Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word level 1 Bengali definition [লেভ্‌ল্] (adjective) (১) সমতল, মসৃণ; একই রেখার বা তলে অবস্থিত; অনুভূমিক: on a level with, একই উচ্চতায়। level crossing (America(n)= grade crossing) সাধারণ পথ ও রেলপথের সংযোগস্থল। (২) সমান; সমত্বপূর্ণ: a level race, বিভিন্ন প্রতিযোগী যে প্রতিযোগিতায় কাছাকাছি অবস্থান করে; draw level with other runners. (৩) স্থির; সুসমঞ্জস; বিচক্ষণ: have level head. level-headed (adjective) স্থিরমস্তিষ্ক; কাণ্ডজ্ঞানবিশিষ্ট; আতিশয্যবশত বিভ্রান্ত হয় না এমন। try/do one’s level best যথাসাধ্য চেষ্টা করা।
  • English Word level 2 Bengali definition [লেভ্‌ল্] (noun) (১) [countable noun] সমতলত্ব; সাধারণ উচ্চতা; স্তর: 2000 metres above sea level. (২) [countable noun] স্বাভাবিক বা উপযুক্ত স্তর, অবস্থা বা সামাজিক মর্যাদা(৩) [uncountable noun] সমপদস্থ; সমকক্ষ; সমত্ব: a top level talks, a cabinet level meeting. O-/A- level examinations ইংল্যান্ড ও ওয়েলশে স্কুল সমাপনী Ordinary ও Advanced level পরীক্ষা।
  • English Word level 3 Bengali definition [লেভ্‌ল্‌] (verb transitive), (verb intransitive) (levelled, levelling, levels, America(n) leveled, leveling, levels) (১) সমতল করা বা হওয়া; ভূমিসাৎ করা বা হওয়া; পদমর্যাদায় সমান করা বা হওয়া: Death levels all men; মসৃণ করা। level up/down উঁচু বা নিচু করে সমতলবিশিষ্ট করা। (২) একই তলে আনয়ন করা; অনুভূমিক করাlevel at লক্ষ্য সন্ধান করা; তাক করা। level against কারো বিরুদ্ধে অভিযোগ আনয়ন করা। level out সমতলবিশিষ্ট করা; পার্থক্য দূর করে সমতা আনা। level off/out (ক) কোনো বিমানকে ভূমির সমান্তরালে কোনো নির্দিষ্ট উচ্চতায় চালানো। (খ) এমন এক পর্যায়ে পৌঁছানো যার পর হ্রাসবৃদ্ধি অর্জিত হয় না। leveller (America(n) leveler) [লেভেলা(র্‌)] (noun) সমতা আনয়নকারী; যে সমতল করে, সবার মধ্যে সাম্য আনে বা সব পদবৈষম্য তাড়ায়।
  • English Word level 4 Bengali definition [লেভ্‌ল্‌] (adverb) অনুভূমিকভাবে; স্পষ্টভাবে; খোলাখুলিlevel with খোলাখুলিভাবে সত্য গোপন না-করে কারো সঙ্গে কোনো কিছু আলোচনা করা।
  • English Word level playing field Bengali definition [লেভল প্লেয়িং ফিল্ড] (noun) প্রতিযোগিতার শুরুতেই কোনো পক্ষেরই বিশেষ সুবিধা না থাকা বিশেষত রাজনীতি ও ব্যবসায়িক প্রতিযোগিতার ক্ষেত্রে; লেভেল প্লেয়িং ফিল্ড: How can industries start on a level playing field?
