Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word চিন্তক Bengali definition [চিন্‌তক্‌] (বিশেষণ) চিন্তিত একন; চিন্তকারী। {(তৎসম বা সংস্কৃত) √চিন্তি+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word চিন্তন Bengali definition [চিন্‌তন্‌] (বিশেষ্য) ১ ভাবা; মন চালনা। ২ মনন; বুদ্ধি প্রয়োগকরণ বা অনুশীলন। ৩ অনুধাবণ; একাগ্রমনে পর্যালোচনা ও উপলব্ধি। ৪ স্মরণ; মনে মনে বিগত বিষয়ের পুনরালোচনা। ৫ ধ্যান অভিনিবেশের সাথে স্মরণ। {(তৎসম বা সংস্কৃত) √চিন্তি+অন(ল্যুট্‌)}
  • Bengali Word চিন্তা Bengali definition [চিন্‌তা] (বিশেষ্য) ১ চিন্তাকরণ; মনন। ২ ধ্যান; একাগ্রচিত্তে স্মরণ। ৩ স্মরণ প্রভৃতি কার্য। ৪ উদ্বেগ; দুর্ভাবনা (চিন্তান্বিত)। ৫ আশঙ্কা; ভীতি (চিন্তা দূর হওয়া)। চিন্তনীয়, চিন্ত্য (বিশেষণ) ভাবনার যোগ্য; চিন্তা করতে পারা যায় এমন। চিন্তাকুল, চিন্তাকলিত (বিশেষণ) ভাবনাগ্রস্ত; চিন্তায় বা উদ্বেগে কাতর। চিন্তাকুলতা (বিশেষ্য) চিন্তাগ্রস্ত বা উদ্বেগপীড়িত ভাব (দৃষ্টিক্ষেপে চিন্তাকুলতা প্রতীত হইত-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। চিন্তাজনক (বিশেষণ) দুর্ভাবনা বা উদ্বেগ সৃষ্টি করে এমন। চিন্তাজ্বর (বিশেষ্য) দুর্ভাবনা বা উদ্বেগজনিত ক্লেশ বা সন্তাপ (তুমি চিন্তাজ্বর করেছ মোচন-সত্যেন্দ্রনাথ দত্ত)। চিন্তান্বিত (বিশেষণ) চিন্তাকুল; ভাবনাগ্রস্ত; উদ্বেগপীড়িত; উদ্বিগ্ন; দুশ্চিন্তায় ব্যাকুল। চিন্তাবিদ (বিশেষ্য) চিন্তাশীল; মননশীল। চিন্তামগ্ন (বিশেষণ) ১ ভাবনায় বিভোর বা আত্মহারা। ২ গুরুতর চিন্তা বা ভাবনায় আচ্ছন্ন; গভীর চিন্তায় নিবিষ্ট। চিন্তামণি (বিশেষ্য) ১ বাঞ্ছিত ফল প্রদানকারী মণি। ২ স্পর্শমণি। ৩ পরম আরাধ্য (বেরিয়ে গেছে ফকীর বেশে ছাই দিয়ে সংসারে চিন্তামণির অন্বেষণে-সত্যেন্দ্রনাথ দত্ত)। চিন্তাশীল (বিশেষণ) মননশীল; ভাবুক; চিন্তাপরায়ণ; ভাবনা দ্বারা ভালোমন্দ বিচার করতে সমর্থ; মনীষী; জ্ঞানী; পণ্ডিত। {(তৎসম বা সংস্কৃত) √চিন্তি+অ(অঙ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word চিন্তিত Bengali definition [চিন্‌তিতো] (বিশেষ্য) ১ চিন্তান্বিত; চিন্তাযুক্ত; উদ্বিগ্ন; দুর্ভাবনাগ্রস্ত (বড়ই চিন্তিত আছি)। ২ বিবেচিত চিন্তার বিষয়ীভূত (চিন্তিত বিষয়)। {(তৎসম বা সংস্কৃত) √চিন্ত্‌+ত(ক্ত)}
  • Bengali Word চিন্তে (বিরল), চিনতে Bengali definition [চিন্‌তে] (বিশেষ্য) ১ চিন্তা; ভাবনা। □(অসমাপিকা ক্রিয়া) চিনতে (দেখেই চিনতে পেরেছি)। {(তৎসম বা সংস্কৃত) চিন্তা}
