Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সেবা ২ Bengali definition [শেবা] (ক্রিয়া) ১ পরিচর্যা করা। ২ (পদ্যে ব্যবহৃত) শুশ্রুষা করা। ৩ (পদ্যে ব্যবহৃত) উপাসনা করা। {(তৎসম বা সংস্কৃত) √সেব্‌+অ+আ(টাপ্‌)}
  • Bengali Word সেবাইত, সেবায়েত, সেবায়ত Bengali definition [শেবাইত্‌, শেবায়েত্‌, শেবায়ত্‌] (বিশেষ্য) ১ পূজারি। ২ সেবাকারী। {(তৎসম বা সংস্কৃত) সেবা+ (বাংলা) আইত, >}
  • Bengali Word সেবিকা Bengali definition ⇒ সেবক
  • Bengali Word সেবিত, সেবী, সেব্য, সেব্যমান Bengali definition ⇒ সেবন
  • Bengali Word সেমই, সেমাই Bengali definition [শেমোই, শেমাই] (বিশেষ্য) আটা বা ময়দাজাত সরু ও লম্বা অজাকারের খাদ্যবিশেষ। {(ইংরেজি) সিমাই}
  • Bengali Word সেমতি Bengali definition ⇒ সে
  • Bengali Word সেমন্তি, সেমন্তী Bengali definition [শেমোন্‌তি] (বিশেষ্য) সাদা গোলাপ; সেঁউতি। {(তৎসম বা সংস্কৃত) সেবন্তী>; (তামিল) সামন্তিপ্পু>}
  • Bengali Word সেমিকোলন Bengali definition [সেমিকোলোন্‌] (বিশেষ্য) বিরাম চিহ্নবিশেষ (;)। {(ইংরেজি) semicolon}
  • Bengali Word সেমিজ Bengali definition ⇒ শেমিজ
  • Bengali Word সেমিতি Bengali definition [শেমিতি] (বিশেষণ) হযরত নূহ (আ.)-এর পুত্র সামের বংশধর অতি প্রাচীন জাতি সম্বন্ধীয় বা তাদের মধ্যে প্রচলিত ধর্মমত (যথা ইহুদি, খ্রিস্টান, ইসলাম প্রভৃতি) সম্বন্ধীয়। {(আরবি) সামীয়াহ; (ইংরেজি) Semitic}
  • Bengali Word সেমিনার Bengali definition [সেমিনার্‌] (বিশেষ্য) আলোচনা সভা (কাল সেমিনারে ঐ নিয়ে তর্ক হবে-আ.ন.ম. বজলুল রশীদ)। {(ইংরেজি) seminar}
  • Bengali Word সেমেটিক, সেমিাটক Bengali definition [সেমেটিক্‌, সেমিটিক্‌] (বিশেষ্য) (বিশেষণ) সেমিটিক নামক জাতি। {সেমিতি⇒}
  • Bengali Word সের ১ Bengali definition [শের্‌] (বিশেষ্য) এক কিরোগ্রাম অপেক্ষা প্রায় ১ ছটাক কম; ৮০ তোলা পরিমাণ; এক মনের ৪০ ভাগের এক ভাগ; চার পোয়ার সমষ্টি (রূপার মা দিলেন আনি সেরেক খানেক ধান-জসীমউদ্‌দীন)। সেরকিয়া (বিশেষ্য) (গণিত.) সেরের হিসাবে গণনা পদ্ধতি। সেরকে (বিশেষ্য) প্রতি সেরে (সেরকে ছটাক কম দেওয়া)। সেরকে পশুরি চুরি (আলঙ্কারিক) (বিশেষ্য) এক সেরে পাঁচ সের চুরি অর্থাৎ অবিশ্বাস্যভাবে মারাত্মক চুরি। সেরা, সেরি (বিশেষণ) সের ওচজনের (পাঁচসেরা/ সেরি মাছ)। {(প্রাকৃত) সের}
  • Bengali Word সের ২ Bengali definition ⇒ শের