  • English Word lever Bengali definition [লীভা(র্‌) America(n) লেভা(র্‌)] (noun) ফালক্রামের উপর রেখে যে দণ্ডের সাহায্যে ভার উত্তোলন করা হয় বা চাপ দেওয়া হয়; লিভার; (লাক্ষণিক) উদ্দেশ্য, উপায় বা শক্তি।  (verb transitive) লিভার ব্যবহার করে কোনো বস্তু সরানো, হটানো বা উত্তোলন করা। leverage [লিভারিজ্‌] (noun) [uncountable noun] লিভারের ক্রিয়া; লিভার ব্যবহারের প্রণালি; লিভার ব্যবহারের ফলে লব্ধ সুবিধা।
  • English Word leveret Bengali definition [লেভারিট্] (noun) শশকশাবক; এক বছরের খরগোশ
  • English Word leviathan Bengali definition [লিভাইআথান্‌] (noun) (১) (বাইবেলি) প্রকাণ্ড সামুদ্রিক জন্তুবিশেষ(২) প্রকাণ্ড জিনিস, বিশেষত জাহাজ বা প্রাণী
  • English Word levis Bengali definition [লীভাইজ্‌] (noun) (plural) (Proprietary name) শক্ত মোটা কাপড়ের আঁটসাঁট ফুলপ্যান্ট
  • English Word levitate Bengali definition [লেভিটেইট্] (verb transitive), (verb intransitive) (আধ্যাত্মিক সাধকদের) দেহকে শূন্যে ভাসমান বা উত্থিত করাlevitation [লেভিটেইশ্‌ন্‌] (noun) এ ধরনের কাজ।
  • English Word levity Bengali definition [লেভাটি] (noun) [uncountable noun] (আনুষ্ঠানিক) লঘুতা; চপলতা; চাপল্য; চিন্তাহীনতা
  • English Word levy Bengali definition [লেভি] (verb transitive), (verb intransitive) (past tense, past participle levied) (১) প্রাপ্ত ক্ষমতা অনুসারে কর ধার্য বা আদায় করা: levy a tax, a fine, etc. (২) বাধ্যতামূলকভাবে বা শক্তি প্রয়োগ করে সৈন্য সংগ্রহ করা: levying an army. (৩) levy war on/upon/against এভাবে সৈন্য ও রসদ সংগ্রহের মাধ্যমে কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা।  (noun) (plural levies) [countable noun] (১) এভাবে কর বসানো বা সৈন্য সংগ্রহের সরকারি আদেশ(২) এভাবে অর্থ বা সৈন্য সংগ্রহ করার কাজ(৩) এভাবে সংগৃহীত অর্থ বা সৈন্যcapital levy, দ্রষ্টব্য capital 2. leviable (adjective) কর বসানোর যোগ্য।
  • English Word lewd Bengali definition [লিউড্‌ America(n) লূড্] (adjective) ইতর; অশোভন; কামুক; লম্পটlewdly (adverb) lewdness (noun)
  • English Word lexical Bengali definition [লেক্‌সিক্‌ল্‌] (adjective) শব্দসংক্রান্ত; আভিধানিকlexically [লেক্‌সিক্‌লি] (adverb)
  • English Word lexicography Bengali definition [লেক্‌সিকগ্রাফি] (noun) [uncountable noun] অভিধান রচনা; অভিধান-সংকলন বিদ্যাlexicographer (noun) [লেক্‌সিকগ্রাফা(র্‌)] (noun) অভিধান রচয়িতা বা সংকলক।
  • English Word lexicon Bengali definition [লেক্‌সিকান্‌ America(n) লেক্‌সিকন্‌] (noun) শব্দকোষ, শব্দার্থপুস্তক বা অভিধান
  • English Word lexis Bengali definition [লেক্‌সিস্‌] (noun) [uncountable noun] কোনো ভাষার শব্দাবলি
  • English Word ley Bengali definition [লেই] (noun) [countable noun] যে জমি সাময়িকভাবে ঘাসে ভরে গিয়েছেley farming এক মৌসুমে শস্য; পরের মৌসুমে ঘাসের চাষ।
  • English Word liability Bengali definition [লাইআবিলাটি] (noun) (plural liabilities) (১) [uncountable noun] দায়; দায়িত্ব; বাধ্যবাধকতা: liability to pay taxes. limited liability company, দ্রষ্টব্য limit 2. (২) (plural) ঋণ; মোট দেনা(৩) (কথ্য) বোঝা; অসুবিধা; more a liability than an asset.
  • English Word liable Bengali definition [লাইআব্‌ল্] (adjective) (used predicative(ly)) (১) liable for আইনত বাধা না দায়ী(২) be liable to something অধীন হওয়া: liable to fine/punishment. (৩) be liable to do something প্রবণ; সম্ভাবনাযুক্ত হওয়া: liable to make mistakes.
