উ পৃষ্ঠা ২৩
- Bengali Word উৎকট Bengali definition [উত্কট্] (বিশেষণ) ১ তীব্র; প্রখর। ২ উগ্র; ভয়ানক; বিকট। ৩ কঠিন; দুরূহ (উৎকট অসুখের অনেক অংশে নিবারণ হইয়াছিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর) ৪ কঠোর; দুঃসহ; নিদারুণ (উৎকট দণ্ডবিধান করা, কদাচ উচিৎ হইতে পারে না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৫ অত্যধিক (জ্যোতির্বিজ্ঞান ও ফলিত জ্যোতিষশাস্ত্রের প্রতি এক উৎকট আগ্রহ-আকবর আলী)। ৬ অতিপ্রবল; দুর্বহ (এ উৎকট রোদনের শেষ কর, কর, কর পরমেশ-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) উৎ + কট}
- Bengali Word উৎকণ্ঠ Bengali definition [উত্কন্ঠো] (বিশেষণ) উদ্গ্রীব; অপেক্ষমাণ (উৎকণ্ঠ চকোর সম-রবীন্দ্রনাথ ঠাকুর) {(তৎসম বা সংস্কৃত) উৎ+কণ্ঠ}
- Bengali Word উৎকণ্ঠা Bengali definition [উত্কন্ঠা] (বিশেষ্য) উদ্বেগ; আশঙ্কা; ব্যাকুলতা; ব্যগ্রতা। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√কণ্ঠ+অ+আ(টাপ্)}
- Bengali Word উৎকণ্ঠিত Bengali definition [উত্কোন্ঠিতো] (বিশেষণ) উদ্বিগ্ন; ব্যাকুল (শ্রান্তিহীন আগ্রহের উৎকণ্ঠিত তান্–রঠা)। উৎকণ্ঠিতা ( বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ উদ্বিগ্ন; ব্যাকুলা। ২ (আলঙ্কারিক) রসশাস্ত্রোক্ত নায়িকাবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) উৎকণ্ঠা+ইত(ইতচ্); (তৎসম বা সংস্কৃত) উদ্+ √কণ্ঠ্+ত(ক্ত)}
- Bengali Word উৎকপালী Bengali definition [উত্কপালি] (বিশেষণ) উঁচু কপালযুক্তা; কদাকার (এই উৎকপালী বিড়ালাক্ষী মায়াবিনীর সহিত-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) উচ্চকপাল+ঈ> উঁচকপালি>}
- Bengali Word উৎকর্ণ Bengali definition [উত্কর্নো] (বিশেষণ) ১ শোনার জন্য অতিশয় ব্যগ্র। ২ শোনার জন্য কান খাড়া করেছে এমন। {(তৎসম বা সংস্কৃত) উৎ+কর্ণ}
- Bengali Word উৎকর্ষ Bengali definition [উত্কর্শো] (বিশেষ্য) ১ উৎকৃষ্টতা; শ্রেষ্ঠত্ব। ২ উন্নতি। ৩ বৃদ্ধি; আধিক্য। উৎকৃষ্ট (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) উৎ + √কৃষ্ + অ(ঘঞ্)}
- Bengali Word উৎকল Bengali definition [উত্কল্] (বিশেষ্য) উড়িষ্যা দেশ। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ কলিঙ্গ>}
- Bengali Word উৎকলিকা Bengali definition [উত্কোলিকা] (বিশেষ্য) ১ উৎকণ্ঠা। ২ ফুলের কুঁড়ি। ৩ ঢেউ; তরঙ্গ। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√কল্ + অক(ণ্বুল্)+আ(টাপ্)}
- Bengali Word উৎকলিত Bengali definition [উত্কোলিতো] (বিশেষণ) ১ উদ্ভৃত; গৃহীত। ২ উদ্বিগ্ন। ৩ তরঙ্গিত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√কল্+ত(ক্ত)}
- Bengali Word উৎকিরণ Bengali definition [উত্কিরন্] (বিশেষ্য) খোদাইকরণ। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√কৃ+অন}
- Bengali Word উৎকীর্ণ Bengali definition [উত্কির্নো] (বিশেষণ) ১ খোদাইকৃত; ক্ষোদিত। ২ চিত্রিত। ৩ বিদ্ধ। ৪ উৎক্ষিপ্ত্ {উৎ+ √কৃ+ত(ক্ত)}
