Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সূরি, সূরী Bengali definition [শুরি] (বিশেষ্য) ১ কবি; বিদ্বান; পণ্ডিত। ২ জৈন গুরুদের উপাধিবিশেষ। □ (বিশেষণ) বিচক্ষণ; গুণী; পণ্ডিত। সূরী২ (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ সূর্যের স্ত্রী। ২ মহাভারতোক্ত কুন্তী। {(তৎসম বা সংস্কৃত) √সূ+রি(ক্রী)}
  • Bengali Word সূর্প, শুর্প Bengali definition [শুর্‌পো] (বিশেষ্য) কুলা। সূর্পণখা (বিশেষ্য) রাবণের বোন। সূর্পী (বিশেষ্য) ক্ষুদ্র বা ছোট কুলা। {ওরাও ‘সুপ’; (তৎসম বা সংস্কৃত) √সূর্প+অ(অচ্‌)}
  • Bengali Word সূর্য Bengali definition [শুর্‌জো] (বিশেষ্য) ১ সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র-যাকে কেন্দ্র করে গ্রহসমূহ আবর্তিত হয় এবং যার নিকট থেকে গ্রহ-উপগ্রহসমূহ আলো ও তাপ পেয়ে থাকে-পৃথিবী থেকে এর দূরত্ব ৯,৩০,০০,০০০ মাইল, এর ব্যাস ৮,৬৪,০০০ মাইল এবং এর ভর পৃথিবীর তুলনায় ৩,৩০,০০০ হাজার গুণ বেশি। ২ দিবাকর; রবি; ভানু; আফতাব; তপন; প্রভাকর; দিনমণি; বিবস্বান; বিভাবসু; মিত্র; মিহির; সবিতা; ভাস্কর; আদিত্য; মার্তণ্ড; অর্ক; পূষা; সূর; অর্যমা। সূর্যকর, সূর্যকিরণ, সূর্যরশ্মি (বিশেষ্য) সূর্যের আলো; রৌদ্র। সূর্যকান্ত, সূর্যমণি (বিশেষ্য) অতসী কাচ। সূর্যগ্রহণ (বিশেষ্য) (জ্যোবি) পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণকালে চাঁদের ছায়া সূর্যের কোনো অংশ বা সমগ্র সূর্যকে অদৃশ্য করলে সূর্যগ্রহণ হয়; সূর্যগ্রাস। সূর্যঘড়ি (বিশেষ্য) সূ্র্যকিরণে যে ছায়া পড়ে তা দেখে সময় নির্ধারণের যন্ত্রবিশেষ (ঢাকার বলধা গার্ডেনে একটি সূর্যঘড়ি আছে); sundial। সূর্যবংশ (বিশেষ্য) অষোধ্যার রাজকুল। সূর্যমুখী (বিশেষ্য) হলুদ রঙের সূর্যাকৃতি ফুলবিশেষ; sunflower। সূর্যলোক (বিশেষ্য) সৌরজগৎ; সূর্য ও তার গ্রহ-উপগ্রহ নিয়ে যে জগৎ। সূর্যসারথি (বিশেষ্য) অরুণ। সূর্যসিদ্ধান্ত (বিশেষ্য) সৌর পদ্ধতিতে পঞ্জিকা নির্ণয়ের পুস্তক বিশেষ। সূর্যস্নান (বিশেষ্য) দেহে সূর্যকিরণ উপভোগ; sunbath। সূর্যালোক (বিশেষ্য) ১ সূর্যকিরণ। ২ রৌদ্র। ৩ দিবালোক। সূর্যাস্ত (বিশেষ্য) দিনের শেষ ভাগে সূর্যের পশ্চিমে অদৃশ্য হওয়া। সূর্যোদয় (বিশেষ্য) প্রত্যুষে সূর্যের প্রকাশ। সূর্যোপাসক (বিশেষণ) সূর্যের পূজা করে এমন; সূর্যপূজক। সূর্যি, সূয্যি (বিশেষ্য) ‘সূর্য’ শব্দের কথ্য রূপ (সূর্যি না উঠলে পাত্রমিত্রে লোকলস্কর কেউ ঘুম থেকে ওঠে না-হাবীবুর রহমান)। {(তৎসম বা সংস্কৃত) √সূ/সূ+য(ক্যপ্‌)}
