Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word উশুল Bengali definition উসুল
  • Bengali Word উশো Bengali definition [উশো] (বিশেষ্য) রাজমিস্ত্রিদের ব্যবহার্য পলস্তরা সমান করার কাষ্ঠনির্মিত যন্ত্র। {অজ্ঞাতমূল}
  • Bengali Word উষসী Bengali definition উষসী
  • Bengali Word উষসী, ঊষসী Bengali definition [উশোশি] (বিশেষ্য) ১ সূর্যোদয়ের প্রাক্‌কাল; প্রভাত। ২ (আলঙ্কারিক) উষা; প্রভাতরূপিণী (স্বর্গের উদয়াচলে মূর্তিমতী তুমি হে ঊষসী-রবীন্দ্রনাথ ঠাকুর; সুরের সভায় রাত্রিপারের ঊষসীরে আন টানি-কাজী নজরুল ইসলাম)। ৩ প্রদোষ; সন্ধ্যা। □ (বিশেষণ) ১ রূপবতী; পরমাসুন্দরী। ২ প্রভাতী। {সংস্কৃত. উষ্‌+ঈ}
  • Bengali Word উষা, ঊষা Bengali definition [উশা] (বিশেষ্য) ১ প্রাতঃকাল; ভোরবেলা; প্রত্যুষ। ২ বাণরাজকন্যাও অনিরুদ্ধ-পত্নী। উষাকাল (বিশেষ্য) প্রাতঃকাল; প্রভাত্ উষাকালীন (বিশেষণ) প্রাতঃকালীন। উষাবালা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) (আলঙ্কারিক) প্রভাতরূপিণী (এই যে একবিন্দু অশ্রুর খবর তা ঊষাবালা নিজেই জানে না-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষ্য) শুকতারা। উষালগ্ন (বিশেষ্য) উষাকাল (বাংলা কাব্য সাহিত্যের ঊষালগ্নে চর্যাপদের আবির্ভাব হয়েছিল-সৈয়দ মর্তুাজা আলী)। {সংস্কৃত. √ঊষ্‌+আরবি}
  • Bengali Word উষীর Bengali definition উশীর
  • Bengali Word উষ্কখুষ্ক, উস্কো খুস্কো Bengali definition [উশ্‌কোখুশ্‌কো] (বিশেষণ) ১ রুক্ষ; শুষ্ক (উস্কখুস্ক চেহারা)। ২ তৈলহীন; অবিন্যস্ত (উস্ক খুস্ক চুল)। ৩ বিশৃঙ্খল; এলোমেলো (নারিকেল গাছের উস্কো খুস্কো মাথার অবিশ্রান্ত আছাড় খাওয়া-সৈয়দ মুজতবা আলী)। {সংস্কৃত. শুষ্ক>খুষ্ক, অনুকারক শব্দ. উষ্ক)
  • Bengali Word উষ্ট্র Bengali definition [উশ্‌ট্রো] (বিশেষ্য) ১ ভারবাহী জন্তুবিশেষ; উট; ক্রমেলক। ২ (আলঙ্কারিক) মরুভূমির জাহাজ নামে খ্যাত। উষ্ট্রী (স্ত্রীলিঙ্গ)। উষ্ট্রগ্রীব (বিশেষণ) উটের মতো গ্রীবাবিশিষ্ট। {সংস্কৃত √উষ্‌+ট্র(ষ্ট্রন্‌)}
  • Bengali Word উষ্ণ Bengali definition [উশ্‌নো] (বিশেষণ) ১ তপ্ত; গরম। ২ ক্রুদ্ধ (...কর্ত্রী ঠাকুরাণী তত উষ্ণ হইতেছেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ প্রখর। □ (বিশেষ্য) ১ তাপ; তপ্ততা। ২ ক্রোধ; উষ্মা। ৩ রৌদ্র। উষ্ণকাল (বিশেষ্য) গ্রীষ্মকাল। উষ্ণতা, উষ্ণত্ব (বিশেষ্য) ১ তাপ। ২ তাপমাত্রা; temperature। উষ্ণপ্রস্রবণ (বিশেষ্য) যে ঝরনা বা প্রস্রবণের জল উষ্ণ। উষ্ণবীর্য (বিশেষণ) উত্তেজক; তেজস্কর। {সংস্কৃত.√উষ্‌+ন(নক্‌)}