- Bengali Word উৎকীর্তন Bengali definition [উত্কিরতোন্] (বিশেষ্য) ১ ঘোষণা। ২ প্রচার। ৩ উচ্চ-প্রশংসা। উৎকীর্তিত (বিশেষণ) উৎকীর্তন করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) উ+কীর্তন}
- Bengali Word উৎকুণ Bengali definition [উত্কুন] (বিশেষ্য) উকুন; কেশকীট; চুলের পোকা। {(তৎসম বা সংস্কৃত ) উৎ+কুণ}
- Bengali Word উৎকূলিত Bengali definition [উত্কুলিতো] (বিশেষণ) কূলে উঠানো হয়েছে এমন; কূলে উৎক্ষিপ্ত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√কূল্+ণিচ+ত(ক্ত)}
- Bengali Word উৎকৃষ্ট Bengali definition [উত্কৃশটো] (বিশেষণ) ১ উত্তম; প্রকৃষ্ট। ২ শ্রেষ্ঠ। ৩ উন্নত। উৎকর্ষ (বিশেষ্য)। {( তৎসম বা সংস্কৃত) উৎ+√কৃষ্+ত(ক্ত)}
- Bengali Word উৎকেন্দ্রিক Bengali definition [উত্কেন্দ্রিক্] (বিশেষণ) কেন্দ্রত্যাগী; অদ্ভুত; খামখেয়ালি (এবং আপাতত প্রচলিত বিধি-ব্যবস্থার বিরুদ্ধে গেলেও, তিনি শেষ পর্যন্ত ইংরাজ উৎকেন্দ্রিকদের অন্যতম নন-সুধূন্দ্রনাথ দত্ত)। উৎকেন্দ্রিকতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+কেন্দ্রিক}
- Bengali Word উৎকোচ Bengali definition [উত্কোচ্] (বিশেষ্য) ঘুষ (কোম্পানির ইংরেজ ও দেশীয় কর্মচারীদিগকে নয় লক্ষ টাকা উৎকোচ দিয়াছি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। উৎকোচক (বিশেষ্য), (বিশেষণ) উৎকোচদাতা; ঘুষদাতা। উৎকোচগ্রাহী (-হিন্) (বিশেষণ) ঘুষ গ্রহণকারী; ঘুষখোর। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√কুচ্+আক(ণ্বুল্); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word উৎক্রম Bengali definition [উত্ক্রম্] (বিশেষ্য) ব্যতিক্রম; ক্রমভঙ্গ। ২ বিপরীত ক্রম। ৩ ক্রমের বিপরীত গতি। ৪ উদ্গমন। ৫ লঙ্ঘন। ৬ নির্গমন। ৭ মৃত্যু। উৎক্রমণ (বিশেষ্য) ১ ক্রমের বিপরীতে গমন। ২ ঊর্ধ্বগমন। ৩ ক্রমবিপর্যয়। ৪ উল্লঙ্ঘন। ৫ মৃত্যু। ৬ (ব্যা.) বাক্যের মধ্যে শব্দবিন্যাসে বিপর্যয়। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ উৎক্রান্ত [উত্ক্রান্তো] (বিশেষণ) ১ উল্লঙ্ঘিত; অতিক্রান্ত। ২ উদ্গত। ৩ মৃত। উৎক্রান্তি (বিশেষ্য) ১ উল্লঙ্ঘন। ২ উদ্গমন। ৩ ঊর্ধ্বগতি; ক্রমোন্নতি (ভাষা প্রাদেশিকতার গণ্ডি পেরিয়ে বিশ্বচেতনার বাহন হয়ে উঠেছে, এই উৎক্রান্তির ফলে-সুধূন্দ্রনাথ দত্ত)। ৪ নির্গমন। ৫ মৃত্যু। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√ক্রম্+ত(ক্ত)}
- Bengali Word উৎক্রোশ Bengali definition [উত্ক্রোশ্] (বিশেষ্য) ১ কুরল পক্ষী; ঈগল জাতীয় পক্ষীবিশেষ (মুক্তপক্ষ নভশ্চারী উৎক্রোশের দিকে-বিষ্ণু দে)। ২ চিৎকার। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √ক্রুশ+অ(ঘঞ্)}
- Bengali Word উৎক্ষিপ্ত Bengali definition [উত্খিপ্তো] (বিশেষণ) ১ উর্ধ্বে নিক্ষিপ্ত (কৃত্রিম উপগ্রহটি উৎক্ষিপ্ত হয়েছে)। ২ উন্মূলিত; উৎপাটিত। ৩ উত্তোলিত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √ক্ষিপ্+ত(ক্ত)}
