Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word চর্ব্যচূষ্য, চর্বচোষ্য Bengali definition [চর্‌বোচুশ্‌শো, চবোচুশ্‌শো] (বিশেষণ) চিবিয়ে ও চুষে খাওয়ার যোগ্য। □(বিশেষ্য) নানা প্রকার উত্তম ও রসনা-তৃপ্তিকর খাদ্যবস্তু। {(তৎসম বা সংস্কৃত) √চর্ব্‌+য(যৎ)>চর্ব্য+(তৎসম বা সংস্কৃত) √চূষ্‌+য(যৎ)>চূষ্য, চোষ্য}
  • Bengali Word চর্ভট Bengali definition [চর্‌ভোট্‌] (বিশেষ্য) ফলবিশেষ; কাঁকুড়। {(তৎসম বা সংস্কৃত) চারু+ভট}
  • Bengali Word চর্ম, চর্ম্ম Bengali definition [চর্‌মো] (বিশেষ্য) ১ চামড়া; ত্বক; ছাল। ২ গাছের ছাল; বল্কল; বাকল। ৩ টান। চর্মকার (বিশেষ্য) চামার; মুচি; জুতা প্রভৃতি প্রস্তুত মেরামত ও সেলাই করা যার বৃত্তি। চর্মকীল (বিশেষ্য) আঁচিল। চর্মচক্ষু (বিশেষ্য) স্থূল চক্ষু বা দৃষ্টি; যা দিব্য চক্ষু নয়। চর্মচটক, চর্মচটকা (বিশেষ্য) প্রাণীবিশেষ; বাদুড়। চর্মধারী (বিশেষণ) ঢালী; যে ঢাল হাতে যুদ্ধ করে। □(বিশেষ্য) ঢাল ধারণ করেছে এরূপ ব্যক্তি; ঢালধারী। চর্মপেটিকা, চর্মপেটী (বিশেষ্য) ১ চামড়ার বাক্স; থলি বা সুটকেস। ২ চামড়ার তৈরি কোমরবন্ধ। চর্মপ্রসেবক (বিশেষ্য) চর্মনির্মিত যন্ত্রবিশেষ; হাপরের জাঁতা। {(তৎসম বা সংস্কৃত) √চর্‌+মন্‌}
  • Bengali Word চর্মণ্বতী Bengali definition [চর্‌মোন্‌নতি] (বিশেষ্য) ভারতের একটি নদীর প্রাচীন নাম। {(তৎসম বা সংস্কৃত) চর্মন্‌+বৎ(বতুপ্‌)+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word চর্মাবরণ Bengali definition [চর্‌মাবরোন্‌] (বিশেষ্য) চামড়ার আচ্ছাদন বা ঢাকনি। {(তৎসম বা সংস্কৃত) চর্ম+আবরণ; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word চর্মার Bengali definition [চর্‌মার্‌] (বিশেষ্য) চামার; মুচি। {(তৎসম বা সংস্কৃত) চর্ম+√ঋ+অ(অণ্‌)}
  • Bengali Word চর্মী, চর্মিন্‌ Bengali definition [চোর্‌মি] (বিশেষ্য) ঢালী, ঢালধারী যোদ্ধা। {(তৎসম বা সংস্কৃত) চর্ম+ইন্‌(ইনি)}
  • Bengali Word চর্য Bengali definition [চর্‌জো] (বিশেষণ) আচরণীয়; পালনীয়; অনুষ্ঠেয়। চর্যা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ নিয়ম পালন; পালনীয় নিয়ম বা আচার। ২ আচরণ; অনুষ্ঠান। ৩ পরিচর্যা; যত্ন; রক্ষাণাবেক্ষণ (এই বাগানের চর্যা করা-রবীন্দ্রনাথ ঠাকুর)। চর্যাচর্য (বিশেষ্য) আচরণীয় ও অনাচরণীয়; পালনীয় ও বর্জনীয়। চর্যাচর্যবিনিশ্চয় (বিশেষ্য) কী করা উচিত এবং কী করা অনুচিত এটি যে গ্রন্থে বা যে সমস্ত গীতিকবিতায় স্থিরীকৃত হয়েছে। চর্যাপদ (বিশেষ্য) প্রাচীন বাংলা ভাষায় রচিত বৌদ্ধ সহজিয়াদের ধর্ম ও সাধনা সম্পর্কিত গীতিকবিতা। {(তৎসম বা সংস্কৃত) √চর্‌+য(যৎ)}
