Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word neptunium Bengali definition [নেপ্‌চূনিআম্‌] (noun) [uncountable noun] (রসায়ন) ধাতব মৌলবিশেষ (প্রতীক Nb), যা কোনো কোনো রাসায়নিক বিক্রিয়ার ফলে কৃত্রিমভাবে উৎপন্ন হয় এবং আকরিক ইউরেনিয়াম স্বল্প পরিমাণে পাওয়া যায়
  • English Word nerve Bengali definition [নাভ্‌] (noun) (১) [countable noun] মস্তিষ্ক ও শরীরের অন্য সব অংশের মধ্যে অনুভূতি ও উদ্দীপনা পরিবাহী তন্তু বা তন্তুসমষ্টি; স্নায়ুnerve-cell (noun) উদ্দীপনা-পরিবাহী কোষ; স্নায়ুকোষ। nerve-centre (noun) পরস্পরসম্পৃক্ত কতকগুলো স্নায়ুকোষের সমষ্টি; স্নায়ুকেন্দ্র; (লাক্ষণিক) নিয়ন্ত্রণকেন্দ্র। (২) (plural) অল্পতেই উত্তেজিত, উদ্বিগ্ন বা উত্ত্যক্ত হওয়ার অবস্থা: He does not know what nerves are, কখনো উত্তেজিত/বিচলিত হয় না; to have nerves of iron, উত্তেজিত/বিচলিত না-হওয়া; She is suffering from nerves, সহজেই উত্তেজিত; উত্ত্যক্ত; বিচলিত হয়। get on one’s nerves কাউকে উত্তেজিত/বিচলিত করা; স্নায়ুর উপর পীড়ন করা। war of nerves প্রতিপক্ষের মনোবল নষ্ট করে তাকে দুর্বল করার প্রয়াস; স্নায়ুযুদ্ধ। nerve-racking (adjective) স্নায়ুনিষ্পেষক। (৩) [uncountable noun] সাহস; আত্মপ্রত্যয় প্রভৃতি থাকার গুণ; স্নায়ুশক্তি: He’s plenty of nerve to face the situation.Have the nerve to do something (ক) প্রয়োজনীয় সাহস; আত্মপ্রত্যয় ইত্যাদি/স্নায়ুশক্তি থাকা। (খ) (কথ্য) ধৃষ্টতা/ঔদ্ধত্য/আস্পর্ধা থাকা; You have the nerve to call me a liar. have a nerve (কথ্য) দুঃসাহস থাকা। lose/regain one’s nerve আত্মপ্রত্যয়; সাহস/ধৈর্য হারানো/ফিরে পাওয়া। (৪) [countable noun] (প্রাচীন প্রয়োগ)= sinew; পেশিবন্ধনী; স্নায়ুstrain every nerve to do something আপ্রাণ চেষ্টা করা; সর্বশক্তি নিয়োগ করা। (৫) (উদ্ভিদবিদ্যা) পাতার শিরা; বিশেষত মধ্যশিরা। □ (verb transitive) nerve oneself for something/to do something (শারীরিক বা মানসিক) শক্তি একত্র করা: nerve oneself for a task. nerveless (adjective) নিস্তেজ; স্নায়ুহীন। nervelessly (adverb) নিস্তেজভাবে।
  • English Word nervous Bengali definition [নাভাস্] (adjective) (১) স্নায়ু সম্বন্ধীয়; স্নায়বীয়: the nervous system; স্নায়ুতন্ত্র। a nervous breakdown= neurasthenia; স্নায়ুদৌর্বল্য। (২) অল্পতেই উত্তেজিত; বিচলিত; সন্ত্রস্ত: What are you so nervous about? (৩) উত্তেজনাপূর্ণ; আতপ্তfull of nervous energy; a nervous style.
