Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word কেতলি, কেৎলি Bengali definition কেটলি
  • Bengali Word কেতা ১, কিতা ১ Bengali definition [কেতা, কিতা] (বিশেষ্য) খন্ড; টুকরা; ভাগ (এই দরখাস্তের এক কেতা অবিকল নকল- দীনবন্ধু মিত্র; এক কিতা জমি)। {(আরবি) কিতআহ}
  • Bengali Word কেতা ২, কিতা ২ Bengali definition [কেতা, কিতা] (বিশেষ্য) ১ ধরন; কায়দা; পদ্ধতি; কাট (আখিঁঠার, অঙ্গভঙ্গী, হাসির কেতা বিস্তর শিখিয়া-মীর মশাররফ হোসেন)। ২ ফ্যাশন; সামাজিক রীতি(আধুনিক রুচিসন্মত কেতায় সাজানো-মবিনউদ্দীন আহমদ)। ৩ তকমা(ইংরেজী অক্ষরে বাদামী কেতায় নাম খোদা-মীর মশাররফ হোসেন)। ৪ গোছা; সারি; পঙ্‌তি (কিতা করিয়া বান্ধা, উপরে টাঙ্গায় চাঙ্গা-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(আরবি) কিতআহ }
  • Bengali Word কেতাদুরস্ত, কিতাদুরস্ত Bengali definition [কেতাদুরোস্‌তো, কিতাদুরোস্‌তো] (বিশেষণ) বাহ্যিক চালচলনে নিখুঁত, সুশৃঙ্খল, পরিপাটি, রুচিসন্মত (ভাই দুটি দেখিতে বড়ই সুন্দর, কেতাদুরোস্ত সুচেহারা-মীর মশাররফ হোসেন)। {(আরবি) কিতআহ + (ফারসি) দোরস্ত}
  • Bengali Word কেতাব Bengali definition কিতাব
  • Bengali Word কেতু Bengali definition [কেতু] (বিশেষ্য) ১ পতাকা; নিশান; কেতন (রতনে খচিত কেতু-মাইকেল মধুসূদন দত্ত)। ২ (জ্যো.) নবম গ্রহ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √চায়্‌+তু(তুন্‌)-√চায়>কি}
  • Bengali Word কেদার Bengali definition [কেদার্‌] (বিশেষ্য) ১ জমি; শষ্যক্ষেত্র; চাষের ক্ষেত (কৃষিকুল মহাহর্ষে গীত গায় কেদারে কেদারে-রঙ্গলাল সেন)। ২ ক্ষেতের আলি। ৩ আলবাল; গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য মাটির ঘের। ৪ হিমালয়স্থ প্রসিদ্ধ হিন্দু তীর্থবিশেষ। কেদারখন্ড ( বিশেষ্য) ১ ভূমিখন্ড; ক্ষেত্রের এক প্রান্ত (তিনি সেই কেদারখন্ডে শয়ন করিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)।২ ক্ষেত্রের আলি। কেদারবাহিনী (বিশেষ্য), (বিশেষণ) সমতল ভূমি বা শষ্যক্ষেত্রের ভিতর দিয়ে প্রবাহিনী নদী। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কে+দার}
  • Bengali Word কেদারা Bengali definition [কেদারা্‌] (বিশেষ্য) ১ চেয়ার; উচ্চ কাষ্ঠাসনবিশেষ (হিষ্ট্রি কেতাব লইয়া করেতে কেদারা হেলান দিয়ে- রবীন্দ্রনাথ ঠাকুর)। {(পর্তুগিজ) Cadeira}
  • Bengali Word কেদারা ২ Bengali definition [কেদারা্‌] (বিশেষ্য) একটি রাগিণীর নাম। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কেদার+আ}
