Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word grasshopper Bengali definition [গ্রাস্‌:হপা(র্‌) America(n) গ্র্যাস্‌হপা(র্‌)] (noun) ফড়িং
  • English Word grate 1 Bengali definition [গ্রেইট্] (noun) শীতনিবারক উনুন বা ঝাঁজরি
  • English Word grate 2 Bengali definition [গ্রেইট্] (verb transitive), (verb intransitive) (১) সাধারণত খসখসে কোনো কিছুর সঙ্গে ঘষে গুঁড়া গুঁড়া করা; ঘষে গুঁড়া উঠিয়ে ফেলা(২) grate (on) খরখর আওয়াজ করা; (লাক্ষণিক) পীড়ন করা: The gate grates on its hinges . His swagger grated on my nerves. gratingly (adverb) grater (noun) খাদ্যদ্রব্য ইত্যাদি গুঁড়া করার যন্ত্রবিশেষ।
  • English Word grateful Bengali definition [গ্রেইট্‌ফ্‌ল্] (adjective) (১) grateful (to somebody) (for something) কৃতজ্ঞ: I am grateful to you for your help. (২) (সাহিত্যিক) মনোরম; আরামদায়ক: We rested under the grateful shade of the tree. gratefully [গ্রেইট্‌ফালি] (adverb)
  • English Word gratify Bengali definition [গ্র্যাটিফাই] (verb transitive) (১) খুশি করা বা সন্তোষবিধান করা: I am gratified with the result. It gratifies me to know that you have read my book. (২) প্রশ্রয় দেওয়া; (বাসনা) চরিতার্থ করা: gratify a child’s whims. gratifying (adjective) It was gratifying to have our efforts rewarded. gratification [গ্র্যাটিফিকেইশ্‌ন্‌] (noun) (১) [uncountable noun] সন্তোষলাভ; সন্তোষবিধান; বাসনা পূরণ; He had the gratify of getting it done on time. (২) [countable noun] তুষ্টিকর বা বাসনাপূরক বস্তু
  • English Word grating Bengali definition [গ্রেটিঙ্] (noun) [countable noun] জানালা প্রভৃতির গরাদ
  • English Word gratis Bengali definition [গ্রেইটিস্‌] (adverb), (adjective) বিনামূল্যে; মাগনা: be admitted to the exhibition gratis. a gratis copy of a book.
  • English Word gratitude Bengali definition [গ্র্যাটিটিউড্ America(n) গ্র্যাটিট্যূড্] (noun) [uncountable noun] gratitude (to somebody) (for something) কৃতজ্ঞতা
  • English Word gratuitous Bengali definition [গ্র্যাটিউইটাস্‌ America(n) গ্র্যাটিউইটূস্‌] (adjective) (১) বিনামূল্যে প্রদত্ত বা প্রাপ্ত; বিনা পারিশ্রমিকে সম্পাদিত: gratuitous service. (২) অকারণ; ভিত্তিহীন: a gratuitous lie. gratuitously (adverb)
  • English Word gratuity Bengali definition [গ্র্র্যটিউআটি America(n) গ্র্র্যটূউআটি] (noun) (১) চাকরি থেকে অবসরগ্রহণকারী ব্যক্তিকে প্রদত্ত (মাইনের অতিরিক্ত) ভাতা বা গ্র্যাজুইটি(২) পারিতোষিক; বকশিশ
  • English Word grave 1 Bengali definition [গ্রেইভ] (adjective) গুরুতর; গম্ভীর; রাশভারিgravely (adverb)
  • English Word grave 2 Bengali definition [গ্রেইভ] (noun) সমাধি; কবর; সমাধিস্তম্ভhave one foot in the grave মৃত্যুর কাছাকাছি হওয়া; অত্যন্ত বৃদ্ধ হওয়া। grave-clothes (noun) (plural) শববস্ত্র। gravestone (noun) সমাধিফলক। graveyard (noun) সমাধিক্ষেত্র; কারখানা।
  • English Word grave 3 Bengali definition [গ্রে:ভ] (noun) (অপিচ grave accent) স্বরবর্ণের উচ্চারণ নির্দেশক চিহ্ন; যথা, ফরাসি mere.
