Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word কেরাঞ্চি Bengali definition [কেরান্‌চি] (বিশেষ্য) ১ দুই বা চার চাকাবিশিষ্ট গরুর গাড়িবিশেষ (কেরাঞ্চিতে ঠকচাচা প্রভৃতিকে লইয়া উঠিলেন-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ ছক্কর ঘোড়ার গাড়ি। {(হিন্দী ) কিরংচী}
  • Bengali Word কেরাত, কিরাত Bengali definition [কেরাত্‌, কিরাত্‌] (বিশেষ্য) ১ কোরানের বিশুদ্ধ পাঠ (একটি সুরা এমন মধুর কেরাতের সহিত আবৃত্তি করিয়া গেলেন- সৈয়দ আলাওল)। ২ কোরান পাঠের বিশেষ নিয়ম পদ্ধতি। {(আরবি) কির’আত}
  • Bengali Word কেরানি, কেরানী (অহু.) Bengali definition [কেরানি] (বিশেষ্য) এক প্রকার লেখক কর্মচারী; মুনশি; দপ্তরের নিম্নপদস্থ কর্মচারী। কেরানিগিরি ( বিশেষ্য) কেরানির কাজ; মুনশিগিরি। মাছিমারা কেরানি (বিশেষ্য) যে অর্থ না বুঝে বা অর্থের সঙ্গে সামঞ্জস্য না রেখে হুবহু নকল করে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) করণিক>করনি>কেরানি}
  • Bengali Word কেরামত, কারামত, কেরামতি Bengali definition [কেরামত্‌, কারামত্‌, কেরামাতি] (বিশেষ্য) ১ ক্ষমতা, শক্তি, প্রতাপ। ২ অলোকিক ক্ষমতা; ঐশীশক্তি; বুজুর্গি (নবীকুল কেরামত ক্ষিতিতে প্রচন্ড-সৈয়দ আলাওল ; কিন্তু কেরামতি চাই শুধু ভক্তিতত্বে চলবে না-রাজশেখর বসু (পরশু))। ৩ বাহাদুরি; নৈপুণ্য। ৪ ফের; বিপর্যয় (নসীবের কেরামত! এতদিনে বুঝি শেষ হয়ে এল জাহান্নামের পথ -মোহিতলাল মজুমদার)। কেরামতকারী (বিশেষ্য), (বিশেষণ) ক্ষমতার অধিকারী; প্রতাপশালী (মহন্ত পন্ডিতগুরু কেরামতকারী-সৈয়দ আলাওল)। কেরামতি (বিশেষণ) জাদুময়; অলৌকিক ক্ষমতাসম্পন্ন (কেরামতী মাথার টুপি দরিয়ায় ভাসাইয়া-পূর্ববঙ্গ গীতিকা)। {(আরবি) কারামত}
  • Bengali Word কেরামন কাতেবিন Bengali definition [কেরামোন কাতেবিন্‌] (বিশেষ্য) ১ যে ফেরেশতারা মানুষের দৈনন্দিন কার্যের বিশদ বিবরণ লিপিবদ্ধ করার কাজে নিযুক্ত (পাপপূণ্য কর্ম তরে দিবারাতি। কেরামন কাতেবিন লেখে দিন প্রতি-হেয়াত মাহমুদ)। ২ সন্মানিত লেখকগণ। {(আরবি ) কিরামান কাতিবীন}
  • Bengali Word কেরাসিন Bengali definition কেরোসিন
  • Bengali Word কেরাহাত, কেরাহিয়াত Bengali definition [কেরাহাত্‌, কেরাহিয়াত্‌] (বিশেষ্য) ঘৃণা। {(আরবি) করাহত করাহিয়্যাত}
  • Bengali Word কেরায়া, কেরেয়া Bengali definition [কেরায়া, কেরেয়া] (বিশেষ্য) বাড়ি গাড়ি নৌকা ইত্যাদির ভাড়া। ¨ (বিশেষণ) ভাড়া করার উপযোগী; ভাড়ায় যায় এমন (তাদের দু-ধারে অন্য কেরায়া নৌকা এসেছে-সৈয়দ ওয়ালিউল্লাহ)। কেরায়াদার (বিশেষ্য) ভাড়াটে; প্রজা। {(আরবি) কিরায়াহ}