  • English Word nervy Bengali definition [নাভি] (adjective) (১) (British/Britain কথ্য) স্নায়বিক চাপের অধীন; প্রতপ্ত(২) (অপশব্দ) বেহায়া; উদ্ধত; ত্যাঁদড়
  • English Word ness Bengali definition [নেস্‌] (noun) (সাধারণত স্থান নামে) যে ভূখণ্ড ক্রমশ সূক্ষ্মাগ্র হয়ে সমুদ্রে প্রবেশ করেছে; অন্তরীপ
  • English Word nest Bengali definition [নেস্‌ট্] (noun) (১) পাখির বাসা; নীড়; কুলায়feather one’s nest, দ্রষ্টব্য feather 2 (১) foul one’s own nest নিজ গৃহ; পরিবার ইত্যাদি নোংরা/অপবিত্র করাnest-egg (noun) (লাক্ষণিক) ভবিষ্যৎ ব্যবহারের জন্য সঞ্চিত অর্থ। (২) কোনো প্রাণী বা কীটপতঙ্গের বাসা: a wasp’s nest, a turtle’s nest. (৩) আরামদায়ক স্থান; নীড়: She turned the room into a love nest. (৪) একটির ভিতরে আরেকটি খাপ খায় এরকম একই বস্তুর অনেকগুলো (বিশেষত বাক্স, টেবিল ইত্যাদি)। (৫) (লাক্ষণিক) আশ্রয়; আখড়া; আড্ডা; খাঁটি: a nest of crime/lice/pirates; machine-gun nests, (লোকচক্ষুর অগোচরে) মেশিনগানের ঘাঁটি। □ (verb intransitive) (১) বাসা বাঁধা: The pigeons are nesting under the roof. (২) go nesting পাখির বাসা খুঁজে ডিম চুরি করা
  • English Word nestle Bengali definition [নেস্‌ল্] (verb transitive), (verb intransitive) (১) nestle (down) আরাম করে বসা বা শোয়া: nestle down in bed. (২) nestle up (against/to) ভালোবেসে জড়িয়ে ধরা বা গায়ের সঙ্গে লাগা: The children nestled up their grandmother. (৩) দোলানো: to nestle a baby in one’s arm.
  • English Word nestling Bengali definition [নেস্‌ট্‌লিঙ্‌] (noun) [countable noun] যে পক্ষীশাবক এখনো বাসা ছেড়ে উড়তে অসমর্থ
  • English Word net 1 Bengali definition [নেট্‌] (noun) (১) [uncountable noun, countable noun] জাল বা জালের মতো বোনা জিনিস; ফাঁদ: mosquito-net, মশারি; fishing-nets; hair-nets, মেয়েদের খোঁপা বাঁধার জাল; জালিকা। (২) (লাক্ষণিক) নৈতিক বা মানসিক ফাঁদ(৩) net-ball মেয়েদের খেলাবিশেষ; এতে একটি বল এমনভাবে ছুড়ে মারতে হয় যাতে একটি দণ্ডের মাথায় আংটার সঙ্গে বাঁধা একটি জালের মধ্য দিয়ে নিচে পড়েthe nets (ক্রিকেট) অনুশীলনের জন্য জালে ঘেরা স্থানে বসানো উইকেট। net-work (noun) (ক) পরস্পরচ্ছেদী রেখার জটিল সংশ্রয় (সিস্টেম): a net of railway/canals.(খ) সম্পর্কিত বা সম্বন্ধযুক্ত সংশ্রয় (সিস্টেম): an intelligence/spy net. □ (verb transitive) (১) জাল দিয়ে (মাছ, পশু) ধরা(২) জাল দিয়ে ঢাকা (গাছের ফল)। (৩) জাল ফেলা: net a river.
  • English Word net 2, nett Bengali definition [নেট্] (adjective) অবশিষ্ট; যার থেকে আর কিছুই বাদ দেওয়ার নেই; শুদ্ধ; নিট: net price; net profit, খরচাদি বাদে; net weight, আধার ইত্যাদির ওজন বাদে। □ (verb transitive) (netted, netting, nets) নিট/ছাঁকা মুনাফা লাভ করা।
  • English Word netbook Bengali definition [নেটবুক্] (noun) [countable noun] (plural netbooks) (internet-এর 'net' আর 'notebook' এর 'book' মিলে তৈরি) (small computer তৈরির ধারণা থেকে তৈরি) নেটবুক; ছোট ও অল্প দামি ল্যাপটপNetbooks and laptops both help you stay connected.
