Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word jamboree Bengali definition [জ্যাম্‌বারী] (noun) (১) আনন্দমেলা(২) বিশেষত স্কাউট বা গাইডদের বিরাট সম্মিলন; জাম্বুরি
  • English Word jamdani Bengali definition [জামদানি] (noun) [uncountable noun] বিবিধ নকশা অঙ্কিত ঢাকায় তৈরি এক ধরনের সুতি কাপড়; জামদানি
  • English Word jampack Bengali definition [জ্যামপ্যাক্] (verb transitive) (কথ্য) ঠেসে ভরা; গাদানো; তিলধারণের স্থান না-রাখা: jampacked with spectators.
  • English Word jangle Bengali definition [জাঙ্‌গল্] (verb transitive), (verb intransitive) ঝনঝন করা বা করানো; উচ্চশব্দে কলহ/ঝগড়াঝাটি করা (noun) [uncountable noun] কর্কশ ধ্বনি।
  • English Word janitor Bengali definition [জ্যানিটা(র)] (noun) (১) দ্বাররক্ষক; দারোয়ান; দৌবারিক(২) (America(n)) ঘরবাড়ি, অফিস ইত্যাদি পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য নিযুক্ত ব্যক্তি; পরিচারক বা তত্ত্বাবধায়ক
  • English Word January Bengali definition [জানিউআরি America(n) জানিউএরি)] (noun) ইংরেজি বছরের প্রথম মাস
  • English Word jape Bengali definition [জেইপ] (noun) (প্রাচীন প্রয়োগ) কৌতুক, রঙ্গ
  • English Word japonica Bengali definition [জাপনিকা] (noun) জাপানের অম্লস্বাদযুক্ত নাশপাতিজাতীয় ফল বা তার গাছ
  • English Word jar 1 Bengali definition [জা:(র)] (noun) [countable noun] (১) (সাধারণত কর্কশ) শব্দ; কম্পন: We felt a jar as the train started to move. (২) চোট; ধাক্কা; উত্তেজনা; অবনিবনা; সংঘর্ষ: The sudden outburst of his anger gave me an unpleasant jar.
  • English Word jar 2 Bengali definition [জা:(র)] (noun) কাচ, পাথর বা মাটির তৈরি, প্রশস্তমুখ, হাতলওয়ালা বা হাতল ছাড়া, সাধারণত গোলাকার, দীর্ঘ পাত্রবিশেষ; বয়েম: a jar of olives.
  • English Word jar 3 Bengali definition [জা:(র)] (verb transitive), (verb intransitive) (jarred) (১) jar against/on কর্কশশব্দে পীড়িত করা/পীড়া দেওয়া(২) jar on খারাপ/বিশ্রী লাগা; কানে লাগা: The sound jars on my ears/nerves. (৩) বিচলিত/দিশাহারা করা: He was badly jarred by the news. (৪) jar (with) মিল না থাকা; গরমিল/বেখাপ্পা হওয়া; টক্কর লাগা: Your views on the situation jar with mine. jarring (adjective) বিবাদী; বেখাপ্পা; বিরুদ্ধ; কর্কশ: a jar note, বেসুরো আওয়াজ। jarly (adverb) বেখাপ্পাভাবে ইত্যাদি।
  • English Word jargon Bengali definition [জা:গান] (noun) [uncountable noun] পারিভাষিক বা বিশিষ্টার্থক শব্দে পূর্ণ ভাষা; বিভাষা: the jargon of linguists/economists.