  • Bengali Word কেদারিকা Bengali definition [কেদারিকা] (বিশেষ্য) ১ ভূমিখন্ড; চাষের ছোট ক্ষেত। ২ ক্ষেতের আলি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কেদার+ক(কন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word কেন, কেনে, কেনি (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ক্যানো,কেনে,কেনি] (অব্যয়) ১ কিজন্য; কিহেতু; কী কারণে (উতরিয়া স্নান কর কূলে বসি কেনে?-অবনীন্দ্রনাথ ঠাকুর; কতেক আছে বর ভুবন মনোহর, ইচ্ছিলে বুড়া বর কেনি-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। ২ আহবান বা ডাকের উত্তরে প্রশ্ন; আহবানের কারণ জিজ্ঞাসা (ক’টা কেনর জবাব দিবে-রজনীকান্ত সেন)। কেননা (অব্যয়) যেহেতু; কারণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিমিতি>(প্রাকৃত) কিণো>কেন; অথবা, ( তৎসম বা সংস্কৃত শব্দ) কিম্‌+৩য়া বিভক্তি একব=কেন]
  • Bengali Word কেনা, কিনা Bengali definition [কেনা,কিনা] (ক্রিয়া) ক্রয় করা; মূল্য দিয়ে কোনো কিছু গ্রহণ করা; মূল্যের বিনিময়ে কোনো জিনিসের অধিকার লাভ করা। ¨ (বিশেষণ) ক্রীত; মূল্যের বিনিময়ে অধিকৃত; মূল্য দিয়ে নেওয়া হয়েছে এরূপ। ¨ (বিশেষ্য) ক্রয়। কেনা দর (বিশেষ্য) ক্রয়মূল্য; যে দরে কেনা হয়েছে (লাভ হবে না, কেনা দরে বিক্রি করছি)। কেনানো (ক্রিয়া) ১ অপরকে দিয়ে ক্রয় করানো। ¨ (বিশেষণ) অপরকে দিয়ে ক্রীত। ¨ (বিশেষ্য) অপরকে দিয়ে ক্রয় করানো। কেনাবেচা, বেচাকেনা (বিশেষ্য) ১ ক্রয়-বিক্রয়। ২ পণ্য-বিনিময়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্রী=(বাংলা) √কিন্‌+আ=কিনা>কেনা}
  • Bengali Word কেনি Bengali definition [কেনি] (বিশেষ্য) নখের গোড়ায় সৃষ্ট এক ধরনের ঘা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোণ+(বাংলা) ই>}
  • Bengali Word কেন্দুয়া Bengali definition [কেন্‌দুয়া] (বিশেষ্য) নেকড়ে (কেন্দুয়া তাহার এ কথায় মন দিলেক-তারিণীচরণ মিত্র)। { (তৎসম বা সংস্কৃত শব্দ) স্কন্ধ>(প্রাকৃত) কংধ>(বাংলা) কাঁদ, কান্দ+উয়া=কেন্দুয়া=কাঁধ মোটা (বাঘ)}
  • Bengali Word কেন্দ্র Bengali definition [কেন্‌দ্রো] (বিশেষ্য) ১ মধ্যবিন্দু; গোলাকার বস্তুর ঠিক মধ্যবর্তী স্থান। ২ (জ্যামিতি) বৃত্তের মধ্যবিন্দু। ৩ মূল বা প্রধান স্থান (শিক্ষাকেন্দ্র)। ৪ (জ্যোবি) রাশিচক্রের লগ্ন; লগ্ন থেকে চতুর্থ, সপ্তম ও দশম স্থান। ৫ সূর্য থেকে গ্রহ-উপগ্রহাদির দূরত্ব। ৬ (ভূগোল)মেরু; পৃথিবীর উত্তর ও দক্ষিণ প্রান্ত। কেন্দ্রগত (বিশেষণ) মধ্যস্থ; কেন্দ্রে অবস্থিত। কেন্দ্রবিমুখ, কেন্দ্রাতিগ (বিশেষণ) কেন্দ্র থেকে দূরে গমনশীল; অপকেন্দ্র; centrifugal। কেন্দ্রকেন্দ্রস্থল (বিশেষ্য) মধ্যবর্তী স্থান; মধ্যবিন্দু। কেন্দ্রাভিগ, কেন্দ্রাভিগামী (-মিন্‌), কেন্দ্রাভিমুখ (বিশেষ্য ) অভিকেন্দ্র; কেন্দ্রের অভিমুখে