• Bengali Word capital 2 English definition [ক্যাপিট্‌ল্‌] (noun) [uncountable noun] পুঁজি; মূলধন।
    capital expenditure (noun) যন্ত্রপাতি ক্রয়, ইমারত প্রভৃতি খাতে ব্যয়িত অর্থ; মূলধনীয় ব্যয়। capitalgain বিনিয়োগকৃত অর্থ কিংবা সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা; মূলধনীয় মুনাফা। capital gains tax (noun) যেকোনো মূলধনীয় মুনাফার উপর দেয় কর; মূলধনীয় মুনাফাকর। capital goods (noun) অন্য পণ্য উৎপাদনে ব্যবহৃত পণ্য; মূলধনীয় পণ্য। capital intensive (adjective) (শিল্পোৎপাদন পদ্ধতি) বিপুল অঙ্কের অর্থের বিনিয়োগ আবশ্যক এমন; পুঁজিঘন। দ্রষ্টব্য labour intensive. capitalevy (noun) দেশের সমস্ত ব্যক্তিগত সম্পত্তি থেকে রাষ্ট্র কর্তৃক অংশবিশেষ প্রতিগ্রহণ; সম্পত্তি শুল্ক। capital transfer (noun) বড় অঙ্কের অর্থ অন্য কোনো ব্যক্তিকে প্রদান; পুঁজি হস্তান্তর। capital transfer tax (noun) দানের মূল্য দাতার জীবদ্দশায় বা মৃত্যুর পরে একটা নির্দিষ্ট অঙ্ক অতিক্রম করলে পুঁজি হস্তান্তরের উপর দেয় কর; পুঁজি হস্তান্তর কর। fixed capital যন্ত্রপাতি, ইমারত ইত্যাদি; স্থাবর পুঁজি। floating capital অস্থাবর পুঁজি (= মূলধনীয় পণ্য)I a capital of মূল্যের পুঁজি। make capital of something পুঁজি করা।