Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ক্ষমতা Bengali definition [খমোতা] (বিশেষ্য) ১ শক্তি; সামর্থ্য; পটুতা; দক্ষতা; যোগ্যতা। ২ প্রভাব। ক্ষমতাবান, ক্ষমতাশালী(-লিন্‌) (বিশেষণ) ১ শক্তিশালী; সামর্থ্যসম্পন্ন। ২ পটু; নিপুণ। ৩ প্রভাবশালী। ক্ষমতাবতী, ক্ষমতাশালিনী (স্ত্রীলিঙ্গ)। { (তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষম+তা(তল্‌)}
  • Bengali Word ক্ষমা Bengali definition [খমা] (বিশেষ্য) ১ দোষ বা অপরাধ মার্জনা। ২ সহিষ্ণুতা; সহনক্ষমতা; তিতিক্ষা। ৩ নিবৃত্তি; শান্তি (ক্ষমা দেওয়া)। ৪ অপকার সহন। ¨ (ক্রিয়া) মার্জনা করা (অপরাধ ক্ষমি তারে দিল কৃষ্ণ প্রেমে-কৃষ্ণদাস কবিরাজ)। ক্ষমাকরা ক্রি। ক্ষমাগুণ, ক্ষমাধর্ম (বিশেষ্য) ক্ষমারূপ গুণ বা ধর্ম; অন্যের অপরাধ সহনরূপ সদ্‌বৃত্তি। ক্ষমাদেওয়া (ক্রিয়া) ক্ষান্ত বা বিরত হওযা। ক্ষমাবান (বিশেষণ) ক্ষমাশীল; যিনি সহজেই অন্যের অপরাধ ক্ষমা করেন। ক্ষমাবতী (স্ত্রীলিঙ্গ)। ক্ষমার্হ (বিশেষণ) ক্ষমার যোগ্য; ক্ষমার উপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্ষম্‌+অ(অঙ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word ক্ষমানো Bengali definition [খমানো] (ক্রিয়া) মার্জনা করানো (গোপাল বিপ্রের ক্ষমাইল শ্রীবাস অপরাধ-কৃষ্ণদাস কবিরাজ )। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষমা+ (বাংলা) আনো}
  • Bengali Word ক্ষমাবতী, ক্ষমাবান, ক্ষমার্হ Bengali definition ক্ষমা
  • Bengali Word ক্ষমী(-মিন্‌) Bengali definition [খোমি] (বিশেষণ) ১ ক্ষমাবান; ক্ষমাশীল। ২ সহিষ্ণু; সহনশীল। ৩ সমর্থ; সক্ষম। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্ষম্‌+ইন(ঘিনুণ্‌)}
  • Bengali Word ক্ষম্য Bengali definition [খোম্‌মো] (বিশেষণ) ক্ষমার যোগ্য; মার্জনীয়; ক্ষন্তব্য। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্ষম্‌+য(যৎ)
  • Bengali Word ক্ষর Bengali definition [খর্‌] (বিশেষ্য) ১ ক্ষরণ; নিঃসরণ; চুয়ানো। ২ নাশ। ¨ (বিশেষণ) ১ ক্ষরিত হয় এমন। ২ নশ্বর; ভঙ্গুর; ক্ষণস্থায়ী। ক্ষরণ (বিশেষ্য) ১ নিঃসরণ; secretion (প্রয়োজনীয় পদার্থ নিঃসৃত হওয়াকেই ক্ষরণ বলে-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। ২ ফোঁটা ফোঁটা করে বের হওয়া; চুইয়ে পড়া। ৩ নাশ; ধ্বংস। ৪ ((রসায়ন)) স্যন্দন; exudation। ক্ষরিত (বিশেষণ) নিঃসৃত; স্রুত; ক্ষরে পড়ছে এমন। ক্ষরী(-রিন্‌) (বিশেষণ) ক্ষরণশীল; ক্ষরে পড়ছে এমন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্ষর্‌+অ(অচ্‌)}
