স পৃষ্ঠা ৬৯
- Bengali Word সেকহ্যান্ড Bengali definition ⇒ শেকহ্যান্ড
- Bengali Word সেকা Bengali definition [শেকা] (ক্রিয়া) ১ আস্তে আস্তে গরম করা; ধীরে ধীরে তাপ প্রয়োগ করা। ২ তাপ প্রয়োগ দ্বারা পাকানো। {(তৎসম বা সংস্কৃত) √সিচ্>সেক+ (বাংলা) আ}
- Bengali Word সেকালে Bengali definition ⇒ সে
- Bengali Word সেকেন্ড Bengali definition [সেকেন্ড্] (বিশেষ্য) ১ মিনিটের ৬০ ভাগের এক ভাগ। ২ অল্পকাল। □ (বিশেষণ) দ্বিতীয় (সেকেন্ড ক্লাস)। সেকেন্ডহ্যান্ড (বিশেষণ) ১ অন্যের ব্যবহারের পর কেনা। ২ অপরের নিকট থেকে প্রাপ্ত। ৩ মৌলিক নয় এমন। {(ইংরেজি) second}
- Bengali Word সেকেন্দর, সেকান্দর Bengali definition [সেকেন্দর্, সেকান্দর্] (বিশেষ্য) স্বনামখ্যাত গ্রিক সম্রাট আলেকজান্ডার। {(আরবি) Alexander, (ফারসি) সেকান্দার}
- Bengali Word সেকেন্দারি গজ Bengali definition [সেকেন্দারি গজ্] (বিশেষ্য) সম্রাট সেকেন্দর শাহ প্রবর্তিত মাপবিশেষ (৩৮ ইঞ্চিতে ১ সেকেন্দারি গজ)। {(ফারসি) সেকান্দার+ (বাংলা) ই + গজ}
- Bengali Word সেকেলে Bengali definition ⇒ সে
- Bengali Word সেক্তা (-ক্তৃ) Bengali definition [শেক্তা] (বিশেষণ) ১ সেচনকারী; সেচক। ২ সেক দেয় এমন। {(তৎসম বা সংস্কৃত) √সিচ্+তৃ(তৃচ্)}
- Bengali Word সেক্রেটারি Bengali definition [সেক্রেটারি] (বিশেষ্য) ১ সম্পাদক (স্কুলের সেক্রেটারি)। ২ কর্মাধ্যক্ষ। ৩ প্রধান কার্য নির্বাহকারী। ৪ সহকারী (মন্ত্রীর একান্ত সচিব); সচিব (গভর্নরের সেক্রেটারি)। {(ইংরেজি) secretary}
- Bengali Word সেখ Bengali definition ⇒ শেখ
- Bengali Word সেখান Bengali definition ⇒ সে
- Bengali Word সেখানকার Bengali definition ⇒ সে
- Bengali Word সেগাফ, শিগাফ Bengali definition [শেগাফ্, শিগাফ্] (বিশেষ্য) ফাটল; ছিদ্র (জমিনে সেগাফ হইল গোর বরাবর-সৈয়দ হামজা)। {(ফারসি) শিগাফ্}
- Bengali Word সেগুন Bengali definition [শেগুন্] (বিশেষ্য) এক প্রকার মূল্যবান বৃক্ষ বা তার কাঠ। {(তৎসম বা সংস্কৃত) শাক>; (তুলনীয়) (হিন্দি) সাগুন}
- Bengali Word সেগো, সেঙো (অশ্লীল) Bengali definition [শেগো, শেঙো] (বিশেষ্য) ১ শিশ্ন। ২ স্ত্রীচিহ্ন। {অজ্ঞাতমূল}
- Bengali Word সেঙাত, সাঙাত, সাঙ্গাত Bengali definition [শ্যাঙাত্, শাঙাত্, শাঙ্গাত্] (বিশেষ্য) বন্ধু; সহচর (মন্দ অর্থে)। সেঙাতিনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)সেঙাতের স্ত্রী/পত্নী; সহচরী (কেহ ডাকে এস সই চল সেঙাতিনী-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) সঙ্গ>}
