঢ়ভাবে অগ্রসর হওয়া; (প্রতিযোগিতা ইত্যাদিতে) অগ্রগামী হওয়া।
- English Word forget Bengali definition [ফাগেট্] (verb transitive), (verb intransitive) (past tense forgot [ফাগট্] past participle forgotten [ফাগটন]) (১) forget (about) ভুলে যাওয়া; মনে না-থাকা; বিস্মৃত হওয়া। forget-me-not [ফাগেট্ মি নট্] (noun) নীল রঙের ফুলবিশিষ্ট ক্ষুদ্র উদ্ভিদবিশেষ। (২) অবহেলা করা বা (কিছু করতে) ব্যর্থ হওয়া; ভোলা; ভুলে যাওয়া: Don’t forget to return the book. (৩) মন থেকে মুছে ফেলা; ভুলে যাওয়া: Can’t you forget the past? (৪) মনোযোগ না-দেওয়া; ভোলা: He did not forget the cabin boy, তাকেও বকশিশ দিতে ভোলেনি। (৫) forget oneself (ক) অবিবেচকের মতো এমন আচরণ করা যা নিজের মর্যাদা বা পরিস্থিতির সঙ্গে মানানসই নয়; আত্মবিস্মৃত হওয়া। (খ) কেবল অন্যের স্বার্থের কথা ভেবে নিঃস্বার্থভাবে কাজ করা। forgetful [ফাগেট্ফ্ল] (adjective) ভুলো; বিস্মরণশীল; ভুলো মন: He is very forgetful of things. Old people are sometimes forgetful. forgetfully [ফাগেট্ফালি্] (adverb) ভুলে গিয়ে। forgetfulness (noun) বিস্মরণ প্রবণতা।
- English Word forgive Bengali definition [ফাগিভ্] (verb transitive), (verb intransitive) (plural forgave ফাগেইভ্] past participle forgiven [ফাগিভ্ন]) (১) forgive somebody (something/for doing something) ক্ষমা/মাফ/মার্জনা করা। (২) (ঋণ) প্রত্যর্পণ দাবি না- করা; মাফ/মার্জনা করা: Have you forgiven me the debt? forgivable [ফাগিভআব্ল্] (adjective) ক্ষমার্হ; ক্ষমাযোগ্য; মার্জনীয়। forgiving (adjective) ক্ষমাশীল: a forgiving nature. forgivingly (adverb) ক্ষমশীলতার সঙ্গে। forgiveness [noun] [uncountable noun] ক্ষমা; ক্ষমাশীলতা: ask for forgiveness; full of forgiveness.
- English Word forgo Bengali definition [ফোগোউ] (verb transitive) (plural forwent [ফোওয়েন্ট্] past participle forgone [ফোগন্ America(n) ফোগোন্] ছাড়া; ত্যাগ করা; বর্জন করা; ছেড়ে দেওয়া: forgo a privilege.