F পৃষ্ঠা ১৮
- English Word flower Bengali definition [ফ্লাউআ(র্)] (noun) (১) ফুল; কুসুম; পুষ্প; প্রসূন। in flower পুষ্পিত; কুসুমিত। flowerbed (noun) ফুলের কেয়ারি। flower-girl (noun) ফুলওয়ালি মেয়ে। flower children/people (কথ্য, ১৯৬০-এর দশকে) হিপ্পি ছেলেমেয়ে, যারা সর্বজনীন প্রেম ও শান্তির সপক্ষে কথা বলত। flower power হিপ্পিদের আদর্শ। flowerpot (noun) ফুলের চাষ করার জন্য মাটি বা প্লাস্টিকের পাত্র; ফুলের টব। flower show (noun) পুষ্পপ্রদর্শন। (২) the flower of শ্রেষ্ঠ অংশ; পরিপূর্ণতা; পূর্ণ প্রস্ফুটিত অবস্থা: in the flower of one’s strength; the flower of the nation’s manhood. (৩) flower of speech (কথার) অলংকার; অলংকারমূলক বাক্যাংশ। □ (verb intransitive) ফুল ফোটানো; পুষ্পিত হওয়া: flowering plants. flowered (adjective) ফুলদার; ফুলের নকশাকাটা; বুটিদার, ফুলতোলা। flowery (adjective) (flowerier, floweriest) পুষ্পিত; পুষ্পময়; পুষ্পাকীর্ণ: flowery fields; (লাক্ষণিক) অলংকারবহুল; অলংকারমণ্ডিত: flowery language. flowerless (adjective) পুষ্পহীন; অপুষ্পক।
- English Word flown Bengali definition [ফ্লোউন্] fly 2 -এর past participle
- English Word flu Bengali definition [ফ্লু] (noun) (কথ্য সং) ইনফ্লুয়েন্জা।
- English Word fluctuate Bengali definition [ফ্লাকচুএইট] (verb intransitive) (স্তর, মূল্য) ওঠানামা করা; অনিয়মিত হওয়া; দোলা; দোলায়িত হওয়া: fluctuate between hope and despair. fluctuation [ফ্লাকচুএইশন্] [noun] [uncountable noun, countable noun] ওঠানামা; অস্থিরতা; অস্থিতি; উঠতি-পড়তি; হ্রাসবৃদ্ধি।
- English Word flue 1 Bengali definition [ফ্লু] [noun] [countable noun] তাপ, উষ্ণ বায়ু বা ধোঁয়া পরিবহনে বয়লার, চুল্লি ইত্যাদির সঙ্গে যুক্ত নল, ধূমপথ। fluegas (noun) বয়লারের চুল্লিতে গ্যাসের মিশ্রণ।
- English Word flue 2 Bengali definition [ফ্লু] (noun) = flu
- English Word flue 3 Bengali definition [ফ্লু] (noun) এক ধরনের মাছধরা জাল।
- English Word flue 4 Bengali definition [ফ্লু] (noun) তুলা, লোম ইত্যাদির আলগা কণা একত্র হয়ে সৃষ্ট পদার্থ।
- English Word fluent Bengali definition [ফ্লুআন্ট্] (adjective) (ব্যক্তি) সহজে এবং অনর্গল কথা বলতে সক্ষম; স্বচ্ছন্দভাষী: a fluent speaker. (ভাষা) অনর্গল; সাবলীল; স্বচ্ছন্দ: speak fluent English. fluently (adverb) স্বচ্ছন্দে; অনর্গল; সাবলীলভাবে। fluency [ফ্লুআনসি] (noun) [uncountable noun] (কথা বলার) সাবলীলতা; স্বচ্ছন্দতা।