  • Bengali Word কেরুল Bengali definition [কেরুল্‌] (বিশেষ্য) অঙ্কুর (বাঁশের কেরুল-ময়মনসিংহ গীতিকা.)। {(তুলনীয় ) চট্টগ্রাম প(ফ)রুল (বাঁশের পরুল); (তৎসম বা সংস্কৃত শব্দ) করবাল>}
  • Bengali Word কেরুয়াল, কেরোয়াল, কেরয়াল Bengali definition [কেরুয়াল্‌, কেরোয়াল্‌, কেরোয়াল্‌] (বিশেষ্য) নৌকার হাল বা দাঁড় (ভাঙ্গা কেরুয়ালখান না ধরে জলের টান-ময়মনসিংহ গীতিকা ; হাতে কেরোয়াল বৈসে নায়ের গাবর-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) করবাল (তরবারি)> কেরুয়াল (তরবারির সাদৃশ্যে কল্পিত}
  • Bengali Word কেরোসিন, কেরাসিন Bengali definition [কেরোসিন্‌, কেরাসিন্‌] (বিশেষ্য) খনিজাত এক প্রকার জ্বালানি তেল। {(ইংরেজি) Kerosene}
  • Bengali Word কেলানো Bengali definition [ক্যালানো] (ক্রিয়া) ১ (অশিষ্ট) ভাব বা উক্তি প্রকাশ করা; আবরণ মুক্ত করা; অশ্লীলভাবে হাস্য করা। ২ খোসা ছাড়ানো; ছালতোলা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্রীড়্‌>(প্রাকৃত) কিল>(বাংলা) কেল্‌; অথবা, (তৎসম বা সংস্কৃত শব্দ) √কেল্‌>(কেলি করা)+আনো}
  • Bengali Word কেলাস Bengali definition [কেলাশ্‌] (বিশেষ্য) স্ফটিক; রাসায়নিক বস্তুর স্ফটিকতুল্য দানা; crystal। কেলাসন (বিশেষ্য) crystallization; কেলাসিত (বিশেষণ) ((রসায়ন)) দানাবাঁধা অবস্থা; স্ফটিকীভূত; crystallized; crystalline। {(ইংরেজি) Crystal}
  • Bengali Word কেলি, কেলী Bengali definition [কেলি] (বিশেষ্য) ১ প্রমোদ; বিহার (কেলিকুঞ্জ)। ২ ক্রীড়া; কৌতুক; হাসি-তামাশা (কলাপ মেলি করে সে কেলি রৌদ্রে স্নেহ সঞ্চারি-সত্যেন্দ্রনাথ দত্ত)। কেলি কদম্ব (বিশেষ্য) নীপ; কেলিবৃক্ষ; একশ্রেণির কদমগাছ বা তার ফুল। কেলিকুঞ্চিকা (বিশেষ্য), (স্ত্রীলিঙ্গ) শ্যালিকা; স্ত্রীর কনিষ্ঠা ভগিনী (কনিষ্ঠ পুত্রের কেলিকুঞ্চিকা-কন্যার সহিত উদ্বাহ সম্পন্ন হইল-দীনবন্ধু মিত্র)। কেলিগৃহ (বিশেষ্য) প্রমোদভবন; বিহারালয়। {( তুলনীয়) √কেল্‌+ই(ইন্‌); ক্রীড়>}
  • Bengali Word কেলু Bengali definition [কেলু] (বিশেষ্য) দেবদারু বা পাইন জাতীয় পার্বত্য গাছবিশেষ (কেলুবনের শিখরে শিখরে পর্ব সন্ধ্যার একটু ধূসর জ্যোতি- অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(আঞ্চলিক)}