  • English Word grave 4 Bengali definition [গ্রেইভ] (verb transitive) (past participle graven গ্রেইভ্‌ন্): graven on one’s memory, graveimage মূর্তি
  • English Word gravel Bengali definition [গ্র্যাভ্‌ল্‌] (noun) কাঁকড়া; নুড়ি: gravel path, কাঁকর বিছানো পথ। gravelly [গ্র্যাভালি] (adjective) (কণ্ঠস্বর) ভারী ও কর্কশ। □ (verb transitive) (১) কাঁকর বিছিয়ে দেওয়া: gravel a road. (২) (কথ্য) হতবুদ্ধি করা
  • English Word graving dock Bengali definition [গ্রেইভিঙ্ ডক্] (noun) যে জাহাজঘাট বা ডক থেকে পাম্পের সাহায্যে জল নিষ্কাশন ও জাহাজের খোলের বহির্দেশ পরিষ্কার করা যায়
  • English Word gravitate Bengali definition [গ্র্যাভিটেইট্] (verb intransitive) gravitate to/towards (কোনো কিছুর অভিমুখে) গমন করা বা (কোনো কিছুর দিকে) আকৃষ্ট হওয়া: The rural poor tend to gravitate towards the cities. gravitation [গ্র্যাভিটেইশ্‌ন্] (noun) [uncountable noun] অভিগমন প্রক্রিয়া; অভিকর্ষ, বিশেষত মাধ্যাকর্ষণ শক্তি।
  • English Word gravity Bengali definition [গ্র্যাভাটি] (noun) [uncountable noun] (১) (পদার্থবিদ্যা) অভিকর্ষ; বিশেষত মাধ্যাকর্ষণ শক্তি(২) (পদার্থবিদ্যা) ভর: centre of gravity ; specific gravity, আপেক্ষিক গুরুত্ব। (৩) গুরুতর অবস্থা; গম্ভীর ভাব: the gravity of the political situation; the gravity of one’s appearance.
  • English Word gravure Bengali definition [গ্রাভিউআ(র্)] (noun) = photogravure.
  • English Word gravy Bengali definition [গ্রেইভি] (noun) [uncountable noun] (১) মাংসের রসা বা ক্বাথ; এই ক্বাথ দিয়ে তৈরি চাটনিgravy-boat (noun) যে পাত্রে মাংসের রসা বা চাটনি রাখা হয়। (২) (অপশব্দ) সহজে বা অপ্রত্যাশিতভাবে পাওয়া টাকাgravytrain (noun) কাঁচা পয়সায় উৎস: get on the gravytrain, কাঁচা পয়সা আছে এমন কাজ পাওয়া।
  • English Word gray Bengali definition [গ্রেই] (adjective), (noun) = grey.
  • English Word graze 1 Bengali definition [গ্রেইজ] (verb intransitive), (verb transitive) (১) (গবাদিপশু) ঘাস খাওয়া: cattle grazing in the fields. (২) (গবাদিপশু) চরানো: graze cattle; গবাদিপশুর জন্য তৃণক্ষেত্র ব্যবহার করা: graze a field. grazing-land (noun) গোচারণভূমি। grazier [গ্রেইজিয়া(র্) America(n) গ্রেইজা(র্)] (noun) যে বিক্রির জন্য গবাদিপশু লালন করে।
  • English Word graze 2 Bengali definition [গ্রেইজ] (verb transitive), (verb intransitive) (১) আলতোভাবে স্পর্শ করে তা আঁচড়ে কেটে যাওয়া; (ছাল বা চামড়া) ছড়ে যাওয়া: The arrow grazed my arm. (২) ছুঁয়ে যাওয়া
  • English Word grease Bengali definition [গ্রীস্] (noun) [uncountable noun] (১) প্রাণিদেহের চর্বি(২) চর্বিজাতীয় পদার্থ; গ্রিজ: axle grease. grease-gun (noun) যন্ত্রের বিভিন্ন অংশে গ্রিজ মাখানোর জন্য ব্যবহৃত কলবিশেষ। grease-paint (noun) [uncountable noun] অভিনয় প্রসাধনে ব্যবহৃত গ্রিজ ও রং মিশিয়ে তৈরি করা এক জাতীয় মিশ্র। greaseproof (adjective) (কাগজ) গ্রিজনিরোধক। □ (verb transitive) (বিশেষত যন্ত্রাংশে) গ্রিজ লাগানো বা মাখানো। grease somebody’s palm কাউকে ঘুষ দেওয়া। greaser (noun) যে ব্যক্তি যন্ত্রপাতিতে (বিশেষত জাহাজের ইনজিনে) গ্রিজ লাগানোর কাজ করে।