- Bengali Word উৎক্ষেপ, উৎক্ষেপণ Bengali definition [উৎখেপ্, উৎখেপোন্] ঊর্ধ্বে নিক্ষেপ। উৎক্ষেপক (বিশেষণ) ঊর্ধ্বে নিক্ষেপকারী। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√ক্ষিপ্+অ(অচ্), অন(ল্যুট্)}
- Bengali Word উৎখাত Bengali definition [উত্খাত্] (বিশেষণ) ১ সমূলে উৎপাটিত (পরিবারটিকে উৎখাত করা হয়েছিল)। ২ বিনষ্ট; ধ্বংসপ্রাপ্ত। ৩ খুঁড়ে তুলে ফেলা হয়েছে এমন। ৪ অধিকারচ্যুত। ৫ উন্মূলন; উৎপাটন। ৬ উৎখনন। ৭ বিদারণ। □ (বিশেষণ) বিদীর্ণ (বন্দুকের গুলীতে বক্ষ উৎখাত হইয়াছিল-শেখ হাবিবুর রহমান সাহিত্যরত্ন)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √খন্(ক্ত)}
- Bengali Word উৎচক্ষু Bengali definition [উত্চোক্খু] (বিশেষণ) তীক্ষ্ণ চক্ষু (তাই একসঙ্গে উৎকর্ণ ও উৎচক্ষু দাঁড়ালোম-শওকত ওসমান)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+চক্ষু}
- Bengali Word উৎত্রাস Bengali definition [উত্ত্রাস্] (বিশেষ্য) ভয়; সন্ত্রাস। উৎত্রাসন (বিশেষ্য) অতিশয় ব্যস্ত বা ভীতকরণ। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √ত্রস্+অ(ঘঞ্)}
- Bengali Word উৎপতন Bengali definition [উত্পতোন্] (বিশেষ্য) ১ উড়ে এসে পড়া। ২ উৎপত্তি। ৩ উদয়। ৪ উড়ন। উৎপতিত (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+পতন}
- Bengali Word উৎপত্তি Bengali definition [উত্পোত্তি] (বিশেষ্য) ১ উদ্ভব; জন্ম। ২ আবির্ভাব; অভ্যুদয়। ৩ কারণ; মূল। উৎপত্তিমূল (বিশেষ্য) ১ জন্মের বা সৃষ্টির হেতু। ২ মূলকারণ; আদি কারণ। উৎপত্তিস্থল, উৎপত্তিস্থান (বিশেষ্য) উৎস; গোড়া; নিদান। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √পদ্+তি(ক্তি)}
- Bengali Word উৎপথ Bengali definition [উত্পথ্] (বিশেষ্য) বিপথ; কুপথ; অসৎপথ। উৎপথগামী (বিশেষণ) ১ বিপথগামী; অসৎপথে গমনকারী। ২ উচ্ছৃঙ্খল। উৎপথ-গামিনী স্ত্রী। {(তৎসম বা সংস্কৃত) উৎ+পথিন্+অ(সমাসান্ত); প্রাদি (তৎপুরুষ সমাস)}উৎপদ্যমান [উত্পদ্দোমান্] (বিশেষণ) উৎপন্ন হচ্ছে বা হয়েছে এমন; জায়মান। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √পদ্+মান(শানচ্)}
- Bengali Word উৎপন্ন Bengali definition [উত্পন্নো] (বিশেষণ) ১ জাত; সৃষ্ট; নির্মিত। ২ উৎপাদিত; প্রস্তুত। ৩ উদ্ভূত। উৎপন্ন করা (ক্রিয়া) জন্মানো; সৃষ্টি করা। উৎপন্নমতি (বিশেষণ) ১ উপস্থিত বুদ্ধিসম্পন্ন। ২ বুদ্ধিমান। উৎপন্নমতিত্ব (বিশেষ্য) উপস্থিত বুদ্ধিমত্তা; প্রয়োজনীয় দ্রুতচিন্তার ক্ষমতা। (জয়শ্রী উৎপন্ন মতিত্ববলে এক উপায় স্থির করিয়া কহিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √পদ্+ত(ক্ত)}
- Bengali Word উৎপল Bengali definition [উত্পল্] (বিশেষ্য) পদ্মফুল; কুমুদ। উৎপলাক্ষ (বিশেষণ) ১ পদ্মের ন্যায় সুন্দর নেত্রবিশিষ্ট; কমলনয়ন। ২ সুন্দর চক্ষুবিশিষ্ট। উৎপলাক্ষী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত ) উৎ+ √পর্+অ(অচ্); (বহুব্রীহি সমাস)}