  • Bengali Word কেলে Bengali definition [কেলে] (বিশেষণ) কালো (কেলেমাটির কুঁজোর মত তে-পায়া সিংহাসনে -অবনীন্দ্রনাথ ঠাকুর)। কেলেভূত (বিশেষ্য) খুব কালো ও কদাকার ব্যক্তি; ভূতের মতো কালো ব্যক্তি। কেলে মানিক, কেলেসোনা (বিশেষ্য) ১ কালো ছেলে। ২ কালাচাঁদ; কালো হলেও দেখতে সুন্দর ব্যক্তি। কেলেহাঁড়ি (বিশেষ্য) দীর্ঘ দিন রান্নার ফলে যে হাঁড়িতে কালি জমেছে। { (তৎসম বা সংস্কৃত শব্দ) কাল+ইয়া =কালিয়া>কেলে}
  • Bengali Word কেলেঙ্কার Bengali definition [কেলেঙ্‌কার্‌] (বিশেষণ) কলঙ্কজনক; নিন্দাজনক (কেলেঙ্কার কান্ড)। কেলেঙ্কারি (বিশেষ্য) ১ কলঙ্ক; অপযশ; নিন্দা। ২ (বিশেষ্য) কুৎসিত বা নিন্দাজনক কাজ; কলঙ্ককর ব্যাপার (কেলেঙ্কারি বাধাবেন না বলছি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কলঙ্ককার>}
  • Bengali Word কেলেন্ডার Bengali definition ক্যালেন্ডার
  • Bengali Word কেল্লা, কিল্লা Bengali definition [কেল্‌লা, কিল্‌লা] (বিশেষ্য) দুর্গ; সেনানিবাস; গড় (বড় উচা এক কেল্লা দেখিবারে পায়-সৈয়দ হামজা)। কেল্লাদার দুর্গরক্ষক; কেল্লার ভারপ্রাপ্ত সেনানায়ক। ২ দুর্গশাসক। কেল্লাফতে (বিশেষ্য) ১ দুর্গজয়। ২ ((আলঙ্কারিক)) সিদ্ধিলাভ; বাজিমাত। কেল্লাফতে করা, কেল্লামাত করা, কেল্লামারা (ক্রিয়া) ১ দুর্গ জয় করা। ২ ( (আলঙ্কারিক)) কঠিন কাজে সফলকাম হওয়া; উদ্দেশ্য সিদ্ধ হওয়া; কাজ হাসিল করা। {(আরবি) কিল’আ }
  • Bengali Word কেশ Bengali definition [কেশ্‌, (আঞ্চলিক) ক্যাশ্‌] (বিশেষ্য) চুল। কেশকলাপ, কেশগুচ্ছ, কেশদাম, কেশপাশ (বিশেষ্য) কেশরাশি; চুলের গোছা (যাহার সুন্দর কেশপাশ আছে, সে আর পরচুলা ব্যবহার করে না-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। কেশকীট (বিশেষ্য) উকুন (কেশকীট ভরা তার মাথা-সুধীন্দ্রনাথ দত্ত)। কেশতৈল (বিশেষ্য) কেশবর্ধক সুগন্ধি তেল; মাথায় মাখার উপযুক্ত তেল। কেশপ্রসাধন (বিশেষ্য) কেশকে নানাভাবে সজ্জিত ও সুগন্ধীকরণ, চুলের পরিপাট্য সাধন। কেশবিন্যাস, কেশরচনা, কেশসংস্কার (বিশেষ্য) চুল আঁচড়ানো; চুল বাঁধা; খোঁপা বাঁধা; কবরী বন্ধন; টেরিকাটা। কেশমুন্ডন (বিশেষ্য) ক্ষুরের সাহায্যে সব চুল ফেলে দেওয়া; নেড়া হওয়া; মাথা মুড়ে ফেলা। কেশ- সংস্কার (বিশেষ্য) সাবান সোডা বেশম ইত্যাদি দ্বারা চুল পরিস্কার করা বা চুলের পরিচর্যা। কেশস্পর্শ, কেশাগ্র স্পর্শ (বিশেষ্য) ((আলঙ্কারিক)) সামান্যতম ক্ষতি; কিছুমাত্র অনিষ্ট। কেশস্পর্শ করা ক্রি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কে+√শী+অ(অড্‌)}
  • Bengali Word কেশব Bengali definition [কেশব্‌] (বিশেষ্য) কৃষ্ণ; বিষ্ণু। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কেশ+ব; অথবা, কেশ+√বা+অ(ক)}