  • Bengali Word চিন্ত্যমান Bengali definition [চিন্‌তোমান্‌] (বিশেষণ) চিন্তা করা হচ্ছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √চিন্ত্‌+ণিচ্‌+মান(শানচ্‌)}
  • Bengali Word চিন্ময় Bengali definition [চিন্‌ময়্‌] (বিশেষণ) চিৎস্বরূপ; জ্ঞানময়; চৈতন্যস্বরূপ (আমি মৃন্ময়, আমি চিন্ময়-কাজী নজরুল ইসলাম; চিন্ময় অব্যয় অদ্বিতীয় আল্লাহ্‌-এয়াকুব আলী চৌধুরী)। চিন্ময়ী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) চিৎ+ময়(ময়ট্‌)}
  • Bengali Word চিপটা, চিপটে Bengali definition [চিপ্‌টা, চিপ্‌টে] (বিশেষণ) কৃপণ; দানে অনিচ্ছুক। {(তুলনীয়) কিপটে, কিপটা; (তৎসম বা সংস্কৃত) চিপিটক শব্দে সাদৃশ্যে দান ও কর্মব্যয়ে চিড়ার মতো শুষ্ক ও নীরস}
  • Bengali Word চিপটানো Bengali definition [চিপ্‌টানো] (ক্রিয়া) ১ চ্যাপটা বা পিষ্ট করা; চ্যাপটা বা পিষ্ট হওয়া (চাকার নীচে চিপটে যাওয়া)। ২ চেপে যুক্ত করা। ৩ চ্যাপটাভাবে যুক্ত হওয়া। □(বিশেষণ) উক্ত সকল অর্থে। চিপটানি (বিশেষ্য) ১ চ্যাপটাকরণ; পিষ্টকরণ। ২ চেপে সংলগ্নকরণ। {(তৎসম বা সংস্কৃত) চিপিটক>√চিপ্‌টা+আনো}
  • Bengali Word চিপটেন, চিপটান Bengali definition [চিপ্‌টেন্‌, চিপ্‌টান্‌] (বিশেষ্য) গূঢ় আঘাতপূর্ণ টিপ্পনী; টিপে টিপে বলা; জ্বালা ধরানো উক্তি; স্থিরভাবে অনুচ্চস্বরে মধ্যে মধ্যে উচ্চারিত পীড়াদায়ক উক্তি। চিপটেন কাটা, চিপটেন ঝাড়া (ক্রিয়া) ঐ প্রকার বিদ্রূপসূচক মর্যাদা হানিকর উক্তি করা। {(তুলনীয়) (হিন্দি) চিপট্‌না, চিপটানা>}
  • Bengali Word চিপা, চেপা Bengali definition [চিপা, চেপা] (ক্রিয়া) ১ নিষ্পেষিত করা; দলিত মথিত করা; নিংড়ানো। ২ চেপা বা চাপ দেওয়া। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। □(বিশেষণ) ১ আঁট; tight (চিপা পায়জামা)। ২ সংকীর্ণ; সরু (চিপাগলি)। {(তৎসম বা সংস্কৃত) √চপ্‌(নিষ্পেষণে)> √চিপ্‌+আ}
  • Bengali Word চিবানো, চিবনো, চিবুনো Bengali definition [চিবানো, চিবোনো, চিবুনো] (ক্রিয়া) ১ বর্বণ করা; দন্ত দ্বারা নিষ্পেষণ করা। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। চিবিয়ে কথা বলা (ক্রিয়া) ১ মুখের ভিতর রেখে বা দাঁত অল্প ফাঁক করে কথা বলা। ২ রেখে ঢেকে কথা বলা; সব খুলে না বলা। চিবুনি, চিবানি (বিশেষ্য) চর্বণ। {(তৎসম বা সংস্কৃত) চর্ব>+(বাংলা) আনো, অনো, উনো}
  • Bengali Word চিবুক Bengali definition [চিবুক্‌] (বিশেষ্য) থুতলি। চিবুকস্পর্শ করা (ক্রিয়া) আদর করে থুতনি ছোঁয়া। {(তৎসম বা সংস্কৃত) √চীব্‌+উ+ক(কন্‌)}