  • Bengali Word ক্ষাত্র Bengali definition [খাত্‌ত্রো] (বিশেষণ) ১ ক্ষত্রিয় সর্ম্পকিত; ক্ষত্রিয়ের যোগ্য (ক্ষাত্রধর্ম)। ২ ক্ষত্রিয়োচিত (ক্ষাত্রকর্ম)। ¨ (বিশেষ্য) ক্ষত্রিয়ত্ন; ক্ষত্রিয়ের ধর্ম কর্ম বা শক্তি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষত্র+অ(অণ্‌)}
  • Bengali Word ক্ষান্ত Bengali definition [খাত্‌ত্রো] (বিশেষণ) ১ বিরত; নিবৃত্ত; নিরস্ত (ক্ষান্ত করা বা হওয়া)। ২ সহিষ্ণু । ৩ ক্ষমাশীল। ৪ নিবৃত্তি (ক্ষান্ত দেওয়া)। ক্ষান্তদেওয়া (ক্রিয়া) নিবৃত্ত বা নিরস্ত হওয়া। ক্ষান্তি (বিশেষ্য) ১ নিবৃত্তি; বিরতি। ২ সহনশীলতা; সহিষ্ণুতা। ৩ ক্ষমা (শ্রান্তি ক্লান্তি ক্ষান্তি তুমি ভ্রান্তি সর্বভূতে-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্ষম+ত(ক্ত)}
  • Bengali Word ক্ষার Bengali definition [খার্‌] (বিশেষ্য) সাজিমাটি; সোডা; চুন; ক্ষারী লবণ; যবক্ষার সোরা ইত্যাদি; alkali (যে সমস্ত ক্ষারক পানিতে গলিয়া যায় উহাদিগকে ….ক্ষার বলে…..-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। ক্ষারক (বিশেষ্য) (অ্যাসিডের বিপরীতধর্মী পদার্থগুলি বেস বা ক্ষারক নামে পরিচিত-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। ক্ষারজল (বিশেষ্য) ক্ষার মিশ্রিত পানি। ক্ষারধাতু (বিশেষ্য) যার ‘অম্লজান-জারিত অবস্থা ক্ষার; alkali metal । ক্ষারপানি (বিশেষ্য) নোনা বা ক্ষারমিশ্রিত জল। ক্ষারভূমি (বিশেষ্য) লোনা জায়গা বা জমি যেখানে ক্ষার থাকে। ক্ষারমিতি (বিশেষ্য) যে বিদ্যা দ্বারা ক্ষারের পরিমান নির্ণয় করা যায়; alkalimetry। ক্ষারমৃত্তিকা (বিশেষ্য ) সাজিমাটি; লোনামাটি; alkaline earth। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্ষর্‌+অ(ণ)}
  • Bengali Word ক্ষারিত Bengali definition [খারিতো] (বিশেষণ) ১ স্রাবিত; গলানো। ২ অপবাদগ্রস্ত; কলঙ্কগ্রস্ত। ৩ দোষযুক্ত; দূষিত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্ষর্‌+ণিচ্‌+ত(ক্ত)}
  • Bengali Word ক্ষারী Bengali definition ক্ষারীয়
  • Bengali Word ক্ষারীয়, ক্ষারী(-রিন্‌) Bengali definition [খারিয়ো, খারি] (বিশেষণ) ১ ক্ষারযুক্ত; ক্ষারমিশ্রিত। ২ ক্ষারজাতীয়; ক্ষারধর্মী। ক্ষারীয় সন্ধান (বিশেষ্য) ক্ষার যোগে গাঁজন; alkaline fermentation। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষার+ঈয়(ছ), ইন্‌(ইনি)}
