Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সেট Bengali definition [সেট্‌] (বিশেষ্য) একজাতীয় দ্রব্য বা এক রকম গহনা ইত্যাদির সমষ্টি (ডিনার সেট); প্রস্থ; দফা। □ (ক্রিয়া) স্থিত হওয়া; খাপ-খাওয়া। {(ইংরেজি) set}
  • Bengali Word সেটকানো Bengali definition ⇒ সেঁটকানো
  • Bengali Word সেটেলমেন্ট Bengali definition [সেটেল্‌মেন্‌ট্‌] (বিশেষ্য) ১ ভূমিব্যবস্থা; জমির বন্দোবস্ত (সেটেলমেন্টের কর্মচারী এ গাঁয়ে তাঁবু ফেলিল দেখা যায়-কাজী আফছারউদ্দীন)। ২ মীমাংসা; মিটমাট। {(ইংরেজি) settlement}
  • Bengali Word সেতাব Bengali definition [শেতাব্‌] (ক্রিয়াবিশেষণ) দ্রুত; তাড়াতাড়ি (সেতাব খাইয়া তাতে হইল সওয়ার-সৈয়দ হামজা)। সেতাবি, সেতাব (ক্রিয়াবিশেষণ) অবিলম্বে; তাড়াতাড়ি। {(ফারসি) শিতাব}
  • Bengali Word সেতার Bengali definition [শেতার্‌] (বিশেষ্য) তিন তারযুক্ত বাদ্যযন্ত্র বিশেষ। সেতারি, সেতারী (বিশেষণ) সেতার বাজায় এমন; সেতার-বাদক। {(ফারসি) সিতার}
  • Bengali Word সেতারা Bengali definition [সেতারা] (বিশেষ্য) তারা (আসমানেরই চাঁদোয়া তলে চাঁদ সেতারার পিদিম জ্বলে-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) সিতারহ্‌}
  • Bengali Word সেতু Bengali definition [শেতু] (বিশেষ্য) ১ পুল বা সাঁকো। ২ বাঁধ। সেতুবন্ধ (বিশেষ্য) ১ হিন্দুদের তীর্থস্থান। ২ সেতুনির্মাণ। ৩ ক্ষেত্রাদির উপর আলি বাঁধা। ৪ কোনো কিছুর মধ্যে সংযোগ। {(তৎসম বা সংস্কৃত) √সি+তু(তুন্‌)}
  • Bengali Word সেথা, সেথায় Bengali definition ⇒ সে
  • Bengali Word সেথো Bengali definition [শেথো] (বিশেষ্য) সহচর; সঙ্গী। {(তৎসম বা সংস্কৃত) সাধ+উয়া+সাথুয়া>}
  • Bengali Word সেদে, সেধে Bengali definition ⇒ সাধা
  • Bengali Word সেদ্দত, সিদ্দত Bengali definition [সেদ্‌দত্‌, সিদ্‌দত্‌] (বিশেষ্য) কষ্ট; দুঃখ। □ (ক্রিয়া) কষ্ট দেওয়া বা দুঃখ দেওয়া (যতেক সেদ্দত মোরা করিয়াছি তারে-ফকির গরীবুল্লাহ)। {(আরবি) শিদ্দত}
  • Bengali Word সেন Bengali definition [শেন্‌] (বিশেষ্য) ১ হিন্দু পারিবারিক উপাধিবিশেষ (নিখিল সেন)। ২ বীর (ভীমসেন)। ৩ প্রধান। ৪ ‘সেনা’ শব্দ সমাসে উত্তর পদে ‘সেন’। {(তৎসম বা সংস্কৃত) সেন}
  • Bengali Word সেনা Bengali definition [শেনা] (বিশেষ্য) সৈন্য; সিপাহি; যোদ্ধার দল; ফৌজ। সেনাধ্যক্ষ, সেনানায়ক, সেনাপতি (বিশেষ্য) সৈন্যদলের প্রধান পরিচালক বা অধিপতি; সিপাহসালার। সেনানিবাস, সেনানিবেশ১ (বিশেষ্য) ১ সৈন্যদের বসতি বা আবাস। ২ সৈন্যদের শিবির বা ছাউনি। সেনানিবেশ২ (বিশেষ্য) সৈন্য সংস্থাপন। সেনানী (বিশেষ্য) প্রধান পরিচালক; সেনাপতি। সেনাশিবির (বিশেষ্য) সৈন্যদলের অস্থায়ী আবাস বা অবস্থান; সেনাছাউনি; cantonment। সেনাসঞ্চালক (বিশেষ্য) সেনাপতি। {(তৎসম বা সংস্কৃত) √সি+ন(নন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word সেনাক্ত, সনাক্ত Bengali definition ⇒ শনাক্ত
  • Bengali Word সেনি, ছেনি Bengali definition [সেনি] (বিশেষ্য) ডেকচির ঢাকনা। {(ফারসি) সেনী}
  • Bengali Word সেনিটোরিয়াম Bengali definition [সেনিটোরিয়াম্‌] (বিশেষ্য) ১ স্বাস্থ্যনিবাস (শেষ পর্যন্ত চিকিৎসকরা তাকে সেনেটোরিয়ামে পাঠাইবার পরামর্শ দিয়াছেন-আবুল মনসুর আহমদ)। ২ আরোগ্যনিবাস। {(ইংরেজি) sanatorium}
  • Bengali Word সেন্ট Bengali definition [সেন্‌ট্‌] (বিশেষ্য) সুগন্ধ; সুগন্ধি বস্তু। {(ইংরেজি) scent}