  • Bengali Word চল Bengali definition [চল্‌] (বিশেষণ) অস্থির; চঞ্চল স্বভাবযুক্ত; চপল; চঞ্চল (চলোর্মি)। □(বিশেষ্য) প্রচলন; রেওয়াজ; দস্তুর (চল হওয়া)। চলচঞ্চল (বিশেষণ) অতিশয় চঞ্চল; অতি চপল; চপল হতে চপলতর (চল চঞ্চল চমকি ঠমকি-কাজী নজরুল ইসলাম)। চলচিত্ত (বিশেষণ) ১ চঞ্চল প্রকৃতি; চটল স্বভাব। ২ অস্থিরমতি; মনের স্থিরতা নেই এমন (চলচিত্ত ও সদসৎ পরিদেবনাবিহীন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ উদ্বিগ্ন; ব্যাকুল; বিচলিত (তিনি তাহাতে ক্ষুব্ধ বা চলচিত্ত হন না)। চলবিচল (বিশেষ্য) এদিক ওদিক; মাত্রা অতিক্রম (একটু চলবিচল হলে নিস্তার নেই)। {(তৎসম বা সংস্কৃত) √চল্‌+অ(অচ্‌)}
  • Bengali Word চলগুজা Bengali definition [চল্‌গুজা] (বিশেষ্য) সরু বাদামবিশেষ; দেবদারু জাতীয় বৃক্ষের মোচাকৃতি ফল। {(ফারসি) চিল্‌গূজাহ্‌}
  • Bengali Word চলচ্চিত্ত, চলচিত্ত Bengali definition [চলোচ্‌চিত্‌তো, চলোচিত্‌তো] (বিশেষ্য) চঞ্চল হৃদয়; অস্থির মন। {(তৎসম বা সংস্কৃত) চলৎ+চিত্ত; কর্মধা}
  • Bengali Word চলচ্চিত্র Bengali definition [চলোচ্‌চিত্‌ত্রো] (বিশেষ্য) ছায়াছবি; চলমান চিত্র বা ছবি; সিনেমা, বায়োস্কোপ। {(তৎসম বা সংস্কৃত) চলৎ+চিত্র; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word চলত ((ব্রজবুলি)) Bengali definition [চলত] (ক্রিয়া) চলে (চলত কত কত ভাঁতিয়া-গোবিন্দদাস)। {(তৎসম বা সংস্কৃত) √চল্‌}
  • Bengali Word চলতি Bengali definition [চোল্‌তি] (বিশেষণ) ১ চলন্ত; গতিশীল (চলতি রিকশা)। ২ প্রচলিত (চলতি প্রথা)। ৩ সক্রিয়; ক্রিয়াশীল; সচল; চালু (চলতি কারবার)। ৪ বর্তমানে চলছে এমন (চলতি বৎসরের খতিয়ান)। ৫ সামাজিক সম্পর্ক স্থাপন বা আদান-প্রদান অর্থাৎ ব্যবহার চলে এমন (চলতি ঘর)। চলতি বলতি (বিশেষ্য) উন্নতি; শ্রীবৃদ্ধি। {(তৎসম বা সংস্কৃত) √চল্‌+(বাংলা) তি; অথবা, (তৎসম বা সংস্কৃত) চলৎ+(বাংলা) ই}
  • Bengali Word চলদল Bengali definition [চল্‌দল] (বিশেষ্য) ১ যার পাতা সর্বদা চঞ্চল থাকে। ২ অশ্বত্থ বৃক্ষ (যার গুণে চলদল, অপুষ্পেও অবিরল, অগ্নিময় পুষ্পের আকর-রঙ্গলাল সেন)। {চল+দল; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word চলন ১ Bengali definition [চলোন্‌] (বিশেষ্য) ১ গমন; যাওয়া; ভ্রমণ (চলনশীল)। ২ সঞ্চালন বা ভঙ্গিমা (চক্ষুর চলন দেখি শিখিতে চলনি-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৩ হিন্দু বিবাহের সংস্কারবিশেষ (ফের আসবে চলন করে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। চলন-বলন (বিশেষ্য) চলন ও বলন; চালচলন ও কথাবার্তা। চলনশক্তি, চলচ্ছক্তি (বিশেষ্য) ১ চলার ক্ষমতা। ২ গতি; শক্তি। {(তৎসম বা সংস্কৃত) √চল্‌+অন; (তুলনীয়) (ফারসি) চলীদন্‌}