  • Bengali Word ক্ষালন Bengali definition [খালোন্‌] (বিশেষ্য) ১ প্রক্ষালন; ধোয়া। ২ মোচন; শোধন; অপসারণ (অপরাধ ক্ষালন)। ক্ষালিত (বিশেষণ) ১ ধৌত; পরিস্কৃত। ২ শোধিত; বিশুদ্ধীকৃত। ৩ পরিমার্জিত। ৪ দূরীকৃত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্ষল্‌+ণিচ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word ক্ষিতি Bengali definition [খিতি] (বিশেষ্য) ১ পৃথিবী; ধরণী (ধেয়ানের অতিথি এল সেই প্রভাতে এই ক্ষিতিতে-(কাজী নজরুল ইসলাম))। ২ মাটি (ক্ষিতিতল)।ক্ষিতিজ (বিশেষণ) ভূমিজাত; মাটি থেকে উৎপন্ন; পৃথিবীজাত (তা নিতান্তই ক্ষিতিজ-সত্যেন্দ্রনাথ দত্ত)। ¨ (বিশেষ্য) ১ দিগন্ত; চক্রবাল; horizon। ২ মঙ্গলগ্রহ। ক্ষিতিধর, ক্ষিতিভৃৎ (বিশেষ্য) পর্বত। ক্ষিতিনাথ, ক্ষিতিপ, ক্ষিতিপতি, ক্ষিতিপাল, ক্ষিতীশ, ক্ষিতীশ্বর (বিশেষ্য) রাজা; ভূপতি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্ষি+তি (ক্তি)}
  • Bengali Word ক্ষিদ্যমান. খিদ্যমান Bengali definition [খিদ্‌দোমান] (বিশেষণ) খেদযুক্ত; খেদ করছে এমন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খিদ্‌+মান(শানচ্‌)>খিদ্যমান>(বাংলা) ক্ষিদ্যমান}
  • Bengali Word ক্ষিপ্ত Bengali definition [খিপ্‌তো] (বিশেষণ) ১ নিক্ষিপ্ত। ২ বিক্ষিপ্ত; বিকীর্ণ; ছড়ানো। ৩ উন্মত্ত; ক্ষেপা; বাতুল। ক্ষিপ্ততা (বিশেষ্য) । ক্ষিপ্তা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্ষিপ্‌+ত(ক্ত)}
  • Bengali Word ক্ষিপ্যমাণ Bengali definition [খিপ্‌পোমান্‌] (বিশেষণ) নিক্ষিপ্ত হচ্ছে এরূপ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্ষিপ্‌+মান(শানচ্‌)}
  • Bengali Word ক্ষিপ্র Bengali definition [খিপ্‌প্রো] (ক্রিয়াবিশেষণ), (বিশেষণ) দ্রুত; শীঘ্র, সত্বর। ক্ষিপ্রতা বি। ক্ষিপ্রকারী (-বিন্‌) (বিশেষণ) দ্রত কার্য সম্পন্ন করে এমন; চটপটে; লঘুহস্ত। ক্ষিপ্রকারিতা বি। ক্ষিপ্রগতি, ক্ষিপ্রগামী(-মিন) (বিশেষণ) দ্রুতগামী; বেগবান; দ্রুতগতিসম্পন্ন। ক্ষিপ্রগামিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্ষিপ্‌+র(রক্‌)}
  • Bengali Word ক্ষিরশেপাতি Bengali definition ক্ষীরশেপাতি
  • Bengali Word ক্ষীণ Bengali definition [খিন্‌] (বিশেষণ) ১ কৃশ; রোগা; শীর্ণ (ক্ষীণ দেহ)। ২ ক্ষয়িত; ক্ষয়প্রাপ্ত (ক্ষীণচন্দ্র)। ৩ সরু; চিকন (ক্ষীণ কটি)। ৪ অত্যল্প; সামান্য (ক্ষীন আশা)। ৫ মৃদ্যু; অস্পষ্ট (ক্ষীণ লোক)। ৬ দুর্বল (ক্ষীণ দৃষ্টি)। ক্ষীণা (স্ত্রীলিঙ্গ)। ক্ষীণতা বি। ক্ষীণকটি (বিশেষণ) ক্ষীণ কটি এমন (কাঁকর কঙ্কণা ক্ষীণকটি পাহাড়ী নদী-আলাউদ্দীন আল আজাদ)। ক্ষীণচন্দ্র (বিশেষ্য) সরু চাঁদ; ক্ষয়প্রাপ্ত কৃষ্ণপক্ষের