- Bengali Word সেঙ্গার, সিংগার Bengali definition [সেঙ্গার্, শিঙ্গার্] (বিশেষ্য) ১ স্ত্রীলোকের সাজ-সজ্জা; কোনো অনুষ্ঠানাদিতে সাজানো (জেলেখার হেথা সবে করিল সেঙ্গার হুর পরী জিনে রূপ ছুরত তাহার-ফকির গরীবুল্লাহ)। ২ রতিক্রিয়া; রমণ। {(ফারসি) সিঙ্গার}
- Bengali Word সেচ Bengali definition [শেচ্] (বিশেষ্য) সেচন; কৃষিক্ষেত্রে পানি দেওয়ার ব্যবস্থা। {(তৎসম বা সংস্কৃত) √সিচ্>}
- Bengali Word সেচক Bengali definition [শেচক্] (বিশেষণ) সেচ করে এমন; সেচনকারী। {(তৎসম বা সংস্কৃত) √সিচ্+অক(ণ্বুল্)}
- Bengali Word সেচন Bengali definition [শেচোন্] (বিশেষ্য) ১ সিঞ্চন; সেক; ভিজানো; সিক্ত করা; আর্দ্রকরণ। ২ কোনো স্থান থেকে পানি তুলে ফেলা। সেচন-কলস (বিশেষ্য) জল সিঞ্চিত করবার জন্য ব্যবহৃত পাত্র (অনতিবৃহৎ সেচন কলস কক্ষে লইয়া-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) √সিচ্+অন(ল্যুট্)}
- Bengali Word সেচনী Bengali definition [শেচোনি] (বিশেষ্য) জল সেচন পাত্র; সেচনপাত্র। {(তৎসম বা সংস্কৃত) √সিচ্+অন(ল্যুট্)+ঈ}
- Bengali Word সেচা Bengali definition ⇒ সেঁচা
- Bengali Word সেচান (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [শোচান্] (বিশেষ্য) শ্যেন; বাজপাখি। {(তৎসম বা সংস্কৃত) শ্যেন>}
- Bengali Word সেজ ১ Bengali definition ⇒ শেজ১
- Bengali Word সেজ ২, সেজো Bengali definition [শেজো] (বিশেষণ) তৃতীয় (সেজো ভাই)। {(ফারসি) সেহ+ (তৎসম বা সংস্কৃত) জ}
- Bengali Word সেজ ৩ Bengali definition ⇒ শেজ২
- Bengali Word সেজদা, সিজদা Bengali definition [শেজ্দা, শিজ্দা] (বিশেষ্য) দুই পা দুই হাত, দুই হাঁটু, কপাল ও নাকের অগ্রভাগ মাটিতে ঠেকিয়ে আল্লাহর কাছে আত্ননিবেদনের ইসলামি নীতি (সেজদা ত নয়-উপুড় হয়ে পড়ে মাথা কটুকে থাকে-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) সিজদাহ}
- Bengali Word সেঝা, সিঝা, সেজা, সিজা Bengali definition [শেঝা, শিঝা, শেজা, শিজা] (ক্রিয়া) পানিতে সিদ্ধ হওয়া। □ (বিশেষ্য) উক্ত অর্থে। সেঝানো, সিজানো, সেজানো (ক্রিয়া) সিদ্ধ করা। {(তৎসম বা সংস্কৃত) √সিদ্ধ>সিজ্ঝ>সিঝ>}
- Bengali Word সেঞেরা (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [সেয়েঁরা] (বিশেষ্য) (বিয়ের) টোপর বা মুকুট; শিরোভূষণ। {(তৎসম বা সংস্কৃত) শেখর> (প্রাকৃত) সেহর> (বাংলা) সেএরা>}
- Bengali Word সেঞ্চুরি Bengali definition [সেনচুরি] (বিশেষ্য) ১ শতাব্দী; শতক। ২ ক্রিকেট খেলায় শত রান। ৩ শত বছরে একবার ফোটে এমন ফুল। {(ইংরেজি) century}