Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ক্ষুণ্ন Bengali definition [খুন্‌নো] বিশেষণ ১ ক্ষুব্ধ; ব্যথিত; অন্যের অপ্রত্যাশিত ব্যবহারের জন্য কিংবা আশাভঙ্গের জন্য দুঃখিত (ক্ষুণ্নমন)। ২ খর্ব; ব্যাহত (গৌরব ক্ষুণ্ন হওয়া)। ৩ অপূর্ণ; ত্রুটিযুক্ত। ৪ চূর্ণীকৃত; গুঁড়া করা হয়েছে এমন। ক্ষুণ্নমনা বিশেষণ মনে মনে দুঃখিত; ব্যথিত বা ক্ষুব্ধ। {সংস্কৃত √ক্ষুদ্‌+ত(ক্ত)}
  • Bengali Word ক্ষুদ Bengali definition খুদ১
  • Bengali Word ক্ষুদি, ক্ষুদে Bengali definition খুদি
  • Bengali Word ক্ষুদ্র Bengali definition [খুদ্‌দ্রো] বিশেষণ ১ ছোট (ক্ষুদ্রকায়)। ২ হ্রস্ব। ৩ নীচ; হীন; অনুদার (ক্ষুদ্র মন)। ৪ অপ্রশস্ত; সংকীর্ণ (ক্ষুদ্র স্থান)। ৫ কৃপণ। ৬ সামান্য; ধনক্ষমতাশূন্য বা আধিপত্যহীন (ক্ষুদ্র লোক)। □ বিশেষ্য অল্প (ক্ষুদ্রপ্রাণ)। ক্ষুদ্রতা, ক্ষুদ্রত্ব বিশেষ্য। ক্ষুদ্রচেতা, ক্ষুদ্রাশয় বিশেষ্য নীচমনা; সংকীর্ণচিত্ত (পুরাকালে আমাদের যাঁরা শিল্পী ও শিল্পরসিক ছিলেন তাঁরা ক্ষুদ্রচেতা ছিলেন না-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ক্ষুদ্রা বিশেষণ স্ত্রীলিঙ্গ ১ ক্ষুদ্র শব্দের সকল অর্থে। ২ মাছি। ৩ মৌমাছি। ৪ বেশ্যা। ৫ নটী। ক্ষুদ্রাদপি ক্ষুদ্র বিশেষণ ক্ষুদ্রের চেয়েও ক্ষুদ্র; অতি ছোট (মাথার ওপর একটি ক্ষুদ্রাদপিক্ষুদ্র বাড়ীর মত করে বাঁধা-কাজী নজরুল ইসলাম)। {সংস্কৃত √ক্ষুদ্‌+র(রক্‌)}
  • Bengali Word ক্ষুদ্রক Bengali definition [খুদ্‌দ্রোক্‌] বিশেষণ সামান্য পরিমাণ; তোলা পরিমাণ। □ বিশেষ্য প্রাচীন ভারতের দেশবিশেষ। {সংস্কৃত ক্ষুদ্র+ক}
  • Bengali Word ক্ষুধা, খিদে Bengali definition [খুধা, খিদে] বিশেষ্য ১ খিদে; ভোজনেচ্ছা; খাওয়ার প্রবৃত্তি; বুভুক্ষা। ২ ইচ্ছা; লালসা; প্রবৃত্তি; বাসনা। ক্ষুধা তৃষ্ণা বিশেষ্য ক্ষুধা এবং পিপাসা; ক্ষুৎপিপাসা। ক্ষুধা নিবৃত্তি, ক্ষুধা শান্তি বিশেষ্য ক্ষুধার উপশম; আহার দ্বারা ক্ষুধা দূরীকরণ। ক্ষুধান্বিত বিশেষণ ক্ষুধিত। ক্ষুধামান্দ্য বিশেষ্য ক্ষুধার অল্পতা; ক্ষুধার অভাবহেতু আহারে অনিচ্ছা্ ক্ষুধার্ত, ক্ষুধাতুর বিশেষণ ক্ষুধায় কাতর। ক্ষুধাতুরা স্ত্রীলিঙ্গ। ক্ষুধা সঞ্চার বিশেষ্য ক্ষুধার উদ্রেক। ক্ষুধিত বিশেষণ ক্ষুধা পেয়েছে এমন; বুভুক্ষিত; ক্ষুধাতুর। ক্ষুধিতা স্ত্রীলিঙ্গ। দুষ্ট ক্ষুধা বিশেষ্য মিথ্যা ক্ষুধা; রোগজনিত বা রোগের নিদান স্বরূপ ক্ষুধা। {সংস্কৃত √ক্ষুধ্‌+ ক্বিপ্‌+ আ(টাপ্‌)}