  • English Word jasmine Bengali definition [জ্যাস্‌মিন] (noun) [uncountable noun] জুঁইজাতীয় ফুল ও গাছ
  • English Word jasper Bengali definition [জ্যাস্‌পা(র্‌)] (noun) [uncountable noun] লাল, হলুদ বা বাদামি রঙের মধ্যম মানের পাথরবিশেষ
  • English Word jaundice Bengali definition [জোনডিস] (noun) [uncountable noun] (১) পাণ্ডুরোগ; ন্যাবা; কামলা(২) (লাক্ষণিক) ঈর্ষাপরবশ, পরশ্রীকাতর, বিদ্বেষপরায়ণ ও সংশয়গ্রস্ত মনোভাব; আবিল দৃষ্টি (verb transitive) (সাধারণত passive) পাণ্ডুগ্রস্ত করা: take a jaundiced view, পাণ্ডুগ্রস্ত বা বক্রদৃষ্টিতে (ঈর্ষাপরবশ ইত্যাদি) তাকানো।
  • English Word jaunt Bengali definition [জোনট] (noun) (সংক্ষিপ্ত) প্রমোদবিহার (verb intransitive) প্রমোদবিহার করা।
  • English Word jaunty Bengali definition [জোনটি] (adjective) (jauntier, jauntiest) আত্মবিশ্বাস ও আত্মতৃপ্তিসূচক; লঘুচিত্ত: wear one’s hat at a jaunty angle, আত্মবিশ্বাসভরে লঘুচিত্তে কাত করে টুপি পরা। jauntily (adverb) লঘুচিত্তে। jauntiness (noun) লঘুচিত্ততা।
  • English Word javelin Bengali definition [জ্যাভলিন] (noun) (সাধারণত ক্রীড়া) বর্শা; বল্লম
  • English Word jaw Bengali definition [জো] (noun) (১) (lower/upper) jaw চোয়াল; হনুjaw-bone (noun) চোয়ালের হাড়। (২) (plural) মুখের আকৃতি; মুখাবয়ব; (singular) মুখমণ্ডলের নিম্নাংশ; চোয়াল: a man with a strong jaw. (৩) (plural) উপত্যকা, প্রণালি ইত্যাদির সংকীর্ণ মুখ বা প্রবেশপথ; (লাক্ষণিক) গ্রাস; কবল: into/out of the jaws of death, মহাবিপদের মধ্যে/বাইরে। (৪) (plural) চেপে ধরা বা চুরমার করতে যন্ত্রাদির অংশবিশেষ, দাঁত(৫) (কথ্য) বাচালতা: None of your jaw, (কথ্য) নীতি-উপদেশপূর্ণ দীর্ঘ একঘেয়ে ভাষণ। (verb intransitive) jaw (at) (কথ্য, অবজ্ঞায়) (কারো উদ্দেশে) বক্তৃতা দেওয়া; নসিহত করা; Don’t jaw at me.
  • English Word jay Bengali definition [জেই] (noun) নানাবর্ণ পালকবিশিষ্ট উচ্চনাদী ইউরোপীয় পাখিবিশেষ; মণিকণ্ঠ; নীলকণ্ঠjay-walker (noun) যে ব্যক্তি গাড়িঘোড়ার প্রতি খেয়াল না-করে এলোমেলোভাবে পথ চলে; তালকানা পথচারী। jay-walk (verb intransitive) তালকানার মতো/এলোমেলোভাবে পথ চলে।
  • English Word jazz Bengali definition [জ্যাজ] (noun) [uncountable noun] বিশ শতকের শুরুতে প্রথমে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে নিগ্রো বাদকদলের দ্বারা পরিবেশিত জনপ্রিয় সংগীত। উপস্থিত উদ্ভাবনা ও উদ্দাম তাল এর বৈশিষ্ট্য। একে বলা হয় traditional jazz; নাচের জন্য বড় বড় বাদক দল কর্তৃক বাদিত অনুরূপ সংগীত; modern jazz নামে পরিচিত এবং ব্লুজ (দ্রষ্টব্য blue 2 (৬)) এর দ্বারা প্রভাবিত, আবেগবর্জিত ও দ্রুত লয়বিশিষ্ট আরেকটি প্রকারভেদ; জাজ: the jazzage; (attributive(ly)) jazz music; a jazz band. (verb transitive) (১) জাজরীতিতে বাজানো বা সাজানো: jazz a song/tune; জাজের সুরে সুরে নাচা। jazz something up (লাক্ষণিক কথ্য) প্রাণোদ্দীপ্ত/প্রাণোচ্ছল করা: jazz up a party; jazz things up a bit. jazzy (adjective) (jazzier, jazziest) (কথ্য) জাজ সংক্রান্ত বা জাজসদৃশ; আড়ম্বরী, জাঁকালো: jazzy cushions; a jazzy sports car.