  • English Word liaise Bengali definition [লিএইজ্‌] (verb transitive) liaise (with/between) (কথ্য) যোগাযোগকারী হিসেবে কাজ করা
  • English Word liaison Bengali definition [লিএইজ্‌ন্‌ America(n) লিআজ্‌ন্‌] (noun) (১) [uncountable noun] দুই পক্ষের সংযোগ বা যোগাযোগliaison officer এ ধরনের সংযোগ রক্ষাকারী কর্মকর্তা। (২) অবৈধ যৌন সম্পর্ক
  • English Word liana Bengali definition [লিআ:না America(n) লিঅ্যানা] (অপিচ liane) (noun) দেওয়াল বা গাছ বেয়ে ওঠা গ্রীষ্মমণ্ডলীয় লতাগাছ
  • English Word liar Bengali definition [লাইআ(র্‌)] (noun) মিথ্যাবাদী; যে মিথ্যা কথা বলে
  • English Word lib Bengali definition [লিব্] (noun) (কথ্য) liberation শব্দের সংক্ষিপ্ত রূপwomen’s lib সামাজিক ও অর্থনৈতিক অসাম্য হতে নারীমুক্তি আন্দোলন।
  • English Word libation Bengali definition [লাইবেইশন্‌] (noun) [countable noun] দেবাদির উদ্দেশে মদ বা অন্য কোনো তরল পদার্থ ঢালা; ব্যঙ্গচ্ছলে এরূপ কাজ করা
  • English Word libel Bengali definition [লাইব্‌ল্‌] (noun) (১) [uncountable noun, countable noun] কারো নিন্দাবাদপূর্ণ পুস্তক বা রচনা; মানহানিকর বিবৃতি বা রচনা: sue a newspaper for libel; utter or publish libel against somebody. (২) [countable noun] libel on (কথ্য) কারো কুৎসা বা তার প্রতি বিদ্বেষপূর্ণ মন্তব্য। □(verb transitive) (libelled, libelling, libels, America(n) libeled, libeling, libels) কারো নিন্দাবাদপূর্ণ কিছু প্রকাশ করা। libellous (America(n) libelous) [লাইবেলাস্‌] (adjective) কুৎসাপূর্ণ, কুৎসাজনক: a libellous journal/article.
  • English Word liberal Bengali definition [লিবারাল্‌] (adjective) (১) বদান্য; উদার; মুক্তহস্ত; সদাশয়; প্রচুর: a liberal supply of food. (২) সরলমনা; সংস্কারমুক্ত; উদার(৩) (শিক্ষা) যা মনের বা চিন্তার প্রসারতা আনে: a liberal education. the liberal arts মনের উদারতা বৃদ্ধিকারী বিদ্যাসমূহ, যেমন সাহিত্য, দর্শন। (৪) (রাজনীতি বা ধর্ম) উদারপন্থি বা উদার মতাবলম্বী: The Liberal Party (British/Britain). □ (noun) সুবিধার পরিবর্তে যে ব্যক্তি প্রগতি বা সংস্কারে বিশ্বাস করেন। Liberal (British/Britain) বিলাতের উদারনৈতিক দল The Liberal Party-র সভ্য। liberalism (noun) [uncountable noun] (রাজনীতি বা ধর্ম) উদারনীতি; উদারপন্থি মতবাদ। liberalize, liberalise [লিব্‌রালাইজ্‌] (verb transitive) উদার বা উদারনীতিক করা; সংকীর্ণ মত বা সংস্কার থেকে মুক্ত করা। liberalization, liberalisation [লিব্‌রালাইজেইশ্‌ন্‌] (noun) উদারনীতিক করণ liberalness (noun) [uncountable noun], দ্রষ্টব্য liberality.
  • English Word liberality Bengali definition [লিবার‍্যালাটি] (noun) (plural liberalities) (অপিচ Iiberalness ) (১) [uncountable noun] বদান্যতা; মনের উদারতা; সংস্কার থেকে মুক্তি(২) [countable noun] মুক্তহস্তে দান
  • English Word liberate Bengali definition [লিবারেইট্] (verb transitive) মুক্ত করা; উদ্ধার করা: people from slavery; liberate one’s mind from prejudice.