  • Bengali Word চলন ২ Bengali definition [চলোন্‌] (বিশেষ্য) ১ প্রচলন; রেওয়াজ; দস্তুর (চলন থাকা)। ২ আচার ব্যবহার (চালচলন)। ৩ প্রথা; রীতি; ধারা; পদ্ধতি (সাবেকি চলন)। চলনসই (বিশেষণ) কাজ চলে এমন; ভালোও নয় মন্দও নয় এমন; মাঝামাঝি রকমের। চলমান (বিশেষণ) চলনশীল; চলন্ত; চলৎ। {(তৎসম বা সংস্কৃত) √চল্‌+অন}
  • Bengali Word চলন্ত Bengali definition [চলোন্‌তো] (বিশেষণ) চলছে এমন; সচল; গতিশীল। {(তৎসম বা সংস্কৃত) √চল্‌+(বাংলা) অন্ত}
  • Bengali Word চলমান Bengali definition [চলোমান্‌] (বিশেষণ) ১ চলছে এমন; চলন্ত। ২ বহমান; প্রবাহিত। {(তৎসম বা সংস্কৃত) √চল্‌+মান(শানচ্‌)}
  • Bengali Word চলা Bengali definition [চলা] (ক্রিয়া) ১ যাওয়া; গমন করা। ২ যাত্রা করা বা অগ্রসর হওয়া (চল, চল, চল/ ঊর্ধ্ব গগনে বাজে মাদল-কাজী নজরুল ইসলাম)। ৩ হাঁটা (চলতে গেলেই দলতে হয়রে দূর্বাকোমল-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৪ প্রস্থান করা; ছেড়ে যাওয়া (কেহ গেল দলে, কেহ চলে-কাজী নজরুল ইসলাম)। ৫ অতিবাহিত হওয়া; কেটে যাওয়া (দিন চলে যায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৬ নির্বাহ হওয়া; নিষ্পন্ন হওয়া (সংসার চরা)। ৭ কুলানো; পোষানো (এই বেতনে কী করে চলবে)। ৮ সক্রিয় হওয়া (কারখানা চলা)। ৯ সঞ্চালিত বা প্রবাহিত হওয়া (নিশ্বাস চলা)। ১০ প্রচলিত বা চালু হওয়া বা থাকা (গহনার ডিজাইন চলা)। ১১ আচরণ বা ওঠা-বসা করা। ১২ যুক্তিযুক্ত বা সঙ্গত অনুমোদনযোগ্য হওয়া (তা বলে ভাবনা করা চলবে না-রবীন্দ্রনাথ ঠাকুর)। ১২ কার্য সাধন হওয়া (তাঁর মুখের এক কথাতেই চলবে)। ১৪ আরম্ভ হওয়া (এবার আড্ডা চলবে)। ১৫ অব্যাহত থাকা; অবিচ্ছেদে চলতে বা ঘটতে থাকা (রস পেতে চল্‌লো-নতুন নতুন উপায়ে নয়, সেই সব পুরানো উপায়েই-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ১৬ মহাযাত্রা বা মৃত্যু-যাত্রা করা। ১৭ দৃষ্টি প্রসারিত বা অগ্রসর হওয়া (অন্ধকারে চোখ চলে না)। ১৮ স্বীকৃত বা অগ্রাহ্য হওয়া (সমাজে চলা)। □(বিশেষ্য) উক্ত সকল অর্থে। □(বিশেষণ) চলতে হয় এরূপ; চলার (পায়ে চলা পথ)। চলাফেরা (বিশেষ্য) ১ ইতস্তত ভ্রমণ; পায়চারি। ২ হাঁটার ভঙ্গি। ৩ চালচলন। ৪ হাঁটা চলা; হাঁটাহাঁটি (বুড়ো মানুষ অত চলাফেরা করতে পারেন না।। ৫ আনাগোনা বা যাওয়া আসা (এই পথেই চলাফেরা)। চলে আসা (ক্রিয়া) ১ প্রন্থান করা বা স্থান ত্যাগ করে আসা। ২ দ্রুত আসা; পা চালিয়ে আসা। চলে চলা (ক্রিয়া) দ্রুত অগ্রসর হওয়া; সত্বর পা চালানো। কথা মতো চলা (ক্রিয়া) আদেশ বা উপদেশ পালন করা; কথা শোনা; বাধ্য হওয়া। পেটচলা (ক্রিয়া) জীবিকা নির্বাহ করা; আহার্য সংগৃহীত হওয়া। মুখচলা (ক্রিয়া) ১ তিরস্কার করা; গালি দেওয়া। ২ ক্রমাগত খাওয়া। হাত চলা, হাত-পা চলা (ক্রিয়া) প্রহার করা। {(তৎসম বা সংস্কৃত) √চল্‌+(বাংলা) আ}