  • Bengali Word সৃক্কণী, সৃক্ক, সৃক্কণ Bengali definition [সৃক্‌কোনি, সৃক্‌কোনি, সৃক্‌কোন্‌] (বিশেষ্য) ওষ্ঠপ্রান্ত; কশ (মুখ অতি সুবিস্তার সৃক্কেতে রক্তের ধার-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) সৃক্বনিন্‌; √সৃজ্‌+ক্বিপ্‌, -}
  • Bengali Word সৃজক Bengali definition [সৃজক্‌] (বিশেষণ) সৃষ্টিকর্তা (আপনে সৃজক সেই না হয় সৃজন-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) √সৃজ্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word সৃজন Bengali definition [সৃজন্‌] (বিশেষ্য) ১ সৃষ্টি। ২ নির্মাণ; রচনা। {(তৎসম বা সংস্কৃত) √সৃজ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word সৃজা Bengali definition [সৃজা] (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) সৃষ্টি করা। সৃজিত (বিশেষণ) সৃষ্ট হয়েছে এমন। সৃজনীশক্তি (বিশেষ্য) নতুন কিছু তৈরি করার ক্ষমতা। সৃজ্যমান (বিশেষণ) নির্মিত হচ্ছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √সৃজ্‌+(বাংলা) আ}
  • Bengali Word সৃত Bengali definition [সৃতো] (বিশেষণ) ১ গত হয়েছে এমন। ২ অতীত। {(তৎসম বা সংস্কৃত) √সৃ+ত(ক্ত)}
  • Bengali Word সৃতি Bengali definition [সৃতি] (বিশেষ্য) ১ পথ। গমন; গতি। {(তৎসম বা সংস্কৃত) √সৃ+ত(ক্তি)}
  • Bengali Word সৃপ্ত Bengali definition [সৃপ্‌তো] (বিশেষণ) স্খলিত; slipped (সৃপ্ত হয়ে পড়ে গেছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √সৃজ্‌+তি(ক্ত)}
  • Bengali Word সৃষ্টি, ছিষ্টি Bengali definition [সৃস্‌টি, ছিশ্‌টি] (বিশেষ্য) ১ নতুন কোনো পদার্থের উৎপাদন। ২ নির্মাণ (তাঁর ছিষ্টি করা পাহাড় দেশে তিনি যতটা পারেন সূর্যের কাছে ঠেলে তুলেছেন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ জগৎ। ৪ শিল্প। ৫ স্বভাব। ৬ রচনা। সৃষ্টিকর্তা (বিশেষ্য) ১ ঈশ্বর; স্রষ্টা; আল্লাহ। ২ হিন্দুদেবতা ব্রহ্মা। সৃষ্টিকর্ম, সৃষ্টিকার্য, সৃষ্টিক্রিয়া (বিশেষ্য) ১ নির্মাণের কাজ। ২ আল্লাহ কর্তৃক বিশ্বরচনা। সৃষ্টিকুশলী (বিশেষণ) নির্মাণে দক্ষ। সৃষ্টিকৌশল (বিশেষ্য) নির্মাণ-নৈপুণ্য। সৃষ্টিছাড়া (বিশেষণ) ১ অদ্ভুত। ২ দুনিয়ার বাইরে। সৃষ্টিতত্ত্ব (বিশেষ্য) সৃষ্টি সম্পর্কিত তথ্যসমূহ মতবাদ। সৃষ্টিধর্মী (বিশেষণ) সৃজনশীল। সৃষ্টিনাশা (বিশেষণ) ১ সৃষ্টিকে নাশ বা ধ্বংস করে এমন। ২ সৃষ্টি লোপকারী। ৩ সর্বানাশা। সৃষ্টিরক্ষা (বিশেষ্য) ১ সৃষ্টিকে ধ্বংসের হাত থেকে সংরক্ষণ। ২ সব রকমে পালন। সৃষ্টি স্থিতি লয় (বিশেষ্য) বিশ্ব-জগতের উৎপত্তি রক্ষণ এবং ধ্বংস। {(তৎসম বা সংস্কৃত) √সৃজ্‌+তি(ক্তি)}