গমনশীল বা আকর্ষণকারী, centripetal। কেন্দ্রিত (বিশেষণ) কেন্দ্রগত; কেন্দ্রে স্থিত। কেন্দ্রী(-ন্দ্রিন্‌) (বিশেষণ) কেন্দ্রস্থলে অবস্থিত; কেন্দ্রযুক্ত। ¨ (জ্যোবি) কেন্দ্রস্থলে অধিষ্ঠিত গ্রহ। কেন্দ্রীণ (অশুপ্র) (বিশেষ্য) কেন্দ্রস্থ বস্তু; নিউক্লিয়াস। কেন্দ্রীভূত (বিশেষণ) ১ কেন্দ্রে পরিণত। ২ একস্থানে সমবেত; অবস্থান থেকে কেন্দ্রে উপস্থিত বা আনীত। কেন্দ্রীয়, কৈন্দ্রিক (বিশেষণ) কেন্দ্র সংক্রান্ত। {গ্রি. Kentron; (তৎসম বা সংস্কৃত শব্দ) কেন্দ্র}
  • Bengali Word কেন্নো, কেন্নুই, কেন্নাই Bengali definition [কেন্‌নো, কেননুই, কেন্‌নাই] (বিশেষ্য) এক প্রকার বহুপদ কীট; কানকোটারি (বহুপদ বিশিষ্ট একটি অলস কেন্নো-(কাজী নজরুল ইসলাম))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ণ(কীট)>কন্ন>কেন্‌ন>কেন্নো}
  • Bengali Word কেফায়েত Bengali definition কিফায়ত
  • Bengali Word কেবট Bengali definition কেওট
  • Bengali Word কেবল Bengali definition [কেবোল্‌] (বিশেষণ) ১ একমাত্র; শুধু (কেবল আপনিই আমার সহায়)। ২ অবিরাম; নিরন্তর; সর্বদা (কেবল কথাআর কথা)। ৩ অমিশ্র; নিরবচ্ছিন্ন (কেবল সুখ)। ৪ অনন্য (কেবল একই কথা)। ৫ অদ্বিতীয়; অসঙ্গ (সাংখ্যের কেবল পুরুষ)। ৬ অধিকারী; শুদ্ধ (কেবলাত্না)। ¨ (ক্রিয়াবিশেষণ) ১ এইমাত্র; সবে (কেবল এসেছি)। ২ অবিরত (কেবল কাঁদছে)। কৈবল্য বি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কেব্‌+অল(কলচ্‌)}
  • Bengali Word কেবলা ১, ক্যাবলা Bengali definition [কেব্‌লা, ক্যাব্‌লা] (বিশেষণ) স্থূলবুদ্ধি; বোকা (কেবলার মত আমি তখন একটুখানি হে হে করেছিলুম-সৈয়দ মুজতবা আলী)। কেবলরাম (বিশেষ্য) মূর্খলোক; যে লোকের বুদ্ধি স্থূল বা মোটা। { (আরবি) কাবিল=উপযুক্ত; (ব্যাঙ্গার্থে) অনুপযুক্ত}
  • Bengali Word কেবলা ২, কিবলা Bengali definition [কেব্‌লা, কিব্‌লা] (বিশেষ্য) ১ মক্কার কা’বা গৃহ; যার দিকে মুখ করে নামাজ পড়া হয়। ২ পিতামাতা বা শিক্ষকের স্থলাভিষিক্ত হতে পারেন এমন শ্রদ্ধেয় ব্যাক্তি; পিতা (আপনার কেবলা সাহেব তাঁর এই গোলামের উপর বড়ই মেহেরবান ছিলেন-কাজী ইমদাদুল হক)। {(আরবি) কিবলাহ}
  • Bengali Word কেবার Bengali definition [কেবাড়্] (বিশেষ্য) দরজা; পাল্লা; কেওয়াড় (কোটার কেবার খুলি গেলারে চলিয়া-পূর্ববঙ্গ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কপাট>( প্রাকৃত) কব্রাড়>কেবাড়}
  • Bengali Word কেবিন, ক্যাবিন Bengali definition [কেবিন্‌, ক্যাবিন] (বিশেষ্য) হাসপাতাল, জাহাজ ইত্যাদির কুঠরি; কক্ষ; কামরা (একদল ছেলে এইমাত্র এসেন্স ও ফুলের তোড়া লইয়া কেবিনে ঢুকিল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(ইংরেজি) Cabin}