  • English Word greasy Bengali definition [গ্রীসি] (adjective) চর্বিযুক্ত; পিচ্ছিল: greasy fingers; greasy stairs. greasily [গ্রীসিইলি] (adverb) greasiness (noun)
  • English Word great Bengali definition [গ্রেইট্] (adjective) (১) আকার, পরিমাণ বা মাত্রায় সাধারণের ঊর্ধ্বে, বড়-মস্ত: She takes great care of the children, খুব যত্ন নেয়: He is a great friend of mine খুব আপন; অন্তরঙ্গ; বন্ধু। great-coat (noun) ভারী ওভারকোট। (২) বিশিষ্ট ক্ষমতা বা গুণসম্পন্ন: great men; great a novelist. (৩) গুরুত্বপূর্ণ; সুবিদিত; উঁচু পদমর্যাদাসম্পন্ন: great event; a great lady; Alexander the great. (৪) (কথ্য) সব ক্ষেত্রে অপর একটি adjective- এর আগে ব্যবহৃত এবং বিস্ময়, ক্রোধ, ঘৃণা ইত্যাদি প্রকাশক শব্দ: What a great big lie! কী সাংঘাতিক; কী ডাহা মিথ্যা কথা। a great bloody nonsense. (৫) (অপিচ Greater) দুইয়ের মধ্যে বড়র স্বাতন্ত্র্যসূচক বিশেষণ হিসেবে ব্যবহৃত: The Great Bear, দ্রষ্টব্য bear 1 (৩)। Great Britain (সংক্ষেপ GB) ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ড (উত্তর আয়ারল্যান্ডের অন্তর্ভুক্ত নয়)। The Greasy Lakes যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী বৃহৎ পঞ্চহ্রদ। Greater London লন্ডন ও আশপাশের শহরাঞ্চল নিয়ে গঠিত প্রশাসনিক অঞ্চল। the Great War প্রথম বিশ্বযুদ্ধ। (৬) (শুধু attributive(ly)) নামের যোগ্য: They are great friends, বন্ধু নামের যোগ্য। (৭) (সহায়ক noun-এর সঙ্গে; কেবল attributive(ly)) প্রচুর পরিমাণ; উঁচুমাত্রায়; He is a great eater, প্রচুর খেতে পারে(৮) পরিমাণ ইত্যাদি নির্দেশক শব্দসহযোগে: a great deal, অত্যন্ত; প্রচুর; the great majority, বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠ অংশ। (৯) (কথ্য) চমৎকার; মনোরম: What a great time we had at school! It would be great if we could get back to the good old days. (১০) (কথ্য কেবল predicative(ly)) great at (কোনো কিছুতে) দক্ষ; পাকাgreat on ( কোনো কিছুতে) ভালো জ্ঞান থাকা। (১১) সম্পর্কের আরো একটি ধাপ বোঝানোর জন্য জাতিত্ববাচক (grand) শব্দের আদিতে: great grandfather প্রপিতামহ বা প্রমাতামহ great-grandson প্রপৌত্র। greatly (adverb) অত্যন্ত; যারপরনাই: greatly delighted greatness (noun)
  • English Word greaves Bengali definition [গ্রীভ্‌জ্‌] (noun), (plural) হাঁটুর নিচে পরার বর্মবিশেষ
  • English Word grebe Bengali definition [গ্রীব্] (noun) একজাতের ছোট ডুবুরি পাখি
  • English Word Grecian Bengali definition [গ্রীশ্‌ন্‌] (adjective) গ্রিক (স্থাপত্য, মৃৎশিল্প, সংস্কৃতি, মুখাবয়ববিষয়ক)।
  • English Word greed Bengali definition [গ্রীড্‌] (noun) [uncountable noun] লোভ: greed for money.