  • Bengali Word সে ১ Bengali definition [শে] (সর্বনাম) ১ কোনো ব্যক্তি; নির্দিষ্ট লোক। □ (বিশেষণ) ১ সেই; উক্ত; নির্ধারিত (সে বস্তু, সে লোক, সেদিন)। ২ অতীত (সেকালের ঘটনা)। □ (অব্যয়) তা (সে হবে না কিন্তু)। ৩ তখন (সে অবধি কান্না)। ৪ অমনি; সাথে সাথে (শুনেই সে ত খুন)। সেই (বিশেষণ) পূর্বে উক্ত বা নির্দেশিত (সেই লোকটি; সেইদিন থেকে)। □ (সর্বনাম) ১ তাহাই (সেই ভালো হবে)। ২ সেই সময়; তৎক্ষণাৎ (যেই শুনা সেই দৌড়)। (অব্যয়) অবশেষে; at last (সেই করতে হলো তো?)। সিকাল (বিশেষ্য) সুদূর অতীত; প্রাচীনকাল। সেকেলে (বিশেষণ) ১ পুরাকালের। ২ প্রাচীনপন্থি (সেকেলে চালচলন)। সেখানে (বিশেষ্য) সে জায়গায়। সেখানকার, সেখানের (বিশেষণ) ১ সেই জায়গার। ২ পরকালের। সেথা, সেথায় (ক্রিয়াবিশেষণ) (পদ্যে ব্যবহৃত) সেখানে। সেইমতো, সেইমতি (ক্রিয়াবিশেষণ) সে ধরণের; সে রকম; তেমন করে। {(তৎসম বা সংস্কৃত) সঃ (তদ্‌ শব্দ ১ মা একব)>}
  • Bengali Word সে ২ Bengali definition [সে] (বিশেষণ) তিন (সেতার, সেপায়া)। {(ফারসি) সেহ্‌}
  • Bengali Word সেঁওই, সেমাই Bengali definition [শেঁওই, শেমাই] (বিশেষ্য) ময়দায় প্রস্তুতসূতার মতো মিহি খাদ্যবিশেষ (তাহার মত চিকন সেঁওই কে-ই কাটিতে পারে-জসীমউদ্‌দীন)। {(তৎসম বা সংস্কৃত) সেবিকা>}
  • Bengali Word সেঁওতি ১, সেঁউতি Bengali definition [শেঁওতি] (বিশেষ্য) নৌকার পানি সেঁচবার জন্য ব্যবহৃত পাত্র (রাখিলা দুখানি পদ সেউঁতি উপরে-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) সেচনী>}
  • Bengali Word সেঁওতি ২, সেঁউতি ২ Bengali definition [শেঁওতি, শেঁউতি] (বিশেষ্য) এক ধরণের সাদা গোলাপ ফুল (যদি সেঁউতি পরে চরণ পড়ে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সেবন্তী>}
  • Bengali Word সেঁওলা Bengali definition ⇒ শেওলা
  • Bengali Word সেঁক, সেক Bengali definition [শেঁক্‌, শেক্‌] (বিশেষ্য) ১ উত্তাপ প্রয়োগ; গরম পানি বা বস্ত্রাদি দিয়ে তাপ প্রয়োগ (মেসের চাকর হয় লবেজান সেঁক দিতে ভাঙ্গা হাড়ে-জসীমউদ্‌দীন)। ২ সেচন; সিঞ্চন (বারি সেক)। সেঁক দেওয়া (ক্রিয়া) গরম পানি বা অন্য জিনিসের সাহায্যে তাপ দেওয়া। {(তুলনীয়) (হিন্দি) সেংক}
  • Bengali Word সেঁকা Bengali definition ⇒ সেকা
