Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word উপহার Bengali definition [উপোহার্‌] (বিশেষ্য) প্রীতিসূচক দান; উপঢৌকন। উপহৃত (বিশেষণ) ১ উপহারস্বরূপ প্রদত্ত। ২ উৎসর্গীকৃত। ৩ অর্পিত। ৪ আনীত; আহৃত। {সংস্কৃত. উপসর্গ+√হৃ+অ(ঘঞ্)}
  • Bengali Word উপহাস Bengali definition [উপোহাশ্‌] (বিশেষ্য) ১ বিদ্রূপ; ঠাট্টা। ২ উপেক্ষা; অবজ্ঞা। উপহাস্য (বিশেষণ) উপহাসের যোগ্য (আমি উপহাস্য উপেক্ষীয় একজন যে-সে গ্রাম্য যুবক নহি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {সংস্কৃত. উপসর্গ+ √হস্‌+অ(ঘঞ্)}
  • Bengali Word উপহৃত Bengali definition [উপোহ্রিতো] (বিশেষণ) উপহার দেওয়া হয়েছে এমন। উপহার (বিশেষ্য)। {সংস্কৃত. উপসর্গ+ √হৃ+ত(ক্ত)}
  • Bengali Word উপহ্রদ Bengali definition [উপোহ্রদ] (বিশেষ্য) যে হ্রদের সহিত সমুদ্রের যোগ রয়েছে; lagoon। {সংস্কৃত. উপসর্গ+হ্রদ; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word উপা Bengali definition উবা
  • Bengali Word উপাখ্যান Bengali definition [উপাক্‌খান্] (বিশেষ্য) ১ কাল্পনিক কাহিনী। ২ গল্প। ৩ মূল; কাহিনীর অন্তর্গত ক্ষুদ্র কাহিনী। ৪ বিবরণ; বৃত্তান্ত। {সংস্কৃত. উপসর্গ+আরবি+ √খ্যা+অন(ল্যুট্)}
  • Bengali Word উপাগত Bengali definition [উপাগতো] (বিশেষণ) ১ নিকটে এসেছে এমন; সমীপাগত। ২ উপস্থিত। ৩ প্রাপ্ত। উপাগম (বিশেষ্য) ১ নিকটে আগমন। ২ উপস্থিতি। ৩ প্রাপ্তি। {সংস্কৃত. উপসর্গ+আরবি+ √গম্‌+ত(ক্ত)}
  • Bengali Word উপাঙ্গ Bengali definition [উপাঙ্‌গো] (বিশেষ্য) ১ অঙ্গের অঙ্গ; প্রত্যবয়ব; প্রত্যঙ্গ। ২ বেদের অঙ্গীভূত শাস্ত্রবিশেষ। ৩ পরিশিষ্ট। {সংস্কৃত. উপসর্গ+অঙ্গ}
  • Bengali Word উপাচার্য Bengali definition [উপাচার্‌জো] (বিশেষ্য) ১ আচার্যেরে সহকারী। ২ বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রধান (ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য)। {সংস্কৃত. উপসর্গ+আচার্য}
  • Bengali Word উপাত্ত Bengali definition [উপাত্‌তো] (বিশেষণ) ১ গৃহীত; স্বীকৃত। ২ প্রাপ্ত; লব্ধ। ৩ অর্জিত। □ (বিশেষ্য) যা অবলম্বনে অনুমান বা সিদ্ধান্ত করা হয় এরূপ বিষয়; অনুমান বা সিদ্ধান্তের অবলম্বন; (অভিজ্ঞতা ও প্রেরণার মতো উপাত্তমাত্র-সুধূন্দ্রনাথ দত্ত)। {সংস্কৃত. উপসর্গ+আরবি+√দা+ত(ক্ত)}
  • Bengali Word উপাদান Bengali definition [উপাদান্] (বিশেষ্য) উপকরণ; মালমশলা। {সংস্কৃত. উপসর্গ+আরবি+√দা+অন(ল্যুট্)}
  • Bengali Word উপাদেয় Bengali definition [আপাদেয়ো] (বিশেষণ) ১ উৎকৃষ্ট। ২ সুস্বাদু। ৩ মনোরম। ৪ উপভোগ্য। {সংস্কৃত. উপসর্গ+আরবি+ √দা+য(যৎ}
  • Bengali Word উপাধান Bengali definition [উপাধান্] (বিশেষ্য) বালিশ; শিরোধান; তাকিয়া। {সংস্কৃত. উপাধান, সংস্কৃত. উপসর্গ+√ধা+অন(ল্যুট্)}
  • Bengali Word উপাধি Bengali definition [উপাধি] (বিশেষ্য) ১ পদবি জাতি বংশ বিদ্যা সম্মান ইত্যাদির পরিচয়সূচক নামান্তে ব্যবহৃত শব্দ। ২ খেতাব। ৩ গুণ। উপাধিধারী(-রিন্) (বিশেষণ) উপাধিপ্রাপ্ত; খেতাব প্রাপ্ত; ডিগ্রিধারী। উপাধিক (বিশেষণ) ১ উপাধিধারী। ২ বিশেষ (উপাধিক নাহি ধন মিত্রের সমান-দৌলত উজির বাহরাম খান)। উপাধিপত্র (বিশেষ্য) যে পত্রে উপাধি লিখে দেওয়া হয়, certificate। {সংস্কৃত. উপসর্গ+আরবি+√ধা+ই(কি)}