  • Bengali Word চিমটা, চিমটে Bengali definition [চিম্‌টো, চিম্‌টে] (বিশেষ্য) জ্বলন্ত কাঠ কয়লা বা তপ্ত কোনো কিছু টিপে ধরবার যন্ত্র। {√চিমটা>; (তুলনীয়) (হিন্দি) চিমটা}
  • Bengali Word চিমটানো, চিমটনো Bengali definition [চিম্‌টানো, চিম্‌টনো] (ক্রিয়া) ১ চিমটি কাটা। ২ চিমটার মতো করে দেহের চামড়া টিপে ধরা। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। চিমটানি (বিশেষ্য) ১ চিমটি কাটা। ২ চিমটার মতো করে দেহের চামড়া টিপে ধরার কাজ। {√চিমটা+আনো}
  • Bengali Word চিমটি Bengali definition [চিম্‌টি] (বিশেষ্য) দুই আঙুলের অগ্রভাগ বা নখ দ্বারা শরীরের চামড়া টিপে বা চেপে ধরা। ২ টিপ; দুই আঙুলের অগ্রভাগে যাতটা তোলা যায়; স্বল্প পরিমাণ (এক চিমটি লবণ)। চিমটি কাটা (ক্রিয়া) ১ চিমটি দিয়ে চেপে ধরে যন্ত্রণা দেওয়া। ২ ইঙ্গিত করা। ২ বিদ্রূপ করা; চিপ্পনী কাটা। □(বিশেষণ) জ্বালাপূর্ণ; যন্ত্রণাদায়ক (চিমটি কাটা কথা)। {√চিমটা+ই}
  • Bengali Word চিমটে Bengali definition চিমটা
  • Bengali Word চিমনি, চিমনী Bengali definition [চিম্‌নি] (বিশেষ্য) ১ ধূম নির্গমের চোঙ্গা বা নলবিশেষ। ২ লন্ঠন ইত্যাদি কাচের গোলাকার আবরণ বা কাচনির্মিত আলোক শিখাবেষ্টনী। {(ইংরেজি) Chimney}
  • Bengali Word চিমসা, চিমসে Bengali definition চাম
  • Bengali Word চিমড়া, চিমড়ে Bengali definition [চিম্‌ড়া, চিম্‌ড়ে] (বিশেষণ) ১ শুষ্ক চামড়ার ন্যায় শক্ত এবং টেনে ছিঁড়তে হয় এরূপ (চিমড়া লুচি)। ২ একগুঁয়ে; জেদি; নাছোড়; অনমনীয় (চিমড়া ধাতু বা স্বভাব)। ৩ লিকলিকে অথচ মজবুত; খুব কৃশ ও শক্ত, পাকানো (চিমড়ে গড়ন)। {(তৎসম বা সংস্কৃত) চর্ম>; (তুলনীয়) (হিন্দি) চীমড়}
  • Bengali Word চির ১ Bengali definition [চিরো] (বিশেষণ) ১ অনন্ত; নিরবধি; নিরন্তর; নিত্য (চির নবীন)। ২ সর্ব; সকল; সমস্ত (চিরজীবন বা চিরকাল)। ৩ দীর্ঘকালব্যাপী; আবহমানকাল; বহুদিনব্যাপী (চিরাচরিত=চির+আচরিত)। ৪ অক্ষয়; অবিচল; অটুট (চিরযৌবনা, চিরসত্য)। ৫ আজীবন বা আমরণ (চিরকুমার)। ৬ দীর্ঘকাল; দীর্ঘসময়; দীর্ঘবিরতি বা বিলম্ব। চিরকর্মা, চিরকারী, চিরক্রিয় (বিশেষ্য) ১ কাজ করতে বিলম্ব করি এমন; দীর্ঘসূত্রী। ২ চিরকারিতা। চিরকাল (বিশেষ্য) ১ অনন্তকাল; সর্বযুগ (তুমি আমার চিরকালের-রবীন্দ্রনাথ ঠাকুর)। □(বিশেষ্য), (ক্রিয়াবিশেষণ) বরাবর; বহুদিন থেকে বা বহুকাল যাবৎ; আজীবন (এই নিয়মই চিরকাল দেখে আসছি)। চিরকালিন, চিরকালীন, চিরকেলে (বিশেষণ) সর্বকালীন বা পুরাতন; সনাতন (সেই চিরকেলে