Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ক্রীড়ক Bengali definition [ক্রিড়ক্‌] (বিশেষণ) খেলোয়াড়; ক্রীড়াপ্রদর্শক; যে খেলা করে বা খেলা দেখায়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্রীড়+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word ক্রীড়ন Bengali definition [ক্রিড়ন্‌] (বিশেষ্য) খেলার কাজ। ক্রীড়নীয় (বিশেষণ) ১ খেলার উপকরণ; ক্রীড়াসামগ্রী। ২ খেলার যোগ্য বা উপযুক্ত। ˜ক (বিশেষ্য) খেলার পুতুল; খেলনা। ক্রীড়মান (বিশেষণ) খেলছে এমন; খেলায় রত; ক্রীড়ারত। { (তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্রীড়্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word ক্রীড়া Bengali definition [ক্রিড়া] (বিশেষ্য) ১ খেলা। ২ তামশা; পরিহাস। ৩ কৌতুকপ্রদ অনুষ্ঠান (মল্লক্রীড়া)। ক্রীড়াকন্দুক (বিশেষ্য) খেলার বল। ক্রীড়াকৌতুক (বিশেষ্য) খেলাধুলা ও আমোদপ্রমোদ। ২ রঙ্গতামশা। ক্রীড়াচ্ছলে (ক্রিয়াবিশেষণ) খেলার ছলে; আমোদ করে। ক্রীড়া ভূমি (বিশেষ্য) ১ খেলার মাঠ; ক্রীড়াঙ্গন; মল্লভূমি। ২ রঙ্গভূমি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্রীড়্‌+অ+আ}
  • Bengali Word ক্রুব্ধ Bengali definition [ক্রুদ্‌ধো] (বিশেষণ) রাগান্বিত; রুষ্ট; ক্রোধবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্রুধ্‌+ত(ক্ত)}
  • Bengali Word ক্রুর Bengali definition ক্রূর
  • Bengali Word ক্রুর Bengali definition [ক্রুর্‌] (বিশেষণ) ১ নির্দয়; নিষ্ঠুর (মুখে চোখে তাহার একটা ক্রুর হাসি ফুটিয়া উঠিল-আজা)। ২ হিংস্র। ৩ খল; কপট। ৪ অহিতকর; অশুভকর। ক্রুরতা (বিশেষ্য) । ক্রুরকর্মা (বিশেষণ) ১ নিষ্ঠুর কর্ম করে এমন। ২ নির্দয়। ক্রুরমতি (বিশেষণ) নিষ্ঠুর হৃদয়; পাষাণপ্রাণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) √কৃৎ+র(রক্‌)}
  • Bengali Word ক্রুশ, ক্রুস Bengali definition [ক্রুশ] (বিশেষ্য) ১ খ্রিষ্টানদের মতে যিশুখ্রিষ্ট্রকে যে কাষ্ঠদন্ডে বিদ্ধ করা হয়েছিল। ২ খ্রিষ্টানদের মতে যে আকারের কাষ্ঠদন্ডে বিদ্ধ করে যিশুকে হত্যা করা হয়েছিল তার প্রতীক ‘†’ এই চিহৃ। ৩ খিষ্ট্রধর্মের প্রতীক (রোম সম্রাট-কর হাতে ক্রুস খসিয়া পড়িল হোথা-( কাজী নজরুল ইসলাম))। {(ইংরেজি) cross}
  • Bengali Word ক্রুশকাঠি, কুসি-কাঁটা, কুরুশ-কাঁটা Bengali definition [ক্রুশকাঠি, কুশিকাঁটা, কুরুশ্‌কাঁটা] (বিশেষ্য) সুতা বা পশম দিয়ে জামা বোনার বক্রমুখ শলাকাবিশেষ (তাই কুরুশকাঁটায় রাখিব খোঁপার সাথে বিঁধিয়া লো তায়-(কাজী নজরুল ইসলাম))। {( ইংরেজি) crochet}