  • Bengali Word চলাচল Bengali definition [চলাচল্‌] (বিশেষ্য) গমানগমন; যাতায়াত (এত রাত্রে রাস্তায় চলাচল বন্ধ)। □(ক্রিয়া) সঞ্চালন বা সঞ্চলন (বায়ু চলাচল)। □(বিশেষণ) জঙ্গল ও স্থাবর। {(বাংলা) চলা+চল}
  • Bengali Word চলানো Bengali definition [চলানো] (ক্রিয়া) ১ গতিশীল করানো; হাঁটানো। ২ প্রচলিত বা চলিত করা; চালু করা; চালানো। ৩ পরিচালিত করা। □(বিশেষ্য) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √চল্‌+(বাংলা) আনো}
  • Bengali Word চলি Bengali definition [চোলি] (ক্রিয়া) যাই; চলা ক্রিয়ার বর্তমান কালের উত্তম পুরুষের রূপ। {(তৎসম বা সংস্কৃত) √চল্‌+(বাংলা) ই}
  • Bengali Word চলিত Bengali definition [চোলিতো] (বিশেষণ) চালু; প্রচলিত; চলতি (প্রচলিত প্রথাবিশেষ)। চলিতভাষা (বিশেষ্য) ভাষার প্রচলিত আদর্শ রূপ; প্রমিত ভাষা; প্রচলিত আদর্শ কথ্য ভাষা। {(তৎসম বা সংস্কৃত) √চল্‌+ইত(ক্ত)}
  • Bengali Word চলিষ্ণু Bengali definition [চোলিশ্‌নু] (বিশেষণ) ১ গতিশীল; সচল। ২ চঞ্চল; অস্থির। ৩ প্রস্থান করতে উদ্যত (চলিষ্ণু হাঁসের মত-মাযহারুল ইসলাম)। {(বাংলা) √চল্‌+ইষ্ণু(ইষ্ণুচ্‌)}
  • Bengali Word চলোর্মি Bengali definition [চলোর্‌মি] (বিশেষ্য) চঞ্চল তরঙ্গ, লীলাচঞ্চল লহরী (চলোর্মি আঘাতে-মাইকেল মধুসূদন দত্ত)। চলোর্মি চঞ্চল (বিশেষণ) অস্থির; তরঙ্গক্ষুব্ধ ইছামতীর চলোর্মি-চঞ্চল স্বচ্ছ জলধারা-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় )। {(তৎসম বা সংস্কৃত) √চল্‌+ঊর্মি}
  • Bengali Word চল্লিশ Bengali definition [চোল্‌লিশ্‌] (বিশেষ্য), (বিশেষণ) ৪০ এই সংখ্যা বা সংখ্যক; চত্বারিংশৎ। চল্লিশ (বিশেষ্য) ১ চল্লিশ বৎসর বয়স হেতু চোখের দৃষ্টিক্ষীণতা। ২ মৃত কোনো মুসলমানের আত্মার সদ্‌গতির জন্য মৃত্যুর চল্লিশতম দিনে করণীয় অনুষ্ঠান; চেহলাম। {(তৎসম বা সংস্কৃত) চত্বারিংশৎ}
  • Bengali Word চলৎ Bengali definition [চরোত্‌] (বিশেষণ) ১ চলে এমন; চলনশীল; গতিশীল। ২ প্রচলিত; চলিত আছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √চল্‌+অৎ(শতৃ)}
  • Bengali Word চলৎশক্তি, চলচ্ছক্তি Bengali definition [চলোত্‌শোক্‌তি, চলোচ্‌ছোক্‌তি] (বিশেষ্য) চলনশক্তি; চলার ক্ষমতা বা শক্তি (অর্ধপথেই অনেকের চলৎশক্তি রহিত হয়ে যেতে পারে-আকাশা)। {(তৎসম বা সংস্কৃত) চলৎ+শক্তি; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word চশম ১, চসম ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [চশোম্‌] (বিশেষ্য) চক্ষু; আঁখি (বুড়া বিবি আসিয়াছে না দেখে চসমে-বিজয় গুপ্ত)। চসমখোর (বিশেষণ) নির্লজ্জ; চক্ষুলজ্জাহীন; বেহায়া; চোখের চামড়া নেই এমন (কুচক্রী চসমখোর-ঘনরাম চক্রবর্তী)। {(ফারসি) চশ্‌ম}