  • Bengali Word সেন্টিমেন্টাল Bengali definition [সেন্‌টিমেন্‌টাল্‌] (বিশেষণ) ভাবপ্রবণ (কি যে সেন্টিমেন্টাল হচ্ছে-রাজিয়া মাহবুব)। {(ইংরেজি) sentimental}
  • Bengali Word সেন্সর, সেন্সার, সেনসর Bengali definition [সেন্‌সর, সেন্‌সার্‌, সেন্‌সর্‌] (বিশেষ্য) ছাপা হবার পূর্বে বইপত্র চিঠিপত্র বা সংবাদাদির পরীক্ষা। সেন্সরবোর্ড (বিশেষ্য) ১ সাধারণের মধ্যে অবাঞ্ছিত বই চিঠিপত্র নাটক চলচিত্র সংবাদপত্র ইত্যাদি প্রচারের পূর্বে নিয়ন্ত্রণের জন্য সরকারি সমিতি বা পরিষদ (সেন্সরবোর্ডের বিশ্বাস বিস্তর ছবি বেরবে-সৈয়দ মুজতবা আলী)। ২ বিচারক সংস্থা বা সমিতি। {(ইংরেজি) censor board}
  • Bengali Word সেন্সাস, সেনসাস Bengali definition [সেন্‌সাস্‌] (বিশেষ্য) আদমশুমারি; লোকসংখ্যা গণনা। {(ইংরেজি) census}
  • Bengali Word সেপাই Bengali definition ⇒ সিপাই
  • Bengali Word সেপান ১ Bengali definition [শোপান্‌] (বিশেষ্য) উপরে ওঠার সিঁড়ি; আরোহণী (দুটি ফোঁটা অশ্রুজলে মন্দির সোপান-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সহ+উপ+√অন্‌+অ}
  • Bengali Word সেপায়া, তেপায়া Bengali definition [সেপায়া, তেপায়া] (বিশেষ্য) তিন পায়াবিশিষ্ট ছোট সেজবিশেষ; ক্ষুদ্র টেবিল; teapoy (রূপার সেপায়ার উপরে যে পাত্র ছিল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(ফারসি) সিহ্‌পায়হ্‌}
  • Bengali Word সেপ্টেম্বর, সেপটেম্বর Bengali definition [সেপ্‌টেম্‌বর্‌] (বিশেষ্য) খ্রিস্টীয় বছরের নবম মাস। {(ইংরেজি) September}
  • Bengali Word সেফালিকা Bengali definition ⇒ শেফালি
  • Bengali Word সেফ্‌টিপিন Bengali definition [সেফ্‌টিফিন্‌] (বিশেষ্য) নিরাপদে ব্যবহার করা যায় এমন এক ধরণের পিন, আটকানোর পর যার মাথা ভিতরে ঢাকা অবস্থায় থাকে। {(ইংরেজি) safety pin}
  • Bengali Word সেবক ১ Bengali definition [শেবক্‌] (বিশেষণ) সেলাইকারক। সেবন (বিশেষ্য) সীবন; সেলাই। {(তৎসম বা সংস্কৃত) √সেব্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word সেবক ২ Bengali definition [শেবক্‌] (বিশেষ্য) (বিশেষণ) ১ খাদিম; সেবাকারী; খিদমতগার। □ (বিশেষ্য) ১ শুশ্রুষাকারী। ২ ভৃত্য; পরিচালক। □ (বিশেষণ) ভক্ত। সেবিকা, সেবকা (বিরল) (স্ত্রীলিঙ্গ)। সেবকাধম (বিশেষণ) অত্যন্ত হীন সেবক। {(তৎসম বা সংস্কৃত) √সেব্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word সেবন Bengali definition [শেবন্‌] (বিশেষ্য) ১ ঔষধাদি বা মাদক দ্রব্য সেবন (ঔষধসেবন, অহিফেন সেবন)। ২ উপভোগ (বায়ু সেবন)। ৩ সেবা; শুশ্রুষা। সেবনীয়, সেব্য (বিশেষণ) সেবার যোগ্য; সেবন করা উচিত এরূপ। সেবমান (বিশেষণ) সেবারত; সেবন করছে এমন। সেবিত (বিশেষণ) ১ সেবা বা পরিচর্যা প্রাপ্ত। ২ পূজিত। ৩ উপাসিত। ৪ আশ্রিত। সেবিকা (স্ত্রীলিঙ্গ)। সেবী(- বিন্‌) (বিশেষণ) ১ সেবাকারী (অহিফেনসেবী)। ২ সেবক (সংস্কৃতিসেবী)। ৩ মোষামুদে। সেব্যমান (বিশেষণ) ১ সেবা করা হচ্ছে বা সেবা করা যায় এমন। ২ আরাধ্যমান। {(তৎসম বা সংস্কৃত) √সেব্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word সেবা ১ Bengali definition [শেবা] (বিশেষ্য) ১ যত্ন বা শুশ্রুষা। ২ উপাসনা। ৩ ভোজন; আহার (সেবা শেষে শয়ন)। ৪ উপভোগ (ইন্দ্রিয় সেবায় মশগুল)। সেবাগেহ (বিশেষ্য) ১ আশ্রম। ২ পরিচর্যা বা সেবা গ্রহণের জন্য যে গৃহ। সেবাদাসী (বিশেষ্য) ১ আজ্ঞাবহ দাসী; পরিচর্যাকারিণী; সন্ন্যাসী প্রভৃতির পরিচর্যাকারিণী দাসী বা উপপত্নী। ২ (ব্যঙ্গার্থ) উপপত্নী। সেবাধর্ম (বিশেষ্য) সেবা বা পরিচর্যার ব্রত। {(তৎসম বা সংস্কৃত) √সেব্‌+অ+আ(টাপ্‌)}