উ পৃষ্ঠা ২৪
- Bengali Word উৎপাটন Bengali definition [উত্পাটোন্] (বিশেষ্য) সমূলে উপড়ানো; উন্মূলন। উৎপাটক (বিশেষণ) উন্মূলনকারী; উৎপাটনকারী। উৎপাটনীয় (বিশেষণ) ১ উৎপাটনযোগ্য। ২ উৎপাটন করতে হবে এমন। উৎপাটিত (বিশেষণ) সমূলে তুলে ফেলা হয়েছে এমন। { (তৎসম বা সংস্কৃত) উৎ+ √পট্+ণিচ্+অন(ল্যুট্)}
- Bengali Word উৎপাত Bengali definition [উত্পাত্] (বিশেষ্য) ১ উপদ্রব; দৌরাত্ম্য। ২ দৈব বিপদ (পথিমধ্যে কোন উৎপাতে পড়িয়াছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+পত্+অ(ঘঞ্)}
- Bengali Word উৎপাদ Bengali definition [উত্পাদো] (বিশেষ্য) উৎপাদিত বস্তু বা উৎপাদনের মোট পরিমাণ; output। ২ উপরের দিকে পা থাকে এমন; ঊর্ধ্বপাদ। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√পদ্+ অ(ঘঞ্)}
- Bengali Word উৎপাদন Bengali definition [উত্পাদোন্] (বিশেষ্য) ১ নির্মাণ; সৃষ্টি; জনন। ২ নির্মিত বস্তু; শিল্পজাত দ্রব্য। (বিপরীতার্থক শব্দ) অনুৎপাদন। উৎপাদক, উৎপাদয়িতা(-তৃ), উৎপাদী(-দিন্) (বিশেষণ) ১ নির্মাতা; উৎপাদনকারী; প্রস্তুতকারী। ২ জনক; জন্মদাতা। ৩ উৎপত্তিকারী। □ (বিশেষ্য) (গণিত.) গুণনীয়ক; factor। উৎপাদিকা, উৎপাদয়িত্রী (স্ত্রীলিঙ্গ)। উৎপাদনীয়, উৎপাদ্য(বিশেষণ) উৎপাদন করা যায় বা করতে হবে এমন। উৎপাদিত (বিশেষণ) উৎপাদন করা হয়েছে এমন; উৎপন্ন। উৎপাদ্যমান (বিশেষণ) উৎপন্ন হচ্ছে বা জন্মাচ্ছে এমন। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√পদ্+ণিচ্+অ(ল্যুট্)}
- Bengali Word উৎপিঞ্জর Bengali definition [উত্পিন্জর্] (বিশেষণ) পিঞ্জরমুক্ত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+পিঞ্জর}
- Bengali Word উৎপিপাসু Bengali definition [উত্পিপাশু] (বিশেষণ) ১ অতিশয় পিপাসিত। ২ উৎকণ্ঠিত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √পা+সন্+উ}
- Bengali Word উৎপিষ্ট Bengali definition [উত্পিশ্টো] (বিশেষণ) বিমর্দিত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+পিষ্ট}
- Bengali Word উৎপীড়ন Bengali definition [উত্পিড়ন্] (বিশেষ্য) ১ উত্যক্তকরণ; ক্লেশদান। ২ জুলুম বা অত্যাচারকরণ। উৎপীড়ক (বিশেষণ) ১ পীড়নকারী; অত্যাচারী। ২ পীড়াদায়ক। উৎপীড়িকা (স্ত্রীলিঙ্গ)। উৎপীড়িত (বিশেষণ) উৎপীড়ন করা হয়েছে এমন; অত্যাচারিত; ক্লেশ-প্রাপ্ত। উৎপীড়িতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+পীড়ন}
