Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word jiggery-pokery Bengali definition [জিগারি-পোউকারি] (noun) (কথ্য) ভোঁজবাজি; ভাঁওতা; ধাপ্পা
  • English Word jigsaw Bengali definition [জিগ্‌সো] (noun) (১) মেশিনচালিত করাত(২) jigsaw puzzle এক ধরনের খেলা, যে খেলায় কাঠ বা বোর্ডের উপর কোনো ছবি বা মানচিত্র সাঁটা হয় এবং পরে তাকে অনেকগুলো অসমান টুকরায় কাটা হয়। খেলোয়াড় ঐ টুকরাগুলো জোড়া দিয়ে পুরো ছবিটি পুনর্নির্মাণ করে।
  • English Word jihad Bengali definition [জিহা:ড্] (noun) ধর্মযুদ্ধ; বিধর্মীদের বিরুদ্ধে পরিচালিত মুসলমানদের যুদ্ধ; জেহাদ; (লাক্ষণিক) যেকোনো অন্যায়ের বিরুদ্ধে পরিচালিত সংগ্রাম।
  • English Word jilt Bengali definition [জিল্‌ট্] (verb transitive) (কাউকে) বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বা প্রেমে উৎসাহ দিয়ে পরে পরিত্যাগ করা; She jilted him.
  • English Word Jim crow Bengali definition [জিমক্রোউ] (noun) (তুচ্ছার্থে) নিগ্রো
  • English Word jim-jams Bengali definition [জিম্‌জ্যাম্‌জ্‌] (noun) (অশিষ্ট) অধিক মদ্যপানজনিত প্রলাপ ও কম্প; গাত্রশিহরণ
  • English Word jimmy Bengali definition [জিমি] = Jemmy.
  • English Word jingle Bengali definition [জিঙ্গ্ল্] (noun) (১) ঝুনঝুন বা রুনরুন শব্দ (যেমন পয়সা, চাবির গোছা বা ছোট ঘন্টির)। (২) এরকম ধ্বনিবিশিষ্ট শব্দ; মিঠে আওয়াজের ছড়া। □(verb transitive), (verb intransitive) (১) ঠুনঠুন বা ঝুন ঝুন আওয়াজ করা: He jingled his keys. The coins in his pocket jingled. (২) অনুপ্রাসবহুল ও ছন্দোময় হওয়া (পদ্য) যাতে সহজেই মনে রাখা যায়
  • English Word jingo Bengali definition [জিঙ্‌গোউ] (noun) সংগ্রামশীল দেশপ্রেমিক; যে নিজ দেশকে বড় মনে করে এবং সেই সঙ্গে অন্য দেশকে ঘৃণা করেBy jingo! (অচলিত অশিষ্ট) বিস্ময়; আনন্দ প্রকাশ কিংবা কোনো বিষয়ে জোর দিতে ব্যবহৃত বাক্যাংশ। jingoism (noun) সংগ্রামশীল দেশপ্রেম; অতিস্বদেশী মনোভাব। jingoist (noun) jingoistic (adjective)
  • English Word jinks Bengali definition [জিঙ্ক্‌স্‌] (noun) high jinks উদ্দাম আনন্দ; অসংযত স্ফূর্তি
  • English Word jinn Bengali definition [জিন্] = genie.