  • Bengali Word ক্ষুন্নিবৃত্ত Bengali definition [খুন্‌নিব্রিত্‌তো] বিশেষণ যার ক্ষুধার উপশম হয়েছে। ক্ষুন্নিবৃত্তি, ক্ষুন্নিবারণ বিশেষ্য ১ ক্ষুধার উপশম; আহারের ফলে ক্ষুধার তৃপ্তি। ২ ভোজন; আহার। {সংস্কৃত ক্ষুৎ + নিবৃত্ত}
  • Bengali Word ক্ষুপ Bengali definition [খুপ্‌] বিশেষ্য ছোট ছোট শাখাযুক্ত বৃক্ষ; গুল্মবিশেষ (জাত দু-তিন রকমের আছে, যেমন, ক্ষুপজাত-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {সংস্কৃত √ক্ষুপ্‌+অ(ক)}
  • Bengali Word ক্ষুব্ধ Bengali definition [খুব্‌ধো] বিশেষণ ১ বিচলিত; ব্যাকুল; চঞ্চল। ২ আলোড়িত; ক্ষুভিত; মথিত (বন্দীর মন্দিরে হায় ক্ষুব্দ ঝঞ্বা আছাড়িছে বেগে- সতেন্দ্রনাথ দত্ত)। ৩ দুঃখিত; ক্ষুণ্ন; ব্যথিত। ক্ষুব্ধা স্ত্রীলিঙ্গ। {সংস্কৃত √ক্ষুভ্‌+ত(ক্ত)}
  • Bengali Word ক্ষুভিত Bengali definition [খুভিতো] বিশেষণ ১ আলোড়িত; মথিত। ২ বিচলিত; দুঃখিত; ক্ষোভপ্রাপ্ত। ৩ ব্যাকুল। {সংস্কৃত √ক্ষুভ্‌+ত(ক্ত)}
  • Bengali Word ক্ষুমা, ক্ষুয়া Bengali definition [খুমা, খুয়া] বিশেষ্য ১ তিসি মসিনা ইত্যাদির তন্তু। ২ শণ। ৩ পাট। {সংস্কৃত √ক্ষু+ম(মক্‌)+আ(টাপ্‌)>}
  • Bengali Word ক্ষুর, খুর Bengali definition [খুর্‌] বিশেষ্য ১ চুল কামানোর তীক্ষ্ণ ধারালো অস্ত্রবিশেষ; কেশমুণ্ডনের অস্ত্র। ২ গবাদি পশুর অস্থিময় পদতল (এবার আওয়ার শুনি রাতের ওপার হতে দূরাগত খুরে নিশ্চয় দিনের ঘোড়া এবার পেয়েই গেছে ছাড়া-আবদুল গনি হাজারী)। ৩ খাট পালঙ্ক ইত্যাদির পায়া। ক্ষুর ক্ষুণ্ন বিশেষণ ক্ষুরের সাহায্যে বিক্ষত। ক্ষুর ধার বিশেষণ ১ ক্ষুরের মতো তীক্ষ্ণ ধারবিশিষ্ট। ২ অতি তীক্ষ্ণ (ক্ষুরধার বুদ্ধি)। ক্ষুরা, খুরা বিশেষ্য ১ কাঠের তৈরি আসবাবপত্রাদির পায়া। ২ গবাদি পশুর পায়ের এক প্রকার ক্ষত রোগ। ক্ষুরী(-রিন্‌) বিশেষ্য ১ ক্ষৌর-কার; নাপিত। ২ ক্ষুরযুক্ত পশু। {সংস্কৃত √ক্ষুর্‌+অ(ক)>}
  • Bengali Word ক্ষুল্লতাত Bengali definition খুল্ল