- Bengali Word উৎপূর্ণ Bengali definition [উত্পুর্নো] (বিশেষণ) সুপরিপূর্ণ; পূর্ণিমাত্রায় ভরা (আঙুরের গুচ্ছের মতো, অমনি একটি বৃন্তভরা অজস্র সুডৌল সৌন্দর্য, যৌবনরসে অমনি উৎপূর্ণ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+পূর্ণ}
- Bengali Word উৎপ্রাস, উৎপ্রাসন Bengali definition [উত্প্রাশ্, উত্প্রাশোন্] (বিশেষ্য) ১ উপহাস। ২ ঈষৎহাস্য। ৩ ঊর্ধ্বনিক্ষেপণ; উৎক্ষেপ। {(তৎসম বা সংস্কৃত) উৎ+প্রাস, প্রাসন}
- Bengali Word উৎপ্রেক্ষণ Bengali definition [উত্প্রেক্খোন্] (বিশেষ্য) ১ প্রকৃত বস্তুতে অপ্রকৃতের আরোপকরণ। ২ বিতর্ক; সন্দেহাত্মক বাক্য। ৩ অবলোকন; দর্শন; দেখা। {(তৎসম বা সংস্কৃত) উৎ+প্রেক্ষণ}
- Bengali Word উৎপ্রেক্ষা Bengali definition [উত্প্রেক্খা] (বিশেষ্য) ১ (আলঙ্কারিক) উপমান ও উপমেয়ের অভেদ কল্পনা (লজ্জাবেশে রাহু আসি গ্রাসিল চাঁদেরে, হাসি ভস্মে লুকাইলা দেব বিভাবসু-মাইকেল মধুসূদন দত্ত)। ২ বিতর্ক। ৩ অনুমান; আন্দাজ। {(তৎসম বা সংস্কৃত) উৎ+প্রেক্ষা}
- Bengali Word উৎফুল্ল Bengali definition [উত্ফুল্লো] (বিশেষণ) ১ অত্যন্ত প্রফুল্ল; উল্লসিত। ২ বিকশিত; প্রস্ফুটিত; ফুটন্ত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ফুল্ল}
- Bengali Word উৎরাই Bengali definition ⇒ উতরাই
- Bengali Word উৎস Bengali definition [উত্শো] (বিশেষ্য) ১ প্রস্রবণ; নির্ঝর; ফোয়ারা। ২ উৎপত্তিস্থল (শক্তির উৎস)। উৎসমুখ (বিশেষ্য) ১ প্রস্রবণ বা ঝরনার উৎপত্তিপ্রান্ত বা মুখ। ২ উৎপত্তিস্থান। {(তৎসম বা সংস্কৃত) √উদ্+স, ‘ন’ লোপ}
- Bengali Word উৎসঙ্গ Bengali definition [উত্শঙ্গো] (বিশেষ্য) ১ ক্রোড়; অঙ্ক; কোল (উৎসঙ্গে লীনা বীণা সে মুক্তস্বরা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ পর্বতের সানুদেশ; অধিত্যকা (উৎসঙ্গ প্রদেশে, ধূর্জটির পাদপদ্মে পড়িছে সঘনে অশ্রুবারি-মাইকেল মধুসূদন দত্ত)। ৩ আলিঙ্গন (জন্ম ও মৃত্যুর ভাবী উৎসঙ্গে যত আছে রূপ-রাগ নিল সেই সঙ্গে-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+সঙ্গ}
- Bengali Word উৎসন্ন, উচ্ছন্ন Bengali definition [উত্শন্নো, উচ্ছন্নো] (বিশেষণ) ১ উচ্ছন্ন; বিনষ্ট। ২ বিধ্বস্ত; ধ্বংসপ্রাপ্ত। ৩ অধঃপতিত। ৪ উৎসাদিত। উৎসন্ন করা (ক্রিয়া) উচ্ছেদ করা; বিনাশ করা। উৎসন্নে যাওয়া (ক্রিয়া) অধঃপাতে যাওয়া; গোল্লায় যাওয়া (মুছলমানও আজ ঠিক সেই সব কারণেই উৎসন্নে যাইতে বসিয়াছে-মওলানা আকরম খাঁ)। {উৎ. √সদ্+ত(ক্ত)}