  • English Word jealous Bengali definition [জেলাস্] (adjective) (১) অধিকার বা প্রণয়ের প্রকৃত বা সম্ভাব্য হানির জন্য শঙ্কিত বা বিদ্বেষপূর্ণ, ঈর্ষাকাতর, ঈর্ষাপরায়ণ: a jealous husband; jealous looks. (২) jealous (of somebody/something) পরশ্রীকাতর; ঈর্ষাকাতর: jealous of somebody else’s success. (৩) jealous (of somebody/something) হুঁশিয়ার; সদাজাগ্রত: jealous of one’s rights; keep a jealous eye on somebody. (৪) (বাইবেলে ঈশ্বর) অনন্যচিত্ত আনুগত্য এবং সর্বাত্মক উপাসনা ও সেবার অভিকাঙ্ক্ষী; অভিমানীjealously (adverb) ঈর্ষালুভাবে, ঈর্ষাপরায়ণভাবে ইত্যাদি। jealousy [জেলাসি] (noun) (plural jealousies) (১) ঈর্ষা; পরশ্রীকাতরতা: a lover’s jealous. (২) [countable noun] ঈর্ষাপ্রসূত/অসূয়াপ্রসূত উক্তি বা কাজ
  • English Word jean Bengali definition [জীন্] (noun) (১) ভারী, মজবুত কার্পাসবস্ত্রবিশেষ; জিন: (attributive(ly)) jean overalls. (২) jeans (সাধারণত মোটা পাকানো সুতার তৈরি কাপড়ের) মজবুত প্যান্ট; জিনস
  • English Word jeep Bengali definition [জীপ] (noun) ব্যাপকভাবে ব্যবহারের জন্য, বিশেষত এবড়োথেবড়ো রাস্তায় চলার উপযোগী ছোট, হালকা মোটরযানবিশেষ; জিপ
  • English Word jeer Bengali definition [জিআ(র)] (verb intransitive), (verb transitive) jeer (at somebody) উপহাস/বিদ্রূপ করা; টিটকারি দেওয়া; হাসিঠাট্টা করা: jeer at a defeated enemy; a jeering crowd, বিদ্রূপমুখর জনতা। (noun) [countable noun] উপহাস; বিদ্রূপবাক্য। jeeringly (adverb) বিদ্রূপপূর্বক, ব্যঙ্গ করে।
  • English Word jeggings Bengali definition [জেগিন্‌স্‌] (noun) (সাধারণত plural) দেখতে ডেনিম জিনসের মতো মেয়েদের স্কিনটাইট প্যান্ট; জেগিনস; মেয়েদের স্কিনটাইট ট্রাউজার আর জিনসের মিলিত ফলই জেগিনস। এটা একটি তুর্কি কোম্পানির ব্রান্ড পণ্য: a pair of black jeggings over my arm.
  • English Word Jehovah Bengali definition [জিহৌ্ভা] (noun) ওল্ড টেস্টামেন্টে ব্যবহৃত ঈশ্বরের নাম; জোহোভা
  • English Word jejune Bengali definition [জিজূন্‌] (noun) (আনুষ্ঠানিক) (লেখা) (১) নীরস; বিরস; শুষ্ক; অতৃপ্তিকর(২) বালোচিত; অমার্জিতjejunely (adverb) শুষ্কভাবে, বালোচিতভাবে ইত্যাদি। jejuneness (noun) [uncountable noun] শুষ্কতা; নীরসতা; ছেলেমানুষি।
  • English Word Jekyll and Hyde Bengali definition [জেক্‌লআন্‌হাইড্] (noun) দ্বৈত (একটি ভালো, একটি মন্দ) ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তি
  • English Word jell Bengali definition [জেল্] (verb intransitive), (verb transitive) (কথ্য) জেলির মতো হওয়া বা করা; আকার নেওয়া; দানা বাঁধা: The plot of the novel is beginning to jell in my mind.