  • Bengali Word উপাধ্যায় Bengali definition [উপাদ্‌ধায়্] (বিশেষ্য) ১ শিক্ষক; অধ্যাপক; গুরু; উপদেষ্টা। ২ বেদের অধ্যাপক। উপাধ্যায়, উপাধ্যায়ী (বিশেষ্য), (স্ত্রীলিঙ্গ) মহিলা উপাধ্যায়। উপধ্যায়ী, উপাধ্যায়ানী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) উপাধ্যায়ের পত্নী। {সংস্কৃত. উপসর্গ+অধি+ √ইংরেজি+অ(ঘঞ্)}
  • Bengali Word উপান্ত Bengali definition [উপান্‌তো] (বিশেষ্য) ১ উপকণ্ঠ; সমীপ (এরি উপান্তে বৈষ্ণব লীলা লভিল প্রথম অমৃত ছিটা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ প্রান্ত। □ (বিশেষণ) ১ অন্তের অব্যবহিত পূর্বে বা পরে অবস্থিত এমন। উপান্ত্য (বিশেষণ) ১ উপান্তে অবস্থিত; উপান্তবর্তী। ২ (ব্যাকরণ) শব্দার্থের পূর্ববর্তী এমন (উপান্ত্য বর্ণ)। উপান্তবর্তী (বিশেষণ) প্রান্তবর্তী; উপকণ্ঠস্থ (অগ্নি সংস্কারার্থ গ্রামের উপান্তবর্তী শ্মশানে লইয়া গিয়া-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {সংস্কৃত. উপসর্গ+অন্ত}
  • Bengali Word উপাম Bengali definition উপম
  • Bengali Word উপারম্ভ Bengali definition [উপারমভো] (বিশেষ্য) প্রারম্ভ; আরম্ভ। {সংস্কৃত. উপসর্গ+আরম্ভ}
  • Bengali Word উপার্জক Bengali definition উপার্জন
  • Bengali Word উপার্জন Bengali definition [উপার্‌জোন্] (বিশেষ্য) ১ আয়; রোজগার; কামাই। ২ লাভ; প্রাপ্তি। ৩ সংগ্রহ; অর্জন। উপার্জক (বিশেষণ) উপার্জনকারী; রোজগারী। উপার্জিত (বিশেষণ) উপার্জন করা হয়েছে এমন। {সংস্কৃত. উপসর্গ+ অর্জন}
  • Bengali Word উপার্থন Bengali definition [উপার্‌থোন্] (বিশেষ্য) অনুকূল মত বা সমর্থন প্রার্থনা; canvassing। {সংস্কৃত. উপসর্গ+ √অর্থনীতি+অন(ল্যুট্)}
  • Bengali Word উপাশ্রয় Bengali definition [উপাস্‌স্রয়্] (বিশেষ্য) অবলম্বন; আশ্রয়। □ (বিশেষণ) অবলম্বনীয়; আশ্রয়ের যোগ্য। {সংস্কৃত. উপসর্গ+আরবি+√শ্রি+অহমিয়া(অচ্‌)}
  • Bengali Word উপাস Bengali definition উপোস
  • Bengali Word উপাসনা, উপাসন Bengali definition [উপাশনা, উপাশন্‌] (বিশেষ্য) ১ এবাদত; আরাধনা; পূজা (সাধ করে কারা করে উপাসন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ আল্লাহ্‌র ধ্যান; জিকির; ঈশ্বরচিন্তা। ৩ উপকারের আশায় অপরের মনস্তুষ্টি সাধন। ৪ সাধ্যসাধনা (এনেছি পাড়ার করি উপাসনা-রবীন্দ্রনাথ ঠাকুর)। উপাসক (বিশেষ্য), (বিশেষণ) উপাসনা করে যে; আবিদ। উপাসিকা (স্ত্রীলিঙ্গ)। উপাসিত (বিশেষণ) উপাসনা করা হয়েছে এমন। {সংস্কৃত. উপসর্গ+√আস্‌+অন(ল্যুট্)+আরবি(টাপ্)}
  • Bengali Word উপাসীন Bengali definition [উপাশিন্‌] (বিশেষণ) নিকটে উপবিষ্ট; নিকটে আসীন। {সংস্কৃত. উপসর্গ+√আস্‌+ঈন(শানচ্‌)}
  • Bengali Word উপাস্থি Bengali definition [উপাস্‌থি] (বিশেষ্য) দেহের অভ্যন্তরস্থ অস্থিতুল্য পদার্থ; কোমল অস্থি; cartilage। {সংস্কৃত. উপসর্গ+অস্থি)}
  • Bengali Word উপাস্য Bengali definition [উপাশ্‌শো] (বিশেষণ) ১ উপাসনার যোগ্য; আরাধ্য। ২ আরাধিত; পূজিত। {সংস্কৃত. উপসর্গ+√আস্‌+য(যৎ)}
  • Bengali Word উপাহার Bengali definition [উপাহার্] (বিশেষ্য) জলযোগ; অতি অল্প খাদ্য গ্রহণ; স্বল্পাহার। {সংস্কৃত. উপসর্গ+√হৃ+অহমিয়া(অণ্)}
  • Bengali Word উপাহৃত Bengali definition [উপাহৃতো] (বিশেষণ) ১ আনীত; সংগৃহীত। ২ কল্পিত। {সংস্কৃত. উপসর্গ+আরবি+ √হৃ+ত(ক্ত)}
  • Bengali Word উপাড়া Bengali definition [উপাড়া] (ক্রিয়া) উৎপাটন করা (শালগাছ উপাড়িয়া আনে... –কৃত্তিবাস ওঝা)। {বাংলা. √উপ্‌ড়া<সংস্কৃত. উৎ+√পট্‌(ণিজন্ত রূপ পাটি)}