- English Word fluff Bengali definition [ফ্লাফ্] (noun) (১) [uncountable noun] কম্বল বা অন্য কোনো নরম পশমি কাপড় থেকে নিঃসৃত নরম তুলতুলে বস্তু; নরম লোম; পালক ইত্যাদি; তুলো; ফেঁসো। (২) পণ্ড প্রচেষ্টা। নিচে ২ দ্রষ্টব্য . □ (verb transitive) (১) fluff (out) ঝাড়া; মেলা; মেলে দেওয়া; ছড়িয়ে দেওয়া; ফোলানো: fluff out a pillow. The sparrow fluffed (out) its feather. (২) পণ্ড করা: fluff a stroke. fluffy (adjective) (fluffier, fluffiest) তুলার মতো ফুলোফুলো; তুলতুলে; ফেঁসো-ঢাকা।
- English Word fluid Bengali definition [ফ্লুইড্] (adjective) (১) (গ্যাস ও তরল পদার্থের মতো) প্রবাহিত হতে সক্ষম; তরল। (২) (ভাব ইত্যাদি) অস্থির; পরিবর্তনশীল; চঞ্চল; চপল; বায়বীয়: fluid opinions/plans. □ [countable noun, uncountable noun] (রসায়ন) তরল পদার্থ বিশেষত জল, বায়ু, পারদ। (কথ্য) তরল পদার্থ। fluidounce, দ্রষ্টব্য পরি. ৫। fluidity [ফ্লুইডাটি] (noun) প্রবহনশীলতা; তারল্য।
- English Word fluke 1 Bengali definition [ফ্লূক্] [noun] [countable noun] অপ্রত্যাশিত বা আকস্মিকভাবে প্রাপ্ত কোনো কিছু; আকস্মিক সৌভাগ্য: win by a fluke.
- English Word fluke 2 Bengali definition [ফ্লূক্] (noun) (১) নোঙরের কাঁটার চওড়া, চেটানো, ত্রিকোণ প্রান্তভাগ। (২) তিমি মাছের লেজের যেকোনো একটি পাতা।
- English Word fluke 3 Bengali definition [ফ্লূক্] (noun) ভেড়ার যকৃতে প্রাপ্ত পরজীবী চ্যাপটা কৃমিবিশেষ।
- English Word flume Bengali definition [ফ্লূম্] [noun] [countable noun] শিল্পসংক্রান্ত কাজে জল সরবরাহ করতে কৃত্রিম নালা; (যেমন কারখানায় জলচালিত চাকা ঘোরানোর জন্য কিংবা কাঠের গুঁড়ি পরিবহনের জন্য)।
- English Word flummox Bengali definition [ফ্লামাক্স্] (verb transitive) (কথ্য) হতবুদ্ধি/বিহ্বল/অপ্রতিভ/ বিব্রত করা।
- English Word flump Bengali definition [ফ্লাম্প্] (verb intransitive) ধপ/ধপাস করে পড়া। □ (noun) ধপ; ধপাস।
- English Word flunami Bengali definition [ফ্লুনামি, অপিচ 'flu-nami] [noun] [countable noun] (flu আর 'tsunami মিলে তৈরি) কথ্য. কোনো এলাকায় বিপুলসংখ্যক লোকের একযোগে ফ্লু ভাইরাসে আক্রান্ত হওয়া; ফ্লুনামি: They are starting to call this whole problem a flunami.
- English Word flung Bengali definition [ফ্লাঙ্] fling–এর past tense, past participle
- English Word flunk Bengali definition [ফ্লাঙ্ক্] (verb intransitive), (verb transitive) flunk (out) (America(n) কথ্য) (পরীক্ষায়) ফেল করা বা করানো: to flunk physics/to be flunked (out) in physics.