  • Bengali Word ক্ষুৎ ১ Bengali definition [খুত্‌] বিশেষ্য ক্ষুধা (ক্ষুৎপিপাসা)। ক্ষুৎকাতর বিশেষণ ক্ষুধায় কাতর; ক্ষুধার্ত। ক্ষুৎ পিপাসা বিশেষ্য ক্ষুধা ও তৃষ্ণা (এই ক্ষুৎপিপাসার মধ্যে আমরা তাহার নানাদেশের নানা গল্পে বিভোর হইয়া রহিলাম-শেহা)। ক্ষুৎ পীড়িত বিশেষণ ক্ষুধার্ত; ক্ষুধায় কাতর। {সংস্কৃত √ক্ষুধ্‌+ক্বিপ্‌}
  • Bengali Word ক্ষুৎ ১ , ক্ষুত Bengali definition [খুত্‌] বিশেষ্য হাঁচি। {সংস্কৃত √ক্ষু+ক্বিপ্‌}
  • Bengali Word ক্ষেউরি Bengali definition খেউরি
  • Bengali Word ক্ষেত, ক্ষেতি Bengali definition খেত
  • Bengali Word ক্ষেত্র Bengali definition [খেত্‌ত্রো] বিশেষ্য ১ খেত; জমি; শস্য জন্মানোর মাঠ। ২ ভূমি। ৩ স্থান; জায়গা (যুদ্ধক্ষেত্র)। ৪ (গণিত) রেখা দ্বারা সীমাবদ্ধ স্থান। ৫ (গণিত) তল; surface । ৬ (দর্শন) দেহ-মন ইন্দ্রিয়। ৭ অবস্থা; স্থল (এ ক্ষেত্রে কী করা যায়?)। ক্ষেত্রকর্ম বিশেষ্য ১ চাষাবাদ; কৃষিকার্য। ২ অবস্থা অনুযায়ী কাজ; বিশেষ বিশেষ ক্ষেত্রের ভিন্ন ভিন্ন কাজ। ক্ষেত্রজ বিশেষণ ১ কৃষিজাত; যা জমিতে উৎপন্ন। ২ নিজ পত্নীর গর্ভে অপরের ঔরসজাত। ক্ষেত্রজ্ঞ বিশেষণ ১ স্থান বা অবস্থা; অনুযায়ী কাজ করতে সমর্থ; অবস্থা সম্পর্কে অভিজ্ঞ। ২ নিপুণ বা পণ্ডিত। ৩ কৃষিকাজে দক্ষ; কৃষক। ক্ষেত্রতত্ত্ব বিশেষ্য জ্যামিতি। ক্ষেত্রপতি বিশেষ্য জমির মালিক। ক্ষেত্রপাল বিশেষ্য জমির রক্ষক; কৃষক; ভূ-দেবতা। ক্ষেত্রফল বিশেষ্য (গণিত) জমির কালি বা পরিমাণফল। ক্ষেত্রমিতি বিশেষ্য জ্যামিতি; geometry। ক্ষেত্রজীব বিশেষ্য কৃষিজীবী। ক্ষেত্রাধিকারী (-রিন্‌) বিশেষ্য ভূস্বামী; জমির মালিক। ক্ষেত্রিক বিশেষ্য ক্ষেত্রস্বামী; ভূস্বামী। {সংস্কৃত √ক্ষি+ত্র(ষ্ট্রন্‌)}
  • Bengali Word ক্ষেত্রী ১ (-ত্রিন্‌) Bengali definition [খেত্‌ত্রী] বিশেষণ ক্ষেত্রস্বামী; ক্ষেত আছে এমন। {সংস্কৃত ক্ষেত্র+ইন্‌}
  • Bengali Word ক্ষেত্রী ২ Bengali definition খেত্রী
  • Bengali Word ক্ষেদ Bengali definition [খেদ] বিশেষ্য সন্তাপ; দুঃখ (যথেষ্ট খেদ হইল-রাজীবলোচন মুখোপাধ্যায়)। ক্ষেদিত বিশেষণ সন্তপ্ত; দুঃখিত। {সংস্কৃত খেদ}
  • Bengali Word ক্ষেপ ১ Bengali definition খেপ
