• Bengali Word grade 1 English definition [গেইড্‌] (noun) [countable noun] ১ পদমর্যাদা; গুণাগুণ; মূল্য ইত্যাদির ধাপ, পর্যায় বা মাত্রা; একই জাতীয় বস্তুর সংখ্যা বা শ্রেণি: The rank of joint-secretary is one grade higher than that of deputy-secretary is one grade higher than that of deputy-secretary. Jute is sold in grades, and Grade A jute is of the finest quality.
      Jute is sold in grades, and Grade A jute is of the finest quality. (২) (America(n)) স্কুলের পাঠবিভাগ বা শ্রেণিবিভাগ; এক বছরের পড়া; এরূপ কোনো বিভাগে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীবৃন্দ: An elementary school in the America(n) has eight grades is called a ‘grade school’. (৩) স্কুলের কাজের জন্য ছাত্রকে প্রদত্ত নম্বর (যথা: ৮০%) বা মান (যথা- ভালো, খুব ভালো)। make the grade (কথ্য) উত্তম মানে পৌঁছানো; প্রয়োজনীয় মান লাভ করা। (৪) (America(n)) সড়ক; রেলপথ ইত্যাদির ঢাল, নতিমাত্রা (British/Britain = gradient) on the up/down grade উঠতি/পড়তি: Business is on the down grade, ব্যবসা পড়ে যাচ্ছে; পড়তি অবস্থায়। grade crossing (America(n)) লেভেল ত্রুসিং।
    • Bengali Word grade 2 English definition [গ্রেইড্] (verb transitive) ১ ক্রমানুসারে সাজানো: grade jute; graded by height.
      (২) (বিশেষত রাস্তার জন্য) ঢাল কমিয়ে এনে মাটি সমান করা। (৩) grade (up) (গবাদি পশুর) উন্নত জাতের সংকর উৎপাদন করা।
    • Bengali Word avant–grade English definition [অ্যাভন্‌ গা:ড্‌] (noun) (ফরাসী) ১ অগ্রব্যূহ; অগ্রসেনা; সেনামুখ; (লাক্ষণিক) (শিল্প, সাহিত্য, নাটক ইত্যাদিতে) যেকোনো আন্দোলনের অগ্রসর নেতা বা নেতৃবৃন্দ; অগ্রদূত; অগ্রসেনা; পুরোধা; পুরোগ; (attributive(ly)) পুরোগামী: avant–garde writers/artists.
      (২) শিল্পসাহিত্যে এমন বিষয়বস্তু বা শৈলী যা অভিনব বা পরীক্ষামূলক।
    • Bengali Word retrograde English definition [রেট্‌রাগ্রেইড্] (adjective) ১ পশ্চাদ্ধাবনমূলক; পিছনমুখী।
      (২) অবনতিমূলক। □ (verb intransitive) পিছনমুখী হওয়া; মন্দতর হওয়া; আরো খারাপ হওয়া।
    • Bengali Word upgrade English definition [আপগ্রেইড্‌] (verb transitive) উচ্চতর স্তরে উন্নীত করা।
      □(noun) [আপ্‌গ্রেইড্‌] (বিশেষত) on the upgrade উন্নতিরপথে; উন্নতিশীল।