শেষের বা শুক্লপক্ষের প্রথম দিকের চাঁদ। ক্ষীণজীবী(-বিন্‌) (বিশেষণ) অল্পপ্রাণ; অতিদুর্বল; অল্প জীবনীশক্তিবিশিষ্ট; জীবন সহজেই বিনষ্ট হতে পারে এমন। ক্ষীণতোয়া (বিশেষ্য ) ক্ষীণ জলধারাবিশিষ্ট নদী (তবু বয়ে যাও ওগো ক্ষীণতোয়া-(কাজী নজরুল ইসলাম))। ক্ষীণশক্তি (বিশেষণ) দুর্বল; শক্তিহীণ; অল্পশক্তিবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্ষি+ত(ক্ত)}
  • Bengali Word ক্ষীর Bengali definition [খির্‌] (বিশেষ্য) ১ দুধ। ২ জ্বাল-দেওয়া ঘন দুধ; এক ধরনের মিষ্টান্ন। ৩ রস; নির্যাস; বৃক্ষাদির দুগ্ধবৎ আঠা। ক্ষীরমোহন (বিশেষ্য) মিঠাইবিশেষ; ক্ষীরের পুর দেওয়া এক প্রকার রসগোল্লা। ক্ষীরসমুদ্র, ক্ষীরসাগর (বিশেষ্য) হিন্দু পুরাণোক্ত সপ্তসমুদ্রের অন্যতম। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ঘষ্‌+ঈর(ঈরন্‌); অথবা √ক্ষর্‌+অ(অণ্‌)}
  • Bengali Word ক্ষীরশাপাত, খেস্সাপাত Bengali definition [খিরশাপাত্‌, খেশ্‌শাপাত্‌] (বিশেষ্য) উত্তরবঙ্গের সরু চালবিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষীর+(ফারসি) পাদশাহ্‌>পাতশাহ্‌>(বর্ণবিপর্যয়ে)শাপাত}
  • Bengali Word ক্ষীরশাপাতি, ক্ষিরশেপাতি Bengali definition [খিরশাপাতি, খিরশেপাতি] (বিশেষ্য) ১ ক্ষীরঘটিত মিষ্টান্ন। ২ সুমিষ্ট আমবিশেষ (গোপালভোগ, ক্ষিরশেপাতির মজা দাঁড়কাকে লোটে-মীর মশাররফ হোসেন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষীরশাপাত্‌+ই}
  • Bengali Word ক্ষীরা, ক্ষীরই, ক্ষীরাই Bengali definition [খিরা, খিরই, খিরাই] (বিশেষ্য) শশাজাতীয় ফল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষীরিকা> খীরিআ> খীরা =ক্ষীরা; অথবা ক্ষীর+(বাংলা) আই=ক্ষীরাই}
  • Bengali Word ক্ষীরাব্ধি Bengali definition [খিরাব্‌ধি] (বিশেষ্য) ক্ষীর-সমুদ্র। ক্ষীরাব্ধিজ (বিশেষ্য) চন্দ্র। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষীর+অব্ধি+√জন্‌+অ(ড)
  • Bengali Word ক্ষীরিকা Bengali definition [খিরিকা] বিশেষ্য ফলবিশেষ; ক্ষীরা; শসা; খিরা। {সংস্কৃত ক্ষীর+ইক(ঠন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word ক্ষীরোদ Bengali definition [খিরোদ্‌] বিশেষ্য ক্ষীরসমুদ্র্ ক্ষীরোদনন্দন বিশেষ্য চন্দ্র; চাঁদ; শশধর। {সংস্কৃত ক্ষীর+উদ; বহুব্রীহি}
  • Bengali Word ক্ষীয়মাণ Bengali definition [খিয়োমান্‌] (বিশেষণ) ক্ষয় হচ্ছে এমন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্ষি+মান(শানচ্‌)}
  • Bengali Word ক্ষুঁয়া Bengali definition ক্ষুমা