নদীনালা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। চিরকুমার (বিশেষণ) সারা জীবন অবিবাহিত ব্যক্তি। চিরকুমারী (স্ত্রীলিঙ্গ)। চিরকুট (বিশেষ্য) কাগজের ছোট টুকরা; ছোট চিঠি; slip। চিরক্রীত (বিশেষণ) ১ চিরদিনের জন্য কেনা। ২ উপকারীর নিকট অপরিশোধ্য ঋণে আবদ্ধ; কোনো প্রতিদান সম্ভব নয় এমনভাবে উপকৃত ও তজ্জন্য কৃতজ্ঞ। চিরজীবন (বিশেষ্য) সারাজীবন; সমগ্র জীবনকাল। □(ক্রিয়া) (বিশেষণ) সমস্ত জীবনকালব্যাপী; আজীবন। চিরজীবী, চিরঞ্জীব, চিরঞ্জীবী (বিশেষণ) ১ দীর্ঘায়ু; দীর্ঘজীবী। ২ অমর; অবিনশ্বর। চিরঞ্জীবিনী (স্ত্রীলিঙ্গ)। চিরদিন (বিশেষ্য) দীর্ঘদিন; বহুকাল। চিরদুঃখ (বিশেষ্য) জীবনব্যাপী দুঃখ। চির নতুন (বিশেষণ) কখনো পুরনো হয় না এমন; সর্বদাই নবীন এমন। চিরনিদ্রা (বিশেষ্য) ১ মৃত্যু। ২ যে নিদ্রা কখনো ভাঙে না। চিরনির্বাসন (বিশেষ্য) সরাজীবনের জন্য দেশান্তরীকরণ বা স্বদেশ থেকে বহিষ্করণ; transportation for life। চিরনির্ভর (বিশেষণ) ১ বরাবর ভরসা রাখা যায় এমন। ২ চিরকাল আশ্রয়দান করে এরূপ। চিরনীহার, চিরতুষার (বিশেষ্য) কখনো গলে না এমন বরফ। চিরনীহার রেখা, চিরতুষার রেখা (বিশেষ্য) হিমরেখা। চিরস্তন (বিশেষণ) ১ চিরকালীন; চিরকালব্যাপী; বহুকালগত; সনাতন (চিরন্তন প্রথা)। ২ অবিনশ্বর; অমর; চিরস্থায়ী (চিরন্তন হয়ে যাক-রবীন্দ্রনাথ ঠাকুর)। চিরস্তনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) চিরকালীন (পূর্ণ হবে সুন্দরের স্বপ্ন চিরন্তনী-শাহাদাত হোসেন)। চিরপরিচিত (বিশেষণ) ১ আবহমানকাল ধরে জানা। ২ বহুদিন ধরে আলাপ আছে এমন; পুরনো আলাপী। ৩ অতি ঘনিষ্ঠ। চিরপ্রচলিত (বিশেষণ) বরাবর চলে আসছে এমন। চিরপ্রবাস (বিশেষ্য) সারাজীবন স্বদেশের বাইরে বাস বা দীর্ঘকাল বিদেশে বাস। চিরবিচ্ছেদ (বিশেষ্য) দীর্ঘকালের জন্য বা জন্মের মতো ছাড়াছাড়ি। চিরবৈরি (বিশেষ্য) নিরবচ্ছিন্ন শত্রুতা; যে শত্রুতার কখনো বিরাম বা অবসান হয় না। চিররহস্য (বিশেষ্য) যে বিষয়ের গুপ্ত কারণ বা মর্ম উদ্ধার হয়নি বা হয় না। চিররোগী (বিশেষণ) দীর্ঘকাল বা সারাজীবন ধরে রুগ্ন। চিরশত্রু, চিরবৈরী (বিশেষ্য), (বিশেষণ) যার সঙ্গে আজীবন বা দীর্ঘকালীন শত্রুতা। চিরশান্তি (বিশেষ্য) ১ চিরকালের জন্য শান্তি। ২ চিরনিবৃত্তি; পরিসমাপ্তি বা নিঃশেষ সমাধান। ৩ মুক্তি; নির্বাণ; মোক্ষ। ৪ মৃত্যু। চিরশ্যামল, চিরহরিৎ (বিশেষণ) বরাবর সবুজ থাকে এমন; ever green। চিরসুখী (বিশেষণ) ১ সারাজীবনব্যাপী সুখী। ২ জীবনে কখনো দুঃখে পড়তে হয়নি এমন। চিরসুহৃদ (বিশেষণ) চিরকালের বা দীর্ঘকালের বন্ধু। চিরস্থায়ী (বিশেষ্য) আজীবনের বা দীর্ঘকাল ধরে