  • Bengali Word কেবিনেট, ক্যাবিনেট Bengali definition [কেবিনেট্‌, ক্যাবিনেট] (বিশেষ্য) ১ মন্ত্রিসভা; মন্ত্রিপরিষদ। ২ মন্ত্রণাগৃহ। {(ইংরেজি ) Cabinet}
  • Bengali Word কেমত Bengali definition [কেমতো] (বিশেষ্য) কী রকম; কী প্রকার, কিদৃশ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিম্‌>কে+মত=কেমত}
  • Bengali Word কেমন Bengali definition [ক্যামোন] (ক্রিয়াবিশেষণ) ১ কী প্রকার; কী ধরনের (না জান কেমন কবে আক্ষ গা-বড়ু চণ্ডীদাস)। ২ কী প্রকারে (কেমন করে যাবি?-বাসে না ট্রেনে?)। ¨ (বিশেষণ) ১ এক রকম; এক প্রকার (কেমন বোকার মতো)।২ ব্যাকুল; উচাটন; উদ্বিগ্ন; মনের উরু উরু ভাব (মন কেমন করা)। ৩ বেশ; কী সুন্দর; আচ্ছা (কেমন সুন্দর দৃশ্য; কেমন মজা)। কেমন-কেমন (বিশেষণ) সন্দেহজনক; ভালো কি মন্দ ঠিক বোঝার মতো নয় এমন (তার ভাবগতিক কেমন-কেমন মনে হচ্ছে)। কেমনতর (বিশেষণ) ১ কী রকমের; কী প্রকারের (কেমনতর লোক তুমি হে?)। ২ অদ্ভুত; অপরূপ (ব্যাপারটা কেমনতর মনে হচ্ছে)। কেমনযেন (বিশেষণ) ১ ভালো নয় বলে সন্দেহজনক (অবস্থাটা কেমন যেন)।২ কিছু পরিমাণে বোধ হয় যেন (কেমন যেন অসুস্থ)। কেমনে (ক্রিয়াবিশেষণ) কিরূপে; কী প্রকারে; কেমন করে (তোমাকে কেমনে বুঝাই)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিম্‌>কে+(ভাব বা প্রকার অর্থে) মন্‌(প্রত্যয়)=কেমন; (প্রাকৃত ) কমণ}
  • Bengali Word কেমিকেল, কেমিক্যাল Bengali definition [কেমিক্যাল্‌] (বিশেষণ) ১ রাসায়নিক প্রক্রিয়ায় প্রস্তুত (কেমিকেল বস্তু)। ২ কৃত্রিম; নকল (কেমিকেল সোনা)। ¨ (বিশেষ্য) নকল সোনা (কেমিকেলের গয়না)। {(ইংরেজি) Chemical}
  • Bengali Word কেম্বিস Bengali definition ক্যাম্বিস
  • Bengali Word কেরদানি, কারদানি Bengali definition [কের্‌দানি, কার্‌দানি] (বিশেষ্য) ১ কর্মকৌশল; অভিজ্ঞতা (যদি এনাদের কেরদানিতে সব আফদ দফা হ’ল- প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ বাহাদুরি (ও কারদানি করা তার পক্ষে যেমন কষ্ট-সাধ্য, তেমন অপকারী-প্রথম চৌধুরী; এক মুঠা প্রাণীর এত বড় কেরদানী দুত্তোর-(কাজী নজরুল ইসলাম))। {(ফারসি) কারদানী }
  • Bengali Word কেরল, কেরয়াল Bengali definition [কেরল্‌, কেরোয়াল] (বিশেষ্য) ভারতের দক্ষিণ-পশ্চিম প্রান্তস্থিত দেশবিশেষ; মালাবার দেশ। ¨ (বিশেষণ) ১ মালাবার দেশবাসী। ২ মালাবার দেশে জাত; মালাবার দেশীয় (কেরল কাঠের নৌকাখানি, জানে নাক’তুফান পানি-সত্যেন্দ্রনাথ দত্ত)। কেরলী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) মালাবার দেশের রমণী (সজল জলদরুচি কেরলী চুল- দীনবন্ধু মিত্র)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কেরল}