- English Word flunkey, flunky Bengali definition [ফ্লাঙকি] (noun) (flunkeys, flunkies [ফ্লাঙকিজ্]) (তুচ্ছার্থে) উর্দিপরা ভৃত্য; চাপরাশি।
- English Word fluorescent Bengali definition [ফ্লৌরেসন্ট্] (adjective) (পদার্থ) বিকিরণ গ্রহণ করে তা আলোরূপে ফিরিয়ে দেয় এমন; প্রতিপ্রভ: fluorescent lamps/ lighting. fluorescence [ফ্লৌরেসন্স্] (noun) প্রতিপ্রভা।
- English Word fluorine Bengali definition [ফ্লুআরীন] (noun) (রসায়ন) (প্রতীক F) মৌলবিশেষ; ক্লোরিসনদৃশ পীতাভ গ্যাস; ফ্লোরিন। fluoride [ফ্লুআরাইড] (noun) (রসায়ন) ফ্লোরিনের যেকোনো যৌগ। fluoridate [ফ্লুআরিডেইট] (verb transitive) দাঁতের ক্ষয়রোধ করতে (জল সরবরাহ ব্যবস্থায়) ফ্লুআরাইড যুক্ত করা। fluoridation [ফ্লুআরিডেইশন্] (noun) ফ্লুআরাইড-যোজন। fluoridization, fluoridisation [ফ্লুআরিডাইজেইশ্ন্ America(n) ফ্লুআরিডিজেইশ্ন্] (noun) = fluoridation.
- English Word flurry Bengali definition [ফ্লারি] (noun) (plural flurries [countable noun] আকস্মিক ও ক্ষণস্থায়ী বায়ুবেগ; বৃষ্টিপাত বা তুষারপাত; দমকা; (লাক্ষণিক) স্নায়বিক চাঞ্চল্য/অস্থিরতা/ব্যাকুলতা; The news of her son’s illness put the lady in a flurry. □ (verb transitive) অস্থির/চঞ্চল/ব্যাকুল/ব্যতিব্যস্ত করা: Keep calm! Don’t get flurried.
- English Word flush 1 Bengali definition [ফ্লাশ্] (adjective) flush (with) (১) সমস্তরবর্তী; সমতলবর্তী: doors flush with the walls. (২) (predicative(ly)) সম্পন্ন; প্রচুর আছে এমন: flush of money.
- English Word flush 2 Bengali definition [ফ্লাশ্] (noun) (১) আকস্মিক প্রবাহ; মুখমণ্ডলে আকস্মিক রক্তোচ্ছ্বাস; (উক্ত কারণে) রক্তিমাভা/রক্তিমা/লালিমা; আকস্মিক আবেগ/উত্তেজনা/উচ্ছ্বাস: in the first flush of victory. (২) [uncountable noun] (first) flush গাছপালা ইত্যাদির নবজীবন; শক্তির শীর্ষবিন্দু বা নতুন প্রাপ্তি; উচ্ছ্বাস: the first flush of spring; in the first flush of youth.
- English Word flush 3 Bengali definition [ফ্লাশ্] (noun) (তাসের খেলায়) যে হাতের সমস্ত তাসই এক রঙের। royal flush (পোকার) যে হাতের উচ্চতম মানের পাঁচটি তাসই এক রঙের।
- English Word flush 4 Bengali definition [ফ্লাশ্] (verb intransitive), (verb transitive) (১) (ব্যক্তি ও মুখমণ্ডল) লাল/আরক্ত হওয়া; রাঙা হয়ে ওঠা: The General flushed crimson with rage. (২) (স্বাস্থ্য, তাপ, আবেগ ইত্যাদি) (মুখমণ্ডল) আরক্ত/রক্তিমাভ/লাল করা; (লাক্ষণিক) গর্বিত/উৎসাহিত করা: Indignation flushed his cheeks. The children were flushed with joy. The General flushed crimson with rage. গর্বিত/উৎসাহিত/উদ্বেলিত করা: ৩ জলপ্রবাহে পরিষ্কার বা বিধৌত করা: flush the drains. flushing (noun) বিস্রাবণ। (৪) (জল) বন্যার বেগে প্রবাহিত হওয়া।
- English Word flush 5 Bengali definition [ফ্লাশ্] (verb transitive), (verb intransitive) (১) (পাখি) হঠাৎ উড়ে যাওয়া বা উড়িয়ে দেওয়া। (২) flush from/out of গুপ্তস্থান থেকে বার করে আনা বা বিতাড়িত করা।
- English Word fluster Bengali definition [ফ্লাস্টা(র)] (verb transitive) হতভম্ব/কিংকর্তব্যবিমূঢ়/বিচলিত অবস্থা; ব্যতিব্যস্ততা: all in a fluster.