Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word উম, ওম Bengali definition [উম্‌, ওম্‌] (বিশেষ্য) তাপজনিত আরাম; উষ্ণতা; গরম; তাপ (কম্বলের উমে ঘুম ছড়ানো ছিল-শওকত ওসমান; একখানা র‌্যাপার পেলে ওমটা ঠিক জমত-সৈয়দ মুজতবা আলী)। উম দেওয়া (ক্রিয়া) তা দেওয়া (ডিমে ওম দেওয়া)। {সংস্কৃত. উম্ম>উম্‌হ>উম্‌, ওম}
  • Bengali Word উমত, উমতি (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [উমত, উমোতি] (বিশেষণ) ১ উন্মত্ত। ২ অজ্ঞান। □ ক্রিয়া(বিশেষণ) অন্যমনস্কভাবে (উমতি কহই সখি করহ পয়ান-বিদ্যাপতি)। উমতিনী স্ত্রীলিঙ্গ। {সংস্কৃত. উন্মত্ত>}
  • Bengali Word উমদা, ওমদা Bengali definition [উম্‌দা, ও-] (বিশেষণ) ১ উত্তম; উৎকৃষ্ট (সৈয়দ সাহেব একখানা বহুৎ উম্‌দা গল্প পেশ করছেন-সৈয়দ মুজতবা আলী)। ২ মনোহর। ৩ উপাদেয় (কেমন যেন একটুখানি আলাদা, কিন্তু খেতে উম্‌দা-সৈয়দ মুজতবা আলী)। {আরবি উম্‌দাহ্‌ }
  • Bengali Word উমর Bengali definition ওমর
  • Bengali Word উমরা ১, উমরাহ্‌ Bengali definition ওমরা
  • Bengali Word উমরা ২ Bengali definition [উম্‌রা] ১ (বিশেষ্য) হজের ন্যায় ধর্মীয় অনুষ্ঠান। ২ (বিশেষ্য) জিয়ারত। {আরবি ‘উম্‌রাহ }
  • Bengali Word উমান ১ Bengali definition [উমান্‌] (বিশেষ্য) মাপ; পরিমাণ, ওজন। উমানিয়া (অসমাপিকা ক্রিয়া) ওজন করে; মেপে (ছালায় ভরিল সবে উমানিয়া আড়ি-কবি কঙ্কনণ মুকুন্দরাম চক্রবর্তী)। {সংস্কৃত উন্মান> উন্মান> উমান> উমান}
  • Bengali Word উমানো Bengali definition [উমানো] (ক্রিয়া) ১ তপ্ত করা; গরম করা। ২ তাতানো। ৩ তা দেওয়া। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {সংস্কৃত. উম্ম>উম্‌হ>উম>বাংলা √উম্‌+আন, আনো}
  • Bengali Word উমিদ, উমীদ Bengali definition উমেদ
  • Bengali Word উমেদ, ওমেদ, উমীদ, উম্মীদ Bengali definition [উমেদ্‌, ওমদে্‌, উমিদ্‌, উম্‌মিদ্‌] (বিশেষ্য) ১ আশা; আকাঙ্ক্ষা (তার দাওত কবুল করবেন হজরত হয় মনে উমীদ-কাজী নজরুল ইসলাম))। ২ প্রতীক্ষা; অপেক্ষা (যে সকল লোক কর্ম্মের ওমেদে থাকে- ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়)। ৩ (বিশেষ্য) প্রার্থনা। {(ফারসি) উম্মীদ্‌ }
  • Bengali Word উমেদওয়ার Bengali definition উমেদার
  • Bengali Word উমেদার, ওমেদার, ওমেদওয়ার Bengali definition [উমেদার্‌, ওমেদার্‌, ওমেদ্ওয়ার্‌] (বিশেষণ) ১ প্রত্যাশী; প্রার্থী। ২ চাকরিপ্রার্থী; কর্মপ্রত্যাশী (ওমেদার ব্যক্তি সুপারিশ আনিবামাত্র-ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়; হোম সাহেবকে তেমনি ওমেদওয়ার ঘেরিয়া দাঁড়াইয়াছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। □ (বিশেষ্য) মোসাহেব; স্বার্থসিদ্ধির জন্য পরের মনস্তুষ্টি সম্পাদনকারী ব্যক্তি (এক বড় মানুষের কতকগুলি উমেদার ছিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। উমেদারি, উমেদারী, ওমেদারি (বিশেষ্য) ১ চাকরি প্রার্থনা; চাকরির আশায় অন্যের নিকট ঘোরাঘুরি (আপিসে কর্মের উমেদারিতে বাহির হইতে হইল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ মোসাহেবি (তাহারাই চিরকাল ওমেদারি করিয়া থাকে- ভবানন্দ)। {(ফারসি) উম্মীদ্‌রার }