  • English Word jinx Bengali definition [জিঙ্‌ক্‌স্‌] (noun) যে ব্যক্তি বা বস্তু দুর্ভাগ্য বয়ে আনে; অলক্ষুণে ব্যক্তি বা বস্তুput a jinx on somebody এমন কিছু করা যা কারো জন্য দুর্ভাগ্য বয়ে আনে।
  • English Word jitters Bengali definition [জিটাজ্‌] (noun) the jitters (অশিষ্ট) স্নায়ুবিক দৌর্বল্য; নার্ভাস হওয়াjittery (adjective) নার্ভাস; ভীত; স্নায়ুবিকভাবে দুর্বল।
  • English Word jive Bengali definition [জাইভ্‌] (noun) জাজবাদ্যের রীতিবিশেষ; উচ্চতালসমৃদ্ধ জনপ্রিয় সংগীত; এরকম সংগীতের তালে তালে নাচ (noun) জাজবাদ্যের সঙ্গে নাচা।
  • English Word Job Bengali definition [জোউব্‌] (noun) (বাইবেলের প্রাচীন নিয়মের অন্তর্গত 'Book of Job' থেকে) অত্যন্ত ধৈর্যশীল ব্যক্তিtry the patience of Job সহ্যাতীত হওয়া। a Job’s comforter যে ব্যক্তি কাটা ঘায়ে নুনের ছিটা দেয়। Job’s news সর্বনাশের সংবাদ।
  • English Word job 1 Bengali definition [জব্‌] (noun) (১) কাজ; কাজের ভারon the job (কথ্য) কার্যরত; ব্যস্ত। make a good/fine job of something ভালোভাবে কার্য সম্পাদন করা। odd jobs টুকরা কাজ; খুচরা কাজ। odd job man যে লোক টুকিটাকি কাজ করে জীবন চালায়। (২) be/have a hard job doing/to do something কঠিন কাজ; কষ্টসাধ্য হওয়া: It’s a hard job to remove poverty from society. (৩) চাকরি: He lost his job. out of job বেকার। job centre চাকরিকেন্দ্র। job satisfaction চাকরি সম্পর্কে বা কৃত কাজ সম্পর্কে সন্তুষ্টির বোধ। (৪) job lot জগাখিচুড়ি(৫) (অশিষ্ট) ষড়যন্ত্র বা অসততার মাধ্যমে কোনো ব্যক্তিগত সুবিধা বা লাভ পেতে কিছু করা(৬) (অশিষ্ট) অপরাধমূলক কাজ, বিশেষত চুরি
  • English Word job 2 Bengali definition [জব্] (verb transitive), (verb intransitive) (১) খুচরা কাজ করাa jobbing gardener যে শ্রমিক একাধিক মনিবের কাজ করে এবং ঘণ্টা হিসেবে মজুরি পায়। (২) (স্টক এক্সচেঞ্জসম্পর্কিত) দালালির কাজ করা(৩) (কথ্য) নিজের অবস্থানকে ব্যবহার করে আত্মীয়স্বজনের জন্য সুবিধা আদায় করা; স্বজনতোষণ করা: He jobbed his brother into high post in the office. jobber (noun) শেয়ার মার্কেটের দালাল jobbery (noun)
  • English Word jockey Bengali definition [জকি] (noun) ঘোড়দৌড়ের পেশাদার ঘোড়সওয়ার। দ্রষ্টব্য disc. Jockey club ইংল্যান্ডে ঘোড়দৌড় নিয়ন্ত্রণকারী সমিতি। (verb transitive), (verb intransitive) প্রতারণা করা: He jockeyed Mr. Ali out of job.jockey for position (ক) ঘোড়দৌড়ের প্রতিযোগিতায় অধিকতর সুবিধাজনক অবস্থায় যাওয়ার জন্য অন্য সওয়ারদের সঙ্গেঠেলাঠেলি করে এগিয়ে যাওয়া। (খ) (লাক্ষণিক) সুবিধা/পদলাভের জন্য কৌশলের আশ্রয় নেওয়া।
  • English Word jockstrap Bengali definition [জকস্ট্র্যাপ্‌] (noun) পুরুষ ক্রীড়াবিদগণ কর্তৃক ব্যবহৃত আঁটসাঁট জাঙিয়া
  • English Word jocose Bengali definition [জোউকোউস্‌] (adjective) (আনুষ্ঠানিক) রসিক; রসিকতাপূর্ণ; তামাশাপূর্ণ; হাসিখুশিjocosely (adverb) jocosity (noun)