  • Bengali Word উষ্ণা Bengali definition [উশ্‌না] (বিশেষণ) সিদ্ধ (উষ্ণা ধান)। {সংস্কৃত. উষ্ণ>}
  • Bengali Word উষ্ণালু Bengali definition [উশ্‌নালু] (বিশেষণ) ১ গরম সহ্য করতে পারে না এমন। ২ আতপক্লান্ত। {সংস্কৃত. উষ্ণ+ বাংলা. আলু}
  • Bengali Word উষ্ণীষ Bengali definition [উশ্‌নিশ্‌] (বিশেষ্য) মস্তকাচ্ছাদক পরিধেয় বিশেষ; পাগড়ি; কিরীট (মাথার উষ্ণীষও উধাও-আবু জাফর শামসুদ্দীন)। উষ্ণীকমল (বিশেষ্য) বৌদ্ধতন্ত্রোক্ত মস্তকস্থিত পদ্ম। {সংস্কৃত. উষ্ণ+ √ঈষ্‌+অহমিয়া(ক)}
  • Bengali Word উষ্ম, উষ্মা Bengali definition [উশ্‌মো, উশ্‌মা] (বিশেষ্য) ১ তপ্ততা; তাপ। ২ গ্রীষ্মকাল। ৩ ক্রোধ; আক্ষেপ; উত্তেজনা (আপনাদের উষ্মা প্রদর্শনের যথেষ্ট কারণ আছে-(আরবি)ন.ম. বজলুর রশীদ)। ৪ প্রখরতা। ৫ তাপের মাত্রা। উষ্মবর্ণ (বিশেষ্য) (ব্যাকরণ) শ্‌ ষ্‌ স্‌ হ শ্বাসবায়ুর প্রাধান্যযুক্ত এই চারিটি বর্ণ। {√উষ্‌+ম(মক্‌); √উষ্‌+মন্‌(মনিন্‌),+ আরবি}
  • Bengali Word উসকানো Bengali definition [উশ্‌কানো] (ক্রিয়া) ১ উজ্জ্বল করে বা বাড়িয়ে দেওয়া (প্রদীপের শিখা উসকানো)। ২ উত্তেজিত করা; প্ররোচিত করা (ঝগড়ায় উসকানো)। ৩ ফোঁড়া ইত্যাদির মুখ ফাটিয়ে দেওয়া। □ (বিশেষ্য) ১ প্ররোচিত করার কার্য; উত্তেজিত করার চেষ্টা। ২ প্রবর্ধন। □ (বিশেষণ) ১ প্ররোচিত; উত্তেজিত। ২ প্রবর্ধিত। উসকানি (বিশেষ্য) ১ উত্তেজনা। ২ প্ররোচনা। {√উসকা(<সংস্কৃত উৎ+√কৃষ্‌) + আনো; হিন্দি. উসকানা}
  • Bengali Word উসখুস, উশখুশ Bengali definition [উশখুশ্‌] (বিশেষ্য) অধীরতা বা অস্বস্তির ভাব (দুর্গা খানিকক্ষণ দাঁড়াইয়া কেমন যেন উসখুস করিতে লাগিল-বিভূতিভূষণ বন্দোপাধ্যায়)। {সংস্কৃত ঔৎসুক্য>(পালি) উস্‌সুক্ক=উস্‌সুক্‌খ> উসখুস (বর্ণ বিপর্যয়ে)}
  • Bengali Word উসুখুসু ১ Bengali definition [উশুখুশু] (বিশেষণ) ১ অস্থিরতা বা অস্বস্তি প্রকাশক (উসুখুসু শব্দটুকুন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অস্থির; চঞ্চল। □ (ক্রিয়াবিশেষণ) উসখুস (হলধর গদাধর উসুখুস করে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {সংস্কৃত. উৎসুক>; হিন্দি. অস্‌খস্‌}