  • Bengali Word ক্রেতব্য Bengali definition [ক্রেতব্‌বো] (বিশেষণ) ক্রয়যোগ্য; মূল্য দিয়ে কেনা যায় বা কেনা উচিত; ক্রেয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্রী+তব্য}
  • Bengali Word ক্রেতা Bengali definition [ক্রেতা] (বিশেষণ) (বিশেষ্য) খরিদ্দার; যে ক্রয় করে। ক্রেত্রী (স্ত্রীলিঙ্গ)। { (তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্রী+তৃ(তৃচ্‌)}
  • Bengali Word ক্রেন Bengali definition [ক্রেন্‌] (বিশেষ্য) লৌহ নির্মিত যে যন্ত্রের সাহায্যে ভারী জিনিস তোলা হয়। {(ইংরেজি) crane}
  • Bengali Word ক্রেপ Bengali definition [ক্রেপ্‌] (বিশেষ্য) পাতলা রেশমি কাপড়বিশেষ (মাথায় ক্রেপের চাদর জড়ান-কালীপসন্ন সিংহ)। { (ইংরেজি) crape}
  • Bengali Word ক্রেয় Bengali definition [ক্রেয়ো] (বিশেষণ) ১ ক্রয়যোগ্য; কেনার উপযুক্ত। ২ কিনতে হবে এমন; যা ক্রয় করা উচিত; ক্রেতব্য। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্রী+য(যৎ)}
  • Bengali Word ক্রোক, কোরক (অশুদ্ধ) Bengali definition [ক্রোক্‌, কোরোক্‌] (বিশেষ্য) দেনার দায়ে সম্পত্তি আটক; আইনের সাহায্যে সম্পত্তি আটক (পরাণ মন্ডলের নিকট খাজনা বাকী; আমরা তাহার ধান্য ক্রোক করিব-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়; এখন বাড়িখানাও কোরক দে’ আজ আ’সে বাঁশ গাড়ি করতিছেন-কাজী ইমদাদুল হক)। ক্রোকি (বিশেষণ) ১ ক্রোক করা হয়েছে এমন (ক্রোকি সম্পত্তি)। ২ ক্রোক সংক্রান্ত (ক্রোকি পরোয়ানা)। মাল ক্রোকবি অস্থাবর সম্পত্তি আটক। {(আরবি) করক}
  • Bengali Word ক্রোটন, ক্রোটান Bengali definition [ক্রোটন, ক্রোটান] (বিশেষ্য) পাতাবাহারের গাছ (রঙ্গ-বেরঙ্গ ফুলের গাছ.....ক্রোটান গোলসর্ব, বিজলী, কড়কের জীবন্ত ফুটন্ত অনন্ত বাহার-মীর মশাররফ হোসেন)। {(ইংরেজি) croton}
  • Bengali Word ক্রোধ Bengali definition [ক্রোধ্‌] (বিশেষ্য) রাগ; রোষ; গোসা। ক্রোধন (বিশেষণ) সহজে রাগান্বিত হয় এমন; ক্রোধপ্রবণ। ক্রোধাগার (বিশেষ্য) ক্রুব্ধ ভার্যার আশ্রয়গৃহ; গোসাঘর। ক্রোধবহিৃ, ক্রোধাগ্নি, ক্রোধানল (বিশেষ্য) ১ প্রচন্ড ক্রোধ; দারুণ রাগ (তাঁহার ক্রোধানল রোগের তাপ অপেক্ষা রোগীকে অধিক উত্তপ্ত করিয়া তুলিত-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ক্রোধের দাহ বা তেজ। ক্রোধমতি (বিশেষণ) ক্রুব্ধ; রাগান্বিত (আর একদিকে স্বার্থান্বেষী হিংসুক ক্রোধমতি-(কাজী নজরুল ইসলাম))। ক্রোধান্ধ (বিশেষণ) অত্যধিক ক্রোধের ফলে হিতাহিত