  • Bengali Word সেরকশ, সরকাশ Bengali definition [শের্‌কশ্‌, শর্‌কাশ্‌] (বিশেষণ) বেয়াড়া; উদ্ধত; একরোখা; ঘাড়বাঁকা; একগুঁয়ে (সাক্ষী বড় সেরকশ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(ফারসি) সরকশ্‌}
  • Bengali Word সেরা Bengali definition [শেরা] (বিশেষণ) ১ শ্রেষ্ঠ; উৎকৃষ্ট (বাজারের সেরা)। ২ অপ্রতিদ্বন্দ্বী (সেরা ছাত্র)। {(ফারসি) সর্‌+ (বাংলা) আ}
  • Bengali Word সেরি, শেরি Bengali definition [শেরি] (বিশেষ্য) মদবিশেষ। {(ইংরেজি) sherry}
  • Bengali Word সেরেফ, স্রেফ, ছেরেফ Bengali definition [সেরেফ্‌, স্রেফ্‌, ছেরেফ্‌] (বিশেষণ) ১ কেবল; মাত্র (সেরেফ এইটুকুই বলিলাম-আবুল মনসুর আহমদ)। ২ একদম (সেরেফ সোজা পথ)। ৩ শুধু; শুধুমাত্র। {(আরবি) সির্ফ্‌}
  • Bengali Word সেরেস্তা, সেরেশতা Bengali definition [শেরেস্‌তা] (বিশেষ্য) ১ দপ্তর; দফতর অফিস (জমিদারের সেরেস্তায় কাজ করতে করতে বুড়ো হয়ে গেল)। ২ আদালত (জজের শেরেস্তা)। সেরেস্তাদার (বিশেষ্য) সেরেস্তার ভারপ্রাপ্ত কর্মচারী; বড় কেরানী; office superintendent (সকল কর্মের ভাব সেরেস্তার এবং হেড-কেরানীর উপর ছিল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(ফারসি) সুরিশতাহ্‌}
  • Bengali Word সেলাই Bengali definition [শেলাই] (বিশেষ্য) সুচ দিয়ে বন্ধ করা বা জোড়া দেওয়া; সীবান। {(তৎসম বা সংস্কৃত) সীবন>}
  • Bengali Word সেলাখানা Bengali definition [শেলাখানা] (বিশেষ্য) অস্ত্র রাখার ঘর; অস্ত্রশালা; অস্ত্রাগার। {(তৎসম বা সংস্কৃত) সিলাহ+(ফারসি) খানহ}
  • Bengali Word সেলাপচি, সেলাপচী Bengali definition [শেলাপ্‌চি] (বিশেষ্য) হাত ধোয়াবার পাত্রবিশেষ; চিলমচি (একটা বাঁদী সেলাপচী লইয়া হাত ধোয়াইতে আসিল-কাজী ইমদাদুল হক)। {(তুর্কি) চলবচী}
  • Bengali Word সেলাম Bengali definition [সেলাম্‌] (বিশেষ্য) ১ (কথ্য) সালাম; অভিবাদন। ২ আশীর্বাদ। □ (ক্রিয়া) ১ আশীর্বাদ করা। ২ অভিবাদন করা; নমস্কার করা। সেলাম আলায়কৃম-আপনার উপর শান্তি বর্ষিত হোক; মুসলমানি প্রথায় অভিবাদন। সেলাম-গাহ (বিশেষ্য) যেখানে দাঁড়িয়ে আগত ব্যক্তি রাজাকে সালাম করে (ভাঁড়ে করে ভাঁড়াই নর্তকে নাচে গায়। নকীব সেলাম গাহে সেলাম জানায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। সেলাম ঠোকা (ক্রিয়া) কপালে হাত ঠেকিয়ে সালাম করা (আর সে এসে হাজির হবে দুয়োবের বাহিরে জুতো রেখে দুহাতে সেলাম ঠুকতে ঠুকতে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। সেলামত, সালামত (বিশেষ্য) ১ মঙ্গল বা শুভ (নকীব ফুকারে মহারাজা সেলামত-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ শান্তি (সেলামতে থাকা)। সেলাম/সালাম পাঠানো (ক্রিয়া) সম্ভ্রান্ত ব্যক্তিকে তলব করা বা হাজির হবার আদেশ করার সৌজন্যমণ্ডিত রীতি (বড় সাহেব আপনাকে সালাম পাঠিয়েছেন)। সেলাম বাজানো (ক্রিয়া) (ব্যঙ্গার্থ) অধীনতা জ্ঞাপন করা। সেলাম-সুপারিশ (বিশেষ্য) যাওয়া আসার অভিবাদন; অনুরোধ ও উপরোধ (সেলাম সুপারিশের শ্রাদ্ধ করিতে হয়-রবীন্দ্রনাথ ঠাকুর)। সেলামালকি, সেলামাল্কি (বিশেষ্য) (কথ্য) আশীর্বাদ; মুসলমানি অভিবাদন (মোল্লা ও ব্রাহ্মণ উভয়কেই সমান দেখতেন, মানীর মান রাখতেন ও লোকের খাতির সেলামাল্কির গুণা কত্তেন না-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। সেলামি, সেলামী, সালামি (বিশেষ্য) ১ নজরানা; যৌতুক; ভেট; ঘুষ; উৎকোচ (সেলামী আর নজরানা, কিস্তি খেলাপ সুদের বোঝায় ভুড়ীর উপর বাড়ছে ভুড়ী, দিনে যতই দিন চলে যায়-জসীমউদ্‌দীন)। ২ জমি বন্দোবস্ত নেয়ার সময় জমিদারকে যে অর্থ প্রদান করতে হয় (নাম মাত্র সেলামীতেই বিরাট গোয়ালকুল বিলের পাকা বন্দোবস্ত গেল সলিম-শামসুল হক)। {(আরবি) সারাম}
  • Bengali Word সেলুন Bengali definition [সেলুন্‌] (বিশেষ্য) ১ বিমান, জাহাজ, রেলগাড়ি ইত্যাদিতে বিলাসবহুল বড় কেবিন। ২ চুলকাটা ও দাড়ি কামানোর জন্য নাপিতের দোকান (সেলুনে কি পানের দোকানে রবীন্দ্রনাথের পাশে পাশে তোমার ফটোগ্রাফ-শামসুর রাহমান)। {(ইংরেজি) saloon}
  • Bengali Word সেলুলয়েড Bengali definition [সেলুলয়েড্‌] (বিশেষ্য) রাসায়নিক প্রক্রিয়ায় প্রস্তুত এক প্রকার স্থিতিস্থাপক পদার্থ। {(ইংরেজি) celluloid}
  • Bengali Word সেলেখানা Bengali definition ⇒ সেলাখানা
  • Bengali Word সেলেট Bengali definition ⇒ শ্লেট
  • Bengali Word সেশন Bengali definition [সেশন্‌] (বিশেষ্য) ১ ফৌজদারি মামলা বিচারের জন্য জজ ও জুরির অধীনে গঠিত আদালতবিশেষ। ২ শিক্ষাবর্ষ (১৯৯২-৯৩ সেশন)। সেশনজট (বিশেষ্য) সময়মতো শিক্ষাবর্ষ শেষ না হওয়ায় সৃষ্ট জটিলতা। {(ইংরেজি) session}
  • Bengali Word সেশ্বর Bengali definition [শেশ্‌শর্‌] (বিশেষ্য) আল্লাহর অস্তিত্ব প্রমাণকারী; এলমে কালাম; সেশ্বর দর্শন। {(তৎসম বা সংস্কৃত) ঈশ্বর}
  • Bengali Word সেস Bengali definition [সেস্‌] (বিশেষ্য) কর (বেআইনী সেস আদায়ের ব্যবস্থা করা হয়-কাজী আবদুল মান্নান)। {(ইংরেজি) cess}