Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word expectorate Bengali definition [ইক্‌সপেক্‌‌টারেইট্‌] (verb transitive), (verb intransitive) (আনুষ্ঠানিক) মুখ থেকে জোর করে নির্গত করানো; কাশির সাহায্যে গলা বা ফুসফুস থেকে (শ্লেষ্মাদি) তুলে ফেলা। expectorant [ইক্‌সপেক্‌টারান্‌ট্‌] (noun) কাশির সাহায্যে শ্লেষ্মা বের করার সহায়ক ওষুধ।
  • English Word expedient Bengali definition [ইক্‌স্‌পীডিআনট্‌] (adjective) উদ্দেশ্যসাধনের পক্ষে উপযোগী; নীতিবিরোধী হলেও সুবিধাজনক। □ [noun] [Countable noun] উপযোগী বা সুবিধাজনক পরিকল্পনা, কৌশল ইত্যাদি। expediently (adverb) expedience, expediency (noun(s)) [Uncountable noun] উপযুক্ততা, সুযোগ, নিজের স্বার্থ বা নিজের সুবিধা।
  • English Word expedite Bengali definition [এক্‌স্‌পিডাইট্‌] (verb transitive) (আনুষ্ঠানিক) অগ্রগতিতে সহায়তা করা; (কার্যাদি) ত্বরান্বিত করা।
  • English Word expedition Bengali definition [এক্‌স্‌পিডিশন্‌] (noun) (১) [Countable noun] নিদিষ্ট উদ্দেশ্যে ভ্রমণ বা অভিযান(২) [Uncountable noun] (আনুষ্ঠানিক) তৎপরতা; দ্রুতি; ত্বরাexpeditionary [এক্‌স্‌পিডিশানারি America(n) এক্‌স্‌পিডিশানেরি] (adjective) অভিযানমূলক।
  • English Word expeditious Bengali definition [এক্‌স্‌পিডিশাস্‌] (adjective) (আনুষ্ঠানিক) দ্রুত কার্যকর, তৎপর ও দক্ষexpeditiously (adverb)
  • English Word expel Bengali definition [ইক্‌সপেল] (verb transitive) expel (from) বহিষ্কার বা বিতাড়িত করা
  • English Word expend Bengali definition [ইক্‌সপেন্‌ড্‌] (verb transitive) expend something (on/upon something/in doing something) (১) ব্যয় করা(২) ব্যবহারের মাধ্যমে নিঃশেষিত করে ফেলাexpendably (adjective) ব্যয়সাধ্য; বিশেষ উদ্দেশ্যসাধনের জন্য ত্যাগ করা বা উৎসর্গ করা যায় এমন।
  • English Word expenditure Bengali definition [ইক্‌সপেনডিচা(র্)] (noun) ১ [Uncountable noun] ব্যয়(২) [Countable noun, Uncountable noun] ব্যয়ের পরিমাণ
  • English Word expense Bengali definition [ইক্‌স্‌পেন্‌স্‌] [noun] [Uncountable noun] (১) ব্যয়; খরচ; মূল্যat the expense of (কোনো কিছুর) মূল্যে: He built up a successful business but at the expense of his health. go to/put somebody to the expense of কোনো ব্যাপারে অর্থ ব্যয় করা। expense account খরচের হিসাব। (২) (সাধারণত plural) কোনো কিছুর জন্য ব্যয়িত অর্থ
  • English Word expensive Bengali definition [ইক্‌সপেন্‌সিভ] (adjective) ব্যয়সাধ্য; ব্যয়বহুল; দামিexpensively (adverb)
  • English Word experience Bengali definition [ইক্‌স্‌পিআরিআনস্‌] (noun) (১) [Uncountable noun] অভিজ্ঞতা(২) [Countable noun] যে ঘটনা বা কাজের দ্বারা অভিজ্ঞতা অর্জিত হয়। □(verb transitive) কোনো কিছু সম্পর্কে অভিজ্ঞতা লাভ করা; অনুভব করা। experienced (adjective) অভিজ্ঞ।
  • English Word experiment Bengali definition [ইক্‌সপেরিমান্‌ট্‌] [noun] [Countable noun] পরীক্ষা; গবেষণা। □(verb intransitive) (কিছু নিয়ে) পরীক্ষা বা গবেষণা করা। experimentation [ইক্‌সপেরিমান্‌ইশ্‌ন্‌] (noun) পরীক্ষণ; পরীক্ষা।
  • English Word experimental Bengali definition [ইক্‌স্‌পেরিমেন্‌ট্‌ল্] (adjective) পরীক্ষামূলক; গবেষণামূলক; গবেষণানির্ভরexperimentally (adverb)
  • English Word expert Bengali definition [এক্‌স্‌পাট্‌] (noun) বিশেষজ্ঞ বা দক্ষ ব্যক্তি। □(adjective) সুদক্ষ; অভিজ্ঞ; কুশলী; বিশেষজ্ঞসুলভ। expertly (adverb) expertness (noun) দক্ষতা; কুশলতা।
  • English Word expertise Bengali definition [এক্‌সপাটীজ] [noun] [Uncountable noun] (১) (বাণিজ্য) বিশেষজ্ঞ মূল্যায়ন; মূল্যাবধারণ(২) বিশেষজ্ঞের প্রতিবেদন(৩) বিশেষ জ্ঞান ও দক্ষতা
  • English Word expiate Bengali definition [এক্‌স্‌পিএইট্‌] verb (আনুষ্ঠানিক) খারাপ কাজের শাস্তি মাথা পেতে নেওয়া
  • English Word expiration Bengali definition [এক্‌স্‌পিরেইশ্‌ন্‌] [noun] [Uncountable noun] (১) expiration (of) অবসান; (বিশেষত কোনো মেয়াদকালের)। (২) (আনুষ্ঠানিক) শ্বাসত্যাগ
  • English Word expire Bengali definition [ইক্‌স্‌পাইআ(র্)] (verb transitive) (১) (মেয়াদকাল) অবসান হওয়া; নিশ্বাস ফেলা(২) মরে যাওয়া; মৃত্যুবরণ করা
  • English Word expiry Bengali definition [ইক্‌স্‌পাইআরি] (noun) (Plural expiries) expiry (of) (বিশেষত চুক্তি ইত্যাদি মেয়াদের) অবসান; সমাপ্তি: expiry of the lease.