  • English Word nether Bengali definition [নেদা(র্‌)] (adjective) (১) (পুরাতনী) নিম্নস্থ: the nether regions/world, পাতাল; প্রেতলোক; নরক। (২) (রসিকতার ভঙ্গি) nether garments, অধোবাস; ট্রাউজার্সnethermost [মোউস্‌ট্] (adjective) নিম্নতম।
  • English Word netiquette Bengali definition [নেটিকেট্] (noun) [uncountable noun] (plural netiquettes) (অনানুষ্ঠানিক) ('network' আর 'etiquette' মিলে তৈরি) নেটিকেট; ইন্টারনেট ভব্যতা; ইন্টারনেটে অনানুষ্ঠানিক আচার-ব্যবহার: Etiquette, netiquette and sportsmanship.
  • English Word netizen Bengali definition [নেটিজেন্] (noun) [countable noun] (অনানুষ্ঠানিক) (plural netizens) ('internet' আর 'citizen' মিলে তৈরি) যিনি ইন্টারনেটে পর্যাপ্ত সময় দেন; নেটিজেন; সাইবার সিটিজেন: Death sentence for netizen confirmed.
  • English Word netpicker Bengali definition [নেট্‌পিকা(র্‌)] (noun) (plural netpickers) (অনানুষ্ঠানিক ইন্টারনেট অপশব্দ) ('net' আর 'nitpicker' মিলে তৈরি) [uncountable noun] ইন্টারনেটে বিশেষত কোনো ফিল্ম, টিভিসিরিজ, তথ্য ইত্যাদিতে ছোটখাটো ভুল খুঁজে বেড়ানো অথবা এসব ভুল নিয়ে বেশি মাথা ঘামানো: Fahim was clearly just netpicker!
  • English Word nett, Bengali definition দ্রষ্টব্য net 2
  • English Word netting Bengali definition [নেটিঙ্] (noun) [uncountable noun] (১) জাল বোনার কাজ; জালের ব্যবহার(২) সুতা, দড়ি বা তারের জাল: five metres of wire netting; windows screened with netting.
  • English Word nettle Bengali definition [নেট্‌ল্‌] (noun) [countable noun] বিছুটিnettle rash (noun) আমবাত।
  • English Word network Bengali definition দ্রষ্টব্য net 1
  • English Word neural Bengali definition [নিউআরাল্‌ America(n) নুআরাল্] (adjective) স্নায়ুসম্বন্ধীয়; স্নায়বীয়
  • English Word neuralgia Bengali definition [নিউআর‍্যাল্‌জা America(n) নুআর‍্যাল্‌জা] (noun) [uncountable noun] (বিশেষত মুখ ও মাথার) স্নায়ুশূল| neuralgic [নিঊ্যর‍্যাল্‌জিক্] (adjective) স্নায়ুশূলঘটিত; স্নায়ুশূলগ্রস্ত।
  • English Word neurasthenia Bengali definition [নিউআরাস্‌থীনিআ America(n) নুরাস্‌থীনিআ] (noun) [uncountable noun] স্নায়ুতন্ত্রের অবসন্ন অবস্থা; এতৎসংশ্লিষ্ট স্বাস্থ্যহীনতা ও সার্বিক দুর্বলতা; স্নায়বিক অবসন্নতা; স্নায়ুদৌর্বল্যneurasthenic [নিউআরাস্‌থেনিক্] (adjective) স্নায়ুদৌর্বল্যঘটিত; স্নায়ুদৌর্বল্যগ্রস্ত। ⧠ (noun) স্নায়ুদৌর্বল্যগ্রস্ত (ব্যক্তি)।
  • English Word neuritis Bengali definition [নিউআরাইটিস্‌ America(n) নুআরাইটিস্‌] (noun) [uncountable noun] স্নায়ুপ্রদাহ