  • Bengali Word কেশর, কেসর Bengali definition [কেশর্‌, কেশোর] (বিশেষ্য) ১ ফুলের পাপড়ির মধ্যস্থ কেশের মতো সুক্ষ্ণ অঙ্গ (পরাগকেশর, গর্ভকেশর)। ২ সিংহ অশ্ব প্রভৃতির ঘাড়ের দীর্ঘলোম। ৩ জাফরান। ৪ বকুল ফুল বা তার গাছ (কেতকী কেশর নানা জাতি বেল ফুল-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কে+শর, সর; অলুক.}
  • Bengali Word কেশরী, কেসরী Bengali definition [কেশোরি] (বিশেষ্য) ১ সিংহ। ২ কেশরযুক্ত প্রণিী। ৩ শ্রেষ্ঠ; প্রধান (বীর-কেশরী)। কেশারিণী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) সিংহী (গহন বিপিনে যথা নাদে কেশরিণী-মাইকেল মধুসূদন দত্ত)। { (তৎসম বা সংস্কৃত শব্দ) কেশর+ইন্‌}
  • Bengali Word কেশাকেশি Bengali definition [কেশাকেশি] (বিশেষ্য) চুলাচুলি; পরস্পর কেশ ধরে যুদ্ধ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কেশ+কেশ+ই; ব্যতিহার (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word কেশাগ্র Bengali definition [কেশাগ্‌গ্রো] (বিশেষ্য) চুলের ডগা । কেশাগ্রস্পর্শ ⇒ কেশস্পর্শ। কেশাগ্রস্পর্শ করতে না পারা (ক্রিয়া) ((আলঙ্কারিক)) বিন্দুমাত্র ও ক্ষতি বা অপমান করতে না পারা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কেশ+অগ্র; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word কেশিয়ার Bengali definition [কেশিয়ার্‌] (বিশেষ্য) খাজাঞ্চি; কোষাধ্যক্ষ। {(ইংরেজি) Cashier}
  • Bengali Word কেশী (-শিন্‌) Bengali definition [কেশি] (বিশেষণ) ১ দীর্ঘ ঘন ও সুন্দর কেশ-বিশিষ্ট। ২ কেশ আছে এমন। ¨ (বিশেষ্য) কৃষ্ণ কর্তৃক নিহত কংসের একজন মল্লের নাম। কেশিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কেশ+ইন্‌(ইনি)}
  • Bengali Word কেশুর, কেসুর Bengali definition [কেশুর্‌] (বিশেষ্য) মোথা জাতীয় এক প্রকার কন্দ (কাঁটালের বিচি কেটে করেছে কেসুর-দীনবন্ধু মিত্র)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কশেরু>কেশুর, কেসুর (স্বর -বিপর্যয়ে)}
  • Bengali Word কেশেল Bengali definition [কেশেল্‌] (বিশেষ্য) ১ কাশীর অধিবাসী। ২ কাশীবাসী দুশ্চরিত্র ব্যক্তি; যার চরিত্র বা বংশ সর্ম্পকে সন্দেহ আছে। {কাশীওয়ালা>কাশীয়াল>কেশেল}
  • Bengali Word কেষাকর্ষণ Bengali definition [কেশাকর্‌শোন্‌] (বিশেষ্য) চুল ধরে টানা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কেশ+আকর্ষণ; ৬ (তৎপুরুষ সমাস)}