থাকে এমন। □(বিশেষণ) কখনো ক্ষয় বা ক্ষয়প্রাপ্ত হয় না এমন; অবিনশ্বর; অক্ষয়। চিরস্থায়ী বন্দোবস্ত (বিশেষ্য) ১৭৯৩ খ্রিষ্টাব্দে লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত জমিদারদের রাজস্ব প্রদান বিধিবিশেষ; ব্রিটিশ আমলে নির্দিষ্ট নিয়মিত খাজনা প্রদানের শর্তে বংশানুক্রমিকভাবে জমিদারি ভোগের বিধি; permanent settlement। চিরস্বপ্রকাশ (বিশেষ্য) আপন জ্যোতিতে নিত্য ভাস্বর; স্বীয় প্রভায় সর্বদা সমুজ্জ্বল; আপন আলোকে অনুক্ষণ প্রদীপ্ত (অপ্রকাশ চিরস্বপ্রকাশ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √চি+র(রক্‌)}
  • Bengali Word চির ২ Bengali definition [চির্‌] (বিশেষ্য) ১ ফাটল; বিদারণ (দেয়ালে চির ধরা) ২ লম্বা ফালি বা টুকরা (চির করিয়া ফাড়া)। ২ খণ্ড; টুকরা (চৌচির)। ৪ ওষ্ঠপ্রান্ত; কশ (মুখের দুই চির বহিয়া গণ্ড ভিজিয়া গড়াইয়া পড়িতেছে-মীর মশাররফ হোসেন)। চিরকুট (বিশেষ্য) ১ কাগজের ছোট টুকরা। ২ অত্যন্ত ছোট চিঠি (এক টুকরা চিরকুট লাগানো-সৈয়দ মুজতবা আলী)। ৩ ছেঁড়া অপরিষ্কার পুরাতন বস্ত্র। {(তৎসম বা সংস্কৃত) চীর>}
  • Bengali Word চিরতা, চিরাতা, চিরেতা Bengali definition [চিরোতা, চিরাতা, চিরেতা] (বিশেষ্য) তিক্ত স্বাদযুক্ত ওষুধবিশেষ (চিরতার পানি স্বাস্থ্যের পক্ষে উত্তম)। {(তৎসম বা সংস্কৃত) চিরতিক্ত>}
  • Bengali Word চিরনদাঁতি, চিরুণদাঁতী Bengali definition [চিরোনদাঁতি, চিরুনদাঁতি] (বিশেষণ) চিরুনির ন্যায় ফাঁক ফাঁক দন্তযুক্ত (উচকপালী চিরুণদাঁতীর কথা প্রকাশ হয়ে পড়েব-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) চীর্ণ+দন্তী>}
  • Bengali Word চিরন্তন Bengali definitionচির১
  • Bengali Word চিরল, চিড়ল Bengali definition [চিরল্‌, চিড়ল্‌] (বিশেষণ) ১ দীর্ঘ; মাঝখানে চেরা; চিরযুক্ত (গাঙ্গের পারে হিজল গাছ লো চিড়ল চিড়ল পাতা-(ময়মনসিংহ গীতিকা))। ২ কোঁকড়া; চাঁচর (চিরল মাথার কেশ-পূর্ববঙ্গ গীতিকা)। ৩ চিকন; মিহি; সরু (বাসমতি ধানের চালগুলি বেশ চিরল চিরল)। {(তৎসম বা সংস্কৃত) চীর্ণ>চির+ল}
  • Bengali Word চিরা ১ Bengali definition চেরা
  • Bengali Word চিরা ২, চীরা Bengali definition [চিরা] (বিশেষ্য) ১ পাগড়িবিশেষ (ছেরেতে জরির চিরা-ফকির গরীবুল্লাহ)। ২ চির বা ফালি কাপড়ের পাগড়ি। {(তৎসম বা সংস্কৃত) চীর}
  • Bengali Word চিরা ৩ Bengali definition [চিরা] (বিশেষ্য) পুরস্কার; বখশিশ (পাবি খুব চিরা-ঘনরাম চক্রবর্তী)। {(ফারসি) চার চারা }
  • Bengali Word চিরাগ Bengali definition চেরাগ