  • English Word neurology Bengali definition [নিউআরলজি America(n) নুআরলজি] (noun) [uncountable noun] স্নায়ুবিদ্যা বা স্নায়ুবিজ্ঞানneurologist [নিউআরলাজিস্‌ট্ America(n) নুআরলাজিস্‌ট্] (noun) স্নায়ুবিদ; স্নায়ুবিজ্ঞানী।
  • English Word neuron, neurone Bengali definition [নিউআরান্‌ America(n) নুআরান্‌] (noun) স্নায়ুতন্ত্রের মৌল একক; স্নায়ুকোষ
  • English Word neuropath Bengali definition [নিউআরোউপ্যাথ্‌ America(n) নূআরোউপ্যাথ্‌] (noun) স্নায়ুরোগে আক্রান্ত ব্যক্তি; স্নায়ুবিকারগ্রস্ত
  • English Word neurosis Bengali definition [নিউআরোউসিস্‌ America(n) নূআরোউসিস্‌] (noun) (plural neuroses [নিউরোউসীজ্‌] স্নায়ুতন্ত্রের বৈকল্য হেতু কিংবা অবচেতন মনঃস্থিত কোনো কারণে উদ্ভূত মনোবৈকল্য; স্নায়ুবৈকল্য; উদ্বায়ু
  • English Word neurotic Bengali definition [নিউআরটিক্ America(n) নূআরটিক্] (adjective) (ব্যক্তি) স্নায়ুবৈকল্যগ্রস্ত; অস্বভাবী সংবেদনশীল; আবিষ্ট; খ্যাপাটে
  • English Word neuter Bengali definition [নিঊটা(র্‌) America(n) নূঊটা(র্‌)] (adjective) (১) (ব্যাকরণ) ক্লীবলিঙ্গ বাচক(২) (উদ্ভিদ) পুরুষ বা স্ত্রী-অঙ্গবিহীন; ক্লীব(৩) (শ্রমিক পিঁপড়া প্রভৃতি) নপুংসক; বন্ধ্যা; নির্বীজ। (noun) (১) ক্লীবলিঙ্গ; ক্লীববিশেষ্য(২) যৌনতার দিক থেকে অপরিণত কীট; নপুংসক কীট; ছিন্নমুষ্ক প্রাণী।  (verb transitive) খাসি বা মুষ্কচ্ছেদ করা।
  • English Word neutral Bengali definition [নিঊট্রাল্‌ America(n) নূঊট্রাল্‌] (adjective) (১) যুদ্ধে বা বিবাদে কোনো পক্ষকেই সাহায্য করে না এমন; নিরপেক্ষ(২) নিরপেক্ষ দেশ সম্বন্ধীয়; নিরপেক্ষ: neutral territory/ships. (৩) বিশেষ কোনো চরিত্র নেই এমন; স্পষ্টভাবে এটাও নয় ওটাও নয় (যেমন রং সম্বন্ধে): neutral tints. (৪) (রসায়ন) অম্লও নয় ক্ষারীয়ও নয়; প্রশমিত(৫) (গিয়ার সম্বন্ধে) কোনো শক্তিই প্রেরিত হয় না এমন অবস্থা সম্বন্ধীয়; নিষ্ক্রিয়: neutral gear. □ (noun) নিরপেক্ষ ব্যক্তি/দেশ ইত্যাদি; গিয়ারের নিষ্ক্রিয় অবস্থা: slip the gears into neutral. neutrality [নিঊট্রালাটি America(n) নূঊট্রালাটি] (noun) বিশেষত যুদ্ধে নিরপেক্ষতা: armed neutral, আক্রান্ত হলে যুদ্ধ করতে প্রস্তুত, কিন্তু আক্রান্ত না-হওয়া পর্যন্ত নিরপেক্ষতা; সশস্ত্র নিরপেক্ষতা। neutralize, neutralise [নূঊলাইজ্‌] (verb transitive) (১) নিরপেক্ষ করা; (চুক্তির মাধ্যমে) নিরপেক্ষ বলে ঘোষণা করা; যুদ্ধবিগ্রহ থেকে নিষ্কৃতি দেওয়া(২) ক্রিয়া নষ্ট করা; নিষ্ক্রিয় করা: neutralize a prison. neutralization, neutralisation [নিঊট্রালাইজেইশ্‌ন্‌ America(n) নিঊট্রালিজেইশ্‌ন্‌] (noun) প্রশমন; নিষ্ক্রিয়করণ; নিরপেক্ষকরণ।