  • English Word explain Bengali definition [ইকস্‌প্লেইন] (verb transitive) (১) explain something (to somebody) ব্যাখ্যা করা; বোধগম্য করা; অর্থ পরিষ্কার করা(২) কৈফিয়ত দেওয়াexplain something away কৈফিয়ত দিয়ে এড়িয়ে যাওয়া।
  • English Word explanation Bengali definition [একস্‌প্লানেইশ্‌ন্‌] (noun) ব্যাখ্যা; কৈফিয়ত
  • English Word explanatory Bengali definition [ইক্‌সপ্ল্যানাটরি America(n) ইক্‌সপ্ল্যানাটোরি] (adjective) ব্যাখ্যামূলক; কৈফিয়তমূলক
  • English Word expletive Bengali definition [ইক্‌সপ্লীটিভ America(n) একসপ্লাটিভ] [noun] [Countable noun] প্রচণ্ড বিস্ময় প্রকাশ (প্রায়ই অর্থহীন) উক্তি (যেমন My goodness’)
  • English Word explicable Bengali definition [এক্‌স্‌প্লিকাব্‌ল্‌] (adjective) (আনুষ্ঠানিক) ব্যাখ্যাসাধ্য; বর্ণনাসাধ্য
  • English Word explicate Bengali definition [এক্‌সপ্লিকেইট্‌] (verb transitive) (আনুষ্ঠানিক) সবিস্তারে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা; প্রকাশ করা
  • English Word explicit Bengali definition [ইক্‌স্‌প্লিসিট্] (adjective) (কোনো বিবরণ ইত্যাদি প্রসঙ্গে) পরিষ্কারভাবে ও পরিপূর্ণভাবে প্রকাশিত; সুনির্দিষ্টexplicitly (adverb) explicitness (noun)
  • English Word explode Bengali definition [ইক্‌স্‌প্লোউড্] (verb transitive), (verb intransitive) (১) উচ্চরবে বিদীর্ণ বা বিস্ফোরিত করানো বা হওয়া(২) (অনুভূতি ইত্যাদি) ফেটে পড়া; (ব্যক্তি) তীব্র আবেগ দেখানো(৩) ধ্বংস করা; প্রকাশ করা; অসারতা তুলে ধরা: an exploded idea, পরিত্যক্ত ধারণা।
  • English Word exploit 1 Bengali definition [এক্‌সপ্লইট্‌] [noun] [Countable noun] দুঃসাহসিক বা বীরত্বপূর্ণ কাজ; গৌরবময় কীর্তি; চমকপ্রদ কাজ
  • English Word exploit 2 Bengali definition [ইক্‌স্‌প্লইট্‌] (verb transitive) (১) ( দেশের সম্পদ) কাজে লাগানো(২) কেবল নিজের স্বার্থ বা লাভের জন্য ব্যবহার করা; (কিছুর) সুযোগ গ্রহণ করাexploitation [এক্‌স্‌প্লইটেশ্‌ন্‌] [noun] [Uncountable noun] নিজ স্বার্থসাধন; নিজস্ব স্বার্থে ব্যবহার, (কিছুর) সুযোগ গ্রহণ; শোষণ।
  • English Word explore Bengali definition [ইক্‌স্‌প্লো(র্)] (verb transitive) (১) জ্ঞানলাভ বা গবেষণার উদ্দেশ্যে (কোনো দেশ, অঞ্চল ইত্যাদি) ভ্রমণ করা(২) পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখা: explore possibilities, সম্ভাব্যতা পরীক্ষা করে দেখা। explorer (noun) তথ্য আহরণের উদ্দেশ্যে ভ্রমণকারী ব্যক্তি; পুঙ্খানুঙ্খরূপে পরীক্ষাকারী ব্যক্তি। exploration (noun) তথ্য আহরণমূলক ভ্রমণ বা তদন্তের উদ্দেশ্যে অনুসন্ধান।