- Bengali Word উৎসব, উচ্ছব (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [উত্শব্, উচ্ছব্] (বিশেষ্য) ১ আনন্দানুষ্ঠান; পর্ব। ২ ধুমধাম (রঙ্গ ঢঙ্গ বহুল উচ্ছব গীত নাট-সৈয়দ আলাওল)। ৩ আনন্দানুভূতি; আহ্লাদ (উৎসব হইল মনে সরোবর দেখি-সৈয়দ আলাওল)। উৎসব-কৌতুক (বিশেষ্য) আমোদ-আহ্লাদ (মত্ত সবে উৎসব-কৌতুকে-মাইকেল মধুসূদন দত্ত)। উৎসবময় (বিশেষণ) উৎসবপূর্ণ। উৎসবময়ী। উৎসবময়ী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√সু+অ(অপ্)>}
- Bengali Word উৎসর্গ Bengali definition [উত্শর্গো] (বিশেষ্য) ১ সদুদ্দেশ্যে অর্পণ বা বিসর্জন। ২ স্বত্বত্যাগ; দান। ৩ কারো উদ্দেশ্যে নিবেদন। ৪ দেবতার উদ্দেশ্যে দান। ৫ প্রতিষ্ঠা করা। উৎসর্গ-পত্র (বিশেষ্য) গ্রন্থাদির যে পৃষ্ঠায় লিখিতভাবে কারো উদ্দেশ্যে নিবেদন বা সমর্পণের কথা বলা হয়। উৎসর্গীকৃত, উৎসর্গিত (অপপ্রয়োগ) (বিশেষণ) উৎসর্গ করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √সৃজ্+অ(ঘঞ্)}
- Bengali Word উৎসর্জন Bengali definition [উত্শর্জন্] (বিশেষ্য) নিবেদন; উৎসর্গ; ত্যাগ (উৎসর্জন করো, সমর্পণ করো নিজেকে-বুদ্ধদেব বসু)। উৎসৃষ্ট (বিশেষণ)। উৎসর্জক (বিশেষণ) উৎসর্গকারী। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √সৃজ্+অন(ল্যুট্)}
- Bengali Word উৎসাদন Bengali definition [উত্শাদোন্] (বিশেষ্য) ১ উৎপাটন; উন্মূলন। ২ উচ্ছেদ; বিতাড়ন। ৩ বিনাশ; ধ্বংস। উৎসাদনীয় (বিশেষণ) ১ উৎসাদনযোগ্য। ২ উৎসাদন করতে হবে এমন। উৎসাদিত (বিশেষণ) বিনষ্ট বা ধ্বংস করা হয়েছে এমন (আমরা সমূলে উৎসাদিত হই, ইহাই তাহাদের আন্তরিক কামনা-ইসমাইল হোসেন শিরাজী)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √সদ্+ ণিচ্+ অন(ল্যুট্)}
- Bengali Word উৎসার, উৎসারণ Bengali definition [উত্শার্, উত্শারোন্] (বিশেষ্য) ১ উর্ধ্বে ক্ষেপণ; চালন। ২ অপসারণ; দূরীকরণ। ৩ নিরাকরণ; অপনয়ন। উৎসারক (বিশেষণ) উৎসারণকারী। উৎসারণীয় (বিশেষণ) ১ উৎসারণযোগ্য। ২ উৎসারণ করতে হবে এমন। উৎসারিত (বিশেষণ) ১ দূরীকৃত। ২ উৎক্ষিপ্ত। উৎসারিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √সৃ+ণিচ্+অ(ঘঞ্), অন(ল্যুট্)}
- Bengali Word উৎসাহ Bengali definition (উত্শাহো] (বিশেষ্য) ১ কার্যে আগ্রহ; তৎপরতা; উদ্যম। ২ উদ্দীপনা। ৩ অধ্যবসায়; প্রযত্ন। উৎসাহক (বিশেষণ) উৎসাহদানকারী। উৎসাহিকা (স্ত্রীলিঙ্গ)। উৎসাহজনক (বিশেষণ) উৎসাহ প্রদান করে এমন। উৎসাহন (বিশেষ্য) উৎসাহ প্রদান। উৎসাহনীয় (বিশেষণ) উৎসাহদানের উপযুক্ত। উৎসাহভঙ্গ (বিশেষ্য) উদ্যমনাশ। উৎসাহান্বিত (বিশেষণ) উদ্যমী; উৎসাহযুক্ত। উৎসাহিত (বিশেষণ) উৎসাহ পেয়েছে এমন। উৎসাহী (-হিন্) (বিশেষণ) উৎসাহশীল। উৎসাহিনী (স্ত্রীলিঙ্গ)। উৎসাহিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √সহ্+অ(ঘঞ্)}