জ্ঞানশূন্য; অতিশয় ক্রুব্ধ। ক্রোধান্বিত (বিশেষণ) ক্রুব্ধ; রুষ্ট; কোপিত। ক্রোধান্বিতা (স্ত্রীলিঙ্গ)। ক্রোধাবিষ্ট (বিশেষণ) রাগে অভিভূত। ক্রোধী (-ধিন্‌) (বিশেষণ) রাগী; সামান্য কারণে রেগে যায় এমন। ক্রোধোদ্দীপক (বিশেষণ) ক্রোধবর্ধক; অত্যন্ত রাগ হয় এমন। {√ক্রুধ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word ক্রোর, ক্রোড় ২ Bengali definition [ক্রোর্‌, ক্রোড়্‌] (বিশেষ্য) ১ কোটি; শতলক্ষ; ১,০০,০০,০০০ সংখ্যা (দু’এক ক্রোর রুষবাসীর অকাল মৃত্যু- সুদ)। ¨ (বিশেষণ) কোটি বা শত লক্ষ সংখ্যক। ১,০০,০০০,০০০ সংখ্যক। ক্রোরপতি (বিশেষ্য) ১ কোটি টাকা আছে যার; কোটি টাকার মালিক। ২ অতিশয় ধনবান; মহাধনী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোটি>ক্রোর, ক্রোড়; (তুলনীয়) (প্রাকৃত) কোডি, (তুলনীয়) (হিন্দী ) ‘করোড়’}
  • Bengali Word ক্রোশ, কোশ Bengali definition [ক্রোশ্‌, কোশ্‌] (বিশেষ্য) কোনো স্থানের দূরত্বের পরিমাণবাচক শব্দ; দুই মাইলের কিছু বেশি পথ; ৮০০০ হাত পরিমাণ। ২ আক্রোশ; বিদ্বেষ। {√ক্রুশ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word ক্রোড় ১ Bengali definition [ক্রোড়্‌] (বিশেষ্য) উৎসঙ্গ; কোল; অঙ্ক। ক্রোড়অঙ্ক, ক্রোড়াঙ্ক (বিশেষ্য) নাটকের শেষে যুক্ত করা হয় যে অংশ। ক্রোড়চ্যুত (বিশেষণ) কোলছাড়া। ক্রোড়পত্র (বিশেষ্য) গ্রন্থে প্রদত্ত পৃথকভাবে মুদ্রিত পত্র পুস্তক দলিল প্রভৃতির বাড়তি অংশ; supplement। ২ উইলের বাড়তি অংশ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্রুড়+অ(অচ্‌)}
  • Bengali Word ক্রোড় ২ Bengali definition ক্রোর
  • Bengali Word ক্রৌঞ্চ Bengali definition [ক্রোউন্‌চো] (বিশেষ্য) বকবিশেষ; কোঁচবক (দামের উপরে একটি সুশুভ্র ক্রৌঞ্চ রয়েছে বসিয়া-কায়কোবাদ)। কৌঞ্চী(স্ত্রীলিঙ্গ)।(ক্রোঞ্চী কাঁদে করুণ কুহু-সত্যেন্দ্রনাথ দত্ত)। ক্রৌঞ্চদ্বীপ ( বিশেষ্য) দ্বীপবিশেষ; হিন্দুপরাণে উল্লিখিত ও আলাওল-বর্ণিত সপ্তদ্বীপের এক দ্বীপ। ক্রৌঞ্চমিথুন (বিশেষ্য) ক্রৌঞ্চদম্পতি; ক্রৌঞ্চ-ক্রৌঞ্চী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্রুঞ্চ্‌+অ(অণ্‌)}
  • Bengali Word ক্রৌর্য Bengali definition [ক্রোউর্‌জো] (বিশেষ্য) ক্রূরতা; নিষ্ঠুরতা; খলতা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্রূর+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word ক্রয় Bengali definition [ক্রয়] (বিশেষ্য) খরিদ; কেনা; মূল্য বিনিময়ে গ্রহণ। ক্রয়-বিক্রয় ১ কেনা-বেচা; বিকিকিনি। ২ ব্যবসা-বাণিজ্য। ক্রয়িক (বিশেষ্য) যে দ্রব্যাদি ক্রয় করে; খরিদ্দার; ক্রয়কারী। ক্রয়ী (-য়িন্‌) (বিশেষণ) ক্রেতা; ক্রয়কারী। ক্রয়িণী(স্ত্রীলিঙ্গ)। ক্রয্য (বিশেষণ) ক্রয়ের যোগ্য। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্রী+অ(অন্‌)}