  • English Word jocular Bengali definition [জক্যিউলা(র)] (adjective) রসিকতাপ্রিয়; রসিকjocularly (adverb) jocularity (noun)
  • English Word jocund Bengali definition [জকান্ড্] (adjective) (সাহিত্যিক) হাসিখুশি; উৎফুল্লjocundity (noun) উৎফুল্লতা।
  • English Word jog Bengali definition [জগ্‌] (verb transitive), (verb intransitive) (১) অল্প টোকা বা ধাক্কা দেওয়া; নাড়ানো; ঝাঁকানো, কনুই দিয়ে গুঁতা দিয়ে দৃষ্টি আকর্ষণ করা: Be careful not to jog the table. jog somebody’s memory কারো স্মৃতি উসকে দেওয়া। (২) ঝাঁকি দিয়ে দিয়ে অসরলভাবে চলা(৩) jog along/on ধীরেসুস্থে এগিয়ে যাওয়া: We jogged along in our old car. (৪) (আধুনিক কথ্য) ব্যায়ামের জন্য আস্তে দৌড়ানোjogger (noun) ব্যায়ামের জন্য যে দৌড়ায়। jogging (noun) জগিং; ব্যায়ামের জন্য দৌড় □ (noun) (১) মৃদু ধাক্কা; ঝাঁকি(২) (jogtrot) ধীরপায়ে হাঁটার কাজ বা দুলকি চালে দৌড়
  • English Word joggle Bengali definition [জগ্‌ল্] (verb transitive), (verb intransitive) ঝাঁকানো; ঝাঁকি দিয়ে চলা (noun) মৃদু ঝাঁকি।
  • English Word John Bull Bengali definition [জন্‌ বুল] (noun) ইংরেজ জাতি; পাকা ইংরেজ
  • English Word joie de vivre Bengali definition [জুউআ:দা ভীভ্রা] (noun) (ফরাসি) উচ্ছল জীবন উপভোগ
  • English Word join Bengali definition [জয়্‌ন্‌] (verb transitive), (verb intransitive) (১) join something to something; join things together/up মিলিত বা সংযুক্ত করা দুটি জিনিস বা প্রান্তকে দড়ি, রেখা, সেতু দ্বারা সংযুক্ত করা: The two pipes are joined. Join the two sentences by using ‘and’. join hands পরস্পরের হাত জড়িয়ে ধরা; (লাক্ষণিক) একসঙ্গে কাজ করার জন্য যুক্ত হওয়া। join battle যুদ্ধ শুরু করা; প্রতিযোগিতায় জড়িয়ে পড়া। join forces (with) কাজ করার জন্য শক্তিকে যুক্ত করা; মিলিতভাবে কর্ম সম্পাদনে ব্রতী হওয়া। (২) সদস্য হওয়া: join the army/a club. join up সৈন্যবাহিনীতে যোগ দেওয়া। (৩) join (somebody) in something যোগ দেওয়া; I’ll join at lunch. □ (noun) স্থান বা রেখা যেখানে দুটি জিনিস যুক্ত করা হয়।
  • English Word joiner Bengali definition [জয়না্‌(র)] (noun) কাঠমিস্ত্রি। দ্ৰষ্টব্য carpenter. joinery (adjective) কাঠমিস্ত্রির কাজ: He learned joinery.
  • English Word joint 1 Bengali definition [জয়্‌ন্‌ট্] (adjective) যৌথ: The company is a joint venture of the three brothers. It’s our joint responsibility. joint stock company অংশীদারিত্বভিত্তিক ব্যবসা। jointly (adverb) joint family [জয়নট ফ্যামিলি] (noun) যৌথ পরিবার।
  • English Word joint 2 Bengali definition [জয়্‌ন্‌ট্‌] (noun) (১) স্থান, রেখা বা সমতল যেখানে দুই বা ততোধিক জিনিস যুক্ত হয়: joint of a pipe-line. (২) পাইপ, অস্থি ইত্যাদি জোড়া দেওয়ার কৌশল out of joint স্থানচ্যুত (অস্থি): His knee was out of joint. (৩) কসাইয়ের দোকানে বিক্রীত পশু, গরু, ভেড়া ইত্যাদির শরীরের বিবিধ অংশের মাংস(৪) (অশিষ্ট) জুয়ার আড্ডা; মদ বা গাঁজার বৈঠক