  • Bengali Word উসুখুসু ২ Bengali definition [উশুখুশু] (বিশেষণ) এলোমেলো; বিশৃঙ্খল; বিস্রস্ত (উসুখুসু চুলগুলি চোখ থেকে তুলে দাও-মোহিত লাল মজুমদার)। {সংস্কৃত ঔৎসুক্য>}
  • Bengali Word উসুল ১, উশুল Bengali definition [উশুল্‌] (বিশেষ্য) ১ আদায় (তাতেই পরিবারের কাপড় কাচার দাম উসুল হতো-কালীপ্রসন্ন সিংহ)। ২ জমা (প্রজারা বলে আমরা খাজনা দিতেছি, নায়েব উসুল দেয় না-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {আরবি রসূল}
  • Bengali Word উসুল ২, উসূল Bengali definition [উশুল্‌] (বিশেষ্য) ১ মূলনীতিসমূহ। {আরবি. একবচন আসল; বহুবচন উসূল }
  • Bengali Word উস্তন-ফুস্তন, উস্তম-পুস্তম Bengali definition [উস্‌তন্‌-ফুস্‌তন্‌, উস্‌তম্‌পুস্‌তম্‌] (বিশেষণ) ব্যতিব্যস্ত। □ (ক্রিয়াবিশেষণ) উদ্ব্যস্ত; জ্বালাতন। {ফারসি রস্তন+খস্তন}
  • Bengali Word উস্তাগর Bengali definition ওস্তাগর
  • Bengali Word উস্তোয়ার Bengali definition ওস্তওয়ার
  • Bengali Word উহ ১ (প্রাচীন বাংলা) Bengali definition [উহো] (সর্বনাম) উহা। {সংস্কৃত. অদস্‌>}
  • Bengali Word উহ ২, উঃ Bengali definition [উহ্‌, উঃ] (অব্যয়) কাতরতা তাচ্ছিল্য বা বিরক্তি ইত্যাদি প্রকাশক শব্দ। {সংস্কৃত. অবহ; ধ্বন্যাত্মক}
  • Bengali Word উহা Bengali definition [উহা] (সর্বনাম) ১ ঐ বা সেই প্রাণী বা বস্তু বা বিষয়। ২ তাহা। {সংস্কৃত. অদস্‌>}
  • Bengali Word উহু, উহুঃ, উহyহy, উহyউহy Bengali definition [উহু, হ্‌-, উহুহy, উহুউহু] (অব্যয়) যন্ত্রণা বা কাতরতা প্রকাশক শব্দ। {সংস্কৃত. অহহ; ধ্বন্যাত্মক}
  • Bengali Word উহুঁ, উঁহু Bengali definition [উহুঁ, উঁহু] (অব্যয়) অসম্মতিজ্ঞাপক ধ্বনি। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word উহ্যমান Bengali definition [উজ্‌ঝোমান্‌] (বিশেষণ) ১ আকর্ষিত হচ্ছে এমন। ২ নীত হচ্ছে এমন। ৩ বাহিত হচ্ছে এমন। {সংস্কৃত. বহ্‌+মান (শানচ্‌)}
  • Bengali Word উৎ, -উদ্ Bengali definition [উত্, উদ্] (অব্যয়) ঊর্ধ্ব প্রাবল্য উৎকর্ষ বিরুদ্ধ অতিক্রান্ত প্রভৃতিসূচক উপসর্গবিশেষ। {বাংলা তৎসম উপসর্গ বিশেষ}
  • Bengali Word উৎক Bengali definition [উত্‌ক] (বিশেষণ) ১ উদ্বিগ্ন। ২ উৎসুক। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ক(কন্‌)}