  • Bengali Word উম্মত Bengali definition [উম্‌মত্‌] (বিশেষ্য) ১ শিষ্য; অনুচর (নিখিল ব্যথিত উম্মত লাগি এখনো তোমার অশ্রু ঝরে-ইসমাইল হোসেন শিরাজী)। ২ জাতি। {আরবি. উম্মাহ }
  • Bengali Word উম্মি, উম্মী Bengali definition [উম্‌মি] (বিশেষণ) নিরক্ষর; অজ্ঞ (আমরা উম্মি মানুষ; লেখাপড়াও জানি না-মুহম্মদ মনসুরউদ্দীন)। {আরবি. উম্মী}
  • Bengali Word উম্মীদ Bengali definition উমেদ
  • Bengali Word উম্মীদওয়ার Bengali definition উমেদার
  • Bengali Word উম্মেদ Bengali definition উমেদ
  • Bengali Word উম্মেদওয়ার Bengali definition উমেদার
  • Bengali Word উযীর Bengali definition উজির
  • Bengali Word উর ১ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [উর্‌] (বিশেষ্য) ফুলবিশেষ; জবাফুল (উরের কলিকা জিনি রাতুল নয়ন-সৈয়দ আলাওল)। {সংস্কৃত. ওড্র> ওড্‌ঢ> ওঢ়>ওড়, ওর, উর}
  • Bengali Word উর ২ Bengali definition [উর] (বিশেষ্য) বক্ষঃস্থল। {সংস্কৃত. উরস্‌>}
  • Bengali Word উর ৩ উরহ Bengali definition [উর, উরহ] (ক্রিয়া) ১ অবতীর্ণ হও; আবির্ভূত হও। ২ এসে অধিষ্ঠান করো (কহে যোড় করে উরহ আমারে-ভারতচন্দ্র রায়গুণাকর)। {সংস্কৃত. উত্তর>}
  • Bengali Word উরঃ (উরস্‌) Bengali definition [উরহ্‌] (বিশেষ্য) বক্ষ; বক্ষঃস্থল। {সংস্কৃত. √ঋ+অস্‌}
  • Bengali Word উরগ , উরঙ্গ , উরঙ্গম Bengali definition [উরগ্‌, উরঙ্‌গো, উরঙ্‌গমো] (বিশেষ্য) বুকে ভর দিয়ে চলে যে; সর্প (দংশিল ভীষণবেগে উরগের মত-কায়কোবাদ)। উরগী, উরঙ্গী, উরঙ্গমী (স্ত্রীলিঙ্গ)। {সংস্কৃত. উরস্‌+ √গম্‌+ অ(ড, খচ্‌)}
  • Bengali Word উরজ Bengali definition [উরজ্‌] (বিশেষ্য) স্তন (উরজ কমলযুগ প্রফুল্ল সতত-মাইকেল মধুসূদন দত্ত)। {সংস্কৃত উরঃ+জ (<জন্‌)+অ(ড)=উরোজ>উরজ্‌}
  • Bengali Word উরঝাই (ব্রজবুলি) Bengali definition [উরঝাই] (বিশেষণ) ১ মনিব। ২ শুষ্ক (চলার রাজপথে দুহুঁ উরঝাই-পদকল্পতরু)। {(হিন্দি) মুরঝানা}
  • Bengali Word উরত, উরুত, উরূত Bengali definition [উরত্‌, উরুত, উরুত্‌] (বিশেষ্য) ঊরু; জানুর উপরিভাগ; রান। {সংস্কৃত ঊরু+বাংলা ত}
  • Bengali Word উরমাল Bengali definition উরুমাল
  • Bengali Word উরশী Bengali definition [উরোশি] (বিশেষ্য) ১ স্ত্রীর গর্ভে আপন ঔরসজাত কন্যা; মেয়ে (তোমার উরশী তোমাকে ডাকিয়া পাঠাইয়াছে-নজিবর রহমান)। ২ মাষকলাই (শিম্ব উরশী দাল বাটি-বিজয় গুপ্ত)। {সংস্কৃত. উরস্‌>উরশ + বাংলা ঈ}
  • Bengali Word উরশ্ছদ, উরস্ত্র, উরস্ত্রাণ Bengali definition [উরশ্‌ছদ্‌, উরস্‌ত্রো, উরস্‌ত্রাণ্‌] (বিশেষ্য) যোদ্ধাদের ব্যবহার্য বর্ম; কবচ। {সংস্কৃত. উরঃ+ছদ্‌, ত্র, ত্রাণ}