  • Bengali Word ক্লম Bengali definition [ক্লম্‌] (বিশেষ্য) ক্লান্তি; অবসাদ; অবসন্নতা (বিগতক্লম)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্লম্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word ক্লাউন Bengali definition [ক্লাউন্‌] (বিশেষ্য) ১ ভাঁড় (সার্কাসের আহত ক্লাউন আর প্রাচীরের অতন্দ্র বিড়াল-এস.এন.কিউ জুলফিকার আলী (নছরু))। ২ অশিক্ষিত লোক; অসভ্য লোক। {( ইংরেজি) Clown}
  • Bengali Word ক্লান্ত Bengali definition [ক্লান্‌তো] (বিশেষণ) ১ অতিশয় শ্রান্ত; পরিশ্রান্ত (কত ক্লান্ত সন্ধ্যা করুণ নয়নে বিদায় মেগেছে-এস .এন.কিউ জুলফিকার আলী (নছরু))। ২ অবসন্ন; অবসাদগ্রস্ত। (কিন্তু ক্লান্ত যদি তুমি এ দুরন্ত রণে-মাইকেল মধুসূদন দত্ত)। ক্লান্তা (স্ত্রীলিঙ্গ) (উহাকে পল্বল হইতে জল আনাইয়া অধিক ক্লান্তা করা উচিত হয় না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ক্লান্তি (বিশেষ্য) শ্রান্তি; পরিশ্রান্তি। ২ অবসাদ; অবসন্নতা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্লম্‌+ত(ক্ত)}
  • Bengali Word ক্লাব Bengali definition [ক্লাব্‌] আমোদ প্রমোদ খেলাধুলা বা কোনো বিশেষ উদ্দেশ্যে স্থাপিত স্থায়ী গোষ্ঠী; সভা বা সমিতি। {(ইংরেজি) Club}
  • Bengali Word ক্লাস Bengali definition [ক্লাস্‌/-শ্‌] (বিশেষ্য) ১ বিভাগ; শ্রেণি (রেলগাড়ির ইন্টার ক্লাস)। ২ বিদ্যালয়াদির পাঠশ্রেণি (চল বড়ু রসতত্ত্ব শিখিব পোষ্ট গ্র্যোজুয়েট ক্লাসে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ স্তর; পর্যায়; জাতি(এরা সব এক ক্লাসের লোক; থার্ড ক্লাস লোক)। ক্লাসফ্রেন্ড (বিশেষ্য) সহপাঠী ; সতীর্থ; একই ক্লাসের ছাত্র বা ছাত্রী (নিবারণের ক্লাসফ্রেন্ড-রাজশেখর বসু (পরশু))। {(ইংরেজি) Class}
  • Bengali Word ক্লাসিক Bengali definition [ক্লাসিক্‌] (বিশেষ্য) ১ উঁচুদরের শিল্প ও সাহিত্য। ২ সকল দেশ ও সকল যুগোপযোগী শিল্প ও সাহিত্য। ¨ (বিশেষণ ) উচ্চস্তরের; উচু দরের; উচু মানের; উচ্চাঙ্গের। {(ইংরেজি) Classic}
  • Bengali Word ক্লাসিকাল, ক্লাসিক্যাল Bengali definition [ক্ল্যাসিকাল্‌, ক্ল্যাসিক্যাল্‌] (বিশেষণ) (বিশেষ্য) উচ্চস্তরের; উচু দরের; উচু মানের; উচ্চাঙ্গের; ধ্রুপদী (ক্ল্যাসিক্যাল সংগীত)। {(ইংরেজি) Classical}