  • Bengali Word ক্ষেপ ২ Bengali definition [খেপ্‌] বিশেষ্য ১ নিক্ষেপ; ক্ষেপণ; ত্যাগ (শরক্ষেপ)। ২ চালন; পাত; প্রেরন (হস্তক্ষেপ, দৃষ্টিক্ষেপ)। ৩ বিন্যাস (পদক্ষেপ)। ৪ অতিবাহন; যাপন (কালক্ষেপ)। ৫ লঙ্ঘন। ক্ষেপক বিশেষন নিক্ষেপকারী। □ বিশেষ্য গ্রন্থের প্রক্ষিপ্ত পাঠ। {সংস্কৃত √ক্ষিপ্‌+অ(ঘঞ্)}
  • Bengali Word ক্ষেপণ Bengali definition [খেপোন্‌] বিশেষ্য ১ নিক্ষেপ। ২ ফেলা; পাতিতকরন (পটক্ষেপণ)। ৩ অতিবাহন; যাপন (কালক্ষেপণ)। ক্ষেপনাস্ত্র বিশেষ্য যে অস্ত্র নিক্ষেপ করা হয় (দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, missile)। ক্ষেপণিক বিশেষ্য যে ব্যক্তি দাঁড় চালনা করে; দাঁড়ি। ক্ষেপণী, ক্ষেপণি বিশেষ্য ১ নৌকার দাঁড় (নৌকাগুলি একে একে জয়ধ্বনির সহিত তালে তালে ক্ষেপণী নিক্ষেপ করিয়া ...... চলিয়া গেল-শেহা)। ২ খেপলা জাল। ক্ষেপণীয় বিশেষণ নিক্ষেপযোগ্য। □ বিশেষ্য যে সকল অস্ত্র ক্ষেপণ করা যায়। ক্ষেপন রকেট বিশেষ্য যে রকেট নিজের ভিতরের শক্তিবলে উপরের দিকে ছুটিয়া চলে (স্ ষ্পুটনিকের ক্ষেপন-রকেট তিন ধাপবিশিষ্ট-শামসুল হক ফজলুর রহমান)। {সংস্কৃত √ক্ষিপ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word ক্ষেপলা Bengali definition খেপলা
  • Bengali Word ক্ষেপা ১ Bengali definition খেপা
  • Bengali Word ক্ষেপা ২, ক্ষেপান, ক্ষেপানো, ক্ষেপামি, ক্ষেপী Bengali definition খেপা২
  • Bengali Word ক্ষেপ্তা (-প্তৃ) Bengali definition [খেপ্‌ত] বিশেষন নিক্ষেপকারী; ক্ষেপণকারী। {সংস্কৃত √ক্ষিপ্‌+তৃ(তৃচ্‌)}
  • Bengali Word ক্ষেম Bengali definition [খেম] বিশেষণ ১ কল্যাণ; শুভ; কুশল; মঙ্গল (কানে তোর দিব হেম চিন্তহ আমার ক্ষেম-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। ২ লব্ধ বস্তু সংরক্ষণ (যোগক্ষেম)। ক্ষেমঙ্কর বিশেষণ মঙ্গলদায়ক; শুভদ। ক্ষেমঙ্করী স্ত্রীলিঙ্গ। ক্ষেমবান, ক্ষেমবৎ বিশেষণ মঙ্গলবিশিষ্ট; কুশলী। {সংস্কৃত √ক্ষি+ম}
  • Bengali Word ক্ষেমা Bengali definition [খেমা/খ্যামা] বিশেষ্য ক্ষমা। ক্ষেমা দেওয়া ক্রিয়া ক্ষান্ত বা নিবৃত্ত হওয়া (এইবার ‘ক্ষেমা’ দিই, হাতে খা’ড় ধ’রে গেল-কাজী নজরুল ইসলাম)। {সংস্কৃত ক্ষমা>}