  • Bengali Word সেঁকো, শেকো Bengali definition [শেঁকো, শেকো] (বিশেষ্য) এক প্রকার ধাতব বিষ; শঙ্খ বিষ; arsenic। {(পর্তুগিজ) arsenico}
  • Bengali Word সেঁচা, সিঁচা, সেচা Bengali definition [শেঁচা, শিঁচা, শেচে] (ক্রিয়া) সেচন করা; পানি তুলে ফেলা (কাঞ্চন, নিরাহারে নায়ের জল সেঁচিতে সেঁচিতে স্বামীর সাথে চলিলেন-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। □ (বিশেষণ) জল তুলে ফেলা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √সিচ্‌+ (বাংলা) আ}
  • Bengali Word সেঁজুতি, সেঁজতি Bengali definition [শেঁজুতি, শেজোতি] (বিশেষ্য) ১ সাঁঝের বাতি; সন্ধ্যাদীপ। ২ হিন্দুদের দীপ প্রজ্বালন প্রথা। ৩ ব্রত বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) সন্ধ্যা+ (বাংলা) বাতি>সাঁঝবাতি>}
  • Bengali Word সেঁটকানো, সিটকানো Bengali definition [শেঁটকানো, শিটকানো] (বিশেষ্য) মুখ নাক কুঞ্চিত বা বিকৃত করে ব্যঙ্গকরণ। {√সিটকা>}
  • Bengali Word সেঁটে Bengali definition [শেঁটে] (ক্রিয়াবিশেষণ) ১ সংলগ্ন করে। ২ এঁটে। ৩ কষে। সেঁটে ধরা (ক্রিয়া) শক্ত হয়ে কষে যাওয়া; সংলগ্ন হয়ে আসা (আমার বুকে পিঠে সেঁটে ধরেছে রে-কাজী নজরুল ইসলাম)। {√সাঁট>}
  • Bengali Word সেঁতসেঁত, স্যাতস্যাত Bengali definition [শ্যাঁত্‌শ্যাঁত্‌] (অব্যয়) ভেজা ভেজা বোধ। স্যাঁতসেঁতে (বিশেষণ) প্রায় সিক্ত এরূপ। সেঁতা (বিশেষণ) ১ ভেজা। ২ ঈষৎ স্যাঁতসেঁতে। {(তৎসম বা সংস্কৃত) সিক্ত>}
  • Bengali Word সেঁতানো, স্যাঁতানো Bengali definition [শ্যাঁতানো] (ক্রিয়া) প্রায় সিক্ত হওয়া। (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) সিক্ত> (বাংলা) আনো}
  • Bengali Word সেঁধনো, সেঁধানো, সেঁধুনো Bengali definition [শেঁধোনো, শেঁধানো, শেঁধুনো] (ক্রিয়া) প্রবেশ করা বা করানো। □ (বিশেষণ) প্রবিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) সন্ধি> সন্ধান>সেঁধন>+ (বাংলা) ও}
  • Bengali Word সেউ, সেও, সেব, ছেব Bengali definition [শ্যাও] (বিশেষ্য) আপেলজাতীয় ফল। {(ফারসি) সেব}
  • Bengali Word সেক, ছেঁক Bengali definition [সেক্‌, ছেঁক্‌] (বিশেষ্য) ১ সেচন; সিঞ্চন। ২ আস্তে আস্তে তাপ প্রয়োগ। {(তৎসম বা সংস্কৃত) √সিচ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word সেকরা Bengali definition [শ্যাক্‌রা] (বিশেষ্য) স্বর্ণকার; যে অলঙ্কারাদি নির্মাণ করে। □ (বিশেষণ) সোনারু (কখন সেকরা কখন শাঁখারী-ভারতচন্দ্র রায়গুণাকর)। সেকরানি (স্ত্রীলিঙ্গ)। {(আরবি) সিক্কাহ}