- Bengali Word উৎসিক্ত Bengali definition [উত্শিক্তো] (বিশেষণ) ১ জলসেচন করা হয়েছে এমন; সিক্ত; আর্দ্রীকৃত। ২ গর্বিত; উদ্ধত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+সিক্ত}
- Bengali Word উৎসুক Bengali definition [উত্শুক্] (বিশেষণ) ১ আগ্রহান্বিত; ব্যগ্র; অধীর (পর্যটকগণ আরব দেশে গমন করিলেই উৎসুকচিত্তে সেই সকল পাহাড় দেখিতে গমন করেন-শেআ)। ২ উৎকণ্ঠিত। ৩ উন্মনা। উৎসুকতা (বিশেষ্য) ১ ঔৎসুক্য। ২ বিশেষ ব্যগ্রতা; আগ্রহাতিশয় (এই প্রবৃত্তির উৎসুকতা অনেকের মধ্যে আজকাল দেখা যায়-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। উৎসুকা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ঔৎসুক্যযুক্তা (শকুন্তলা নিতান্ত উৎসুকা হইলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। উৎসুকী(-কিন্) (বিশেষণ) ঔৎসুক্যপূর্ণ; আগ্রহশীল (উৎসবের উৎসতেই, উৎসুকীর নিত্যসুখ-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √সু+ক(কপ্)}
- Bengali Word উৎসৃষ্ট Bengali definition [উত্স্রিশ্টো] (বিশেষণ) ১ উৎসর্গীকৃত; সদুদ্দেশ্যে অর্পিত। ২ পরিত্যক্ত। ৩ দত্ত; উপহৃত। ৪ উচ্ছিষ্ট; এঁটো। ৫ প্রযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √সৃজ্+ত(ক্ত)}
- Bengali Word উৎসেচ, উৎসেচন Bengali definition [উত্শেচ্, উত্শেচোন্] (বিশেষ্য) ১ উপরে জলসিঞ্চন। ২ উদ্রেক; উত্তেজন। উৎসেচন ক্রিয়া (বিশেষ্য) যে প্রক্রিয়ায় পদার্থ গেঁজে ওঠে; fermentation। (তৎসম বা সংস্কৃত) উৎ+ √সিচ্ + অ(ঘঞ্), অন(ল্যুট্)
- Bengali Word উড়কি Bengali definition [উড়্কি] (বিশেষ্য) ১ ধান্য বিশেষ; উড়িধান। (উড়কি-ধানের মুড়কি দেব-ছড়া)। {(তৎসম বা সংস্কৃত) ওড়িকা}
- Bengali Word উড়তি Bengali definition [উড়্তি] (বিশেষন) ১ উড়ছে এমন; উড্ডীয়মান। ২ মুখে মুখে শ্রুত (উড়তি খবর)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √ডী>(বাংলা) √উড়্+তি}
- Bengali Word উড়নচড়ে, উড়নচণ্ডে Bengali definition [উড়ন্চোড়ে, উড়ন্চোন্ডে] (বিশেষণ) ১ অপব্যয়ী; অমিতব্যয়ী। ২ উচ্ছৃঙ্খল; অলক্ষ্মী। উড়নচণ্ডী (স্ত্রীলিঙ্গ)। উড়নচড়েভাবে (বিশেষ্য) অপব্যয়ী ভাব (তোমার যে উড়নচণ্ডীভাব তা দেখে কিছু ভরসা হয় না-আলাউদ্দীন আল আজাদ)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ডয়ন=উড্ডয়ন> (প্রাকৃত) উড্ডাণ>উড়ন; (বহুব্রীহি সমাস)}